Tag: Ajith Kumar

  • Padma Awards 2025: পদ্মশ্রী অরিজিৎ-অশ্বিন! ৭১ জনের হাতে পদ্ম পুরস্কার তুলে দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

    Padma Awards 2025: পদ্মশ্রী অরিজিৎ-অশ্বিন! ৭১ জনের হাতে পদ্ম পুরস্কার তুলে দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

    মাধ্যম নিউজ ডেস্ক: ঘোষণা হয়েছিল আগেই। সোমবার আনুষ্ঠানিক ভাবে ৭১ জনের হাতে পদ্ম-সম্মান (Padma Awards 2025) তুলে দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এদিন বিকেলে রাষ্ট্রপতি ভবনে হয় পদ্ম সম্মান বিতরণ অনুষ্ঠান। পদ্মশ্রী, পদ্মভূষণ এবং পদ্মবিভূষণ সম্মান প্রদান করা হয় সমাজের বিভিন্ন ক্ষেত্রের কৃতিদের। এদিন চারটি পদ্মবিভূষণ, ১০টি পদ্মভূষণ এবং ৫৭টি পদ্মশ্রী পুরস্কার প্রাপকদের হাতে সম্মান তুলে দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। পদ্মভূষণ গ্রহণের অনুষ্ঠানে দেশের নানা প্রান্ত থেকে ভারতীয় তারকারা এদিন উপস্থিত হয়েছিলেন রাষ্ট্রপতি ভবনে।

    সোমবার সম্মানিত ৭১ জন

    ২০২৫ সালের মোট ১৩৯ জন পদ্ম সম্মান (Padma Awards 2025) প্রাপকের মধ্যে ৭১ জন সোমবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে তাঁদের সম্মান গ্রহণ করলেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের এক বিবৃতিতে জানানো হয়েছে, “ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সোমবার ৪ জনকে পদ্মবিভূষণ, ১০ জনকে পদ্মভূষণ এবং ৫৭ জনকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করেছেন।” অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ কেন্দ্রীয় মন্ত্রিসভার বহু বিশিষ্ট সদস্য এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

    পদ্মবিভূষণে সম্মানিত

    চলতি বছরের পদ্মবিভূষণ সম্মানপ্রাপ্তদের মধ্যে রয়েছেন প্রখ্যাত সাহিত্যিক এমটি বাসুদেবন নায়ার (মরণোত্তর), যাঁর হয়ে স্ত্রী সরস্বতী এই পুরস্কার গ্রহণ করেন। বাণিজ্য ও শিল্পে অবদানের জন্য মরণোত্তর পদ্মবিভূষণে ভূষিত হয়েছেন সুজুকি মোটর কর্পোরেশনের প্রাক্তন সিইও প্রয়াত ওসামু সুজুকি। তাঁর হয়ে কিংবদন্তির পুত্র বর্তমান সিইও তোশিহিরো সুজুকি এই পুরস্কার গ্রহণ করেন। এছাড়া শিল্পক্ষেত্রে ব্যতিক্রমী অবদানের জন্য প্রখ্যাত বেহালাবাদক এল. সুব্রহ্মণ্যমকে পদ্মবিভূষণে ভূষিত করা হয় এদিন। এছাড়া পদ্মবিভূষণ পান ডঃ দুব্বুর নাগেশ্বর রেড্ডি।

    পদ্মভূষণ যাঁরা

    পদ্মভূষণ প্রাপ্তদের মধ্যে রয়েছেন হকি কিংবদন্তি পিআর শ্রীজেশ, চলচ্চিত্র নির্মাতা শেখর কাপুর, বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সুশীল কুমার মোদি (মরণোত্তর), যাঁর হয়ে এই সম্মান গ্রহণ করেন স্ত্রী জেসি সুশীল মোদি। এদিন পদ্ম অনুষ্ঠানের (Padma Awards 2025) মঞ্চ থেকে কিংবদন্তি গজল শিল্পী পঙ্কজ উধাসকে মরণোত্তর সম্মানে সম্মানিত করা হয়। তাঁর স্ত্রী ফারিদা উধাস এই সম্মান গ্রহণ করেন। নন্দমুরি বালকৃষ্ণকে পদ্মভূষণ সম্মানে সম্মানিত করা হয়। তিনি বিশেষ এই দিনে অন্ধ্রপ্রদেশের ঐতিহ্যবাহী পোশাকে সেজে উঠেছিলেন। অজিত কুমারও পদ্মভূষণ সম্মানে সম্মানিত হন। তাঁর পরনে ছিল স্যুট। তাছাড়াও শেখর কাপুর এবং শোভনাও পেয়েছেন পদ্মভূষণ।

    সম্মানের জন্য কৃতজ্ঞ

    জানুয়ারিতে যখন পুরষ্কার ঘোষণা করা হয়েছিল, তখন অজিত কুমার একটি বিবৃতি দিয়েছিলেন। তাতে লেখা ছিল, ‘ভারতের রাষ্ট্রপতির কাছ থেকে সম্মানিত পদ্ম পুরষ্কার পেয়ে আমি গভীর ভাবে বিনীত এবং সম্মানিত বোধ করছি। এই মর্যাদাপূর্ণ সম্মানের জন্য আমি ভারতের মাননীয় রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু এবং মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। এমন একটি স্বীকৃতি পাওয়া আমার জন্য খুব সৌভাগ্যের বিষয় এবং আমাদের জাতির প্রতি আমার অবদানের এই স্বীকৃতির জন্য আমি সত্যিই কৃতজ্ঞ।’ অন্যদিকে, শেখর কাপুর এক্সে পোস্ট করেছিলেন, ‘ভারত সরকার আমাকে পদ্মভূষণের যোগ্য বলে বিবেচনা করেছে বলে আমি কৃতজ্ঞ। আশা করি এই পুরষ্কার আমাকে আমার শিল্পের সেবা করার জন্য আরও কঠোর পরিশ্রম করতে উৎসাহ দেবে। আমাদের ভারতীয় ছবির দর্শকদেরও ধন্যবাদ, কারণ আমি আছি, আপনারা আছেন বলেই।

    ক্রীড়াজগত থেকে সম্মানিত

    ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন সহ ৫৭ জন বিশিষ্ট ব্যক্তিকে এদিন পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়। বর্ডার-গাভাসকর ট্রফির মধ্যেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন অশ্বিন। তবে আইপিএলে খেলা চালিয়ে যাচ্ছেন। ক্রীড়াক্ষেত্রে অবদানের জন্য ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছ থেকে পদ্মশ্রী পুরস্কার গ্রহণ করলেন অশ্বিন। শুধু অশ্বিন নয় পদ্ম পুরস্কার পেলেন ভারতীয় হকি দলের প্রাক্তন গোলরক্ষক পিআর শ্রীজেশ। ভারতের হয়ে দুটি অলিম্পিক পদক জেতা শ্রীজেশ পদ্মভূষণ সম্মানে সম্মানিত হলেন। শ্রীজেশ ভারতীয় সাবেকি পোশাক পাঞ্জাবি পরেছিলেন। গত ২৫ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের আগে শ্রীজেশ-অশ্বিনদের নাম ঘোষণা করা হয়। পদ্মভূষণ পেলেন প্রাক্তন ফুটবলার বিজয়নও।

    অরিজিৎ, মমতাশঙ্কর-সহ ৯ বঙ্গ সন্তান সম্মানিত

    সঙ্গীতে নিজের অবদানের জন্য পদ্ম সম্মান পেলেন প্লেব্যাক গায়িকা জসবিন্দর নারুলা। এ ছাড়াও কিংবদন্তি সরোদ বাদক পন্ডিত তেজেন্দ্র নারায়ণও বাংলা থেকে পেলেন পদ্মশ্রী। নয় বঙ্গ সন্তানের সঙ্গেই পদ্মশ্রী সম্মানে সম্মানিত হলেন অরিজিৎ সিং। এবারের পদ্ম সম্মানের তালিকায় ছিল অরিজিৎ, মমতাশঙ্কর-সহ ৯ বঙ্গ সন্তানের নাম। তবে এদিন ছিল পদ্ম সম্মান প্রদানের প্রথম পর্বের অনুষ্ঠান। উল্লেখ্য, বিশিষ্ট বৈদিক পন্ডিত গণেশ্বর শাস্ত্রী দ্রাবিড়কেও পদ্মশ্রী সম্মানে সম্মানিত করা হয়। অযোধ্যার রাম জন্মভূমি মন্দিরে রাম লালার অভিষেক এবং বারাণসীতে কাশী বিশ্বনাথ করিডোরের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানের শুভ সময় নির্ধারণ করেছিলেন তিনি।

LinkedIn
Share