Sidharth Kiara: বিয়ের দিন পিছল সিদ্ধার্থ-কিয়ারার, জানুন কবে হবে চারহাত এক 

kiara-advani-new

মাধ্যম নিউজ ডেস্ক: রাজস্থানের জয়সালমীরের সূর্যগড় প্যালেসকে ইতিমধ্যে সাজানো হয়েছে আলো এবং ফুলের মালা দিয়ে। এখানেই যে বসতে চলেছে বলিপাড়ার দুই জনপ্রিয় তারকার বিবাহের আসর। অগ্নিকে সাক্ষী রেখে সাতপাকে ঘুরবেন সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আডবাণী (Sidharth Kiara)। শোনা গিয়েছিল, ৬ ফেব্রুয়ারি অর্থাৎ সোমবার সম্পন্ন হবে এই হাইপ্রোফাইল বিবাহ। কিন্তু ৫ তারিখ নাগাদ শোনা গেল বিবাহের দিন পরিবর্তনের কথা।

নতুন ভাবে বিয়ের তারিখ কবে ঠিক করা হল

জানা গিয়েছে, চলতি মাসের ৬ নয়, ৭ ফেব্রুয়ারি মঙ্গলবার বিয়ের পিঁড়িতে কনের সাজে বসবেন কিয়ারা। এবং বরযাত্রী সমেত তাঁকে বিয়ে করতে আসবেন সিদ্ধার্থ। এক সংবাদমাধ্যমের দাবি, ৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে বিবাহ পূর্ববর্তী বিভিন্ন আচার এবং অনুষ্ঠান। সব কিছুই হবে হিন্দুরীতি মেনে। রবিবার সম্পন্ন হয়েছে মেহন্দির অনুষ্ঠান। ছ’তারিখ অর্থাৎ আজকে বর কনের গায়ে হলুদ অনুষ্ঠান হবে। আগামীকাল অর্থাৎ মঙ্গলবার সাতপাকে ঘুরবেন সিদ্ধার্থ-কিয়ারা (Sidharth Kiara)। জয়সালমীরে কয়েকদিন আগেই উড়ে গিয়েছেন সিদ্ধার্থ-কিয়ারা (Sidharth Kiara)। তাঁদের আত্মীয় স্বজনরাও আসছেন একে একে। ইতিমধ্যে নাতির বিয়ে নিয়ে উচ্ছ্বসিত সিদ্ধার্থের ঠাকুমার ভিডিও ছড়িয়ে পড়েছে নেটপাড়ায়। জমজমাট এই বিবাহ অনুষ্ঠানে, একে একে রওনা দিয়েছেন তাঁদের ইন্ডাস্ট্রির ঘনিষ্ঠ বন্ধুরাও। কাছের মানুষদের উপস্থিতিতে এবং পুরোহিতের মন্ত্রোচ্চারণে চার হাত এক হবে তাঁদের (Sidharth Kiara)।

শোনা গিয়েছে, মুম্বই ফিরে ১২ ফেব্রুয়ারি রিসেপশন পার্টি দেবেন সিদ্ধার্থ-কিয়ারা (Sidharth Kiara)। সেখানে উপস্থিত থাকবেন বলিউডের তাবড় তারকারা।

সিদ্ধার্থ-কিয়ারার (Sidharth Kiara) প্রেম পর্ব কবে থেকে চলছে

বলিপাড়ার অন্দরে কান পাতলে শোনা যায় ‘শেরশাহ’ ছবিতে অভিনয় করার সময় থেকেই নাকি সিদ্ধার্থ-কিয়ারার (Sidharth Kiara) বন্ধুত্ব গাঢ় হয়। সেই বন্ধুত্ব থেকেই প্রেম। মাঝে অবশ্য শোনা গিয়েছিল, তাঁদের বিচ্ছেদ হয়ে গিয়েছে। কিন্তু সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে গাঁটছড়া বাঁধতে প্রস্তুত তাঁরা।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

 

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share