Tag: 5G launch

5G launch

  • 5g Launch: দেশে ৫ জির সূচনা, ভারতে বসে ইউরোপে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী

    5g Launch: দেশে ৫ জির সূচনা, ভারতে বসে ইউরোপে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতের এক নয়া যুগের (New Era) সূচনা হল। ষষ্ঠীর শুভদিন আজই ভারতের টেলিকম প্রযুক্তিতে নয়া অধ্যায়ের সূচনা হল। দিল্লীর প্রগতি ময়দানের একটি প্রদর্শনী থেকে ভারতে ৫ জি (5g net) পরিষেবার আনুষ্ঠানিক সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর মাধ্যমেই ভারতে যোগাযোগ এবং তথ্য প্রযুক্তির নতুন দিগন্ত খুলে গেল দেশে।

    আরও পড়ুন: দেশজুড়ে ফাইভ জি পরিষেবার উদ্বোধন প্রধানমন্ত্রীর, জেনে নিন এই বিষয়ে কিছু তথ্য

    প্রধানমন্ত্রী ইন্ডিয়া মোবাইল কংগ্রেস (India Mobile congress) ২০২২ অনুষ্ঠান থেকেই ভারতে ৫জি পরিষেবা শুরু করার জন্য সিলমোহর দিলেন। ৫জি এর আনুষ্ঠানিক লঞ্চের (5g launch) আগে ৫জি প্রযুক্তি সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করার জন্য টেলিকম অপারেটর প্যাভিলিয়নে বসে দিল্লি থেকে ইউরোপে (Europe) গাড়ি চালালেন ভারতের প্রধানমন্ত্রী। কেন্দ্রীয় মন্ত্রী সেই ছবিটি ট্যুইট করে লিখেছেন ভারত বিশ্বকে চালাচ্ছে।

    [tw]


    [/tw] 

    অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী (Telecom minister)  অশ্বিনী বৈষ্ণব ও ভারতের প্রথম সারির শিল্পপতি তথা রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান মুকেশ আম্বানি (Mukesh Ambani)। আজ প্রধানমন্ত্রীকে ৫জি প্রযুক্তির বিভিন্ন দিকগুলি তুলে ধরে ভারতের প্রথম সারির ইন্টারনেট পরিষেবা দেওয়া সংস্থাগুলি। রিলায়েন্স জিও স্টলে শিল্পপতি মুকেশ আম্বানি এবং আকাশ আম্বানি ৫ জি সম্পর্কে নানা বিষয়ে প্রধানমন্ত্রীকে অবগত করান। এরপর এয়ারটেল (Airtel), ভোডাফোন আইডিয়া, সি ডট সহ অন্য আরও সংস্থাগুলির স্টলে যান প্রধানমন্ত্রী।

    [tw]


    [/tw]

    কৃষিক্ষেত্রে শক্তিশালী ড্রোন থেকে শুরু করে, কৃত্রিম বুদ্ধিমত্তার (Artificial intelligence) সাহায্যে সাইবার থ্রেট ডিটেকশন ইত্যাদি ৫জির নানা উপকারিতা প্রত্যক্ষ করেন মোদিজী।

    কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, এই দিনটি স্বর্নাক্ষরে লিপিব্দধ থাকবে। এই টেলিকমই হল ডিজিটাল ইন্ডিয়ার জয়যাত্রার সোপান।

    [tw]


    [/tw] 

    মুকেশ আম্বানি জানিয়েছেন আগামী ২০২৩ সালের মধ্যে জিওর ৫ জি পরিষেবা সারা ভারতে বিস্তারলাভ করবে। তিনি আরও বলে ভারতে ভারতীয় মোবাইল কংগ্রসের পাশাপাশি এশিয়ান মোবাইক কংগ্রেস বা বিশ্ব মোবাইল কংগ্রেস করা উচিত।

    [tw]


    [/tw]

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
     
  • 5G Services: দেশজুড়ে ফাইভ জি পরিষেবার উদ্বোধন প্রধানমন্ত্রীর, জেনে নিন এই বিষয়ে কিছু তথ্য

    5G Services: দেশজুড়ে ফাইভ জি পরিষেবার উদ্বোধন প্রধানমন্ত্রীর, জেনে নিন এই বিষয়ে কিছু তথ্য

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ, শনিবার সকালে দেশে ফাইভ জি (5G services) পরিষেবা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Modi)। সেই সঙ্গে দেশে চালু হয়ে গেল অত্যাধুনিক মোবাইল প্রযুক্তি পরিষেবা। মোবাইল ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন আনতে চলেছে ফাইভ জি। দিল্লিতে ‘ইন্ডিয়া মোবাইল কংগ্রেস ২০২২’-এ ফাইভ জি পরিষেবার আনুষ্ঠানিক সূচনা করেন মোদি৷ দীপাবলির আগে কলকাতা সহ দেশের বেশ কিছু শহরে ফাইভ জি পরিষেবা মিলবে। 

    আরও পড়ুন: পুজোর আগেই খুশির খবর! ১ অক্টোবর থেকে দেশজুড়ে ৫জি পরিষেবার সূচনা করবেন প্রধানমন্ত্রী

    Modi Launches 5G Service: ২০৪০ সালের মধ্যে ফাইভ জি প্রযুক্তি বাবদ ভারতের অর্থনীতিতে অতিরিক্ত ৫০ কোটি মার্কিন ডলার আসতে চলেছে বলে জানিয়েছে কেন্দ্র। ফোর জি নেটওয়ার্কের থেকে এই ফাইভ জি অন্তত ১০ গুণ বেশি গতিশীল হবে বলে দাবি। সম্প্রতি ফাইভ জি স্পেকট্রাম নিলাম হয় ৷ সেই নিলামে টেলিকম সংস্থাগুলিকে ৫১ হাজার ২৩৬ মেগাহার্টজ ফাইভ জি স্পেকট্রাম বরাদ্দ করা হয়। চলতি বছর লালকেল্লায় স্বাধীনতা দিবসের ভাষণ দেওয়ার সময়ই প্রধানমন্ত্রী দেশে ফাইভ জি পরিষেবা চালু করার ঘোষণা করেছিলেন৷ ইতিমধ্যেই এয়ারটেল,রিলায়েন্স জিও ফাইভ জি মোবাইল প্ল্যান আনার কথা ঘোষণা করেছে ৷ জিএসএমএ রিপোর্টে, ২০৩০-এর মধ্যে এক তৃতীয়াংশেরও বেশি ৫জি সংযোগ দেশে চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। কম হয়ে যাবে ২জি এবং ৩জি পরিষেবা।

    Modi Launches 5G Service: ১ অক্টোবর সকাল ১০টায় দিল্লির প্রগতি ময়দানে ইন্ডিয়া মোবাইল কংগ্রেসে এসে পৌঁছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ১০:৪৫ মিনিটে ফাইভ জি- র উদ্বোধন করেন তিনি। তারপরেই সেখানে ৪ দিনের ষষ্ঠ মোবাইল কংগ্রেসের অনুষ্ঠান শুরু হয়। এবছরের মোবাইল কংগ্রেসের থিম হল নিউ ডিজিটাল ইউনিভার্স। দেশে ডিজিটাল প্রযুক্তির দ্রুত প্রসার এবং সেক্ষেত্রে সুযোগ নিয়ে প্রদর্শনী এবং আলোচনায় অংশ নেবেন উদ্যোগপতি, উদ্ভাবক এবং সরকারি আধিকারিকরা। ফাইভ জি প্রযুক্তির উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন রিলায়েন্সের মুকেশ আম্বানি, এয়ারটেলের সুনীল মিত্তাল, ভোডাফোন-আইডিয়ার রবিন্দর টক্করের মতা দেশের তাবড় শিল্পপতিরা। 

    Modi Launches 5G Service: কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, দেশের প্রায় ৮০ শতাংশ জায়গায় তাঁরা এই ৫জি পরিষেবাকে ছড়িয়ে দিতে চান খুব কম সময়ের মধ্যেই। তার কথা ভেবেই এই লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে বলেও খবর। পরিসংখ্যান দিয়ে তাঁর আরও দাবি, অন্যান্য দেশ যেখানে ৪০-৫০ শতাংশ জায়গায় পরিষেবা দিতে বহু বছর লাগিয়েছে। সেখানে ভারত অল্প সময়ের মধ্যেই দেশের ৮০ শতাংশ জায়গায় পরিষেবা দেওয়ার আপ্রাণ চেষ্টা করছে।

    মুকেশ আম্বানি জানিয়েছেন, ২০২৩ সালের ডিসেম্বরের মধ্যে অর্থাৎ পরবর্তী ১৮ মাসের কম সময়ে ভারতের প্রতিটি শহর এবং তালুকে ৫ জি পরিষেবা পৌঁছে দেবে জিও।   

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।         

  • Modi on 6G: উৎসবের মরশুমে ৫জি, চলতি দশকের শেষে ৬জি! জানুন দেশে প্রযুক্তি বিপ্লব নিয়ে কী বললেন প্রধানমন্ত্রী

    Modi on 6G: উৎসবের মরশুমে ৫জি, চলতি দশকের শেষে ৬জি! জানুন দেশে প্রযুক্তি বিপ্লব নিয়ে কী বললেন প্রধানমন্ত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতের লক্ষ্য চলতি দশক শেষ হওয়ার আগে ৬জি (6G) প্রযুক্তির টেলিকম পরিষেবা চালু করে দেওয়া।  বৃহস্পতিবার এক অনুষ্ঠানে এই কথা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Modi)। পুজোর সময়েই কলকাতা-সহ দেশের ১৩টি শহরে চালু হতে চলেছে ৫জি পরিষেবা৷ তার আগেই ৬জি নিয়ে প্রধানমন্ত্রীর এই বার্তা। মোদি বলেন, “যোগাযোগ ব্যবস্থার উন্নতির উপরেই এই শতকের অগ্রগতি নির্ভর করছে। তাই চলতি দশকের মধ্যে ৬জি আনতে ইতিমধ্যেই কাজ শুরু করেছে একটি বিশেষ টাস্ক ফোর্স।”

    এদিন দেশের টেলিকম ক্ষেত্রের ভূয়সী প্রশংসাও করতে দেখা যায় মোদিকে। তাঁর মতে, আত্মনির্ভরতা ও স্বাস্থ্যকর প্রতিযোগিতার এক সেরা নিদর্শন এই ক্ষেত্রের উত্তরণ। এরপরই তিনি জানান, ২০৩০ সালের মধ্যেই যাতে ৬জি পরিষেবা শুরু করা যায়, সেবিষয়ে পদক্ষেপ ইতিমধ্য়েই করেছে কেন্দ্র। মোদি বলেন, “আজ দেশের প্রতিটি গ্রামকে যুক্ত করা যাচ্ছে অপটিক্যাল ফাইবারের সাহায্যে। ২০১৪ সালের আগে ১০০টি গ্রাম পঞ্চায়েতেও অপটিক্যাল ফাইবার ছিল না। অথচ আজ ১ কোটি ৭৫ লক্ষ গ্রাম পঞ্চায়েতে ব্রন্ডব্যান্ড সংযোগ রয়েছে। আর এর ফলে গ্রামে গ্রামে সরকারি পরিষেবা পৌঁছনো সম্ভব হয়েছে। এই ভাবে প্রযুক্তি আজ আর কেবল একটি ক্ষেত্রেই সীমাবদ্ধ নেই। তা বিভিন্ন ক্ষেত্রে ছড়িয়ে পড়েছে।”

    আরও পড়ুন: বিশ্বজুড়ে জনপ্রিয়তার শিখরে মোদি! ইউটিউবে ট্রেন্ডিং লালকেল্লার ভাষণ

    সব কিছু ঠিক থাকলে ১২ অক্টোবর থেকেই হাই স্পিড ইন্টারনেট পরিষেবা পাবে কলকাতা-সহ ১৩টি শহর৷ সেপ্টেম্বরের শেষে ‘ইন্ডিয়া মোবাইল কংগ্রেসে’র উদ্বোধনী অনুষ্ঠানেই হয়তো ৫জি’র যাত্রাপথের শুভ সূচনা করবেন প্রধানমন্ত্রী ৷ কলকাতা ছাড়াও প্রথম পর্যায়ে ৫জি পরিষেবা চালু করা হবে দিল্লি, আহমেদাবাদ, বেঙ্গালুরু, চণ্ডীগড়, চেন্নাই, গান্ধীনগর, গুরুগ্রাম, লখনউ, হায়দরাবাদ, জামনগর, মুম্বই ও পুণেতে। ইতিমধ্যেই সার্ভিস প্রোভাইডারদের প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন টেলিকম মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব৷ ৫জি স্পেকট্রামের নিলামে জয়ী হয়েছে ভারতী এয়ারটেল, রিলায়েন্স জিও, ভোডাফোন আইডিয়া ও আদানি ডেটা নেটওয়ার্কস৷ এই সংস্থাগুলির কাছে ইতিমধ্যেই সরকারি চিঠি পৌঁছে গিয়েছে। যাতে তারা  প্রস্তুতি সম্পন্ন করে পরিষেবা শুরু করার জন্য তৈরি থাকতে পারে৷ প্রধানমন্ত্রী জানান, “৫জির ফলে কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, পরিকাঠামো ও লজিস্টিক্সের মতো বহু ক্ষেত্রেরই উন্নতি হবে। এর ফলে অনেক নতুন কর্মসংস্থানও তৈরি হবে।”

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

LinkedIn
Share