Tag: Age Reversing

Age Reversing

  • Age Reversing: ১৮-র যৌবন ফিরে পেতে ১৬ কোটি টাকা ব্যয় করলেন এই মাঝবয়সি!

    Age Reversing: ১৮-র যৌবন ফিরে পেতে ১৬ কোটি টাকা ব্যয় করলেন এই মাঝবয়সি!

    মাধ্যম নিউজ ডেস্ক: কথায় বলে সখের দাম লাখ টাকা! তবে সে সখ যদি বয়স কমানোর (Age Reversing) হয়, তবে তার দাম কয়েক কোটিতে ঠেকে। সম্প্রতি আমেরিকার ৪৫ বছর বয়সি  জনৈক ব্যক্তি ১৮ বছরের তরুণের মতো যৌবনের ঔজ্জ্বল্য ফিরে পেতে ১৬ কোটি টাকা ব্যয় করে ফেললেন।

    কে এই ব্যক্তি

    আমেরিকার বায়োটেক কোম্পানির সিইও, ওই ব্যক্তির নাম ব্রায়ান জনসন। সে দেশের লস অ্যাঞ্জেলস-এর একটি স্নায়ুপ্রযুক্তি সংস্থা বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে ব্রায়ানের শরীরে বয়সের ছাপ কমিয়েছে  (Age Reversing) বলে জানা যাচ্ছে , দু বছর ধরে জনসনের শরীরে বিভিন্ন পরীক্ষা এবং প্রয়োগ তারা করেছে বলে জানিয়েছে ওই সংস্থা এবং তাদের এই গবেষণার নাম দিয়েছে ‘প্রজেক্ট ব্লু প্রিন্ট’। সংবাদ সংস্থা ব্লুমবার্গ জানাচ্ছে, ৩০ জন ডাক্তারকে নিয়ে তৈরি টিম এবং স্বাস্থ্য বিশেষজ্ঞরা রাতদিন ব্যস্ত থেকেছেন ব্রায়ান জনসনের শরীরে বয়সের ছাপ কমানোর  (Age Reversing) জন্য।

    জনসনের শরীরের ওজন, বডি মাস ইনডেক্স, গ্লুকোজ, হার্টরেট এর ভ্যারিয়েশন, শরীরের তাপমাত্রা এই সমস্ত কিছুর ওপরেই পরীক্ষা-নিরীক্ষা চলেছে। এবং চলতি বছরেও কম করে কুড়ি লক্ষ টাকা খরচ হয়েছে বলে জানা গেছে। ওই সংবাদ সংস্থা সূত্রে খবর, জনসন ঠিক আঠারো বছরের তরুণের মতোই তাঁর মস্তিষ্ক, হার্ট, লিভার, কিডনি, দাঁত, ত্বক, চুল এবং পুরুষাঙ্গ করতে চান বলে জানিয়েছেন।

    বয়সের ছাপ কম  (Age Reversing) করার এই পরীক্ষায় জনসনকে রীতিমতো শারীরিক অনুশীলনও করতে হয়েছে। যেমন প্রতিদিন ভোর পাঁচটায় ঘুম থেকে ওঠা, ১৯৭৭ ক্যালরি করে খাবার প্রতিদিন গ্রহণ করা ইত্যাদি অভ্যাসগুলি। ব্লু প্রিন্ট প্রজেক্টের নেতৃত্ব দিচ্ছেন ২৯ বছর বয়সী ডাক্তার অলিভার জোলম্যান।

    তিনি বলেন, আমরা যদি সমস্ত কিছু দিয়ে এটা প্রমাণ করতে পারি যে ব্রায়ান জনসনের শরীরে বয়সের ছাপ কমানো  (Age Reversing) গেছে তাহলে এই প্রজেক্ট দারুণ জনপ্রিয় হবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

LinkedIn
Share