Tag: Afghanistan

Afghanistan

  • Taliban Afghanistan: তালিবানের নয়া ফতোয়া! পুরুষ চিকিৎসকেরা মেয়েদের চিকিৎসা করতে পারবেন না

    Taliban Afghanistan: তালিবানের নয়া ফতোয়া! পুরুষ চিকিৎসকেরা মেয়েদের চিকিৎসা করতে পারবেন না

    মাধ্যম নিউজ ডেস্ক: দেড় বছর আগে তালিবান বাহিনী কাবুলের দখল নেওয়ার পর থেকেই মহিলাদের ওপর একের পর এক নিষেধাজ্ঞা চাপানো হয়েছে। কয়েক মাস আগে আফগানিস্তানের তালিবান সরকার মেয়েদের বিশ্ববিদ্যালয় যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। পড়াশোনার পর এবার চিকৎসা। সম্প্রতি, এক প্রতিবেদনে জানা গিয়েছে, আফগানিস্তানের পুরুষ ডাক্তারদের মেয়েদের চিকিৎসা করার উপর নিষেধাজ্ঞা জারি হয়েছে। সে দেশে মেয়েদের উচ্চশিক্ষার পথও বন্ধ তাই মহিলা চিকিৎসক পাওয়াও মুশকিল। অতএব বিনা চিকিৎসায় থাকবেন মহিলারা! প্রশ্ন সারা বিশ্বের।

    চিকিৎসায় নিষেধাজ্ঞা

    বেসরকারি সংস্থায় মহিলাদের কাজ করা, পার্ক এবং জিমে প্রবেশের ক্ষেত্রে, এমনকী, রাস্তাঘাটে মেয়েদের একা চলাফেরার বিরুদ্ধে ফতোয়া জারি হয়েছিল আগেই। এবার আফগানিস্তানের বালখ প্রদেশের মহিলারা তাদের চিকিৎসার জন্য কোনও পুরুষ ডাক্তারের কাছে যেতে পারবেন না। জানা গিয়েছে পাবলিক অ্যাফেয়ারস এবং তালিবান অভিযোগের শুনানি দফতর একটি নতুন আদেশ ঘোষণা করে বলেছে যে মহিলারা এরপরে আর পুরুষ ডাক্তারদের কাছে যেতে পারবেন না। তালিবানের নতুন ফতোয়ায় মহিলা রোগীদের চিকিৎসা করার ক্ষেত্রে পুরুষ ডাক্তারদের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। প্রতিটি হাসপাতালকে এই ফতোয়া মানা হচ্ছে কি না তা নজর রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।

    আরও পড়ুন: যে হাতে গর্জে উঠত বন্দুক, সেই হাতেই লাঠি দাউদের, ডনের দশা করুণ!

    মহিলা অ্যাথলিটদের হুমকি

    এছাড়াও আফগানিস্তানে নিরাপত্তাহীনতায় ভুগছেন মহিলা অ্যাথলিটরাও। গত বছর তালিবান সরকারের সংস্কৃতি মন্ত্রী আহমেদুল্লাহ ওয়াশিক স্পষ্ট ভাষায় বলে দিয়েছিলে, ‘‘যে কোনও খেলা, যাতে শরীর দেখা যায় তা মহিলাদের জন্য নিষিদ্ধ।’’ কঠোর বিধিনিষেধের এই আবহেও গোপনে অনুশীলন জারি রেখেছিলেন আফগান মহিলা অ্যাথলেটদের অনেকে। কিন্তু সম্প্রতি তালিবান সরকার তাঁদের অনেককে ফোনে হুমকি দিয়েছে বলে অভিযোগ। তালিবানের যুক্তি, মহিলাদের জন্য খেলা জরুরি ব্যাপার নয়। কারণ খেলতে গিয়ে অনেক সময়ই তাদের শরীরের বিভিন্ন অংশ উন্মুক্ত হয়ে যেতে পারে। ইসলামে যা বারণ করা হয়েছে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Indian Football Team: লক্ষ্য আফগান বধ, বিশ্বকাপ ফুটবলের যোগ্যতা অর্জন পর্বে স্টিমাচের নয়া ভাবনা

    Indian Football Team: লক্ষ্য আফগান বধ, বিশ্বকাপ ফুটবলের যোগ্যতা অর্জন পর্বে স্টিমাচের নয়া ভাবনা

    মাধ্যম নিউজ ডেস্ক: আগামী বৃহস্পতিবার ২১ মার্চ ফিফা বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের (FIFA World Cup Qualifier) খেলায় ভারতের (Indian Football Team) মুখোমুখি হবে আফগানিস্তান। ইতিমধ্যেই সৌদি আরবের আভায় পৌঁছেছে ২৫ জনের ভারতীয় ফুটবল দল। সেই দলে মোহনবাগানের আটজন ফুটবলার রয়েছে। ইস্টবেঙ্গলের রয়েছে মাত্র একজন, মহেশ সিং। আফগানিস্তানের বিরুদ্ধে এই ম্যাচের জন্য নতুন ফুটবলারদের উপর বেশি গুরুত্ব দিচ্ছেন ইগর স্টিমাচ। অন্যদিকে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) সভাপতি কল্যাণ চৌবেও ফুটবলারদের জন্য বিশেষ ব্যবস্থা করেছেন। 

    স্টিমাচের ভাবনা

    ম্যাচ প্রসঙ্গে দলের হেড কোচ ইগর স্টিমাচ বলেছেন, “আমরা সৌদি আরবে ম্যাচ জেতার জন্য নামব। আমরা এই মুহূর্তে বড় কিছু করার কথা ভাবছি না। চেষ্টা করব প্রথম থেকেই ম্যাচে আক্রমণে নামার। আফগানিস্তান সব রকমের ব্যবস্থা করেছে যাতে আমাদের চাপে ফেলা যায়। কিন্তু আমরা লড়াই করব। আমাদের পাখির চোখ বিশ্বকাপের যোগ্যতা অর্জন (FIFA World Cup Qualifier) পর্বে তৃতীয় পর্যায়ের ছাড়পত্র আদায় করা।” সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (Indian Football Team) ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে ইগর বলেছেন, ‘‘ম্যাচ আভার স্থানীয় সময় রাত আটটা থেকে। ফুটবলাররা যাতে আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে পারে তার জন্য অনুশীলন সূচিতে পরিবর্তন করেছি।’’ তিনি উচ্ছ্বসিত প্রথমবার জাতীয় দলে ডাক পাওয়া অময় রানাওয়াড়ে, জয় গুপ্ত ও ইমরান খানকে নিয়ে। বলেছেন, ‘‘অময়কে জাতীয় দলে নেওয়ার পরিকল্পনা দীর্ঘ দিন ধরেই ছিল। কিন্তু ও চোট পাওয়ায় তা সম্ভব হয়নি। আক্রমণভাগে জয় অসাধারণ। ইমরানের অন্তর্ভুক্তিতে মাঝমাঠ আরও শক্তিশালী হয়েছে।’’

    গ্রুপে ভারতের স্থান

    বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে ‘এ’ গ্রুপে (FIFA World Cup Qualifier) ভারতের সঙ্গে রয়েছে কাতার, কুয়েত ও আফগানিস্তান। গত নভেম্বরে কুয়েত-কে তাদের ঘরের মাঠে ১-০ হারান সুনীলরা। কিন্তু কাতারের কাছে ০-৩ হেরে গিয়েছিলেন। দু’টি ম্যাচ থেকে তিন পয়েন্ট অর্জন করে এই মুহূর্তে ‘এ’ গ্রুপের তৃতীয় স্থানে রয়েছে ভারতীয় দল। কুয়েতের সংগ্রহেও তিন পয়েন্ট। কিন্তু গোলপার্থক্যে ভারতের (-২) চেয়ে এগিয়ে থাকায় (৩) তারা রয়েছে দ্বিতীয় স্থানে। তৃতীয় পর্বে যোগ্যতা অর্জনের লক্ষ্যে আফগানিস্তানের বিরুদ্ধে দু’টি ম্যাচেই বড় ব্যবধানে জিততে মরিয়া সুনীলরা। ২১ মার্চ ফিফা বিশ্বকাপের যোগ্যতাঅর্জন পর্বের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে সৌদি আরবে আফগানিস্তানের মুখোমুখি হবে ভারত (Indian Football Team)। ভারতীয় সময় রাত সাড়ে বারোটায় শুরু খেলা। ২৬ মার্চ গুয়াহাটিতে ঘরের মাঠে আফগানদের বিরুদ্ধে ফিরতি ম্যাচ সুনীলদের। 

    আরও পড়ুন: কলকাতায় এলেন মিচেল স্টার্ক, নড়বড়ে শ্রেয়স, কেকেআর-এর অনুশীলনে ঝোড়ো ব্যাটিং সল্টের

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Chabahar Port: চাবাহার বন্দরের মাধ্যমে বাণিজ্য চাই, কাবুলে তালিব সরকারের সঙ্গে বৈঠক ভারতের

    Chabahar Port: চাবাহার বন্দরের মাধ্যমে বাণিজ্য চাই, কাবুলে তালিব সরকারের সঙ্গে বৈঠক ভারতের

    মাধ্যম নিউজ ডেস্ক: আফগানিস্তানে কূটনৈতিক তৎপরতা শুরু করল নরেন্দ্র মোদির সরকার। সে দেশে (Chabahar Port) পালাবদলের পর এই প্রথম কূটনৈতিক সম্পর্ক শুরু করল নয়াদিল্লি। বিদেশমন্ত্রকের পাকিস্তান-আফগানিস্তান-ইরান বিষয়ক যুগ্মসচিব জেপি সিং সহ ভারতীয় কূটনীতিকদের একটি দল কাবুলে গিয়ে বৃহস্পতিবার রাতে বৈঠক করেছে আফগানিস্তানের বিদেশমন্ত্রী ওয়াকিল আহমেদ মুত্তাওয়াকিলের সঙ্গে।

    ভারতের ঘোষণা

    লক্ষ্মীবারে বৈঠক হলেও, সলতে পাকানোর কাজ শুরু হয়েছিল কিছু দিন আগেই। আফগানিস্তানকে ৫০ হাজার টন গম, ওষুধ, করোনার টিকা ও অন্যান্য ত্রাণসামগ্রী দেওয়ার কথা ঘোষণা করেছিল ভারত। আন্তর্জাতিক মহলের মতে, ভারতের এই পদক্ষেপের নেপথ্যে রয়েছে চিনা আগ্রাসনের চোখরাঙানি। প্রায় তিন সপ্তাহ আগেই আফগানিস্তানের তালিব সরকারের সঙ্গে আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক সম্পর্কের সূচনা করেছিল চিন। পাকিস্তান, শ্রীলঙ্কার মতো আফগানিস্তানও যাতে ড্রাগনের খপ্পরে না পড়ে, তা-ই ত্রাণসামগ্রী দেওয়ার কথা ঘোষণা করেছে নয়াদিল্লি।

    চাবাহার বন্দরে (Chabahar Port) বাণিজ্যে আগ্রহী ভারত

    আড়াই বছর আগে আফগানিস্তানের দখল নিলেও, এখনও রাষ্ট্রপুঞ্জের স্বীকৃতি পায়নি আফগানিস্তানের তালিব সরকার। ভারত-সহ বিশ্বের সিংহভাগ দেশের সঙ্গেই স্বীকৃত কূটনৈতিক সম্পর্ক নেই কাবুলের। এহেন পরিস্থিতিতে ভারতের পদক্ষেপ কূটনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলেই ধারণা আন্তর্জাতিক মহলের।

    তালিব সরকারের মুখপাত্র জানান, এদিনের বৈঠকে দ্বিপাক্ষিক অর্থনৈতিক সহযোগিতা বাড়ানো, ট্রানজিট রুটের মাধ্যমে দ্বিপাক্ষিক বাণিজ্য, দুর্নীতি মোকাবিলা ও আইএস জঙ্গি দমনের মতো বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বিদেশমন্ত্রকের জয়েন্ট সেক্রেটারি জানান, ইরানের চাবাহার বন্দরের (Chabahar Port) মাধ্যমে বাণিজ্য বাড়াতে চায় ভারত। সেই জন্যই কাবুলের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটানো প্রয়োজন বলে মনে করে ভারত।

    আরও পড়ুুন: চাকরির টোপ দিয়ে ‘মানব’ পাচার রাশিয়ায়, চক্রের খোঁজে ভারতজুড়ে সিবিআই তল্লাশি

    এক্স হ্যান্ডেলে আফগানিস্তানের তালিব সরকারের মুখপাত্র আবদুল কাহার বালখি লিখেছেন, “আজ, প্রজাতান্ত্রিক ভারতের বিদেশমন্ত্রকের জয়েন্ট সেক্রেটারি (আফগানিস্তান-ইরান-পাকিস্তান) জেপি সিংয়ের সঙ্গে বৈঠক হয়েছে আইইএ-র বিদেশমন্ত্রী ওয়াকিল আহমেদ মুত্তাওয়াকিলের। বৈঠকে ভারত-আফগানিস্তান সম্পর্ক, অর্থনীতি, ট্রানজিট বিষয়, দেশে দুর্নীতি ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হয়েছে।” তাঁর দাবি, আফগানিস্তানের সঙ্গে রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে ভারত আগ্রহী। তিনি বলেন, “সিং জানিয়েছেন, ভারত আফগানিস্তানের সঙ্গে রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে। চাবাহার বন্দরের মাধ্যমে বাণিজ্যও বাড়াতে চেয়েছে ভারত (Chabahar Port)।”

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • CAA: লোকসভা ভোটের আগেই লাগু সিএএ আইন! নোটিশ জারি কবে জানেন?

    CAA: লোকসভা ভোটের আগেই লাগু সিএএ আইন! নোটিশ জারি কবে জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: দোরগোড়ায় লোকসভা নির্বাচন। তার আগেই যে সিএএ (CAA) চালু হবে, বিভিন্ন সময় তা দাবি করেছেন বিজেপি নেতারা। মঙ্গলবার জানা গেল, লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই লাগু হয়ে যেতে পারে সিএএ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রেই এ খবর মিলেছে। লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়ে গেলেই চালু হয়ে যাবে আদর্শ আচরণ বিধি। জানা গিয়েছে, তার আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জারি করতে পারে সিএএ নোটিফিকেশন।

    সিএএ

    সিএএ (CAA) আইনে পরিণত হয় ২০১৯ সালে। এতদিন তা লাগু হয়নি। তবে এবার লাগু হবে ওই আইন। এবং তা হবে লোকসভা নির্বাচন ঘোষণা হওয়ার আগেই। নাম প্রকাশ করা হবে না এই শর্তে এক সরকারি আধিকারিক বলেন, “শীঘ্রই জারি হতে পারে সিএএ বিধিগুলি। আইনটি কার্যকরের পাশাপাশি যোগ্যদের ভারতীয় নাগরিকত্ব দেওয়ার কাজও শুরু করা হবে। লোকসভা নির্বাচনের আগেই তা চালু করতে চিন্তাভাবনা করছে সরকার।” তিনি বলেন, “সিএএ আইন প্রস্তুত। তৈরি অনলাইন পোর্টালও। পুরো প্রক্রিয়াটি হবে অনলাইনে।”

    কী বললেন শাহ?

    দিন কয়েক আগে সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন, “সিএএ দেশের আইন। এ ব্যাপারে অবশ্যই নোটিশ জারি হবে। নোটিশ জারি হবে নির্বাচনের আগেই। এনিয়ে কোনও দোটানা থাকার কথাই নয়।”

    দ্বিতীয় বার ক্ষমতায় এসে সংসদে সিএএ পাশ করিয়েছিল নরেন্দ্র মোদি সরকার। পরে বিলটিতে রাষ্ট্রপতি স্বাক্ষর করায় সেটি পরিণত হয় আইনে। এই আইন অনুযায়ী, বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তানের মতো মুসলমান ধর্মাবলম্বী দেশগুলি থেকে যদি ধর্মীয় উৎপীড়নের কারণে সে দেশের সংখ্যালঘুরা ভারতে আশ্রয় চান, তাহলে তা দেবে নয়াদিল্লি। উনিশে পাশ হলেও, এখনও কার্যকর হয়নি সিএএ। লোকসভা নির্বাচনের আগে সেই আইনই লাগু করতে নোটিফিকেশন করতে চলেছে কেন্দ্র।

    আরও পড়ুুন: “সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে হিমাচলের কংগ্রেস সরকার”, দাবি বিজেপির

    সিএএ (CAA) নিয়ে জলঘোলা হয়েছিল বিস্তর। সস্তা জনপ্রিয়তা কুড়োতে তড়িঘড়ি আন্দোলনে নেমে পড়ে বিজেপি বিরোধী দলগুলি। বাংলায়ও ব্যাপক আন্দোলন হয়। সেসবে আমল না দিয়েই সিএএ আইন করে মোদি সরকার। যার সুফল কুড়োবেন ভারতের তিন প্রতিবেশী দেশ থেকে ধর্মীয় উৎপীড়নের জেরে ভারতে চলে আসা শরণার্থীরা।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • Pakistan: “১৯৭১ সালের মতো ফের ভাঙতে পারে পাকিস্তান”, বললেন আফগান মন্ত্রী

    Pakistan: “১৯৭১ সালের মতো ফের ভাঙতে পারে পাকিস্তান”, বললেন আফগান মন্ত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: ১৯৭১ সালের মতো ভাঙতে পারে পাকিস্তান। ঢের আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন পাকিস্তানের (Pakistan) প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। প্রায় একইরকম সম্ভাবনার কথা মনে করিয়ে দিলেন তালিবান আফগানিস্তানের ডেপুটি বিদেশমন্ত্রী শের মহম্মদ আব্বাস স্টানিকজাই। পাকিস্তানকে সতর্ক করে দিয়ে তিনি বলেন, “১৯৭১ সালে বাংলাদেশের জন্ম দেখেছিল পাকিস্তান। ফের একই অবস্থা হতে পারে।”

    শরণার্থীদের পাকিস্তান ছেড়ে যাওয়ার নির্দেশ

    গত অক্টোবরের শুরুর দিকে প্রায় ১৭ লক্ষ শরণার্থীকে পাকিস্তান ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। নভেম্বরের এক তারিখের মধ্যেই তাঁদের পাকিস্তান ছাড়তে বলা হয়েছিল। এই শরণার্থীদের সিংহভাগই আফগান। মূলত তার পর থেকেই আফগানিস্তানের তালিবান শাসক ও ইসলামাবাদের বিবাদ তুঙ্গে উঠেছে। সময়ের সঙ্গে সঙ্গে পড়শি দুই দেশের সম্পর্ক তলানিতে ঠেকেছে। এহেন আবহেই মিলল হুঁশিয়ারি। আফগানিস্তানে তালিবানের বাড়বাড়ন্তের জন্য দায়ী পাকিস্তানই। এক সময় তালিব নেতাদের আশ্রয় দিয়েছে পাকিস্তানই (Pakistan)। সাহায্য করেছে অর্থ দিয়েও। সময় গুণে সেই তালিবরাই ক্ষোভ উগরে দিচ্ছে পাকিস্তানের বিরুদ্ধে।

    কী বললেন আফগান মন্ত্রী?

    ১৬ ফেব্রুয়ারি এক জনসভায় শের মহম্মদ বলেন, “আমাদের প্রতিবেশী দেশটি শরণার্থীদের তাড়িয়ে দিচ্ছে নিষ্ঠুরের মতো। সবাইকে বলা হচ্ছে নিজেদের দেশে ফিরে যেতে।” এর পরেই তিনি বলেন, “যেভাবে ১৯৭১ সালে পাকিস্তান দু টুকরো হয়ে বাংলাদেশের জন্ম হয়েছিল, তেমনই পরিস্থিতি তৈরি হতে চলেছে।” আফগান তালিবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ আগেই হুঁশিয়ারি দিয়েছেন, আফগান শরণার্থীদের প্রতি পাকিস্তানের এই আচরণ মেনে নেওয়া যায় না।

    আরও পড়ুুন: হাজার কোটির সাইবার ‘প্রতারণা’! ‘কিংপিন’ কুণালের একাধিক ডেরায় হানা ইডির

    শের মহম্মদ বলেন, “আমরা কখনওই ডুরান্ডকে স্বীকৃতি দিইনি। একে কখনও স্বীকৃতি দেবও না। আজ আফগানিস্তানের অর্ধেকটাই বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ডুরান্ড লাইনের অন্য দিকে রয়েছে আরও একটি অংশ। এই ডুরান্ড লাইন টেনেছিল ইংরেজরা। তারা এটা করেছিল আফগানদের বুকের ওপর দিয়ে।” তিনি বলেন, “আর আজ? আমাদের প্রতিবেশী দেশটি (Pakistan) শরণার্থীদের তাড়িয়ে দিচ্ছে নিষ্ঠুরভাবে। তাঁদের বলা হচ্ছে দ্রুত তাঁদের স্বদেশে ফিরে যেতে।” তিনি বলেন, “পাকিস্তানের এই ঔদ্ধত্যের জেরে আরও একবার ভাঙন দেখতে হবে পাকিস্তানকে, যেমনটা দেখতে হয়েছিল ১৯৭১ সালে, বাংলাদেশের জন্মের সময়।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • India vs Afghanistan: চিন্তায় রাখলেন রোহিত-বিরাট! শিবম-যশস্বীর দাপটে সিরিজ ভারতের

    India vs Afghanistan: চিন্তায় রাখলেন রোহিত-বিরাট! শিবম-যশস্বীর দাপটে সিরিজ ভারতের

    মাধ্যম নিউজ ডেস্ক: টানা দুই ম্যাচে শূন্য হাতে ফিরলেন ভারত অধিনায়ক। টি-টোয়েন্টি ফরম্যাটে ফিরে শুরুটা ভাল করলেও বড় রান তুলতে ব্যর্থ বিরাটও।  তবে যশস্বীর শুরুর ঝড় এবং শিবম দুবের টানা দ্বিতীয় ম্যাচ জেতানো ইনিংসে ভর করে আফগানিস্তানের (India vs Afghanistan) বিপক্ষে সহজেই সিরিজ পকেটে পুরল ভারত। তরুণদের ব্যাটিং সাজঘরে বসে দেখলেন রোহিত এবং বিরাট। তিন ম্যাচের সিরিজে পর পর দু’ম্যাচে জিতে সিরিজ জিতে নিল ভারত।

    কবে রানে ফিরবেন রোহিত

    রোহিতের প্রত্যাবর্তনে হতাশার ধাক্কা দ্বিতীয় ম্যাচেও জারি রইল। গত ম্যাচে শুভমনের ভুলে রান আউট হলেও এই ম্যাচে প্রথম বলে আড়াআড়ি ব্যাট চালিয়ে বোল্ড হলেন অধিনায়ক। প্রথম বল ফেস করতে গিয়েই বড় শট খেলার চেষ্টা নিয়ে সমালোচিতও হচ্ছেন রোহিত। ১৪ মাস পর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ফেরা বিরাট কোহলিও বড় রান তুলতে পারলেন না। ভাল শুরু করেও ক্যাচ তুলে দেন নবীন উল হকের বলে। ১৬ বলে ২৯ রান করে আউট হয়ে যান বিরাট। তাঁরা জেতাতে না পারলেও যশস্বী জয়সওয়াল এবং শিবম ম্যাচ জেতানো ইনিংস খেললেন। 

    দুরন্ত তরুণ ব্রিগেড

    হার্দিকের অভাব এক বিন্দুও টের পেতে দিচ্ছেন না শিবম। আফগানিস্তানের দেওয়া ১৭৩ রানের লক্ষ্য ১৬ ওভারের মধ্যেই পেরিয়ে গেল ভারত। শিবম আগের ম্যাচে ৬০ রান করে অপরাজিত ছিলেন। দলকে জিতিয়েছিলেন। এই ম্যাচে ৩২ বলে ৬৩ রান করলেন শিবম। অপরাজিত রইলেন এই ম্যাচেও। সঙ্গে রইলেন রিঙ্কু সিং। তিনি ৯ রানে অপরাজিত রইলেন। শুরুতে  ছ’টি ছক্কার সাহায্যে ৩৪ বলে ৬৮ রান করেন যশস্বী। এদিন টস জিতে রান তাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন রোহিত শর্মা। প্রথমে ব্যাট করে ১৮২ তুলেছিল আফগানিস্তান। গত ম্যাচের তুলনায় এই ম্যাচে দুরন্ত ব্যাটিং উপহার দেয় আফগানরা। আফগানিস্তানের হয়ে সব থেকে বেশি রান করলেন গুলবাদিন নইব। ৩৫ বলে ৫৭ রান করলেন তিনি। শেষ বেলায় মুজিব উর রহমান ৯ বলে ২১ এবং করিম জনত ১০ বলে ২০ রান করে আফগানিস্তানকে লড়াই করার মতো জায়গায় পৌঁছে দেন। ভারতের হয়ে ৩ উইকেট নেন অর্শ্বদীপ। রবি বিষ্ণোই এবং অক্ষর প্যাটেল এই ম্যাচে দু’টি করে উইকেট নিয়েছেন। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • India vs Afghanistan: দুরন্ত দুবে, আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে সহজ জয় ভারতের

    India vs Afghanistan: দুরন্ত দুবে, আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে সহজ জয় ভারতের

    মাধ্যম নিউজ ডেস্ক: আফগানিস্তানের বিরুদ্ধে দাপুটে জয় ভারতের। কনকনে মোহালিতে আফগানদের ৬ উইকেটে হারিয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেলেন রোহিতরা।‌ প্রথমে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ১৫৮ রান তোলে আফগানিস্তান। জবাবে ১৭.৩ ওভারে জয়সূচক রানে পৌঁছে যায় ভারত। ৬০ রানে অপরাজিত শিবম দুবে। টি-২০ বিশ্বকাপের আগে শেষ সংক্ষিপ্ত ফরম্যাটের সিরিজ এটা। এখানেই দলের কম্বিনেশন দেখে নেওয়ার সুযোগ রয়েছে কোচ দ্রাবিড়ের সামনে।

    রোহিতের প্রত্যাবর্তন

    গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর জাতীয় দলে এই ফর্ম্যাটে ফিরেছেন অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। ব্যাটার রোহিতের শুরুটা যদিও ভালো হল না। শুভমনের ভুলে শূন্য হাতে রান আউট হয়ে ফেরেন তিনি।  ১৪ মাস পর টি-টোয়েন্টিতে ভারতের হয়ে খেলতে নেমে শূন্য রানে ফিরলেন রোহিত। তা-ও আবার রান আউট হয়ে। মাঠেই শুভমনের উপর ক্ষোভ উগরে দেন রোহিত।

    দুরন্ত দুবে

    ব্যাটে, বলে দাপট দেখালেন শিবম দুবে। তিনি ২ ওভার বল করে ৯ রান দিয়ে একটি উইকেট নেন। সেই সঙ্গে ব্যাট হাতে অর্ধশতরান। পেস বোলিংয়ের সঙ্গে তাঁর ব্যাটিং ভারতকে ভরসা দিচ্ছে। হার্দিক পাণ্ডিয়া চোট পেলে এবার দুবের কথা ভাবা যেতেই পারে। ৪০ বলে ৬০ রান করেন তিনি। শেষ পর্যন্ত থেকে ম্যাচও জেতান। ভারতীয় দলে পেসার অলরাউন্ডার হিসাবে হার্দিকের অভাব ঢাকার এক জনকে প্রয়োজন ছিল। চোটপ্রবণ হার্দিক মাঝে মধ্যেই খেলতে পারেন না। সেই জায়গা নিতে ব্যর্থ হয়েছেন শার্দূল ঠাকুর। শিবম যদি ধারাবাহিক ভাবে খেলতে পারেন তাহলে আগামী দিনে তাঁকে নিয়মিত দলে দেখা যেতেও পারে। ম্যাচের সেরা হন দুবে।

    ম্যাচে ভারতের দাপট 

    এদিন টসে জিতে আফগানিস্তানকে ব্যাট করতে পাঠান অধিনায়ক রোহিত শর্মা। শুরু থেকে উইকেট না পেলেও রান দিচ্ছিলেন না ভারতীয় বোলারেরা। সেই চাপেই উইকেট দিয়ে যান ওপেনার রহমনুল্লা গুরবাজ। অক্ষর প্যাটেলের বলে স্টাম্পড হন তিনি। অধিনায়ক ইব্রাহিম জাদরান করেন ২৫ রান। তাঁর উইকেট নেন শিবম দুবে। শেষ দিকে নবি ঝোড়ো ইনিংস খেলেন। ভারতের হয়ে ২ উইকেট নেন মুকেশ কুমার। তিনি ৪ ওভারে ৩৩ রানও দেন। রবি বিষ্ণোই ৩ ওভারে ৩৫ রান দেন। তিনি কোনও উইকেট পাননি।

    এদিন ঠান্ডায় বল করা বেশ কঠিন হচ্ছিল বোলারদের পক্ষে। বল ধরা কঠিন হচ্ছিল। তার মধ্যেও রিঙ্কু সিং দুর্দান্ত ক্যাচ ধরেন। পাঞ্জাবের এই মাঠে ঠান্ডায় কাঁপতে দেখা যায় সকলকে। ম্যাচের দিন আম্পায়ারদের দেখা গেল গ্লাভস পরে থাকতে। ভারতীয় ক্রিকেটারেরাও ম্যাচের আগে গ্লাভস পরেছিলেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • U19 Asia Cup: ব্যাটে-বলে নায়ক আর্শিন! অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে জয় দিয়ে যাত্রা শুরু ভারতের

    U19 Asia Cup: ব্যাটে-বলে নায়ক আর্শিন! অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে জয় দিয়ে যাত্রা শুরু ভারতের

    মাধ্যম নিউজ ডেস্ক: দুবাইতেই বসবে আইপিএল-২০২৪ (IPL) এর মিনি নিলামের আসর। তার আগে দুবাইতে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে (U19 Asia Cup) দুরন্ত ছন্দে ভারতের নতুন প্রতিভা আর্শিন কুলকার্নি। শুক্রবার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে জয় দিয়ে যাত্রা শুরু করেছে ভারত। ব্যাটে-বলে আর্শিন কুলকার্নির অলরাউন্ড পারফরম্যান্সের উপর ভিত্তি করে আফগানিস্তানকে ৭ উইকেটে হারিয়ে দেয় ভারত। 

    দুরন্ত ছন্দে আর্শিন

    ভারতের অধিনায়ক উদয় সাহারান টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নেন। আর্শিন ৮ ওভারে ২৯ রানে ৩ উইকেট নেন। রাজ লিম্বানি ১০ ওভারে ৪৬ রানে ৩ উইকেট নেন। আফগানিস্তানের হয়ে সর্বোচ্চ রান ওপেনার জামশিদ জাদরানের (৪৩)। ৫০ ওভারে ১৭৩ রানেই থেমে যায় আফগানিস্তানের ইনিংস। জবাবে ভারত শুরুতেই হারায় ওপেনার আদর্শ সিংহকে। ১৪ রানে আউট হন তিনি। এর পর রুদ্র পটেলও (৫) ফিরে যান। তবে লম্বা ইনিংস গড়ে ভারতকে জিতিয়ে দেন আর্শিন (অপরাজিত ৭০) এবং মুশির খান (অপরাজিত ৪৮)। 

    এ বারের যুব এশিয়া কাপের তারকাদের দিকে ফোকাস রয়েছে আইপিএল ফ্র্যানচাইজিদের। কেকেআর, চেন্নাই, মুম্বইয়ের মতো দলগুলো আইপিএল নিলাম থেকে নিজেদের দলের জন্য এই উঠতি ক্রিকেটারদের কিনে নিতে পারেন। এর আগে ২০২২ সালে যুব বিশ্বকাপের পর যশ ধুল, রাজবর্ধন হাঙ্গারগেকর, হর্ষিত রানাদের মতো তারকাদের আইপিএলের একাধিক দলগুলো নিলাম থেকে নিয়েছিল। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ভারতের হয়ে দুরন্ত পারফরম্যান্স করার সুবাদে নেটদুনিয়ায় আলোচনা চলছে অর্শিন কুলকার্নিকে নিয়ে। দুবাইতে হতে চলা নিলামে তাঁকে নেওয়ার জন্য লড়াই হতে পারে একাধিক দলের। দুবাইয়ে আফগানদের বিরুদ্ধে ব্যাটে-বলে দুরন্ত পারফর্ম করেছেন অর্শিন কুলকার্নি। যার ফলে সত্যিই তিনি আইপিএল নিলামে কোনও দলে সুযোগ পেতেই পারেন। ভবিষ্যতের কথা ভেবে কলকাতা, চেন্নাই বা মুম্বই অর্শিনের মতো অনূর্ধ্ব-১৯ অলরাউন্ডারকে নেওয়ার জন্য ঝাঁপাতেই পারে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • ICC Cricket World Cup 2023: নেদারল্যান্ডসকে ৭ উইকেটে হারিয়ে সেমির লড়াইয়ে আফগানিস্তান

    ICC Cricket World Cup 2023: নেদারল্যান্ডসকে ৭ উইকেটে হারিয়ে সেমির লড়াইয়ে আফগানিস্তান

    মাধ্যম নিউজ ডেস্ক: সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে বাবর আজমদের পিছনে ফেলে এগিয়ে গেছে আফগানিস্তান। বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে নেদারল্যান্ডসকে হারিয়ে লিগ টেবিলের পাঁচ নম্বরে উঠে এল আফগানিস্তান। একইসঙ্গে সেমি ফাইনালে যাওয়ার আশা টিকিয়ে রাখলেন রাশিদ খান-মহম্মদ নবিরা।

    শেষ চারের লড়াই

    পাকিস্তান ও আফগানিস্তান দুই দলেরই সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা আছে। সেই দৌড়ে আছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডও। ভারত একমাত্র দল যারা সেমির টিকিট নিশ্চিত করেছে। দক্ষিণ আফ্রিকারও সুযোগ স্পষ্ট। একটা ম্যাচ জিততে পারলেই সেমিফাইনালে চলে যাবে তারা। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও আফগানিস্তান, এই তিন দলের পয়েন্ট এখন ৮। তবে এই তিন দলের মধ্যে অস্ট্রেলিয়া এখনও পর্যন্ত ৬টি ম্যাচ খেলেছে, বাকিদের ৭টি করে ম্যাচ হয়ে গেছে। আর পাকিস্তানের পয়েন্ট ছয়।  

    আরও পড়ুন: ‘ভারতের সময় বল বদলে দিচ্ছে’, অদ্ভুত অভিযোগ প্রাক্তন পাক ক্রিকেটারের

    দুরন্ত আফগান

    নেদারল্যান্ডস ম্যাচে রেকর্ড করল আফগানিস্তান। কোনও একদিনের ম্যাচে এই প্রথমবার কোনও দলের ব্যাটিং অর্ডারের প্রথম ৫ জনের মধ্যে চারজনই রান আউট হলেন। ম্যাচে প্রথমে ব্যাট করে নেদারল্যান্ডস। প্রথম পাঁচ জনের মধ্যে শুধু প্রথম উইকেট পড়ে এলবিডব্লুউতে। ওয়েসলি বারেসি ১ রান করে আউট হন। এরপর টানা চার উইকেট নেদারল্যান্ডসের পরে রান আউটের মাধ্যমে। আফগানিস্তানের দুরন্ত ফিল্ডিং সকলের নজর কাড়ে।

    ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করে ৪৬.৩ ওভারে ১৭৯ রানে অলআউট হয়ে যায় নেদারল্যান্ডস। দলের হয়ে সর্বোচ্চ ৫৮ রান করেন সাইব্র্যান্ড এঞ্জেলব্রেট। আফগানদের সর্বোচ্চ ৩টি উইকেট নেম মহম্মদ নবি। রান তাড়া করতে নেমে হাসমাতুল্লাহ শাহিদির ৫৬ ও রহমত শাহ-র ৫২ রানের ইনিংসের সৌজন্যে ৩১.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ম্যাচ জেতে আফগানিস্তান।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • India vs Afghanistan: রেকর্ড গড়ে রোহিতের সেঞ্চুরি! আফগানিস্তানের বিরুদ্ধে সহজ জয় ভারতের

    India vs Afghanistan: রেকর্ড গড়ে রোহিতের সেঞ্চুরি! আফগানিস্তানের বিরুদ্ধে সহজ জয় ভারতের

    মাধ্যম নিউজ ডেস্ক: ঘরের মাঠে বিশ্বচ্যাম্পিয়ন হওয়াই লক্ষ্য রোহিতদের। পরপর দুই ম্যাচে জিতে মনোবল তুঙ্গে মেন-ইন-ব্লু-এর। বুধবার রোহিতের শতরান, বুমরার পেস-অ্যাটাকে বিদ্ধ আফগানরা। এদিন হেলায় আফগানিস্তানকে ৮ উইকেটে হারাল ভারত। রেকর্ডের বন্যা বইল রোহিতের ব্যাটে। ফর্মে ফিরল ইন্ডিয়ার টপ অর্ডার। ভারত-পাকিস্তান ম্যাচের আগে যা স্বস্তি দেবে কোচ দ্রাবিড়কে।

    রোহিতের ঝড়ো ইনিংস

    ৬৩ বলে ঝোড়ো সেঞ্চুরি করে ফেললেন রোহিত শর্মা। সেই সঙ্গে ইতিহাস লিখলেন তিনি। বিশ্বকাপে সবচেয়ে বেশি সেঞ্চুরি করার রেকর্ড গড়লেন রোহিত। সেই সঙ্গে তিনি কিংবদন্তি সচিন তেন্ডুলকর, কপিল দেবদের ছাপিয়ে গেলেন। তেন্ডুলকর ১৯৯২ থেকে ২০১১ সালের মধ্যে পাঁচটি বিশ্বকাপ খেলেছেন এবং ছ’টি সেঞ্চুরি করেছেন। শেষ বার সচিন তাঁর ৪১তম ইনিংসে বেঙ্গালুরুতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১১১ রান করেছিলেন। রোহিত বিশ্বকাপে শুধুমাত্র ১৯তম ইনিংসেই তাঁর সপ্তম সেঞ্চুরি পূরণ করে ফেলেন। ইনিংসের দিক থেকে যেমন তিনি সচিনকে ছাপিয়ে গিয়েছেন, তেমনই বিশ্বকাপে করা মোট শতরানের বিচারেও তিনি সচিনকে ছাপিয়ে গেলেন। দ্রুততম সর্বাধিক সেঞ্চুরির নজিরও গড়েন রোহিত। তিনি পঞ্চম ওভারের দ্বিতীয় বলে ফারুকিকে ছক্কা মেরে বিশ্বকাপের দ্রুততম হাজার রান করেন। ১৯টি ইনিংস খেলে বিশ্বকাপে হাজার রান করলেন রোহিত। এই নজির রয়েছে ডেভিড ওয়ার্নারেরও। 

    আরও পড়ুন: থাকবে এনএসজি কমান্ডোও! শনিবার ভারত-পাক ম্যাচে মোতায়েন ১৫ হাজার নিরাপত্তাকর্মী

    ছন্দে ভারতের ব্যাটিং

    দিল্লিতে প্রথমে ব্যাট করে আফগানিস্তান তুলেছিল ২৭২ রান। ভারত সেই রান তুলল ১৫ ওভার বাকি থাকতে। ‘বিরাট’ স্ট্যান্ডের সামনে কোহলি নিলেন উইনিং শট। ঘরের মাঠে ৫৫ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন কোহলি। বিরাট নামার আগেই ম্যাচ ভারতের পকেটে চলে গিয়েছিল। এদিন রোহিতের সঙ্গে ওপেন করেন ঈশান কিষাণ। তিনিও আজ সফল। অল্পের জন্য হাফসেঞ্চুরি মিস করলেন। ৪৭ রান করে রশিদ খানের বলে ক্যাচ আউট হয়ে ফিরলেন ঈশান কিষাণ।  ঝড়ো ১৩১ রান করে রশিদ খানের বলেই বোল্ড হন রোহিত। 

    দুরন্ত বোলিং বুমরাহর

    এদিন টসে জিতে ব্যাটিং নিয়েছিল আফগানিস্তান (Afghanistan)। অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদির ৮০ এবং আজমতউল্লাহ ওমরজাইয়ের ৬২ রানের সৌজন্যে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৭২ রান তোলে আফগানিস্তান। দলের ৬৩ রানে ৩ উইকেট হারিয়ে আফগানিস্তান যখন চাপে পড়ে গিয়েছিল। সেই সময়ে হাল ধরেন শাহিদি এবং ওমরজাই। চতুর্থ উইকেটে এই দুই ব্যাটার মিলে গড়েন ১২৮ বলে ১২১ রানের জুটি। এই জুটিতেই ঘুরে দাঁড়ায় আফগানিস্তান। ৪টি ছয়, ২টি চারের সাহায্যে ওমরজাই করেন ৬৯ বলে ৬২ রান। ৮৮ বলে ৮০ করেন শাহিদি। মারেন ১টি ছয়, ৮টি চার। ইনিংসে আর কোনও উল্লেখযোগ্য জুটি নেই বললেই চলে। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ২৭২ রানেই থামে আফগানিস্তানের ইনিংস। ভারতীয় বোলারদের মধ্যে সবচেয়ে সফল বুমরাহ। ১০ ওভারে মাত্র ৩৯ রান দিয়ে ৪ উইকেট নেন> বার্থডে বয় হার্দিকের ঝুলিতে রয়েছে ২ উইকেট। ১টি করে উইকেট শার্দুল এবং কুলদীপের।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share