SBI Fixed Deposit: স্থায়ী আমানতে সুদের হার বাড়াল এসবিআই, ৪০০ দিনে হার ৭.১ শতাংশ

SBI_Recruitment_2022

মাধ্যম নিউজ ডেস্ক: আমানতকারীদের জন্যে সুখবর। স্থায়ী আমানতে সুদের হার বাড়াল দেশের সব থেকে বড় রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI Fixed Deposit)।  প্রায় দু’মাস পরে আবার স্থায়ী আমানতের উপর বর্ধিত সুদের নয়া কর্মসূচি ঘোষণা করল এসবিআই। বুধবার এসবিআই- এর তরফে জানানো হয়েছে, নয়া কর্মসূচিতে স্থায়ী আমানতের উপর সুদের হার ২৫ বেসিস পয়েন্ট পর্যন্ত অর্থাৎ ২.৫ শতাংশ বাড়বে। 

এই নয়া ব্যবস্থায় ৪০০ দিনের স্থায়ী আমানতে সুদের হার হবে ৭.১ শতাংশ। এসবিআই (SBI Fixed Deposit) কর্তৃপক্ষ জানিয়েছে, ১৫ ফেব্রুয়ারি থেকেই লাগু হবে এই বর্ধিত সুদের হার। এই কর্মসূচি চলবে আগামী ৩১ মার্চ পর্যন্ত। ২ কোটি টাকা পর্যন্ত স্থানীয় আমানতের ক্ষেত্রে নয়া এই উচ্চ হারে সুদ দেওয়া হবে।

আরও পড়ুন: ১৭৯৩ পদে কর্মী নিয়োগ করবে প্রতিরক্ষামন্ত্রক, জানুন বিস্তারিত

গত বছরের ১৩ ডিসেম্বর কিছু নির্দিষ্ট স্থায়ী আমানতের ক্ষেত্রে সুদের হার বাড়িয়েছিল স্টেট ব্যাঙ্ক (SBI Fixed Deposit)। আদানির গোষ্ঠীকে নিয়ে সাম্প্রতিক বিতর্কের মাঝে স্টেট ব্যাঙ্কের এই ঘোষণা অত্যন্ত  ‘তাৎপর্যপূর্ণ’ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। প্রসঙ্গত, কেন্দ্রীয় বাজেট পেশ করার সময় দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছিলেন, আদানি শিল্পগোষ্ঠী সঙ্কটে পড়লেও তাদের অন্যতম প্রধান আর্থিক সহায়ক স্টেট ব্যাঙ্কের বিপদের সম্ভাবনা নেই। এই ঘোষণায় সেই দাবিতেই শিলমোহর পড়ল।

আদানি ও এসবিআই 

উল্লেখ্য, গত ২৪ জানুয়ারি হিন্ডেনবার্গ রিপোর্ট সামনে আসার পর বড় ধাক্কা খেয়েছে আদানি গ্রুপ। শেয়ারের দর পড়ে যাওয়ায় মার্কিন সূচক থেকে বাদ গিয়েছে আদানির স্টক। এদিকে এসবিআই থেকে বিপুল পরিমাণে ঋণ নিয়েছে আদানি গ্রুপ। এসবিআই (SBI Fixed Deposit) যদিও এখন পর্যন্ত সেই ঋণ নিয়ে কোনও আশঙ্কা প্রকাশ করেনি। কিন্তু সাধারণ মানুষের মনে তৈরি হয়েছে আতঙ্ক। যদি ঋণ শোধ না করে আদানি গ্রুপ? সেক্ষেত্রে এক্ষেত্রে ব্যাঙ্কের ক্ষতির পরিমাণ কত হতে পারে? এসবিআই সূত্রে খবর, বর্তমানে বিপাকে পড়া আদানি গোষ্ঠীর কাছে এসবিআই -এর এক্সপোজারের পরিমাণ প্রায় ২৭,০০০ কোটি টাকা। তবে তা মোট প্রদেয় ঋণের মাত্র ০.৮৮ শতাংশ। অর্থাৎ যা কিনা ১ শতাংশের চেয়েও কম। ব্যাঙ্কটির চেয়ারম্যান দীনেশ খাড়া এ প্রসঙ্গে জানিয়েছেন, “আমরা আদানি গ্রুপকে মূলত প্রজেক্টের জন্য ঋণ দিয়েছি। এগুলি বাস্তব সম্পদ এবং যার পর্যাপ্ত নগদ উৎপাদন রয়েছে৷ সংস্থাটি যথাযথ ভাবেই দায়িত্ব পালন করছে। ব্যাঙ্কের এক্সপোজার মোট লোন বুকের মাত্র ০.৮৮ শতাংশ।”

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

 

 

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share