Tag: Air Strike

Air Strike

  • Israeli Air Strike: সিরিয়ায় ইরানি দূতাবাসে ক্ষেপণাস্ত্র হানা, হত ১১, কাঠগড়ায় ইজরায়েল

    Israeli Air Strike: সিরিয়ায় ইরানি দূতাবাসে ক্ষেপণাস্ত্র হানা, হত ১১, কাঠগড়ায় ইজরায়েল

    মাধ্যম নিউজ ডেস্ক: দামাস্কাসে ইরানি দূতাবাস লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা। ঘটনায় ইরানের সেনাবাহিনীর এক শীর্ষ কর্তা সহ অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে বলে খবর। সিরিয়ার রাজধানীতে এই ঘটনায় ইজরায়েলের (Israeli Air Strike) হাতই দেখছে ইরান। যদিও এ ব্যাপারে মুখে কুলুপ এঁটেছে তেল আভিভ।

    ইরান-ইজরায়েল দ্বন্দ্ব (Israeli Air Strike)

    সিরিয়ার সংবাদ সংস্থা সানা জানিয়েছে, ইজরায়েলি হানার লক্ষ্যই ছিল ইরানের কনস্যুলেট। লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লা গোষ্ঠীর তরফে জানিয়ে দেওয়া হয়েছে, শত্রুদের শাস্তি ও প্রতিশোধ না নিয়ে ছাড়া হবে না। তারা এও বলেছে, এজন্য (ক্ষেপণাস্ত্র হামলা) তাদের (ইজরায়েলকে) মূল্য চোকাতে হবে। মুসলিম রাষ্ট্র ইরানের সঙ্গে ইহুদি দেশ ইজরায়েলের (Israeli Air Strike) দ্বন্দ্ব নতুন নয়। তবে ইদানিং সমস্যার সূত্রপাত ইজরায়েল-হামাস লড়াইকে কেন্দ্র করে। মুসলিম জঙ্গি গোষ্ঠী হামাস হামলা চালায় ইজরায়েলে। নৃংশসভাবে খুন করে বহু সাধারণ মানুষকে।

    বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর পাশে রয়েছে ইরান

    অচিরেই পায়ে পা তুলে এই ‘ঝগড়া’ করার মাশুল গুণতে হয় হামাসকে। হামাসের দখলে থাকা প্যালেস্তাইনের গাজায় পাল্টা হামলা চালায় ইজরায়েল। এই হামাসদের পাশে দাঁড়িয়ে যায় মুসলিম রাষ্ট্র সিরিয়া, ইরান। ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিও হামাসের পাশে দাঁড়িয়েছে। মহাসাগর দিয়ে চলচলকারী জাহাজের ওপর হামলা চালাচ্ছে তারা। এই হুথির পাশেও দাঁড়িয়েছে ইরান। এরই পাল্টা হিসেবে সিরিয়া ও ইরানের নির্দিষ্ট এলাকায় হামলা চালিয়েছে ইজরায়েলও।

    জানা গিয়েছে, ক্ষেপণাস্ত্র হানায় যে ১১ জনের মৃত্যু হয়েছে, তাঁদের মধ্যে রয়েছেন ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোরের ব্রিগেডিয়ার জেনারেল মহম্মদ রেজা জাহেদি, ব্রিগেডিয়ার জেনারেল মহম্মদ হাদি হাজি রহিমি-সহ সাত আধিকারিক। বাকিদের মধ্যে দু’জন সিরিয়া ও অন্যজন লিবিয়ার বাসিন্দা। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানান, দামাস্কাসে ইরানের কনস্যুলেটের ওপর ইজরায়েলের হামলা সম্পর্কে তিনি ওয়াকিবহাল।

    আরও পড়ুুন: “ভোটারদের তেজপাতা মনে করেন মমতা”, শীতলকুচির সভায় বিস্ফোরক শুভেন্দু

    কিছু দিন আগেই সিরিয়ার আলেপ্পো প্রদেশে ঘাতক হানা দিয়ে অন্তত ৪০ জনকে খতম করেছিল ইজরায়েল। নিহতদের মধ্যে ইরান সমর্থিত হিজবুল্লা জঙ্গিগোষ্ঠীর সদস্য ও সিরিয়ার সেনাবাহিনীর আধিকারিকরাও ছিলেন বলে খবর। ঘটনার জেরে ক্ষোভ উগরে দেন ইরানের বিদেশমন্ত্রী হোসেন আমির আবেদোল্লাহিয়ান। সিরিয়ার বিদেশমন্ত্রীকে ফোনে তিনি বলেন, “সব রকম আন্তর্জাতিক রীতিনীতি ভেঙে দিয়েছে তেল আভিভ (Israeli Air Strike)।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের WhatsappTelegramFacebookTwitter এবং Google News পেজ।

     
     
  • Air Strike: মধ্যপ্রাচ্যে আমেরিকা-ব্রিটেনের যৌথ অভিযান, ইয়েমেনে ধ্বংস ৩৬ জঙ্গি ঘাঁটি

    Air Strike: মধ্যপ্রাচ্যে আমেরিকা-ব্রিটেনের যৌথ অভিযান, ইয়েমেনে ধ্বংস ৩৬ জঙ্গি ঘাঁটি

    মাধ্যম নিউজ ডেস্ক: আমেরিকা ও ব্রিটেনের যৌথবাহিনী ইয়েমেনের হুথি জঙ্গি গোষ্ঠীর একাধিক ঘাঁটিতে প্রত্যাঘাত চালাল। প্রসঙ্গত, হুথি জঙ্গিগোষ্ঠীর হামলার মুখে পড়তে হচ্ছে একাধিক বাণিজ্যিক জাহাজকে। তাই এই যৌথ অভিযান বলে জানা গিয়েছে। শুক্রবারই ইরাক এবং সিরিয়ার ৮৫টি ঘাঁটিতে এয়ার স্ট্রাইক (Air Strike) চালিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। তারপরে শনিবারও হুথি জঙ্গিদের নিকেশ করতে চলল অভিযান। প্রসঙ্গত, গত মাসের ২৮ তারিখে তিন জন মার্কিন সেনা জওয়ানকে হত্যা করে জঙ্গিরা। তারই পাল্টা প্রত্যাঘাতে শুক্রবার এয়ার স্ট্রাইকে (Air Strike) নামে আমেরিকা। প্রসঙ্গত,  শুক্রবার এয়ার স্ট্রাইকের পরে মার্কিন প্রেসিডেন্ট হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, ‘‘যদি তোমরা আমেরিকার ক্ষতি করো, তাহলে তার ফল ভুগতে হবে।’’ এরপরেই ফের শনিবার হাউথিদের ওপর প্রত্যাঘাতের খবর প্রকাশ্যে আসে।

    ৩৬টি জঙ্গি ঘাঁটিতে অভিযান ব্রিটেন ও আমেরিকার যৌথ বাহিনীর

    অন্যদিকে শনিবারের এয়ার স্ট্রাইকে (Air Strike) ইয়েমেনের ১৩টি জায়গায় ৩৬ টি জঙ্গি ঘাঁটিকে লক্ষ্যবস্তু বানানো হয়েছে বলে জানা গিয়েছে। লোহিত সাগর যেন ক্রমশই মুক্তাঞ্চল হয়ে উঠছিল হুথি জঙ্গিগোষ্ঠীর এবং যেকোনো বাণিজ্যিক জাহাজের উপর হামলা চালাচ্ছিল তারা। এমনই বিবৃতি উঠে এসেছে আমেরিকা-ব্রিটেনের যৌথ বিবৃতিতে। আমেরিকা জানিয়েছে যে শনিবার তারা আলাদা করে জঙ্গিদের ছ’টি মিসাইল ধ্বংসকারী জাহাজকে ধ্বংস করতে সক্ষম হয়েছে

    নভেম্বর মাস থেকেই হামলা চলছে লোহিত সাগরের বাণিজ্যিক জাহাজগুলিতে

    নভেম্বর মাস থেকেই লোহিত সাগরের বিভিন্ন জাহাজের ওহপর হামলা চালাতে শুরু করে হুথি জঙ্গিরা। এই হামলার কারণ হিসেবে তারা জানায় যে ইজরায়েল যেভাবে প্যালেস্তাইনের উপর আগ্রাসন চালাচ্ছে, তারই প্রতিবাদে এই হামলা। প্রসঙ্গত গত বছরের ৭ অক্টোবর থেকে শুরু হয় ইজরায়েল প্যালেস্তাইনের যুদ্ধ। এবং তখন থেকে উত্তপ্ত হয়ে ওঠে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ।

    আরও পড়ুন: অযোধ্যার পরে আবু ধাবি, সৌদি আরবের প্রথম হিন্দু মন্দিরের উদ্বোধন করবেন মোদি

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Israel Air Strike: গাজার সবচেয়ে বড় রিফিউজি ক্যাম্পে হানা ইজরায়েলের, খতম হামাসের শীর্ষ কমান্ডার

    Israel Air Strike: গাজার সবচেয়ে বড় রিফিউজি ক্যাম্পে হানা ইজরায়েলের, খতম হামাসের শীর্ষ কমান্ডার

    মাধ্যম নিউজ ডেস্ক: গাজায় বড়সড় ধরনের হামলা চালাল ইজরায়েল (Israel Air Strike)। প্যালেস্তাইনের গাজা স্ট্রিপের সব চেয়ে বড় রিফিউজি ক্যাম্পে হামলা চালাল তেল আভিভ। ইজরায়েলি সেনার দাবি, এয়ারস্ট্রাইকে খতম হয়েছে হামাসের এক শীর্ষ কমান্ডার ও বেশ কিছু হামাস জঙ্গি। গাজার নাগরিকদের শহরের দক্ষিণে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে ইজরায়েলি সেনা আইডিএফ।

    ইজরায়েলের তীব্র আক্রমণ

    ৭ অক্টোবর ইহুদি রাষ্ট্র ইজরায়েলে হামলা চালায় মুসলিম রাষ্ট্র প্যালেস্তাইনের গাজা স্ট্রিপের জঙ্গি গোষ্ঠী হামাস। হামাসের নৃশংস হামলার জবাব দিতে শুরু করে ইজরায়েল। তবে ইজরায়েল যাতে হামাস জঙ্গিদের নাগাল না পায় তাই গাজা স্ট্রিপে খোঁড়া হয়েছে অসংখ্যা সুড়ঙ্গ। সেই সুড়ঙ্গের হদিশ পাওয়ার পর আক্রমণ আরও তীব্র করেছে ইজরায়েল। মঙ্গলবার উড়িয়ে দেওয়া হয়েছে গাজা স্ট্রিপের সব চেয়ে বড় রিফিউজি ক্যাম্প (Israel Air Strike)। ইজরায়েলি সেনার তরফে জানানো হয়েছে, এদিন গাজায় এয়ারস্ট্রাইক চালানো হয়।

    হত হামাস কমান্ডার 

    গাজার একটি রিফিউজি ক্যাম্পে হানায় মৃত্যু হয়েছে হামাসের সেন্ট্রাল জাবালিয়া ব্যাটেলিয়নের কমান্ডার ইব্রাহিম বিয়ানির। ওই হানায় আরও বেশ কয়েকজন হামাস জঙ্গি নিহত হয়েছে। ইজরায়েলের অভিযোগ, ইজরায়েলের ওপর প্রথম যে হামলা হয়, তার নেতৃত্বে ছিলেন বিয়ানি। ইজরায়েলি সেনার তরফে জানানো হয়েছে, এয়ারস্ট্রাইকে হামাসের মাটির নিচের একাধিক গোপন ঘাঁটিও ধ্বংস করা হয়েছে। হামাসের মিলিটারি শাখা এজেদিন আল-কাশেম ব্রিগেডের হুঁশিয়ারি, ইজরায়েলি সেনার জন্য গাজা পরিণত হবে কবরস্থানে।

    আরও পড়ুুন: ‘পা ক্রমশ সরু হচ্ছে’! ফের জেল হেফাজত, কী হল অনুব্রতর?

    ইজরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেন, “পশ্চিম জাবালিয়ায় হামাসের একটি শক্তিশালী ঘাঁটির নিয়ন্ত্রণ নেওয়া হয়েছে। হামাসের কমান্ডার ইব্রাহিম বিয়ানিকে হত্যা করা হয়েছে। এছাড়া হামাসের প্রায় ৫০ জন যোদ্ধাকে হত্যা করা হয়েছে।” ইজরায়েলের অভিযোগ, তাদের হামলা থেকে বাঁচতে হামাস সদস্যরা সাধারণ লোকেদের বাড়িতে আশ্রয় নিচ্ছে। এমনকি ভূগর্ভস্থ ট্যানেলেও লুকিয়ে রয়েছে হামাস বাহিনী। তাদের নিকেশ করতেই স্থলপথে হামলা চালাচ্ছে ইজরায়েলি সেনা। আইডিএফের তরফে গাজার নাগরিকদের গাজা স্ট্রিপের দক্ষিণে চলে যেতে বলা হয়েছে। এহেন আবহে ফের ইজরায়েল (Israel Air Strike) সফরে যাচ্ছেন মার্কিন স্টেট সেক্রেটারি অ্যান্টনি ব্লিঙ্কেন।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     
     
LinkedIn
Share