T20 world cup: ছাত্র রাহুলের উপর ভরসা রাহুল স্যারের! বৃষ্টির আশঙ্কা ভারত-বাংলাদেশ ম্যাচে

Rahul-Dravid-B

মাধ্যম নিউজ ডেস্ক: বুধবার বাংলাদেশের বিরুদ্ধে মাস্ট উইন ম্যাচ খেলতে নামছে ভারত। এখনও পর্যন্ত ভারত এই টুর্নামেন্টে তিনটে ম্যাচ খেলেছে। যার মধ্যে দুটো জিতেছে,আর একটা হেরেছে। বর্তমানে পয়েন্ট টেবিলে ভারত দ্বিতীয় স্থানে রয়েছে। আর বাংলাদেশ রয়েছে ভারতের নীচে। এই ম্যাচে যে জিতবে সে সেমিফাইনালের খুব কাছে পৌঁছে যাবে। কিন্তু  ভারত-বাংলাদেশ (India vs Bangladesh) ম্যাচে দুশ্চিন্তার সবথেকে বড় কারণ হল অ্যাডিলেডের (Adelaide Oval) আকাশ। কয়েকদিন ধরেই আকাশের মুখ ভার অ্যাডিলেডে। মাঝেমাঝেই বৃষ্টি পড়ছে। সঙ্গে ঠান্ডা হাওয়া।  Accuweather-এর রিপোর্ট অনুসারে, ভারতের ম্যাচের দিন অ্যাডিলেডে বৃষ্টির সম্ভাবনা ৬০%। গোটা দিনই আকাশ কালো মেঘে ঢাকা থাকবে। সন্ধ্যায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা থাকলেও, রাতে বৃষ্টি বাড়তে পারে। স্থানীয় সময় অনুযায়ী ভারতের এই ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়। তখন বৃষ্টি হওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন: গোপনীয়তা কোথায়? হোটেলের ঘরের ভিডিও ভাইরাল, ক্ষুব্ধ বিরাট! ক্ষমা চাইল হোটেল কর্তৃপক্ষ

অ্যাডিলেডের পিচও ভারতকে চিন্তায় রাখছে। তবে, অ্যাডিলেড ওভালে নামার আগে সাংবাদিক বৈঠকে নিজের ছেলেদের নিয়ে আশাবাদী টিম ইন্ডিয়ার কোচ রাহুল দ্রাবিড়। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচে হারের পর লোকেশ রাহুলকে (KL Rahul) প্রথম একাদশের বাইরে রাখার দাবি উঠেছিল। যদিও  মেন ইন ব্লু কোচ জানিয়েছেন, ফর্ম নিয়ে রাহুলের সঙ্গে তাঁর আলোচনা হয়েছে। দ্রাবিড় মনে করেন, এই স্বল্প সময়ের মধ্যে কোনও সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। লোকেশ রাহুলের মতো ক্রিকেটারকে আরও কিছুটা সময় দেওয়া উচিত। দ্রাবিড় বলেন, “রাহুলের কোয়ালিটি ও এবিলিটি সম্পর্কে আমরা অবগত। এই কন্ডিশনে ভালোভাবে মানিয়ে নেওয়ার মতো ক্ষমতা রয়েছে। ওর সঙ্গে অনেকক্ষণ কথা হয়েছে। কী কথা বলেছি তা বলা সম্ভব নয়। ও খুব ভালোমতো জানে আমরা ওর পাশে রয়েছি। দ্রুত ও রানে ফিরবে।” দীনেশ কার্তিকের পিঠে ব্যাথা মারাত্মক নয় তবে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে হয়ত বা কার্তিকের জায়গায় ঋষভ পন্থকে দলে নেওয়া হতে পারে।

আরও পড়ুন: পিঠের চোটে কাবু কার্তিক! বিশ্বকাপ কি এখানেই শেষ? বাংলাদেশ ম্যাচে পরিবর্তন ভারতীয় দলে

প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলির ঘরের ভিডিও ভাইরাল হওয়া প্রসঙ্গে রাহুল বলেন, “অবশ্যই গোটা ব্যাপারটা খুবই হতাশাজনক। বিরাটের সঙ্গে দলের বাকি সবাই খুব অবাক। এমন ঘটনা সামনে এলে কেউই স্বস্তিবোধ করবে না। বিরাটের ক্ষেত্রেও ব্যাপারটা তেমনই। বিষয়টা হতাশাজনক হলেও ইতিমধ্যেই হোটেল কর্তৃপক্ষ যাবতীয় পদক্ষেপ নিয়েছেন। আশাকরি এমন ঘটনার পুনরাবৃত্তি হবে না।” বিরাটও এখন স্বাভাবিক। চলতি সিরিজে ছন্দে রয়েছেন কোহলি। বাংলাদেশ ম্যাচেও সেরাটাই দেবে বিরাট আশা দ্রাবিড়ের।

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share