SBI Recruitment: অবসরপ্রাপ্তদের জন্যে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করেছে এসবিআই, শূন্যপদ ১৪৩৮

sbi

মাধ্যম নিউজ ডেস্ক: সদ্য অবসর নিয়েছেন চাকরি থেকে? বাড়িতে বসে থাকতে ভালো লাগছে না? তাহলে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI Recruitment) আপনার জন্যে এনে দিয়েছে সুবর্ন সুযোগ। সম্প্রতি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া চুক্তির ভিত্তিতে কালেকশন ফ্যাসিলিটেটর পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি অনুসারে, স্টেট ব্যাঙ্কের পূর্ববর্তী সহযোগী ব্যাঙ্কগুলির (e-ABs) অবসরপ্রাপ্ত অফিসার কিংবা স্টাফ এই পদগুলিতে আবেদন করতে পারবেন। 

স্টেট ব্যাঙ্কের তরফে বিজ্ঞপ্তিতে (SBI Recruitment) জানানো হয়েছে, মোট ১৪৩৮ শূন্যপদ পদ রয়েছে। সারা দেশের স্টেট ব্যাঙ্কের বিভিন্ন শাখায় নিয়োগ করা হবে। সেক্ষেত্রে যে সকল প্রার্থী আবেদন করতে ইচ্ছুক এবং যোগ্য তারা স্টেট ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট https://bank.sbi/careers কিংবা https://www.sbi.co.in/careers-তে অনলাইনে আবেদন করতে পারেন।

আরও পড়ুন: এবার সিআইডির থেকে লালন শেখ মৃত্যুর কেস ডাইরি চাইল আদালত

যোগ্যতা: 

আবেদনকারীদের স্টেট ব্যাঙ্কের (SBI Recruitment) অবসরপ্রাপ্ত অফিসার কিংবা স্টাফ হতে হবে। এক্ষেত্রে কোনও নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই। অবসরপ্রাপ্ত ব্যক্তির শুধুমাত্র উপযুক্ত কাজের অভিজ্ঞতা এবং সামগ্রিকভাবে পেশাগত দক্ষতা থাকতে হবে।

বয়সসীমা:

অবসরপ্রাপ্ত কর্মীদের ৬০ বছর বয়সে চাকরির মেয়াদ পূর্ণ হলেই ব্যাঙ্কের চাকরি থেকে অবসর নিতে হবে। তবেই সংশ্লিষ্ট পদে আবেদন করতে পারবেন।  

নির্বাচন প্রক্রিয়া:

প্রার্থীদের কোনও পরীক্ষা দিতে হবে না। প্রার্থীদের প্রোফাইল দেখে ব্যাঙ্কের (SBI Recruitment) শর্টলিস্টিং কমিটি প্রার্থী বাছাই করবে। তারপরেই ব্যাঙ্কের সিদ্ধান্ত অনুযায়ী পর্যাপ্ত সংখ্যক প্রার্থীকে বাছাই করে ইন্টারভিউয়ে ডাকা হবে। তাই ইন্টারভিউয়ের জন্য প্রার্থীদের ডাকার বিষয়ে ব্যাঙ্কের সিদ্ধান্তই চূড়ান্ত হবে। ইন্টারভিউতে ১০০ নম্বর থাকবে। চূড়ান্ত নির্বাচনের জন্য মেধা তালিকা শুধুমাত্র ইন্টারভিউয়ে প্রাপ্ত নম্বর অনুসারে করা হবে। যদি একাধিক প্রার্থী একই কাট-অফ মার্ক নম্বর পান তাহলে কম বয়সী প্রার্থীকে গুরুত্ব দেওয়া হবে। 

বেতন:

ক্লার্ক পদের জন্য প্রার্থীরা পাবেন ২৫,০০০ টাকা। অন্যদিকে, JMGS – I-এর জন্য ৩৫,০০০ এবং MMGS – II এবং MMGS – III এর জন্য ৪০,০০০ টাকা টাকা বেতন পাবেন।

পদ সংখ্যা:

জেনারাল: ৬৮০
ইডাব্লিউএস: ১২৫
ওবিসি: ৩১৪
এসসি: ১৯৮
এসটি: ১২১ 
মোট পদ: ১৪৩৮

আবেদনের সময়: 

আবেদন শুরু ২২ ডিসেম্বর। আবেদন শেষ তারিখ ১০ জানুয়ারি   

কী ভাবে আবেদন করবেন? 

স্টেট ব্যাঙ্কের ওয়েবসাইট https://bank.sbi/careers OR https://www.sbi.co.in/careers-তে প্রার্থীকে রেজিস্টার করতে হবে। অনলাইনে রেজিস্টার করার পরে, প্রার্থীরা সিস্টেম জেনারেটেড অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্ট আউট পেয়ে যাবেন।

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share