UGC to Universities: বিশ্ববিদ্যালয়গুলিকে স্নাতক স্তরে ভর্তির শেষ তারিখ চূড়ান্ত না করার আর্জি ইউজিসির

UG_Admission_

মাধ্যম নিউজ ডেস্ক: এখনও প্রকাশিত হয়নি সিবিএসই-র দ্বাদশ শ্রেণীর ফল (CBSE 12th Result 2022)। এবার স্নাতক স্তরে (UG) নতুন বর্ষে ভর্তি সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ করল ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন (UGC)। বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়গুলিকে (Universities) সিবিএসই-র ফল বেরোনোর পরেই ভর্তির শেষ তারিখ চূড়ান্ত করার আর্জি জানিয়েছে ইউজিসি।

আরও পড়ুন: কুয়েট পরীক্ষায় আবেদন ১১ লক্ষ পরীক্ষার্থীর, জানাল ইউজিসি 

সিবিএসই সূত্রের খবর অনুযায়ী, জুলাই মাসের শেষ সপ্তাহে প্রকাশিত হবে দ্বাদশ শ্রেণীর ফল। এমতাবস্থায় সিবিএসই বোর্ডের পড়ুয়ারা যাতে স্নাতক স্তরের ভর্তির প্রক্রিয়া থেকে বঞ্চিত না হন, তা নিশ্চিত করতেই ইউজিসির এই বিজ্ঞপ্তি।

আরও পড়ুন: ইজিসি নেট পরীক্ষার দিন ঘোষণা এনটিএ-র, জেনে নিন তারিখ  

বিষয়টি ট্যুইট করে জানান, ইউজিসি চেয়্যারম্যান জগদেশ কুমার (UGC Chairman Jagdesh Kumar)। তিনি লেখন, “বিশ্ববিদ্যালয়গুলিকে সিবিএসই-র ফল প্রকাশের পরেই স্নাতক স্তরে ভর্তির শেষ তারিখ চূড়ান্ত করার অনুরোধ করেছে ইউজিসি। যাতে ওই বোর্ডের পড়ুয়ারাও স্নাতক স্তরে ভর্তি হওয়ার জন্যে পর্যাপ্ত সময় পান।”  

[tw]


[/tw]

সিবিএসই-র দ্বাদশ শ্রেণীর পরীক্ষা শেষ হয় ১৫ জুন। বেশির ভাগ রাজ্য বোর্ডগুলিই ইতিমধ্যে নিজেদের পরীক্ষার ফল প্রকাশ করেছে। এখন অপেক্ষা চলছে কেন্দ্রীয় বোর্ডের ফলাফলের। কবে ফল প্রকাশিত হবে এই নিয়ে চিন্তায় অভিভাবক এবং পড়ুয়ারা। আজ থেকে শুরু হয়েছে স্নাতকস্তরে ভর্তির প্রক্রিয়া। সিবিএসই বোর্ডের পড়ুয়ারা এখনও অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন। সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে ভয় পাচ্ছেন অভিভাবকরা। ইউজিসির এই বিজ্ঞপ্তিতে সেই চিন্তার মেঘ খানিকটা হলেও কাটবে।  

 

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share