T20 World Cup: ভারত বনাম বাংলাদেশ ম্যাচে টিম ব্লু- র অসামান্য জয়, উচ্ছ্বসিত ক্রিকেট বিশ্ব

Team_India

মাধ্যম নিউজ ডেস্ক: টি টোয়েন্টি বিশ্বকাপে (T 20 World Cup) বাংলাদেশের বিরুদ্ধে ৫ রানে অনবদ্য জয় ভারতের (INDvsBAN)। বিশেষজ্ঞরা বলছেন, এই ম্যাচের মাধ্যমেই হল ভারতের প্রত্যাবর্তন। গত রবিবার মেলবোর্নের মাঠে টানটান হয়ে উঠেছিল ভারত-পাক ম্যাচ। ভারত-বাংলাদেশ ম্যাচেও স্নায়ুর চাপ একটুও কমল না। টি টোয়েন্টি বিশ্বকাপের মাঠে শেষ বার ২০১৬ সালে মুখোমুখি হয়েছিল দুই দেশ। শেষ বলে লেখা হয়েছিল ভাগ্য। এবারও ঠিক তাই হল। শেষ বলেই বাংলাদেশের থেকে জয় ছিনিয়ে আনল ভারত। ভারতের এই জয়ে উচ্ছ্বসিত ক্রিকেট বিশ্ব। সামাজিক মাধ্যম ভরে গেল অভিনন্দন, প্রতিক্রিয়ার বন্যায়। 

দেখে নেওয়া যাক টানটান ম্যাচের শেষে কে কেমন প্রতিক্রিয়া দিলেন।  

আরও পড়ুন: অ্যাকশনে ভরপুর সিনেমা দিয়ে প্রত্যাবর্তন বলিউড বাদশার, মুক্তি পেল ‘পাঠান’- এর টিজার

 

— VVS Laxman (@VVSLaxman281) November 2, 2022

 

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share