Tag: Ajay Devgan

Ajay Devgan

  • Drishyam 2: দৃশ্যম ২ নিয়ে ফের পর্দায় ফিরছেন অজয় দেবগণ

    Drishyam 2: দৃশ্যম ২ নিয়ে ফের পর্দায় ফিরছেন অজয় দেবগণ

    মাধ্যম নিউজ ডেস্ক: সিনেমাপ্রেমীদের জন্য বড়সড় সারপ্রাইজ! ১৮ নভেম্বর মুক্তি পাবে অজয় দেবগণের ‘দৃশ্যম ২’ (Drishyam)। যদিও কয়েক মাস আগেই সিনেমাপ্রেমীরা জেনে গিয়েছিলেন যে ‘দৃশ্যম ২’ নিয়ে ফিরছেন অজয়। সিনেমাটির প্রথম পার্ট ‘দৃশ্যম’ দেখার পর থেকেই অনুরাগীরা সিনেমাটির সিক্যুয়েলের অপেক্ষায় ছিলেন। মঙ্গলবার খোদ অজয় দেবগণ তাঁর সোশ্যাল মিডিয়ায় (Social Media) শেয়ার করলেন এই ছবির সঙ্গে সম্পর্কিত কয়েকটি ছবি। চিত্রনাট্যে যে বড়সড় প্যাঁচ রয়েছে সেই ইঙ্গিতই দিচ্ছে ছবিগুলি। যা দর্শকের মনে দৃশ্যম ২ এর রহস্যকে আরও বাড়িয়ে তুলেছে।

    আরও পড়ুন: দাদাসাহেব ফালকে সম্মানে ভূষিত হচ্ছেন আশা পারেখ

    প্রথম ছবিতে রয়েছে ‘অশোক’ নামে রেস্তরাঁর (Restaurant) বিল। দ্বিতীয় ছবিতে চিন্ময়ানন্দের সিডি। তারপর কোনও এক সিনেমার (Cinema) টিকিট। শেষ ছবিতে রয়েছে পাঞ্জিম থেকে পান্ডোলেম যাওয়ার টিকিট। এসব কীসের ধাঁধা রেখেন অজয়? তা নিয়ে বিস্তর জল্পনা শুরু হয়েছে অনুগামীদের মধ্যে। ক্যাপশানে অজয় স্বয়ং লিখেছেন, কিছু পুরানো বিল খুঁজে পেলাম।

    [tw]https://www.instagram.com/p/Ci_5DOQpwc2/?utm_source=ig_embed&ig_rid=24812621-6d30-4734-9754-81919117bfdc[/tw]

    ট্যুইটারেও দৃশ্যম ২ এর টিজার পোস্ট করেছেন অজয়। লিখেছেন, আপনাদের নিশ্চয়ই মনে আছে বিজয় আর তাঁর পরিবারের কাহিনি? আমি কি মনে করাব। তিনি সকলকে প্রেক্ষাগৃহে ১৮ নভেম্বর সিনেমাটি দেখার জন্য অনুরোধ করেছেন।

    [tw]https://www.instagram.com/p/CjC58-puCnV/?utm_source=ig_embed&ig_rid=4b05d07f-c0f8-4d88-91f7-289fdce8ac33[/tw]

    ‘দৃশ্যম’ এ সাড়া ফেলেছিলেন অজয় ও তব্বু এবং শ্রিয়া সরন। ছবির জনপ্রিয়তার কথা মাথায় রেখেই সিক্যুয়েলের কাজ শুরু করেন পরিচালক অভিষেক পাঠক। ২০২১ সালে করোনা অতিমারির সময় মালায়ালাম ভাষায় ‘দৃশ্যম ২’ সিনেমাটি আমাজন প্রাইম (Amazon Prime) ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি (Release) পেয়েছিল। তাই দ্বিতীয়বার দর্শকদের মন জিততে বাড়তি পরিশ্রম করতে হবে অজয়দের। সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ২ অক্টোবর থেকে ছবির প্রচার শুরু হবে।

    ‘দৃশ্যম ২’ ছাড়াও অজয়ের একগুচ্ছ ছবি এখন মুক্তির অপেক্ষায়। যার মধ্যে রয়েছে ‘থ্যাঙ্ক গড’, ‘ময়দান’ থেকে শুরু করে নিজের পরিচালিত ছবি ‘ভোলা’ও।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • National Film Awards: জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে সেরার শিরোপা সুরিয়া-অজয় দেবগনের, জয়জয়কার অভিযাত্রিকের 

    National Film Awards: জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে সেরার শিরোপা সুরিয়া-অজয় দেবগনের, জয়জয়কার অভিযাত্রিকের 

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের পুরোনো ছন্দে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের অনুষ্ঠান। শুক্রবার এক বিশেষ অনুষ্ঠানে ৬৮তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের (National Film Award) বিজয়ীদের তালিকা প্রকাশ করল ডিরেক্টোরেট অফ ফিল্ম ফেস্টিভ্যাল বিভাগ (Directorate of Film Festival Department)। এবার মঞ্চে উঠেই পুরস্কার নিলেন বিজয়ীরা। গত দুবছর করোনার কারণে ভার্চুয়ালি পালন হয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের অনুষ্ঠান। তাই এবার মনোনয়ন তালিকায় রয়েছে ২০২০ সালের কিছু সিনেমা। 

    আরও পড়ুন: ‘অলবিদা’ লিখে ইনস্টাগ্রামে সব পোস্ট ডিলিট করলেন আদনান সামি! রহস্য কী?

    এবার সেরা ফিচার ছবির স্বীকৃতি পেল সুরারাই পোত্রু। সেরা জনপ্রিয় ছবি তানহাজি। সেরা ছবির তালিকায় রয়েছে বাংলার ছবিও। সেরা সিনেম্যাটোগ্রাফি এবং সেরা বাংলা ছবির জন্যে পুরস্কার পেল অভিযাত্রিক। 

    আরও পড়ুন: ইতিহাস বিকৃতি, মণি রত্নম এবং বিক্রমকে আইনি নোটিস

    সেরা পরিচালকের শিরোপা পেলেন সচীদানন্দন কে আর। মরণোত্তর এই সম্মান পেলেন সচীদানন্দন, ওরফে সচী। ২০২০ সালেই হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৪৭ বছর বয়সে প্রয়াত হন এই পরিচালক। 

    এক নজরে সেরাদের তালিকা  

    সেরা ফিচার ছবি: সুরারাই পোত্রু

    সেরা পরিচালক: সচীদানন্দন কে আর

    সেরা জনপ্রিয় ছবি: তানহাজি

    সেরা ডেবিউ পরিচালকের জন্য ইন্দিরা গান্ধী পুরস্কার: ম্যান্ডেলা

    সেরা শিশুদের ছবি: সুমি

    সেরা অভিনেতা: সুরারাই পোত্রুর জন্য সুরিয়া ও তানহাজ়ির জন্য অজয় দেবগন

    সেরা অভিনেত্রী: অপর্ণা বালামুরালি

    সেরা সাপোর্টিং অভিনেতা: বিজু মেনন

    সেরা সাপোর্টিং অভিনেত্রী: লক্ষ্মী প্রিয়া চন্দ্রমৌলী

    সেরা শিশু শিল্পী: ‘তকতক’ ছবির জন্য অনীষ মঙ্গেশ গোসাভি এবং ‘সুমি’ ছবির জন্য আকাঙ্ক্ষা পিঙ্গলে ও দিব্যেশ ইন্দুলকর

    সেরা সঙ্গীত পরিচালক: আলা বৈকুণ্ঠপুরামুলো

    সেরা মহিলা গায়ক: নানছাম্মা

    সেরা মহিলা গায়িকা: সাইনা

    সেরা অডিয়োগ্রাফি: দোল্লু 

    সেরা সিনেম্যাটোগ্রাফি: অভিযাত্রিক

    সেরা নন-ফিচার ছবি: থ্রি সিস্টার্স

    সেরা পোশাক পরিকল্পনা: তানহাজি

    সেরা মেকআপ: নাট্যম

    সেরা স্ক্রিনপ্লে: সুরারাই পোত্রু

    সেরা অসমীয়া ছবি: ব্রিজ

    সেরা বাংলা ছবি: অভিযাত্রিক

    সেরা হিন্দি ছবি: তুলসীদাস জুনিয়র

    সেরা তেলুগু ছবি: কালার ফটো

    সেরা তামিল ছবি: শিবারণজানিয়ুম ইন্নম শিলা পেঙ্গাল্লুম

    বিশেষ জুরি পুরষ্কার

    হিন্দিতে সেরা ফিচার ছবি: তুলসীদাস জুনিয়র

    কন্নড়ের সেরা ফিচার ছবি: দোল্লু 

    মালায়ালামের সেরা ফিচার ছবি: থিঙ্কলাজচা নিশ্চয়াম

    তামিলের সেরা ফিচার ছবি: শিবারণজানিয়ুম ইন্নম শিলা পেঙ্গাল্লুম

    হরিয়ানভিতে সেরা ফিচার ছবি: দাদা লখমি
     
    ডিমাসায় সেরা ফিচার ছবি: সামখোর

    টুলুতে সেরা ফিচার ছবি: জিটিগে  

    সেরা নন ফিচার ছবি

    পারিবারিক মূল্যবোধের উপর শ্রেষ্ঠ চলচ্চিত্র: কুমকুমারচান, অভিজিৎ অরবিন্দ দলভি

    সেরা পরিচালনা: ওহ দ্যাটস ভানু, আরভি রামানি

    সেরা সঙ্গীত পরিচালনা: ১২৩২ কিমি- মারাঙ্গে তো ওয়াহিন জাকার, বিশাল ভরদ্বাজ

    সেরা সিনেমাটোগ্রাফি: সাবদিকুন্না কালাপ্পা, নিখিল এস প্রবীণ

    সেরা অডিওগ্রাফি: পার্ল অফ দ্য ডেজার্ট, অজিত সিং রাঠোর

    সেরা সম্পাদনা: বর্ডারল্যান্ডস, অনাদি আথালে

    সেরা ন্যারেশন ভয়েসওভার: র‌্যাপসোডি অফ রেইনস , শোভা থারুর শ্রীনিবাসন

    বেস্ট অন লোকেশন সাউন্ড: জাদুই জঙ্গল, সন্দীপ ভাটি এবং প্রদীপ লেখওয়ার 

    সিনেমার সেরা বই: কিশ্বর দেশাইয়ের দ্য লংগেস্ট কিস 

    সিনেমার সেরা বই (বিশেষ উল্লেখ): এমটি অনুনাহভাঙ্গালুদে পুস্তকাম, অনুপ রামকৃষ্ণান এবং সূর্য দেবের কালি পাইনে কালিরা সিনেমা

    সেরা চলচ্চিত্র সমালোচক: এই বছর কোন বিজয়ী নেই।

    সর্বাধিক চলচ্চিত্র বন্ধুত্বপূর্ণ রাজ্য: মধ্যপ্রদেশ

     

     

     

     

     

  • Spicejet: “মনে হচ্ছিল আকাশেই উল্টে যাবে বিমান…”, এখনও আতঙ্কে দুর্ঘটনাগ্রস্ত স্পাইসজেটের যাত্রীরা

    Spicejet: “মনে হচ্ছিল আকাশেই উল্টে যাবে বিমান…”, এখনও আতঙ্কে দুর্ঘটনাগ্রস্ত স্পাইসজেটের যাত্রীরা

    মাধ্যম নিউজ ডেস্ক: আছে, অজয় দেবগণ অভিনীত ছবি ‘রানওয়ে ৩৪’ (Runway 34)-এর কথা। যেখানে খুবই খারাপ আবহাওয়ার মধ্যে পড়ে একটি বিমান। কিন্তু বিমানচালকের কুশলী ক্ষমতায় বিমানটিকে ঠিক মতো অবতরণ করানো যায়। ঠিক এরকমই রবিবার মাঝ আকাশে ঝড়ের কবলে পড়ল স্পাইসজেটের (Spicejet) একটি বিমান। মুম্বই-দুর্গাপুর (Mumbai-Durgapur flight SG-945) দৈনিক বিমানটি দুর্গাপুরের অণ্ডাল (Andal airport) বিমানবন্দরের রানওয়েতে সঠিক ভাবে অবতরণ করার আগে এই দুর্যোগের মধ্যে পড়ে। ঝড় ও বৃষ্টির জন্য প্রবল ঝাঁকুনি লাগে বিমানে। আহত হন ১৭ জন যাত্রী। ডিজিসিএ-র (DGCA) তরফে জানানো হয়েছে, আহতদের মধ্যে ১৪ জন যাত্রী এবং তিন জন বিমানকর্মী। স্পাইসজেটের মুখপাত্র বলেছেন, ‘‘অবতরণের পরই ওঁদের চিকিৎসা করানো হয়। আপাতত সকলেই সুস্থ। কয়েক জনের চোট একটু গুরুতর ছিল।’’

    তথ্য বলছে, ঝড়ের সময় এক ধাক্কায় ১২ হাজার মিটার উচ্চতা থেকে ৮ হাজার মিটার উচ্চতায় নেমে আসে বিমানটি। সন্ধ্যা ৭টা থেকে সওয়া ৭টা নাগাদ ঘটনাটি ঘটে। ক্রমাগত তিন বার ঝাঁকুনির পর ধীরে ধীরে নীচে নামতে শুরু করে বিমানটি। শেষ পর্যন্ত অণ্ডাল বিমানবন্দরে সাবধানেই অবতরণ করানো হয় বিমানটিকে।

    এক যাত্রী বলেন, ‘‘বিমানসেবিকা আমাদের বলেছিলেন সিট বেল্ট পরে নিতে। কিন্তু ঝাঁকুনিতে সেই বেল্ট ছিঁড়ে যায়। মাথায় চোট পেয়েছি।’’ আর এক যাত্রী মহম্মদ ইকবাল বলেন, ‘‘মনে হচ্ছিল, বিমানটা এ দিক থেকে ও দিক পর্যন্ত হেলে যাচ্ছে। সিটে বসে থাকা যাচ্ছিল না। উপরের লাগেজ কেবিন থেকে কারও কারও ব্যাগও পড়ল মাথায়।’’ আর এক যাত্রী বলেন, ‘‘আমার মনে হচ্ছিল আকাশেই বোধ হয় বিমানটা উল্টে যাবে।’’

    ওই ঘটনার একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা যাচ্ছে, বিমানটি হঠাৎ করে নেমে যাওয়ার সময় অভ্যন্তরে কী পরিস্থিতি তৈরি হয়েছিল। বিমানের ভিতরেও যেন ‘ঝড়’ বয়ে যায়। বিমানটিকে ঠিক মতো অবতরণ করানোর চেষ্টায় ছিলেন বিমানচালক। কিন্তু হঠাৎ ঝাঁকুনিতে এলোমেলো হয়ে যায় বিমানের অভ্যন্তর। জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে যেতে দেখা যায়। ভয়ে চিৎকার করতে থাকেন যাত্রীরা। বিমানসেবিকা উপর থেকে অক্সিজেন মাস্ক নামিয়ে নিতে বলেন যাত্রীদের। এক যাত্রীর কথায়, ‘‘অবতরণের সময় তিন বার ঝাঁকুনি হয়। গাড়িতে ঝাঁকুনি হলে যে রকম অনুভূতি হয়, তার চেয়ে কয়েক গুণ বেশি ছিল ওই ঝাঁকুনি।’’ ডিজিসিএ-র তরফে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।  

     

  • Akshay Kumar: ভক্তরা রুষ্ট, তামাক সংস্থার পণ্যের বিজ্ঞাপন থেকে সরলেন অক্ষয়, চাইলেন ক্ষমাও

    Akshay Kumar: ভক্তরা রুষ্ট, তামাক সংস্থার পণ্যের বিজ্ঞাপন থেকে সরলেন অক্ষয়, চাইলেন ক্ষমাও

    মাধ্যম নিউজ ডেস্ক: তামাক সংস্থার হয়ে বিজ্ঞাপনের (Advertisement)জন্য অনুরাগীদের কাছে ক্ষমা চাইলেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার (Akshay Kumar)। বিজ্ঞাপন করা নিয়ে জনরোষের মুখে পড়েন তিনি। অভিনেতা জানিয়েছেন যে, তিনি আর ওই তামাকজাত পণ্যের বিজ্ঞাপন করবেন না। ওই সংস্থার  বিজ্ঞাপনের জন্য পারিশ্রমিক বাবদ যে অর্থ তিনি নিয়েছেন,তা-ও কোনও সমাজকল্যাণমূলক কাজে দিয়ে দেবেন। বুধবার রাতে সোশ্যাল সাইটে একটি পোস্টে এ কথা জানান অক্ষয়।
    অক্ষয় বলেন, “আমি আন্তরিক ভাবে দুঃখিত। আমি আমার সব ভক্ত এবং শুভাকাঙ্ক্ষীদের কাছে ক্ষমাপ্রার্থী। গত কয়েক দিন ধরেই আপনাদের প্রতিক্রিয়া আমাকে ভীষণ ভাবে প্রভাবিত করেছে। যদিও আমি সরাসরি তামাককে সমর্থন করিনি এবং করব না। আমি এই সংস্থার এলাচের বিজ্ঞাপন করেছি। তবে আমি আপনাদের অনুভূতিকে সম্মান করি। তাই এই বিজ্ঞাপন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। আমি এই সংস্থার কাছে থেকে নেওয়া অর্থও সমাজকল্যাণমূলক কাজে দিয়ে দেব। বাধ্যতামূলক আইনি চুক্তির কারণে নির্দিষ্ট সময়কাল পর্যন্ত এই বিজ্ঞাপনের প্রচার চালিয়ে যেতে পারে এই সংস্থা। তবে আমি ভবিষ্যতে অত্যন্ত সচেতন থাকার প্রতিশ্রুতি দিচ্ছি। বিনিময়ে আমি চিরকাল আপনাদের ভালবাসা এবং শুভেচ্ছা চাইব।”
    প্রসঙ্গত, তামাকজাত এই সংস্থার পণ্যের বিজ্ঞাপনে (Tobacco Brand Ambassador) দেখা যেত অভিনেতা অজয় দেবগণকে (Ajay Devgan)। গত বছর ওই বিজ্ঞাপনের মুখ হিসেবে যোগ দেন শাহরুখ খান (Saha Rukh Khan)। তবে এই সংস্থার বিজ্ঞাপনের মুখ হিসেবে নবতম সংযোজন ছিলেন অক্ষয়। কিন্তু তাঁর এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি তাঁর অনুরাগীরা। অক্ষয় শরীরচর্চা এবং স্বাস্থ্যের বিষয়ে কথা বলেন। তাহলে তিনি কী করে একটি তামাক সংস্থার বিজ্ঞাপনের মুখ হতে রাজি হলেন? প্রশ্ন উঠছিল। তাই জনগণের উচ্ছাকে সম্মান জানিয়ে শেষ পর্যন্ত এই সংস্থার বিজ্ঞাপন থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছেন অক্ষয়।

LinkedIn
Share