Tag: 6 Pak Military Personnel Killed

6 Pak Military Personnel Killed

  • Pakistan: পাকিস্তানে চপার দুর্ঘটনায় মৃত্যু ২ অফিসার সহ ৬ সেনাকর্মীর

    Pakistan: পাকিস্তানে চপার দুর্ঘটনায় মৃত্যু ২ অফিসার সহ ৬ সেনাকর্মীর

    মাধ্যম নিউজ ডেস্ক: ভয়াবহ বিমান দুর্ঘটনা পাকিস্তানে। এই দুর্ঘটনায় প্রাণ হারালেন পাকিস্তানের ছয় জওয়ান। বিমানটিতে দুজন মেজর পদমর্যাদার কর্মকর্তা এবং অন্তত তিনজন কমান্ডো ছিলেন বলে জানা গিয়েছে। সূত্রের খবর অনুযায়ী, রবিবার গভীর রাতে ঘটে এই ভয়ঙ্কর ঘটনাটি। সোমবার সকালে এই দুর্ঘটনা নিয়ে পাক সেনার তরফে একটি অফিসিয়াল বিবৃতি দেওয়া হয়। এই ঘটনার পেছনের কারণ জানতে তদন্ত শুরু করেছে পাকিস্তানের সেনাবাহিনী।

    সূত্রের খবর অনুযায়ী, রবিবার গভীর রাতে পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আফগানিস্তান ও ইরান সীমান্তবর্তী বেলুচিস্তান প্রদেশের একটি ছোট শহর খোস্তের কাছে চপারটি বিধ্বস্ত হয়ে মাটিতে আছড়ে পড়ে। পাক সেনার তরফে এই দুর্ঘটনার খবর প্রকাশ করে বলা হয়েছে, “বালোচিস্তানে একটি সামরিক চপার ভেঙে পড়েছে। দুই পাইলট-সহ মোট ছয়জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে দু’জন সেনাবাহিনীর মেজর পদে কর্মরত ছিলেন। রবিবার গভীর রাতে এই দুর্ঘটনা ঘটেছে।” তবে ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে, কেনই বা গভীর রাতে ওই এলাকায় হেলিকপ্টার পাঠিয়েছিল পাক সেনা, সেই প্রসঙ্গে কোনও তথ্য প্রকাশ করা হয়নি সেনাবাহিনীর তরফ থেকে।

    আরও পড়ুন: পিএফআই সদস্যদের মুখে ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান! কড়া পদক্ষেপ সরকারের

    নিহতদের মধ্যে রয়েছেন মেজর খুররম শাহজাদ (পাইলট), মেজর মুহাম্মদ মুনিব আফজাল (পাইলট), সুবেদার আব্দুল ওয়াহিদ,সুবেদার মুহাম্মদ ইমরান, নায়েক জলিল,সুবেদার শোয়েব।

    প্রাথমিকভাবে পাক সেনার তরফে বলা হয়েছে, খারাপ আবহাওয়ার কারণেই চপারটি ভেঙে পড়েছে। এর আগে অগাস্ট মাসেও বালোচিস্তানে পাকিস্তানি সেনার একটি হেলিকপ্টার ভেঙে পড়েছিল। সেই ঘটনাতেও ৬ জনের মৃত্যু হয়েছিল। বন্যা দুর্গতদের ত্রাণ দিতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছিল সেই হেলিকপ্টারটি। তবে গত রাতে যে এলাকায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে, সেই এলাকায় বর্তমানে বন্যা হয়নি। 

LinkedIn
Share