Tag: agri export in india

agri export in india

  • Agri Export: কৃষি ও সংশ্লিষ্ট পণ্যের রফতানি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে! সংসদে দাবি কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমরের

    Agri Export: কৃষি ও সংশ্লিষ্ট পণ্যের রফতানি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে! সংসদে দাবি কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমরের

    মাধ্যম নিউজ ডেস্ক: এগিয়ে যাচ্ছে ভারতেক কৃষিক্ষেত্র। গত কয়েক বছরে কৃষি ও সংশ্লিষ্ট পণ্যের রফতানি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। সংসদে জানালেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর । তিনি বলেন, ২০১৯-২০ সালে, কৃষি ও সংশ্লিষ্ট পণ্যের রফতানির মূল্য ছিল ২,৫২,৪০০ কোটি টাকা যা ২০২০-২১ এ বেড়ে ৩,১০,১৩০ কোটি টাকা হয়েছে এবং ২২.৮৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। 

    শুক্রবার কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, গত এক বছরে অর্থাৎ কৃষি ও সংশ্লিষ্ট পণ্যের রফতানি ৩,৭৪, ৬১১ কোটি টাকা। এর আগে এমনটা হয়নি। কৃষি ও সংশ্লিষ্ট পণ্য রফতানিতে পশ্চিম অঞ্চলে, গুজরাট এবং মহারাষ্ট্র, পূর্ব অঞ্চলে অন্ধ্রপ্রদেশ এবং পশ্চিমবঙ্গ, মধ্য বা উত্তর অঞ্চলে উত্তর প্রদেশ এবং হরিয়ানা এবং দক্ষিণ অঞ্চলে কর্ণাটক এবং কেরালা নেতৃত্ব দেয়।

    রফতানি মূল্য বৃদ্ধি

    রফতানিকৃত পণ্যের মধ্যে, সামুদ্রিক পণ্যের মূল্য ২০২১-২২ অর্থবছরে ১৩,৭৩৪.৬১ কোটি টাকা বেড়েছে যেখানে চিনির মূল্য ১৩,৬৭৬.১২ কোটি টাকা বেড়েছে। গমের মূল্য ১১.৬৭২.৩৭ কোটি টাকা বেড়েছে। বাসমতি বাদে চাল, বেড়েছ ১০৯,৬৯৮.39 কোটি টাকা। কাঁচা তুলার মূল্য ৭,০৩৮.৬৬ কোটি টাকা বেড়েছে, অন্যান্য সিরিয়ালের মূল্য ২৯১১.০৪ টাকা বেড়েছে। ২০২১-২২ সালে দুগ্ধজাত পণ্যের রফতানি মূল্য ২,৩৫২.৯৩ কোটি টাকা বেড়েছে যেখানে কফির মূল্য ২,২৭৩.৯৭ কোটি টাকা বেড়েছে। ক্যাস্টর অয়েলের রফতানি মূল্য ১,৯৫২.৩৬ কোটি টাকা বেড়েছে যেখানে বিবিধ প্রক্রিয়াজাত জিনিসগুলির মূল্য ২,৩১১.৮৬ কোটি টাকা বেড়েছে।

    আরও পড়ুন: বাজেটে বাংলার জন্য রেলের রেকর্ড বরাদ্দ! ১১ হাজার ৯৭০ কোটি টাকার ঘোষণা রেলমন্ত্রীর

    অর্থনৈতিক সার্ভেতেও দাবি করা হয়েছে সাম্প্রতিক বছরগুলিতে ভারত দ্রুত কৃষিপণ্যের নিট রফতানিকারক হিসেবে আবির্ভূত হয়েছে। ২০২০-২১ সালে ভারত থেকে কৃষি ও সংশ্লিষ্ট পণ্যের রফতানি আগের তুলনায় ১৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২১-২২এর কৃষি রফতানি সর্বকালের সর্বোচ্চ ৫০.২ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। আর্থনৈতিক সার্ভেতে বলা হয়েছে, কৃষি উৎপাদক সংস্থাগুলিকে আরও উন্নত করতে, শস্যে বৈচিত্র আনতে, কৃষি ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির জন্য ও কৃষি অবকাঠামো তৈরির জন্য সরকার যে পদক্ষেপ করেছিল তা ছিল সঠিক।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

LinkedIn
Share