Tag: Agastya Nanda Suhana Khan in relation

Agastya Nanda Suhana Khan in relation

  • Suhana Khan: বিগ বি-র নাতির সঙ্গে প্রেম শাহরুখ কন্যার! সুহানা-অগস্ত্যর সম্পর্কে খুশি বচ্চন পরিবার!

    Suhana Khan: বিগ বি-র নাতির সঙ্গে প্রেম শাহরুখ কন্যার! সুহানা-অগস্ত্যর সম্পর্কে খুশি বচ্চন পরিবার!

    মাধ্যম নিউজ ডেস্ক: নতুন বছরের শুরুতেই ফের বলিপাড়ায় নতুন তারকা জুটির সম্পর্কের গুঞ্জন! বলিউডের নতুন জুটি হতে চলেছেন সুহানা খান ও অগস্ত্য নন্দা! তবে কি খান-বচ্চন পরিবার আত্মীয়তার বন্ধনে বাঁধা পড়তে চলেছে? তবে কি একে অপরকে মন দিয়ে বসেছেন তাঁরা? এমনটাই প্রশ্ন চারিদিকে। খুব শীঘ্রই বলিউডে পা রাখতে চলেছেন শাহরুখ কন্যা সুহানা খান ও বচ্চন কন্যা শ্বেতার পুত্র অগস্ত্য নন্দা। জোয়া আখতারের ‘দ্য আর্চিস’ ছবির মাধ্যমেই বলিউডে এন্ট্রি হতে চলেছে দুই সেলেব কিডসের। কিন্তু তার আগেই সুহানা ও অগস্ত্যর সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে। তবে এই খবর কতটা সত্যি, তা এখনও জানা যায়নি।

    সুহানার প্রেমে হাবুডুবু অগস্ত্য!

    সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে, জোয়া আখতারের সিনেমার সেটেই শুরু হয়েছে এই প্রেম কাহিনি। ২০২২ সালের অগাস্ট মাস থেকেই নাকি তৈরি হয়েছে এই নতুন সম্পর্ক। তবে এখনই কিছু প্রকাশ্যে আনতে রাজি নন তাঁরা। তবে সেটে শুরু হওয়া এই রোম্যান্সের চর্চা ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে বি-টাউনে। সম্প্রতি কাপুর পরিবারের ক্রিসমাস ব্রাঞ্চে শ্বেতা বচ্চন ও অগস্ত্যর সঙ্গে হাজির ছিলেন সুহানা। আর সেই ছবিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে জোর জল্পনা।

    এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, ক্রিসমাস সেলিব্রেশনে কাপুর পরিবারের সামনে সুহানাকে নিজের ‘পার্টনার’ বলেও পরিচয় দিয়েছিলেন অগস্ত্য। এখানেই শেষ নয়, আরও জানা যাচ্ছে, বচ্চন কন্যা শ্বেতার নাকি খুব পছন্দ শাহরুখ-গৌরী কন্যাকে। তাঁদের বন্ধুত্বে নাকি বেশ খুশি অগস্ত্যর মা শ্বেতা। তবে তাঁদের সম্পর্ক নিয়ে কখনই মুখ খোলেননি সুহানা-অগস্ত্য।

    নেটিজেনদের আবার একাংশ এই খবরকে গুজব বলে মেনে নিয়েছেন। অনেকে বলেছেন, সিনেমা রিলিজ হওয়ার আগে ইচ্ছাকৃতভাবেই এই খবর ছড়ানো হয়েছে। তবে খান-বচ্চন অনুরাগীরা সুহানা-অগস্ত্যর সম্পর্কের খবরে বেজায় খুশি। প্রসঙ্গত, জোয়ার এই নতুন সিনেমার মাধ্যমে শুধু সুহানা আর অগস্ত্য নন, অভিনেত্রী হিসাবে আত্মপ্রকাশ করতে চলেছেন বনি কাপুর এবং শ্রীদেবীর ছোট মেয়ে খুশি কাপুরও। ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পাবে ‘দ্য আর্চিস কমিকস’ অবলম্বনে তৈরি এই সিনেমা।

LinkedIn
Share