Tag: Abhishek Bachchan

Abhishek Bachchan

  • Amitabh Bachchan: শাহরুখ-সুহানার ‘কিং’-এ বড় চমক! এবার কিং খানের বিরুদ্ধে মুখোমুখি হবেন অভিষেক

    Amitabh Bachchan: শাহরুখ-সুহানার ‘কিং’-এ বড় চমক! এবার কিং খানের বিরুদ্ধে মুখোমুখি হবেন অভিষেক

    মাধ্যম নিউজ ডেস্ক: সিনেপ্রেমীদের জন্য বড় খবর। এবার শাহরুখ খান অভিনীত আসন্ন ছবি কিং-এ খলনায়কের চরিত্রে দেখা যাবে অভিষেক বচ্চনকে। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে নিজের ছেলে সম্পর্কে এই বড় আপডেট দিলেন বিগ বি (Amitabh Bachchan)। এদিনের পোস্টে অমিতাভ বচ্চন জানালেন, শাহরুখ খানের (Shah Rukh Khan) সঙ্গে আগামী ছবিতে দেখা যাবে জুনিয়র বচ্চনকে। 

    শাহরুখের পরবর্তী ছবিতে অভিষেক

    বলিউড তারকা অমিতাভ বচ্চন সম্প্রতি জানিয়েছেন যে তাঁর ছেলে, অভিষেক বচ্চনের পরবর্তী প্রজেক্ট শাহরুখ খানের সঙ্গে। তাঁদের একসঙ্গে নতুন ছবি ‘কিং’-এ দেখা যাবে। যদিও এই ছবি সম্পর্কে কোনওরকম কোনও ঘোষণাই এখনও আনুষ্ঠানিকভাবে করা হয়নি। এদিন পোস্টে একটি স্ক্রিনশট শেয়ার করে অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) লেখেন যে, ”কিং’ ছবির কাস্টিংয়ে যোগ দেবেন অভিষেক। আরও বড় খবর, সেখানে খলনায়কের চরিত্রে দেখা যাবে অভিষেককে। শুভেচ্ছা অভিষেক… সময় এসে গিয়েছে!!!” অর্থাৎ এবার মুখোমুখি শাহরুখ ও অভিষেক।

    আদ্যোপান্ত অ্যাকশনে ঠাসা ছবি হতে চলেছে ‘কিং’

    আসন্ন সিনেমা কিং একটি আদ্যোপান্ত অ্যাকশনে ঠাসা ছবি (Bollywood New Movie) হতে চলেছে। আগেই জানা গিয়েছিল, ছবিটির পরিচালনা করবেন কাহানি ছবির পরিচালক সুজয় ঘোষ। অন্যদিকে ছবিটির প্রযোজনা করবেন পাঠান ছবির পরিচালক সিদ্ধার্থ আনন্দ। আর এবার জানা গেল এই ছবিতে খলনায়কের চরিত্রে দেখা যাবে অভিষেক বচ্চনকে। সূত্রের খবর, এই ছবিতে অভিনয় করবেন শাহরুখ কন্যা সুহানা খানও। বড়পর্দায় এই ছবির মাধ্যমে অভিষেক হতে চলেছে তাঁর। সুজয় ঘোষের এই স্পাই থ্রিলারে সুহানার চরিত্রকে আরও বলিষ্ঠ করার উদ্দেশ্যে বিশেষভাবে চরিত্রটি নির্মান করা হয়েছে। এই ছবিতে গোয়েন্দার ভূমিকায় থাকছেন সুহানা। অন্যদিকে একজন মাফিয়ার চরিত্রে দেখা যাবে শাহরুখকে।

    আরও পড়ুন: রাজ্যপালকে অপমানজনক মন্তব্য নয়, মুখ্যমন্ত্রী সহ চারজনকে বিরত করল হাইকোর্ট

    ‘কিং’ ছবির খবর প্রকাশ্যে আসতেই উচ্ছ্বসিত অনুরাগীরা

    একের পর এক ওয়েব সিরিজ আর ছবিতে অভিনয়ের মাধ্যমে নজর কেড়েছেন অভিষেক বচ্চন। নিজেকে চরিত্রের খাতিরে বারবার ভেঙেছেন তিনি। নিজের ব্যক্তিগত জীবনের গুজবে কান না দিয়ে আবারও নতুন চরিত্রের পথে এগিয়ে গিয়েছেন অভিষেক। এর আগে একসঙ্গে শাহরুখ খান ও অভিষেক বচ্চন ‘কভি অলভিদা না কহেনা’ ও ‘হ্যাপি নিউ ইয়ার’ ছবিতে কাজ করেছেন। তবে এবার ‘কিং’ ছবির (Bollywood New Movie) খবর প্রকাশ্যে আসতেই উচ্ছ্বসিত অনুরাগীরা। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Aishwarya Rai Bachchan: বচ্চন পরিবারে বিচ্ছেদের মেঘ! মেয়েকে নিয়ে বাড়ি ছাড়লেন ঐশ্বর্য

    Aishwarya Rai Bachchan: বচ্চন পরিবারে বিচ্ছেদের মেঘ! মেয়েকে নিয়ে বাড়ি ছাড়লেন ঐশ্বর্য

    মাধ্যম নিউজ ডেস্ক: খবর নাকি সত্যি। সত্যিই বচ্চন পরিবারের বাড়ি ছেড়ে মেয়েকে নিয়ে বেরিয়ে গিয়েছেন ঐশ্বর্য রাই বচ্চন। বচ্চন পরিবারের এক ঘনিষ্ঠের সূত্রে জানা গিয়েছে, পারিবারিক কলহের কারণেই নাকি মেয়ে আরাধ্যাকে নিয়ে ‘জলসা’ ছেড়েছেন ঐশ্বর্য (Aishwarya Rai Bachchan)। শাশুড়ি জয়া বচ্চন নিজের নাতিনী এবং বৌমার সঙ্গে বহু বছর ধরে নাকি কথা বলেন না। এমনকি একে অপরের সামনে উপস্থিতও হন না। বাবা হিসাবে অভিষেক কন্যা এবং স্ত্রীর প্রতি নাকি খুব একটা আনুগত্য নন। তাই মেয়ে আরাধ্যাকে নিয়ে বাড়ি ছাড়লেন গেলেন বিশ্বসুন্দরী। তাহলে কি এবার বচ্চন পরিবারে বিচ্ছেদের মেঘ সঞ্চার হল? ঠিক ভক্তদের মনে এই কথাই উঠছে বারবার। 

    জন্মদিন একাই কাটিয়েছেন ঐশ্বর্য(Aishwarya Rai Bachchan)?

    গত ১ নভেম্বর নিজের জন্মদিন একাই কাটিয়েছেন ঐশ্বর্য রাই বচ্চন (Aishwarya Rai Bachchan)। পরিবারের বাকি লোকজন তাঁর জন্মদিনে খুব একটা উচ্ছ্বাস দেখায়নি বলে খবর। সামজিক মাধ্যমে অভিষেক শুভ জন্মদিন লিখে কেবল মাত্র দায় সেরেছেন। সেই সময় থেকেই ঐশ্বর্য এবং অভিষেকের সম্পর্কের মধ্যে তিক্ততা ধরা পড়েছে বলে অনুমান করা হচ্ছে। সম্প্রতি অমিতাভ বচ্চন নিজের মেয়ে শ্বেতাকে ‘প্রতীক্ষা’ বাংলো লিখে দেন। এরপর থেকেই জানা যায় ঐশ্বর্য এবং শ্বেতার সম্পর্ক খুব একটা মধুর নয়। তবে বিবাহ বিচ্ছেদের কথা প্রকাশ্যে আসলেও ঐশ্বর্য-অভিষেকের মধ্যে সম্পর্ক খুব একটা ভাল নয়, ফলে মনোমালিন্য স্পষ্টত।

    ১৬ বছরের দাম্পত্য

    ২০০৭ সাল থেকে ঐশ্বর্য এবং অভিষেকের মধ্যে বিবাহ সম্পর্কের সূচনা হয়েছিল। নিজের পরিচয়ের সঙ্গে ঐশ্বর্য বচ্চন পরিবারের ‘বচ্চন বহু’ নামে পরিচিতি লাভ করেছিলেন। আজ পর্যন্ত ১৬ বছর হয়ে গেল বলিউডের কোনও অনুষ্ঠানে একক ভাবে ঐশ্বর্যকে দেখা যায়নি। সবসময় অভিষেককে দেখা যেত। কিন্তু গত কয়েক মাস ধরেই সেই ছন্দের পতন ঘটেছে। ঐশ্বর্য-অভিষেকের ভক্তরা এবার নিশ্চিন্তে থাকতে পারছেন না কারণ শোনা যাচ্ছে দিল্লি থেকে ননদ শ্বেতা বচ্চন এবার থেকে বচ্চন পরিবারের মধ্যে থাকতে শুরু করেছেন। সূত্রে আরও জানা গিয়েছে গত একবছর ধরে জয়া বচ্চনের সঙ্গে সম্পর্ক একদম ভাল নেই ঐশ্বর্যর। ‘জলসা’য় চলেছে চরম অশান্তি। তবে সম্পর্ক তালানিতে ঠেকলেও পরিবারের প্রতি যে বৌয়ের দায়িত্ব পালনে অভাব রাখছেন না ঐশ্বর্য। গত শুক্রবার সকালে ধীরুভাই অম্বানির স্কুলের বার্ষিক অনুষ্ঠানে স্বামী এবং শ্বশুরের সঙ্গে এক সঙ্গেই দেখা গিয়েছে ঐশ্বর্যকে। উল্লেখ্য শ্বেতার ছেলে অভিনীত ‘দ্য আর্চিজ’ ছবির প্রিমিয়ামে গোটা পরিবারকে দেখা গেলেও, ঐশ্বর্যর (Aishwarya Rai Bachchan) সঙ্গে পরিবারের কথাবার্তা, আলাপচারিতার মধ্যে দূরত্ব লক্ষ্য করা গিয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Abhishek Bachchan: সোশ্যাল মিডিয়ায় তসলিমা নাসরিনকে জবাব দিলেন অভিষেক বচ্চন

    Abhishek Bachchan: সোশ্যাল মিডিয়ায় তসলিমা নাসরিনকে জবাব দিলেন অভিষেক বচ্চন

    মাধ্যম নিউজ ডেস্ক: স্পষ্টবক্তা তসলিমার নিশানায় এবার খোদ বলিউডের ‘বিগ বি’ অমিতাভ বচ্চন। সোজাসুজি কথা বলার জন্যে বরাবরই আলোচনা হয়ে ওঠেন সাহিত্যিক তসলিমা নাসরিন। বিভিন্ন মন্তব্য করে তিনি মাঝে মাঝেই বিতর্কের কেন্দ্র বিন্দু হয়ে ওঠেন। রাজনীতি, খেলার ময়দান থেকে বিনোদন জগৎ, লেখিকা কাউকে ছেড়ে কথা বলেন না। আর এবার তিনি বন্দুক দাগলেন বচ্চন পরিবারের দিকে। যা নিয়ে আপাতত উত্তাল নেটপাড়া। তসলিমার মন্তব্যের পাল্টা জবাব দিয়েছেন জুনিয়র বচ্চন অভিষেক (Abhishek Bachchan)। 

    কী ঘটেছে? 

    অমিতাভ বচ্চনের এক ট্যুইট দেখে তসলিমা নাসরিন তাঁকে কটাক্ষ করেন। আর সেই ট্যুইট নিয়েই এখন আলোচনা!। সম্প্রতি দশভি সিনেমার জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন অভিষেক বচ্চন (Abhishek Bachchan)। যার জন্য গর্বিত বাবা অমিতাভ বচ্চন একটি ট্যুইট করেন। সেখানে লেখা- “আমার গর্ব, আমার আনন্দ, তুমি সকলের মুখ বন্ধ করে দিয়েছো। তবে পাল্টা জবাবে নয়, নিজের কাজের মাধ্যমে। তুমি শ্রেষ্ঠ ছিলে এবং থাকবে।”

    সোশ্যাল মিডিয়ায় একে অপরের প্রশংসা করেই থাকেন এই পিতা-পুত্র। অমিতাভ বচ্চনের পুত্র হওয়ায় বরাবরই সমালোচকদের নিশানায় থেকেছেন অভিষেক বচ্চন (Abhishek Bachchan)। ভালো অভিনেতা হওয়া সত্ত্বেও বাবার সঙ্গে বার বার তুলনা হয়ে ওঠার দৌড়ে পিছিয়ে পড়েছেন। নিজের অনিচ্ছাতেই এই প্রতিযোগিতাতে জড়িয়েছেন তিনি। এবার তসলিমা নাসরিনও অমিতাভের ট্যুইটকে কেন্দ্র করে সেই তুলনা টানলেন।

    আরও পড়ুন: উত্তরপত্র ফাঁকা, তবু প্রাপ্ত নম্বর ৫৩! এসএসসি-এর বিকৃত ওএমআর শিট প্রকাশ হতেই চক্ষু চড়কগাছ     

    তসলিমা ট্যুইট করেন, “অমিতাভজি নিজের ছেলেকে এতটাই ভালবাসেন যে তিনি ভাবেন অভিষেকই (Abhishek Bachchan) সেরা। তাঁর যাবতীয় গুণ, প্রতিভা ছেলের মধ্যে রয়েছে। অভিষেক ভালো, তবে আমার মনে হয় অমিতাভের মতো প্রতিভা, দক্ষতা ওঁর নেই।” এমন ট্যুইট নজর এড়ায়নি বচ্চনদের। অতঃপর লেখিকাকে পাল্টা দিতে ছাড়লেন না জুনিয়র বচ্চনও। 

    অভিষেক বচ্চন (Abhishek Bachchan) পাল্টা জবাবে লেখেন, “আপনি একেবারে ঠিক কথা বলেছেন ম্যাডাম। কেউই বাবার প্রতিভা কিংবা অন্যান্য যাবতীয় গুনের দিক থেকে সমকক্ষ হতে পারবেন না। অমিতাভ বচ্চনই সেরা। আর আমি একজন গর্বিত ছেলে। তসলিমার উদ্দেশে জুনিয়র বচ্চনের এমন ট্যুইট দেখে সুনীল শেট্টিও লাভ রিঅ্যাক্ট করেছেন।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
     

      
     

     

     

  • Pro Kabaddi 2022: প্রো কাবাডি লিগের ‘চ্যাম্পিয়ন’ অভিষেক বচ্চনের জয়পুর পিঙ্ক প্যান্থার্স, উচ্ছ্বাসে জড়িয়ে ধরলেন স্ত্রী ও কন্যাকে

    Pro Kabaddi 2022: প্রো কাবাডি লিগের ‘চ্যাম্পিয়ন’ অভিষেক বচ্চনের জয়পুর পিঙ্ক প্যান্থার্স, উচ্ছ্বাসে জড়িয়ে ধরলেন স্ত্রী ও কন্যাকে

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রো কাবাডি লিগে (Pro Kabaddi 2022) চ্যাম্পিয়ন হল অভিষেক বচ্চনের জয়পুর পিঙ্ক প্যান্থার্স (Jaipur Pink Panthers)। দ্বিতীয়বার ট্রফি উঠল তাঁদের হাতে। প্রো কাবাডি লিগের ২০২২ মরশুমের ফাইনালে পুনেরি পল্টনকে ৩৩-২৯ ব্যবধানে হারিয়ে ট্রফি জিতে চ্যাম্পিয়নের শিরোপা ছিনিয়ে নিল তারা। জয়পুর দলের জন্য এটি দ্বিতীয় প্রো কাবাডি শিরোপা। এর আগে প্রো কাবাডি লিগে ইউ মুম্বাকে (U Mumba) হারিয়ে শিরোপা জিতেছিল জয়পুর। টিমের দ্বিতীয়বারের জন্য জয় আসায় উচ্ছ্বাসে ফেটে পড়ে বচ্চন পরিবার। জয়ের আনন্দে গ্যালারিতেই অভিষেক বচ্চন স্ত্রী ও কন্যাকে জড়িয়ে ধরলেন। আর সেই ভিডিও, ফটো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

    পিঙ্ক প্যান্থার্সের জয়ের আনন্দে বচ্চন পরিবার

    গতকাল, শনিবার ছিল প্রো কাবাডি লিগের (Pro Kabaddi 2022) ফাইনাল ম্যাচ। গ্যালারিতে বসে টিমের হয়ে গলা ফাটিয়েছেন অভিষেক বচ্চন, ঐশ্বর্য রাই বচ্চন এবং তাঁদের একমাত্র কন্যা আরাধ্যা। টিম জেতার সঙ্গে সঙ্গে উচ্ছ্বাসে ফেটে পড়েন দম্পতি। আনন্দ ধরে রাখতে না পেরে গ্যালারিতে সবার সামনে স্ত্রী ঐশ্বর্য এবং মেয়ে আরাধ্যাকে জড়িয়ে ধরেন অভিষেক। নেটমাধ্যমে হু হু করে ভাইরাল হয়েছে সেই ভিডিও।

    ফাইনালে, রণবীর সিং, পূজা হেগডে, জ্যাকলিন ফার্নান্ডেজ, বরুণ শর্মা এবং রোহিত শেঠিকেও তাঁদের ছবি ‘সার্কাস’ প্রচার করতে দেখা গেছে। সিকান্দার খেরকেও বচ্চন পরিবারের সঙ্গে বসে জয়পুর পিঙ্ক প্যান্থার্সের জন্য আনন্দ করতে দেখা গিয়েছে।

    আরও পড়ুন: মুক্তি পেয়েছে অবতার ২, প্রযুক্তির ব্যবহার তাক লাগিয়েছে দর্শকদের

    টিমের দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে ছবি পোস্ট করে অভিষেক বচ্চন তাঁর ইনস্টাগ্রামে লিখেছেন “এই দলের জন্য খুব গর্বিত। তাঁরা নীরবে এই কাপের জন্য কাজ করে গিয়েছে। সমালোচনা সত্ত্বেও তাঁরা নিজের প্রতি বিশ্বাস রেখেছে। এই কাপ জিততে আমাদের ৯ বছর লেগেছে এবং আমি এই দল নিয়ে খুব খুশি। টিমওয়ার্ক, কঠোর পরিশ্রমে এটি হয়েছে।”

    [insta]https://www.instagram.com/p/CmSC5BerdAa/?utm_source=ig_web_copy_link[/insta]

    অন্যদিকে ঐশ্বর্য মেয়ে আরাধ্যার হাতে ট্রফি নেওয়া ছবি পোস্ট করে লিখেছেন, “জয়পুর পিঙ্ক প্যান্থার্স প্রো কাবাডি সিজন ৯-এর চ্যাম্পিয়ন। কী দুর্দান্ত সিজন! আশাবাদী ছিলাম। অবিশ্বাস্য প্রতিভাবান, মনোযোগী এবং কঠোর পরিশ্রমী কাবাডি খেলোয়াড়দের দল নিয়ে গর্বিত আমরা। ছেলেদের কাছে কৃতজ্ঞ। ঈশ্বর সর্বদা মঙ্গল করুক। ভালোবাসা, আনন্দ আরও শক্তি এবং উজ্জ্বল করুক।”

    [insta]https://www.instagram.com/p/CmSYHqXyrEZ/?utm_source=ig_web_copy_link[/insta]

  • Amitabh-Jaya Bachchan: কেবিসি ১৪-এর সেটে কেঁদে ফেললেন ‘বিগ বি’! কী এমন হল…

    Amitabh-Jaya Bachchan: কেবিসি ১৪-এর সেটে কেঁদে ফেললেন ‘বিগ বি’! কী এমন হল…

    মাধ্যম নিউজ ডেস্ক: ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৪’ নিয়ে বর্তমানে ব্যস্ত বিগ বি (Big B)। এই ১৪ সিজনের আসন্ন একটি পর্ব ধামাকাদার হতে চলেছে যা একটি প্রোমো দেখেই বোঝা গিয়েছে। আগামী ১১ অক্টোবর কিংবদন্তি অভিনেতার জন্মদিন। ৮০ বছরে পা রাখতে চলেছেন তিনি। আর তার আগে বার্থ ডে স্পেশ্যাল এপিসোড শ্যুট করা হয় কেবিসি-র সেটে। আর সেখান থেকেই এল বড় চমক। এই প্রোমো তে বিগ বি-এর চোখে জলও দেখা গিয়েছে। তাই তাঁর অনুরাগীদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়েছে যে, সেটে কী এমন হল যে তিনি কান্নায় ভেঙে পড়লেন?  

    আরও পড়ুন: চোল রাজত্বকালে হিন্দু ধর্মের অস্তিত্ব ছিল না, দাবি অভিনেতা কমল হাসানের

    তাঁর জন্মদিনকে বিশেষ বানাতে চ্যানেলের তরফে এক উদ্যোগ নেওয়া হয়েছে। আর তাই কেবিসি-এর নির্মাতারা অভিনেতার জন্য জয়া (Amitabh-Jaya Bachchan) এবং অভিষেক বচ্চনকে আমন্ত্রণ জানিয়ে একটি বিশেষ চমক দেওয়ার পরিকল্পনা করেন। সেই সূত্রেই দুই জনের সেটে আসা। ইতিমধ্যেই ওই বিশেষ এপিসোডের একটি প্রোমো প্রকাশ্যে এসেছে। যেখানে দেখা যাচ্ছে, শো চলাকালীন আচমকা অন্তিম হুটার বেজে উঠছে। বিষয়টিতে চমকে উঠছেন অমিতাভও। প্রশ্ন করছেন, “একটু তাড়াতাড়িই শো শেষ হয়ে গেল না?” সঞ্চালক সহ দর্শকরা সবাই অবাক, আর তখনই হটসিটে বসে থাকা অভিষেক বচ্চন বলেন, “সারপ্রাইজ, বুলা লেতে হ্যায় জো রিশতে মে হমারি মা লগতি হ্যায়।“ 

    [insta]https://www.instagram.com/p/Cje6OfSsZzf/?utm_source=ig_web_copy_link[/insta]

    জয়া বচ্চনকে সেটে দেখে সত্যিই অবাক হয়েছিলেন অমিতাভ বচ্চন (Amitabh-Jaya Bachchan)। তিনি তাঁকে দেখে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন। তাঁকে (Amitabh-Jaya Bachchan) জড়িয়েও ধরেন। প্রোমোতে আরও দেখা যায়, হট সিটে বসে জয়া বলেন, “ওঁর ব্যাপারে একটা বিষয় সকলের জানা উচিত…।” এরপরেই টিস্যু দিয়ে চোখের জল মুছতে দেখা যায় অমিতাভকে। কী এমন বললেন জয়া যে অমিতাভ বচ্চনের চোখে জল? কেন বা কোন কথায় তাঁর চোখে জল, এই বিষয়টি প্রোমো তে চ্যানেলের তরফে ধোঁয়াশা রাখা হয়েছে। ফলে ১১ অক্টোবর পর্বটি চ্যানেলে প্রচার হওয়ার পরেই বিগ বি-এর কান্নার পিছনের কারণ জানা যাবে। 

  • 20 Years of Devdas: ‘দেবদাস’ ছবির ২০ বছর! নস্টালজিক ঐশ্বর্য ও সঞ্জয়লীলা বনশালি

    20 Years of Devdas: ‘দেবদাস’ ছবির ২০ বছর! নস্টালজিক ঐশ্বর্য ও সঞ্জয়লীলা বনশালি

    মাধ্যম নিউজ ডেস্ক: কুড়ি বছরে পা দিল সঞ্জয়লীলা বনশালি (Sanjay Leela Bhansali) পরিচালিত ‘দেবদাস’ (Devdas) সিনেমাটি। ২০০২ সালের ১২ জুলাই মুক্তি পেয়েছিল ছবিটি। মুখ্য চরিত্রে ছিলেন বলিউডের তিন সুপারস্টার শাহরুখ খান (Shah Rukh Khan), ঐশ্বর্য রাই বচ্চন (Aishwarya Rai Bachchan) ও মাধুরী দীক্ষিত (Madhuri Dixit)। ছবিটি ভারতীয় সিনেমায় এক ইতিহাস সৃষ্টি করেছিল। বাঙালি লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা ‘দেবদাস’ উপন্যাস অবলম্বন করেই এই ছবিটি তৈরি করা হয়েছিল। মুক্তির ২০ বছর পেরিয়ে গেলেও আজও দর্শকদের মনে এই সিনেমার এক অন্যরকম উপস্থিতি রয়েছে।

    আরও পড়ুন: বাদশার প্রতিবেশী বাজিরাও! রণবীরের নতুন ফ্ল্যাটের দাম শুনলে আকাশ থেকে পড়বেন

    এই ছবি মুক্তির স্মৃতিচারণা করে ঐশ্বর্য রাই বচ্চন ছবির এক পোস্টার গতকাল ইন্সটাগ্রামে শেয়ার করেন। শেয়ার করার সঙ্গে সঙ্গেই তাঁর অনুরাগীরা তাঁর প্রশংসায় পঞ্চমুখ। তবে প্রথমেই তাঁর ছবিতে যিনি কমেন্ট করেন, তিনি হলেন তাঁর স্বামী অভিষেক বচ্চন (Abhishek Bachchan)। তিনি সেখানে একটি হৃদয়ের ইমোজি দেন। এরপরেই ঐশ্বর্যের ভক্তরা একের পর এক কমেন্ট করতে থাকেন। তাঁদের মধ্যে কেউ লিখেছেন “ ২০ বছর পার হলেও মনে হচ্ছে এটি কয়েকদিন আগেই মুক্তি পেয়েছে। আমার সবসময়ের পছন্দের সিনেমা।“ কেউ লিখেছেন, “আপনার অভিনয় এই সিনেমায় অপূর্ব ছিল।“ অনেকেই এই দিনে আবার এই সিনেমাটি দেখবে, এই কথাও লিখেছেন কমেন্ট সেকশনে।

    [insta]https://www.instagram.com/p/Cf69k16OYqQ/?utm_source=ig_web_copy_link[/insta]

    এছাড়াও এদিন পরিচালক বনশালি ছবির জন্য নির্মিত পোস্টারগুলি ট্যুইট করে শেয়ার করেছেন। সেই পোস্টারেই দেখা যাচ্ছে মাথায় হ্যাট, মুখে চুরুট আর সাহেবিয়ানায় ভরপুর দেবদাস অর্থাৎ শাহরুখকে। অন্য দুটি পোস্টারে বলি ডিভা মাধুরী দীক্ষিত ও ঐশ্বর্য রাইকে দেখা যাচ্ছে। তাঁদের রূপের ছটা যেন ছড়িয়ে পড়েছে। চন্দ্রমুখী রূপে মাধুরীকে আর পারো বা পার্বতী রূপে ঐশ্বর্যকে আজও দর্শক মনে রেখেছে। এদের সৌন্দর্য যেন আজও আকর্ষণ করে মানুষকে। এই ছবির পুরনো সেই পোস্টারগুলি প্রায় সবাইকেই নস্টালজিক করে তুলেছে।

    আরও পড়ুন: অর্ধেক বলিউড লন্ডনে! লিস্ট বানালেন শাবানা আজমি

    [tw]


    [/tw] 

LinkedIn
Share