Tag: abducted foreign student in visva bharati

abducted foreign student in visva bharati

  • Visva Bharati University: বিশ্বভারতীতে সংস্কৃত নিয়ে গবেষণা করতে আসা মায়ানমারের ছাত্র অপহৃত?

    Visva Bharati University: বিশ্বভারতীতে সংস্কৃত নিয়ে গবেষণা করতে আসা মায়ানমারের ছাত্র অপহৃত?

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের (Visva Bharati University) সংস্কৃত নিয়ে গবেষণারত মায়ানমারের এক ছাত্রকে অপহরণের অভিযোগ উঠল। যা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা বোলপুর জুড়ে। জানা গিয়েছে, পড়াশোনার জন্য ওই ছাত্র বোলপুর থানার ইন্দিরা পল্লীতে বাড়ি ভাড়া নিয়ে থাকতেন। তবে একা নয় ওই ভাড়া বাড়িতে তাঁর সঙ্গে আরও এক বন্ধু থাকত বলে সূত্রের খবর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ছেলেটির নাম পান্না চারা। বিশ্বভারতীর (Visva Bharati University) সংস্কৃত বিভাগের পিএইচডি স্কলার ছিলেন তিনি।

    সাত-আটজন মিলে ওই ছাত্রকে অপহরণ করে বলে অভিযোগ

    বৃহস্পতিবার বিকেলে সাত আট জন মিলে ওই ছাত্রের খোঁজ করতে শুরু করে এলাকায়। তারপরই তাঁকে তুলে নিয়ে চলে যাওয়া হয় বলে অভিযোগ। শুধু তাই নয়, অপহৃত ছাত্রের (Visva Bharati University) বন্ধুর ফোন নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। ওই দুষ্কৃতীরা প্রত্যেকেই গাড়ি করে এসেছিল বলে জানা গিয়েছে। ভাড়া বাড়ি থেকেই অপহরণ করা হয় ওই বিদেশি ছাত্রকে। এরপরেই গোটা ঘটনার খবর জানতে পারে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তারপর নড়েচড়ে বসে বিশ্বভারতী (Visva Bharati University)।

    তদন্ত শুরু পুলিশের

    বিশ্ববিদ্যালয়ের (Visva Bharati University) তরফ থেকে বোলপুর থানায় ই-মেল মারফত অভিযোগ জানানো হয়। সেই মতো বোলপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গিয়েছে। তবে কী কারণে ওই বিদেশী ছাত্রকে অপহরণ করা হয়েছে তা স্পষ্ট নয়। কে বা কারা এ ঘটনার সঙ্গে যুক্ত তাও জানা যায়নি। প্রসঙ্গত, এদিন ঘটনাস্থলে পুলিশ এসে সবকিছু খতিয়ে দেখে। প্রসঙ্গত, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের (Visva Bharati University) অনেক পড়ুয়াযই বোলপুর ও শান্তিনিকেতন এলাকার বিভিন্ন জায়গায় বাড়ি ভাড়া নিয়ে থাকেন। এই ঘটনায় তাদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। এই ঘটনার নেপথ্যে অপহরণ না কি অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।

     

    আরও পড়ুুন: পার্থর বিরুদ্ধে চার্জশিটের অনুমোদন রাজ্যপালের, ক্রমেই শক্ত হচ্ছে প্রাক্তন মন্ত্রীর দুর্নীতির ফাঁস!

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share