T20 World Cup 2022: পিঠের চোটে কাবু কার্তিক! বিশ্বকাপ কি এখানেই শেষ? বাংলাদেশ ম্যাচে পরিবর্তন ভারতীয় দলে

dinesh1

মাধ্যম নিউজ ডেস্ক: একটা পরাজয়ে বদলে গেলো পুরো ছবিটাই। ফিল গুড ফ্যাক্টর উধাও ভারতীয় শিবির থেকে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ব্যর্থতার পর অনেকগুলো প্রশ্ন চলে এসেছে সামনে। দীনেশ কার্তিকের বিশ্বকাপ কি এখানেই শেষ? লোকেশ রাহুলের ধারাবাহিক ব্যর্থতার পর ঋষভ পন্থকে কি এবার খেলানোর কথা ভাববেন কোচ রাহুল দ্রাবিড়? এর উত্তর হয়তো পাওয়া যাবে আগামী দিনে। তবে ভারতীয় দলের উইকেট রক্ষক ব্যাটসম্যান দীনেশ কার্তিক যেভাবে পিঠের ব্যথায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন তাতে আশঙ্কার কালো মেঘ ঘনীভূত হয়েছে তাঁকে ঘিরে।

আরও পড়ুন: সশস্ত্র ও কলমধারী দুই ধরনের নকশালকেই নির্মূল করতে হবে, জানালেন মোদি

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে ফিনিশার হিসেবে দেখা হচ্ছিল কার্তিককে। কিন্তু রবিবার প্রোটিয়াবাহিনীর বিরুদ্ধে প্রবল চাপের মুখে সূর্য কুমার যাদব যখন অসাধারণ ব্যাটিং করছিলেন, তখন ক্রিজের উল্টোদিকে ছিলেন দীনেশ কার্তিক। শুরুতেই পরপর উইকেট পড়ে যাওয়ায় সেই মুহূর্তে খেলাটা ধরার প্রয়োজন ছিল। কিন্তু একইসঙ্গে রান রেট সচল রাখাও দরকার ছিল। সূর্য কুমার যাদব মরিয়া চেষ্টা করলেও দীনেশ কার্তিকের খেলায় সেই তাগিদ লক্ষ্য করা যায়নি। মাত্র ছয় রান করতে তিনি খেলেছেন ১৫ টি বল। যা নিয়ে সমালোচনার ঝড় উঠতে শুরু করেছে। প্রাক্তন ক্রিকেটারদের অনেকেই কটাক্ষ করে বলছেন, কার্তিক হয়তো ভুলে গেছে, এটা পার্থের স্টেডিয়াম বেঙ্গালুরু নয়। আসলে দক্ষিণ আফ্রিকার পেশারদের বিরুদ্ধে ভারতীয় ব্যাটসম্যানরা খুব একটা সুবিধা করতে পারেননি। লোকেশ রাহুল, রোহিত শর্মা, বিরাট কোহলির পাশাপাশি দীনেশ কার্তিকও গুটিয়েছিলেন। তাই কটাক্ষের সুরে অনেকে বলছেন, কার্তিক ফিনিশারের ভূমিকায় দেখা দেওয়ার আগে নিজেই যেন ফিনিশ হয়ে গেল। দীনেশ কার্তিকের চোট কতটা গুরুতর সেটা অবশ্য এখনও ভারতীয় দলের পক্ষ থেকে স্পষ্ট করা হয়নি। তবে দক্ষিণ আফ্রিকার কাছে হারের পর টিম ম্যানেজমেন্ট যে প্রথম একাদশে কিছু পরিবর্তন আনার কথা ভাববে সেটা বলাই বাহুল্য। খুব সম্ভবত পরের ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধেই সেই পরিবর্তন দেখা যেতে পারে।

আরও পড়ুন: ‘ভুয়ো মিস্টার বিন!’ ম্যাচের পর ট্যুইট-যুদ্ধে পাক, জিম্বাবোয়ের রাষ্ট্রপ্রধানরা

অন্যদিকে দক্ষিণ আফ্রিকার কাছে হারের জন্য ফিল্ডিংকেই দুষলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। তিনি স্বীকার করে নিয়েছেন, গুরুত্বপূর্ণ সময় সহজ ক্যাচ মিস এবং রান আউটের সুযোগ হাতছাড়া হওয়ার কারণেই দক্ষিণ আফ্রিকাকে হারানো গেল না। তিনটি ম্যাচ খেলে ভারতের ঝুলিতে এখন চার পয়েন্ট। রোহিতরা রয়েছেন দ্বিতীয় স্থানে। সম সংখ্যক ম্যাচ খেলে পাঁচ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে দক্ষিণ আফ্রিকা। একটা গ্রুপ থেকে দুটো দল সেমিফাইনালে উঠবে। ভারতের এখনো খেলা বাকি বাংলাদেশ ও জিম্বাবোয়ের বিরুদ্ধে। বাকি দুটি ম্যাচ জিতলে রোহিতরা শেষ চারের টিকিট পাকা করে ফেলবেন। 

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share