Tag: Aadhar Pan link

Aadhar Pan link

  • Aadhaar Pan link: শেষ তারিখ ৩১ মার্চ! এখনই করিয়ে ফেলুন আধার প্যান লিঙ্ক

    Aadhaar Pan link: শেষ তারিখ ৩১ মার্চ! এখনই করিয়ে ফেলুন আধার প্যান লিঙ্ক

    মাধ্যম নিউজ ডেস্ক: হাতে কমে আসছে সময়। বাকি মাত্র ১২ দিন। এখনও যদি আধার কার্ডের সঙ্গে প্যান (PAN) না জুড়ে থাকেন, তাহলে বড়সড় সমস্যায় পড়বেন আপনি, এমনটাই বলছে আয়কর দফতর। আধারের সঙ্গে প্যান কার্ডের সংযুক্তকরণ বাধ্যতামূলক করছে কেন্দ্র। এপ্রিল থেকে শুরু হবে নতুন অর্থবর্ষ। আর তার আগে আধার-প্যান লিঙ্ক করা বাধ্যতামূলক। ইতিমধ্যেই ওই কাজ সেরে ফেলার শেষ তারিখও ঘোষণা করে দিয়েছে আয়কর দফতর। চলতি মাসের ৩১ তারিখেই শেষ হচ্ছে সেই মেয়াদ। তার পরেও যেসব প্যানকার্ড আধারকার্ডের সঙ্গে সংযুক্ত হবে না, সেগুলিকে বাতিল ঘোষণা করবে আয়কর দফতর। ওই সব প্যানকার্ড দিয়ে আর কোনও কাজই করা যাবে না। কার্যত অকেজো হয়ে পড়বে ওই প্যানকার্ডগুলি। দেরিতে আধার ও প্যান সংযুক্তিকরণের জন্য এখনই ১০০০ টাকা করে জরিমানা দিতে হচ্ছে। ৩১ মার্চ পর্যন্ত ওই টাকা জরিমানা করানো যাবে। নতুবা ১ এপ্রিল থেকে অকেজো হয়ে যাবে ওই প্যান কার্ড। আয়কর দফতর ও কেন্দ্র সরকারের তরফে বারবার নাাগরিকদের কাছে আবেদন করা হয়েছে, যত শীঘ্র সম্ভব ওই কাজ সেরে ফেলার জন্য। ইনকাম ট্যাক্স অব ইন্ডিয়ার তরফে টুইট করে সে কথা ফের জানানো হয়েছে সম্প্রতি। 

    ঘরে বসেই অনলাইনে কীভাবে আবেদন করবেন

        প্রথমেই চলে যান Income Tax e-filing website-এ। কিংবা ওয়েবসাইটে গিয়ে ক্লিক করুন www.incometax.gov.in -এ।
        এবার সেখানে লগইন তথ্য দিতে হবে, আর তার পরেই ইনকাম ট্যাক্স পোর্টালে লগ-ইন সম্ভব হবে।
        এই কাজটি করলেই সেখানে একটি পপ-আপ উইনডো আসার কথা। আর তা যদি না আসে, সেক্ষেত্রে প্রোফাইল থেকে সেটিংয়ে গিয়ে মেনু বারে গিয়ে Link Aadhaar অপশনে ক্লিক করতে হবে আপনাকে
        এরপরেই একটি নতুন উইনডো পাবেন, সেখানে আপনার PAN number, Aadhaar-এর সমস্ত তথ্য, নাম এবং রেজিস্টারর্ড মোবাইল নম্বর দিতে হবে আপনাকে।
        এবার সমস্ত ইনফরমেশন ভ্যালিডেটিং করতে হবে, সে কাজ হয়ে গেলে ‘I agree to validate my Aadhaar details’ অপশনটিতে গিয়ে ক্লিক করতে করতে হবে আপনাকে।
        এরপর সোজা ‘Continue’ বটনে ক্লিক করে ফেলুন।
        আর তারপরেই আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড অর্থাৎ OTP চলে আসবে।
        এবার সেই OTP-টি পুট করে ‘Validate’ বটনটিতে গিয়ে ক্লিক করতে হবে।
        আর এরপর পেনাল্টি বাবদ ১০০০ টাকা পেমেন্ট করতে হবে আপনাকে। নেটব্যাঙ্কিং বা UPI অ্যাপের মাধ্যমেও সেরে ফেলতে পারবেন ওই কাজটি।
     

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

     

  • Aadhaar PAN Link: আধার-প্যান লিঙ্কের সময়সীমা বাড়াল আয়কর দফতর, জেনে নিন শেষ তারিখ 

    Aadhaar PAN Link: আধার-প্যান লিঙ্কের সময়সীমা বাড়াল আয়কর দফতর, জেনে নিন শেষ তারিখ 

    মাধ্যম নিউজ ডেস্ক: সময়সীমা বাড়ল আধার-প্যান লিঙ্কের (Aadhaar PAN Link)। এমনটাই জানাল আয়কর দফতর। পূর্ববর্তী সময়সীমা ছিল ৩১ মার্চ এবার তা বেড়ে হল ৩০ জুন। প্রসঙ্গত, এর আগে একাধিকবার আধার-প্যান কার্ডের লিঙ্ক করার সময়সীমা বাড়ানো হয়েছে। ২০২২ সালের ৩১ মার্চের আগে এই লিঙ্কিং প্রক্রিয়া পুরোপুরি বিনামূল্যে করা যেত। এরপর প্যান নম্বর আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করার জন্য অনেককে হাজার টাকা জরিমানা পর্যন্ত দিতে হয়েছে। এরপর আবারও প্যান-আধার লিঙ্কিংয়ের সময়সীমা বাড়ায় সরকার। ২০২৩ সালের ৩১ মার্চ অবধি সময়সীমা বাড়ানো হয়। এবার তা বাড়িয়ে ৩০ জুন অবধি করা হল। সোমবারই এই ঘোষণা করেছে সেন্ট্রাল বোর্ড অব ডিরেক্ট ট্যাক্সেস (CBDT)। করদাতাদের আরও কিছুটা সময় দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে তারা।

    হাজার টাকা পেনাল্টি দিতেই হচ্ছে

    আয়কর বিভাগ গত মাসেই একটি টুইটে জানিয়েছিল, প্যান কার্ডকে বৈধ আধার নম্বরের সঙ্গে http://www.incometax.gov.in -এ ১০০০ টাকা দিয়ে লিঙ্ক করাতে হবে।

    এই আধার-প্যান লিঙ্ক করার পেনাল্টি ধাপে ধাপে বেড়েছে। ২০২২ সালের ৩১ মার্চের আগে পর্যন্ত নিখরচায় তা করা যেত। ১ এপ্রিল ২০২২ থেকে তা ৫০০ টাকা হয়। এরপর ১ জুলাই ২০২২ থেকে ১ হাজার টাকা হয়।

    দেখে নিন PAN-Aadhar লিঙ্ক করবেন কীভাবে

    আয়কর দফতরের পোর্টালে লগ ইন না করেও e-Filing পোর্টালে ক্লিক করতে পারেন।

    e-Filing পোর্টালের লিঙ্ক  https://eportal.incometax.gov.in/iec/foservices/#/pre-login/bl-link-aadhaar

    এরপর Link Your PAN-এ ক্লিক।

    নতুন পেজ খুলতেই আধার ও প্যান নম্বর দিন।

    View Link Aadhaar Status-এ ক্লিক করলে জেনে যাবেন আপনার আধার প্যান লিঙ্ক করা আছে কি না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share