Tag: AIFF president Kalyan Chaubey to FIFA president

AIFF president Kalyan Chaubey to FIFA president

  • AIFF meeting in Kolkata: প্রধানমন্ত্রী মোদির আগ্রহ দেখে খুশি ফিফা সভাপতি, জানালেন এআইএফএফ প্রেসিডেন্ট কল্যাণ চৌবে

    AIFF meeting in Kolkata: প্রধানমন্ত্রী মোদির আগ্রহ দেখে খুশি ফিফা সভাপতি, জানালেন এআইএফএফ প্রেসিডেন্ট কল্যাণ চৌবে

    মাধ্যম নিউজ ডেস্ক: ফুটবল নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Modi) আগ্রহ এবং উৎসাহ দেখে খুশি ফিফা (FIFA) প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফ্যান্তিনো। ফোন করে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (All India Football Federation) নতুন সভাপতি কল্যাণ চৌবেকে (Kalyan Chaube) এমনটাই জানিয়েছেন তিনি। এআইএফএফ-এর নয়া সভাপতি হওয়ার জন্য শুভেচ্ছা জানিয়েছেন কল্যাণকেও। এ প্রসঙ্গে কল্যাণ বলেন, “তিনি আমাকে ফোন করে দোহা, জুরিখ অথবা প্যারিসে দেখা করতে বলেছেন। আমি জানিয়েছি দেখা করার আগে এআইএফএফ (AIFF) নিজেদের মধ্যে বৈঠক করতে চায়। আমরা কী করে ভারতীয় ফুটবলকে আর্থিক ও বাকি দিক থেকে এগিয়ে নিতে পারি তা দেখব। আগে সমস্যা বুঝব, তারপর আপনার সঙ্গে দেখা করব।” কল্যাণের মতে, “ফুটবল নিয়ে প্রধানমন্ত্রীর আগ্রহ দেখে খুশি ফিফা সভাপতি।”    

    আকাশকুসুম স্বপ্নে ভাসতে চান না নতুন সভাপতি কল্যাণ চৌবে। আগামী আট বছরে বিশ্বকাপ ফুটবল খেলবে ভারত এই অলীক স্বপ্ন ফেরিও করতে চান না। বাস্তবের মাটিতে পা দিয়ে, ধীরে চলো নীতিতে ভারতীয় ফুটবলকে অন্য উচ্চতায় পৌঁছে দিতে চান নয়া সভাপতি। ফিফার নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কিছুদিনের মধ্যেই নির্বাচনের মাধ্যমে প্রাক্তন ভারত অধিনায়ক বাইচুং ভুটিয়াকে ৩৩-১ ভোটে হারিয়ে এআইএফএফ প্রেসিডেন্ট হয়েছেন কল্যাণ।

    আরও পড়ুন: এই প্রথম, কোনও ফুটবলারের হাতে ভারতীয় ফুটবলের দায়িত্ব! বাইচুংকে হারিয়ে সভাপতি কল্যাণ চৌবে

    নতুন সভাপতি স্পষ্ট জানালেন,”অবাস্তব প্রতিশ্রুতি’ দেব না। আমরা আপনাদের স্বপ্ন বিক্রি করব না। আমরা বলব না যে আমরা এতগুলো অ্যাকাডেমি গড়েছি এবং আট বছরের মধ্যে বিশ্বকাপ খেলব। আমার জীবনে আমি একশোর বেশি অ্যাকাডেমির উদ্বোধনে গিয়েছি এবং সেই সমস্ত অ্যাকাডেমিতে বলা হয়, বাচ্চারা আট বছরের মধ্যে বিশ্বকাপ খেলবে। কিন্তু বাস্তবে এইভাবে  হয় না। আমরা কোনও প্রতিশ্রুতি দিচ্ছি না তবে বলতে পারি, বর্তমান অবস্থা থেকে ভারতীয় ফুটবলকে এগিয়ে নিয়ে যাব। কতটা এগোব তা দেখা যাবে। কিন্তু আমরা মিথ্যে স্বপ্ন দেখাতে চাই না।” 

    ফুটবলের শহর কলকাতাতেই হবে ভারতীয় ফুটবলের নতুন কর্মসমিতির প্রথম বৈঠক, জানান কল্যাণ। আগামী বুধবারের মধ্যে স্বল্পমেয়াদী একটি পরিকল্পনা সামনে রাখতে চান তিনি। আগামী ১৭-১৮ সেপ্টেম্বর নবনির্বাচিত কর্মসমিতির প্রথম বৈঠক হবে কলকাতায়। কল্যাণ জানিয়েছেন, সভাপতি হলেও নিজে একা নন, সবাইকে নিয়েই সিদ্ধান্ত নিতে চান তিনি। ভারতীয় ফুটবলের উন্নতিতে বিশিষ্ট ফুটবলারদের  মতামত গুরুত্ব দিয়ে দেখা হবে। তিনি বাইচুংকেও এক্সিকিউটিভ কমিটিতে যোগ দেওয়ার আহ্বান জানান। বলেন, “বাইচুং ভুটিয়া ভারতীয় ফুটবলে যা দিয়েছেন, তা খুব কম মানুষই দিয়েছেন। আমরা ওকে স্বাগত জানাই।”  

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

LinkedIn
Share