মাধ্যম নিউজ ডেস্ক: ২০২৪ সালে বিশ্বের ব্যস্ততম ১০ বিমানবন্দরের (Top 10 Busiest Airports) তালিকা প্রকাশ করল ফোর্বস পত্রিকা। প্রথম স্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের হার্টসফিল্ড-জ্যাকসন আটলান্টা আন্তর্জাতিক বিমানবন্দর। অন্যদিকে প্রথম দশে ভারতের একমাত্র বিমান বন্দর হিসেবে স্থান পেয়েছে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর। এবার আমরা দেখে নেব ফোর্বসের সেই তালিকা (Airports)। ২০২৪ সালে প্রথম দশে থাকা এই বিমান বন্দরগুলি দিয়ে কত মানুষ যাতায়াত করেছেন।
বিশ্বের ১০ ব্যস্ততম বিমানবন্দর (Top 10 Busiest Airports)
১. হার্টসফিল্ড-জ্যাকসন আটলান্টা আন্তর্জাতিক বিমানবন্দর (মার্কিন যুক্তরাষ্ট্র), ২০২৪ সালে বিমানযাত্রীর সংখ্যা ১০৮০,০৬৭,৭৬৬ জন।
২. দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর (সংযুক্ত আরব আমিরশাহি), ২০২৪ সালে বিমানযাত্রীর সংখ্যা ৯২,৩০০,০০০ জন।
৩. ডালাস ফোর্ট ওয়ার্থ আন্তর্জাতিক বিমানবন্দর (মার্কিন যুক্তরাষ্ট্র), ২০২৪ সালে বিমানযাত্রীর সংখ্যা ৮৭,৮১৭,৮৬৪ জন।
৪. টোকিও হানেদা বিমানবন্দর (জাপান), ২০২৪ সালে বিমানযাত্রীর সংখ্যা ৮৫,০০০,০০০ জন।
৫. হিথ্রো বিমানবন্দর (ব্রিটেন), ২০২৪ সালে বিমানযাত্রীর সংখ্যা ৮৩,৮৬০,০০০জন।
৬. ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দর (মার্কিন যুক্তরাষ্ট্র), ২০২৪ সালে বিমানযাত্রীর সংখ্যা ৮২,৩৫৮,৭৪৪ জন।
৭. ও’হেয়ার আন্তর্জাতিক বিমানবন্দর (মার্কিন যুক্তরাষ্ট্র), ২০২৪ সালে বিমানযাত্রীর সংখ্যা ৮০,০০০,০০০ জন।
৮. ইস্তাম্বুল বিমানবন্দর (তুর্কি), ২০২৪ সালে বিমানযাত্রীর সংখ্যা ৭৯,৯৮৮,২৭২ জন।
৯. ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর (ভারত), ২০২৪ সালে বিমানযাত্রীর সংখ্যা ৭৭,৮২০,৮৩৪ জন।
১০, সাংহাই পুডং আন্তর্জাতিক বিমানবন্দর (চিন), ২০২৪ সালে বিমানযাত্রীর সংখ্যা ৭৬,৭৮৭,০৩৯ জন।
প্রথম দশে থাকা কোন বিমানবন্দর (Top 10 Busiest Airports) কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল
১. হার্টসফিল্ড-জ্যাকসন আটলান্টা আন্তর্জাতিক বিমানবন্দর
প্রতিষ্ঠিত হয় ১৫ সেপ্টেম্বর, ১৯২৬
অবস্থান: জর্জিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র
২. দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর
প্রতিষ্ঠিত হয় ৩০ সেপ্টেম্বর, ১৯৬০
অবস্থান: দুবাই
৩. ডালাস/ফোর্ট ওয়ার্থ আন্তর্জাতিক বিমানবন্দর
প্রতিষ্ঠিত হয় ২৩ সেপ্টেম্বর, ১৯৭৩
অবস্থান: ডালাস, মার্কিন যুক্তরাষ্ট্র
৪. টোকিও হানেদা বিমানবন্দর (Top 10 Busiest Airports)
প্রতিষ্ঠিত হয় ১৫ অগাস্ট, ১৯৩১
অবস্থান: হানেদাকুকো, ওটা সিটি, টোকিও, জাপান
৫. হিথ্রো বিমানবন্দর
প্রতিষ্ঠিত হয় ২৫ মার্চ, ১৯৪৬
অবস্থান: হাউন্সলো, যুক্তরাজ্য
৬. ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দর
প্রতিষ্ঠিত হয় ২৮ ফেব্রুয়ারি, ১৯৯৫
অবস্থান: ডেনভার, মার্কিন যুক্তরাষ্ট্র
৭. ও’হেয়ার আন্তর্জাতিক বিমানবন্দর
প্রতিষ্ঠিত হয় ফেব্রুয়ারী ১৯৪৪
অবস্থান: ও’হেয়ার, শিকাগো, ইলিনয়, মার্কিন যুক্তরাষ্ট্র
৮. ইস্তাম্বুল বিমানবন্দর
প্রতিষ্ঠিত হয় ২৯ অক্টোবর, ২০১৮
স্থান: তাইকাদিন, তুর্কি
৯. ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর
প্রতিষ্ঠিত হয় ১৯৩০ সালে
অবস্থান: নয়া দিল্লি, ভারত
১০. সাংহাই পুডং আন্তর্জাতিক বিমানবন্দর
প্রতিষ্ঠিত হয় ১ অক্টোবর, ১৯৯৯
অবস্থান: সাংহাই, চিন