Tag: Adithya Ashok

  • Adithya Ashok: নিউজিল্যান্ড একাদশে স্থান পেয়েছেন ভারতীয় বংশোদ্ভূত লেগ-স্পিনার আদিত্য অশোক

    Adithya Ashok: নিউজিল্যান্ড একাদশে স্থান পেয়েছেন ভারতীয় বংশোদ্ভূত লেগ-স্পিনার আদিত্য অশোক

    মাধ্যম নিউজ ডেস্ক: রবিবার ভদোদরায় ভারতের বিরুদ্ধে প্রথম ওয়ানডে ম্যাচের জন্য নিউজিল্যান্ড একাদশে স্থান পেয়েছেন ভারতীয় বংশোদ্ভূত (New Zealand-India) লেগ-স্পিনার আদিত্য অশোক (Adithya Ashok)। ভেলোরে জন্মগ্রহণকারী অশোক চার বছর বয়স পর্যন্ত ভারতেই ছিলেন। তার আগে তাঁর বাবা-মা উন্নত ক্যারিয়ারের সম্ভাবনার জন্য অকল্যান্ডে চলে যান। তিনি অকল্যান্ডের ঘরোয়া ক্রিকেট খেলা এবং প্রশিক্ষণের মাধ্যমে উন্নতি করেন। শেষে ২০২০ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নিউজিল্যান্ডের প্রতিনিধিত্ব করেন। ২০২১ সালের ডিসেম্বরে অকল্যান্ডের হয়ে পেশাদার টি-টোয়েন্টি অভিষেকের পর, অশোক দ্রুত সকল ফর্ম্যাটে নিয়মিত খেলায় অংশগ্রহণ করতে শুরু করেন। এরপর ২০২২-২৩ সালে নিউজিল্যান্ডের বর্ষসেরা তরুণ ক্রিকেটার হিসেবে সম্মানিত হন।

    আন্তর্জাতিক ক্যারিয়ার (Adithya Ashok)

    সংযুক্ত আরব আমিরশাহি সফরের জন্য অশোক (Adithya Ashok) প্রথম আন্তর্জাতিক ডাক পান, যেখানে তিনি একটি টি-টোয়েন্টি খেলেন। কয়েক মাস পরে, তিনি বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ম্যাচ খেলেন। সেই সময় পিঠে চোট পান, যার ফলে তাঁকে দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে থাকতে হয়। এখন পর্যন্ত, তিনি তাঁর তিনটি আন্তর্জাতিক ম্যাচে (New Zealand-India) দুটি উইকেট পেয়েছেন।

    রজনীকান্ত সংযোগ

    তামিল সুপারস্টার রজনীকান্তের বড় ভক্ত অশোক (Adithya Ashok)। তাঁর বোলিং হাতে একটি ট্যাটু আছে যার ওপর তামিল ভাষায় লেখা আছে “এন ভাজি থানি ভাজি” অর্থাৎ আমার পথ একটি অনন্য পথ)। এই বাক্যাংশটি পদয়াপ্পা সিনেমার একটি প্রতীকী সংলাপ এবং এটি তাঁর প্রয়াত দাদুর সঙ্গে দেখা শেষ ছবির ব্যক্তিগত স্মৃতি। অশোক ২০২৫ সালে চেন্নাই সুপার কিংস অ্যাকাডেমিতে বেশ কয়েক সপ্তাহ প্রশিক্ষণ নিয়েছিলেন।

    দুই টিমের খেলোয়াড় কারা?

    ভারতের টিমে (New Zealand-India) যাঁরা আছেন তাঁরা হলেন, শুভমান গিল (সি), রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার (ভিসি), কেএল রাহুল (ডব্লিউকে), রবীন্দ্র জাদেজা, নীতীশ কুমার রেড্ডি, হর্ষিত রানা, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, আরশদীপ সিং। অন্যদিকে, নিউজিল্যান্ডের (Adithya Ashok) টিমে যাঁরা আছেন তাঁরা হলেন, ডেভন কনওয়ে, হেনরি নিকোলস, উইল ইয়ং, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, মিচেল হে (উইকেটরক্ষক), মাইকেল ব্রেসওয়েল (অধিনায়ক), জাকারি ফাউলকস, ক্রিস্টিয়ান ক্লার্ক, কাইল জেমিসন, আদিত্য অশোক।

LinkedIn
Share