Tag: 7 sixes in one over

7 sixes in one over

  • Ruturaj: ঋতুরাজের দুরন্ত পারফরম্যান্স! এক ওভারে সাতটি ছয়ের অনন্য নজির

    Ruturaj: ঋতুরাজের দুরন্ত পারফরম্যান্স! এক ওভারে সাতটি ছয়ের অনন্য নজির

    মাধ্যম নিউজ ডেস্ক: এক ওভারে সাতটি ছক্কা হাঁকিয়ে বিশ্ব রেকর্ড। সেটা হলো ভারতের মাটিতে। বিজয় হাজারে ট্রফির ম্যাচে আমেদাবাদে উত্তরপ্রদেশের বিরুদ্ধে মহারাষ্ট্রের ব্যাটসম্যান ঋতুরাজ গায়কোয়াড় ৪৯ তম ওভারে সাতটি ছক্কা হাঁকান। বিশ্বের প্রথম ব্যাটসম্যান হিসেবে সীমিত ওভারের ক্রিকেটে এই নজির গরলেন ঋতুরাজ। 

    আরও পড়ুন: শেষ ষোলোয় ব্রাজিল, পর্তুগাল! গোলের বন্যা ক্যামেরুন-সার্বিয়া ম্যাচে

    ঋতুরাজের ইনিংস

    ৪৯ তম ওভারে উত্তরপ্রদেশের স্পিনারের বিরুদ্ধে মারমুখী মেজাজে ছিলেন ঋতুরাজ গায়কোয়াড়। পরপর তিনি ছক্কা হাঁকান। তারমধ্যে বোলার সিবা সিং একটি নো বল করেন। যার সুবাদে ফ্রি হিট পান ঋতুরাজ। সেই সুযোগও তিনি হাতছাড়া করেননি। ফ্রি হিটেও ছক্কা হাঁকিয়ে বিশ্ব রেকর্ড গড়েন তিনি। তাঁর ইনিংসে রয়েছে মোট ১৬ টি ওভার বাউন্ডারি। পাশাপাশি দশটি বাউন্ডারিও হাঁকিয়েছেন মহারাষ্ট্রের অধিনায়ক। ১৫১ বলে ২২০ রান করে অপরাজিত থাকেন তিনি। লিস্ট এ ক্রিকেটে ভারতের মাটিতে যা আরও একটি রেকর্ড। একবার দেখে নেওয়া যাক কীভাবে সিবা সিংয়েরর ওভারে সাতটি ছক্কা মারলেন ঋতুরাজ। প্রথম বলে লং অন দিয়ে বিশাল ছক্কা হাঁকান ঋতুরাজ।  তাঁর দ্বিতীয় ছক্কাটি এসেছে বোলারের মাথার উপর দিয়ে। সিবার তৃতীয় ডেলিভারি ছিল শর্ট পিচ। কিন্তু অনায়াসেই তা মিড উইকেট দিয়ে বাউন্ডারির ওপারে পাঠান চেন্নাই সুপার কিংস এর ব্যাটসম্যানটি। চতুর্থ ছক্কাটি লংঅফের উপর দিয়ে। সিবার পঞ্চম ডেলিভারি লো বল হলেও, ছক্কা হাঁকাতে ভোলেননি মহারাষ্ট্রের অধিনায়ক। ফ্রি হিটে মিড উইকেটের ওপর দিয়ে ওভার বাউন্ডারি মারেন ঋতুরাজ। সপ্তম ছক্কাও মিড উইকেটের ওপর দিয়ে। 

    ছয় বলে ছয়টি ছয়

    ছয় বলে ছয়টি ছক্কা মারার নজির রয়েছে বহু। ভারতের প্রাক্তন ক্রিকেটার যুবরাজ সিং, দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার হারসল গিবস, গ্যারি সোবার্স, রবি শাস্ত্রী এক ওভারে ছটি ছক্কা মেরেছিলেন। তবে ওভারে সাতটি ছক্কা মারার নজির এই প্রথম। অনেকে এখন ঋতুরাজকে সিক্স-আর-কিং বলে ডাকছেন। ধতুরাজের দুরন্ত পারফরম্যান্স প্রশংসা কুড়িয়েছে ক্রিকেট মহলে।

LinkedIn
Share