T20 World Cup: ১১ বছর পর বিশ্বকাপে ফের ইতিহাস তৈরি আয়ারল্যান্ডের! ইংল্যান্ডকে হারাল ৫ রানে

ভারত-পাক ম্যাচের মতো একইরকমের উত্তেজনা দেখা যায় ইংল্যান্ড-আয়ারল্যান্ডের খেলাতেও।
Ireland_beat_England
Ireland_beat_England

মাধ্যম নিউজ ডেস্ক: চলতি বছরের টি-২০ বিশ্বকাপে (T-20 World Cup) ইংল্যান্ড এক বড়সড় ধাক্কা খেল। এর প্রতক্ষ্যদর্শী হল মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের দর্শকরা। ইংল্যান্ডের মত শক্তিশালী দলকে উড়িয়ে দিল আইরিশরা (Ireland vs England)। বৃষ্টির কারণে ডাক-ওয়ার্থ লুইস নিয়মে ৫ রানে জেতে তাঁরা। বৃষ্টি বিঘ্নিত এই ম্যাচ পুরো খেলা না হলেও ইংল্যান্ড পরাজিত হয়েছে আয়ারল্যান্ডের কাছে। 

এদিন আইরিশ ব্যাটারদের দাপট ও দুর্দান্ত পারফরমেন্সের ফলে ম্যাচে যেন টিকতেই পারেনি ইংল্যান্ড। এছাড়াও বৃষ্টি তো সেখানেই বাধা হয়েই ছিল। এদিন টসে জিতে আয়ারল্যান্ডকে শুরুতে ব্যাট করতে পাঠায় ইংল্যান্ড। প্রথমে ব্যাট করে ১৫৭ রান করে আয়ারল্যান্ড। আয়ারল্যান্ড ১৯.২ ওভারে ১৫৭ রানে অল-আউট হয়।

পল স্টার্লিং দলের হয়ে ভালো শুরু করেন। অধিনায়ক অ্যান্ডি বালবির্নি, ৬২ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন। তিনি ৫টি চার ও ২টি ছক্কা মেরেছিলেন। ২৭ বলে ৩৪ রান করেন লরকান টাকার। তিনি ৩টি চার ও ১টি ছক্কা মারেন। এছাড়া পল স্টার্লিং ১৪, কার্টিস ক্যাম্ফার ১৮ ও গ্যারেথ ডেলানি ১২ রান করেন। মার্ক উড ও লিয়াম লিভিংস্টোন ৩টি করে উইকেট নেন ও যথাক্রমে রান করেন ১৭ ও ৩৪। ২টি উইকেট নেন স্যাম কারান।

আরও পড়ুন: হটস্টারের ভিউয়ার্সে রেকর্ড! ভারত-পাকিস্তান ম্যাচে আবেগ -উন্মাদনায় ভাসল ক্রীড়াপ্রেমীরা

অন্যদিকে শেষমেশ ১৪.৩ ওভারে ইংল্যান্ড ৫ উইকেটে ১০৫ রান তুললে বৃষ্টিতে ম্যাচ (T-20 World Cup) বন্ধ হয়ে যায়। তখনও জয়ের জন্য ৩৩ বলে ৫৩ রান করতে হত ইংল্যান্ডকে। কিন্তু বৃষ্টির কারণে আর খেলা শুরু করা গেল না। ফলে ডাক-ওয়ার্থ লুইসের নিয়ম অনুযায়ী, নির্ধারিত সময়ে প্রয়োজনের তুলনায় পাঁচ রান কম ছিল ইংল্যান্ডের। ফলে পাঁচ রানের ব্যবধানে এই ম্যাচ জিতে নেয় আয়ারল্যান্ড।

ইংল্যান্ডকে আয়ারল্যান্ডের হারানোর ঘটনা এটিই প্রথম নয়। ২০১১ সালের এক দিনের বিশ্বকাপেও আয়ারল্যান্ডের কাছে হেরেছিল ইংল্যান্ড। ফলে আরও এক বার বিশ্বকাপের মঞ্চে সেই ছবিই দেখা গেল। তবে এবার ইংল্যান্ডের হারের প্রথম শত্রুই হল বৃষ্টি। তবে আয়ারল্যান্ডের কাছে ইংল্যান্ডের এই অপ্রত্যাশিত হারের ফলে ইংল্যান্ডের সেমি ফাইনালে ওঠা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এমনকি পরের সব ম্যাচ না জিততে পারলে সুপার ১২ পর্ব থেকেই বিদায় নিতে হতে পারে ইংল্যান্ডকে।

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles