JEE Main Result: আজই প্রকাশিত হতে পারে জেইই মেইন পরীক্ষার ফল, জানুন বিস্তারিত

JEE_Main

মাধ্যম নিউজ ডেস্ক: শীঘ্রই জয়েন্ট এন্ট্রান্স মেইন প্রথম সেশনের ফল প্রকাশ করতে চলেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)। এবছর জয়েন্ট এন্ট্রান্স মেইনের (JEE Main 2022) প্রথম দফার পরীক্ষা জুনের ২০-২৯ তারিখ পর্যন্ত হয়েছে। এনটিএ দেশের ৫০১ টি শহরে এবং দেশের বাইরের ২২টি কেন্দ্রে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা নিয়েছে। আজই যেকোনও মুহূর্তে ফল প্রকাশ করতে পারে এনটিএ। jeemain.nta.nic.in – এই লিঙ্কে পরীক্ষার ফল জানতে পারবে পরীক্ষার্থীরা।    

আরও পড়ুন: আজই প্রকাশিত হবে জয়েন্ট এন্ট্রান্স মেনের অ্যাডিমিট, কখন জানাল এনটিএ

শুক্রবার এনটিএ জানিয়েছে, “জেইই মেইন ২০২২ -এর ফল প্রকাশের সমস্ত প্রস্তুতি নেওয়া হয়ে গিয়েছে। ৯ তারিখেই সম্ভবত দেখা যাবে ফল।” ৬জুলাই পরীক্ষার উত্তরপত্র প্রকাশ করেছে এনটিএ। যেহেতু জেইই মেইন পরীক্ষাটি একাধিক শিফটে নেওয়া হয় তাই প্রতিটি শিফটের সঙ্গে যুক্ত বিভিন্ন স্তরের কথা বিবেচনা করে, পার্সেন্টাইল স্কোরকেই বিবেচনা করবে এনটিএ। প্রথম পত্র (বিএ এবং বিটেক) এবং দ্বিতীয় পত্র (বি আর্কিটেকচর এবং বি প্ল্যানিং) -এর ফল প্রকাশ করবে এনটিএ।  

আরও পড়ুন: অপেক্ষার অবসান, জুলাইয়ের শেষেই দশম ও দ্বাদশের ফল ঘোষণা করতে পারে সিবিএসই 

প্রতিটি ভুল উত্তরের জন্যে এক নম্বর করে কাটা হবে। একাধিক পরীক্ষার্থী একই নম্বর পেলে টাই ব্রেকিং পদ্ধতি অনুসরণ করা হবে। 

জেইই মেইন সেশন ২ -এর রেজিস্ট্রেশন এখনও চলছে। jeemain.nta.nic.in ওয়েবসাইটে আজ অবধি আবেদন করতে পারবেন পরীক্ষার্থীরা। ২১-৩০ জুলাই অবধি নেওয়া হবে সেশন ২- এর পরীক্ষা। 

আইআইটি (IIT), এনআইটি (NIT) এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ে স্নাতকস্তরে ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির জন্য প্রতি বছর জেইই-মেইন (JEE Main) পরীক্ষা নেয় এনটিএ। গত বছর কোভিড (Covid-19) পরিস্থিতিতে চারবার নেওয়া হয় এই পরীক্ষা। এবছরের পরীক্ষা হওয়ার কথা ছিল এপ্রিল মাসে। কিন্তু অন্য পরীক্ষার সময়সূচীতে সংঘাত ঘটায় পিছিয়ে দেওয়া হয় সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা।  

এবছরের জয়েন্ট এন্ট্রান্স মেইন-এর ফলাফল এবং র‍্যাঙ্ক কার্ড প্রকাশিত হবে ৬ অগাস্ট। জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্সডের জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া  শুরু হবে ৭ অগাস্ট থেকে। আইআইটি প্রবেশিকা পরীক্ষার দিন ২৮ অগাস্ট থেকে ওয়েবসাইটেই জানা যাবে। জুন এবং জুলাই দুটি সেশনে এবার পরীক্ষা নিচ্ছে এনটিএ।  

 

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share