মাধ্যম নিউজ ডেস্ক: নতুন রূপে আসতে চলেছে এয়ার ইন্ডিয়া! দেশের অন্যতম বিমান সংস্থা, এয়ার ইন্ডিয়া (Air India)-কে ইতিমধ্যে অধিগ্রহণ করেছে টাটা গোষ্ঠী। যার প্রেক্ষিতে বদলে গেল এয়ার ইন্ডিয়ার লোগো ও রং। বৃহস্পতিবার টাটা গ্রুপের (Tata Group) মালিকানাধীন বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া নতুন লোগো এবং লিভারির রঙ প্রকাশ করেছে। এয়ার ইন্ডিয়ার লোগোর অংশ হিসেবে, এয়ার ইন্ডিয়া লাল এবং সাদা রং ধরে রেখেছে, তবে এর সঙ্গে যুক্ত করা হয়েছে বেগুনি রঙ। নতুন লোগোটির নাম হবে ‘দ্য ভিস্তা’।
There’s a new window of possibilities rising in the sky.
Our new look reimagines the iconic Indian window, also part of our history, into a gold window frame, symbolising a “Window of Possibilities”.
The identity will begin rolling out by December 2023.#FlyAI #NewAirIndia pic.twitter.com/ibxtxTEWIY
— Air India (@airindia) August 10, 2023
লাল, সাদা রঙের সঙ্গে বেগুনির মিশেল
নতুল লোগো প্রকাশ করে টাটা গোষ্ঠীর চেয়ারম্যান এন.চন্দ্রশেখরন বলেন, “এটি ‘সীমাহীন সম্ভাবনা’র ইঙ্গিত দেয়।” এয়ার ইন্ডিয়া মানেই চোখে ভেসে ওঠে আভিজাত্যপূর্ণ লাল-সাদা রঙের বিমান। সেই লাল, সাদা রং ধরে রেখেছে টাটা গোষ্ঠী। লোগোতেও থাকবে এই রং। তবে তার সঙ্গে সংযুক্ত হয়েছে বেগুনি রং। এয়ার ইন্ডিয়ার (Air India) বিমান আরও স্টাইলিশ করে তোলা হচ্ছে। সেজন্য এয়ার ইন্ডিয়া এয়ারলাইন্সের আইকনিক মহারাজা ম্যাসকটের আধুনিক রূপ লোগোয় তুলে ধরা হয়েছে। লাল, সাদা রঙের সঙ্গে বেগুনি রঙের মিশেলে এই নতুন লোগো করা হয়েছে।
Revealing the bold new look of Air India.
Our new livery and design features a palette of deep red, aubergine, gold highlights and a chakra-inspired pattern.
Travellers will begin to see the new logo and design starting December 2023.#FlyAI #NewAirIndia
*Aircraft shown are… pic.twitter.com/KHXbpp0sSJ
— Air India (@airindia) August 10, 2023
মিলবে ভিস্তারাও
আগে এয়ার ইন্ডিয়ার (Air India) লোগো হিসাবে উঠে আসত কোনারক চক্র সম্বলিত একটি লাল রাজহাঁস। এদিন সংস্থার নতুন লোগোর সূচনা করে টাটা গোষ্ঠীর তরফে বিবৃতিতে বলা হয়, এয়ার ইন্ডিয়ার নতুন লোগোর প্রতীক ‘দ্য ভিস্তা’, সীমাহীন সম্ভাবনা, প্রগতিশীলতার দ্বারা অনুপ্রাণিত এবং ভবিষ্যতের জন্য সাহসী, আত্মবিশ্বাসী দৃষ্টিভঙ্গির ইঙ্গিত দেয়। উল্লেখ্য, কয়েক বছর ধরেই লোকসানে চলছিল, ভারত সরকার অধীনস্থ বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া। ২০২২ সালে এটি অধিগ্রহণ করে টাটা সন্স। পরবর্তীতে সংস্থার তরফে ঘোষণা করা হয় যে, টাটা সন্সের আরেকটি এয়ারলাইন্স ভিস্তারাও এয়ার ইন্ডিয়ার সঙ্গে মিলিয়ে দেওয়া হবে। আগামী বছরের মার্চের মধ্যে এই কাজ সম্পন্ন হবে বলে আশাবাদী টাটা গোষ্ঠী।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।