Sania Mirza: ক্রীড়া জগতে সব মহিলাদের কাছেই তুমি আশার প্রতীক! স্ত্রী সানিয়াকে শুভেচ্ছা শোয়েবের

w4nux848cj3etqqo9zlg

মাধ্যম নিউজ ডেস্ক: সদ্য কোর্টকে বিদায় জানিয়েছেন ভারতীয় টেনিস কুইন সানিয়া মির্জা। চোখের জলে নিজের শেষ গ্র্য়ান্ডস্ল্যামটা শেষ করেছেন দেশের টেনিস সুন্দরী। অস্ট্রেলিয়ান ওপেনে মিক্সড ডাবলসে রোহন বোপান্নার সঙ্গে জুটি বেঁধে ফাইনাল পর্যন্ত যান তিনি। কিন্তু সেখানে গিয়ে পরাস্ত হতে হয়। তাঁর অবসরে বিভিন্ন মহল থেকে তাঁকে শুভেচ্ছা জানানো হয়েছে। সচিন থেকে অনিল কাপুর সকলেই রয়েছেন তাঁর অনুরাগীর তালিকায়। এবার তাঁকে শুভেচ্ছা জানালেন পাকিস্তানের ক্রিকেটার ও সানিয়ার স্বামী শোয়েব মালিক।

শোয়েবের বার্তা

ফাইনাল ম্যাচের প্রায় দশ ঘণ্টা পরে স্ত্রী সানিয়াকে শুভেচ্ছা জানান শোয়েব। ট্যুইট বার্তায় পাকিস্তানের ক্রিকেটার জানিয়েছেন, স্ত্রীর কৃতিত্বে তিনি গর্বিত। গ্র্যান্ড স্ল্যামে সানিয়া শেষ ম্যাচ খেলার পর থেকেই দেশ-বিদেশ জুড়ে অগণিত বার্তা পেয়েছেন। কিন্তু শোয়েবের বার্তা কিছুতেই পাওয়া যাচ্ছিল না। দু’জনের মধ্যে তৈরি হওয়া সাম্প্রতিক দূরত্বের জল্পনা আরও বাড়িয়ে দিচ্ছিল এই নৈঃশব্দ। অবশেষে ট্যুইট শোয়েবের। যিনি এখন বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলতে ব্যস্ত।

শোয়েব লিখেছেন, “খেলাধুলোর জগতে সব মহিলাদের কাছেই তুমি আশার প্রতীক ছিলে। গোটা টেনিসজীবনে যা যা অর্জন করেছ, তার জন্য অত্যন্ত গর্বিত। তুমি অনেকের কাছে অনুপ্রেরণা। এ ভাবেই শক্তিশালী হয়ে আগামী দিনে এগিয়ে যাও। অবিশ্বাস্য টেনিস জীবনের জন্যে অনেক শুভেচ্ছা।” সানিয়ার প্রতি শোয়েবের এই আবেগঘন বার্তার পরে প্রশ্ন উঠতে শুরু করেছে, দু’জনের সম্পর্কের বরফ কি গলতে শুরু করেছে?

আরও পড়ুন: চোখের জলে বিদায়! টেনিস জীবনের শেষ গ্র্যান্ড স্ল্যাম জেতা হল না সানিয়ার

আবেগপ্রবণ ট্যুইট ক্রীড়া জগত

সানিয়া মির্জার বিদায় দেখে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন ক্রিকেটের ঈশ্বর শচিন তেন্ডুলকর। মাস্টার ব্লাস্টার লিখেছেন, ‘ধন্যবাদ সানিয়া একটা গোটা জেনারেশনকে স্বপ্ন দেখানোর জন্য। ভারতের প্রচুর মেয়ে তোমাকে দেখে টেনিস খেলার অনুপ্রেরণা পেয়েছিল এবং আগামী দিনেও পাবে। তোমার ক্যারিয়ার যথেষ্ট সফল। আশা করব টেনিস ছাড়ার পর বাকি জীবনটাও সাফল্যের সঙ্গে কাটাবে।’

মহিলা কুস্তির বড় নাম ভিনিশ ফোগাট জানিয়েছেন সানিয়া মির্জা দেশের মহিলা ক্রীড়া ব্যক্তিদের আইকন ছিলেন এবং আগামীতেও থাকবেন। বলিউড অভিনেতা অনিল কাপুর সানিয়ার বিদায় নিয়ে পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share