মেষ রাশি: আজ রাস্তা হারানোর ভয় রয়েছে, সতর্ক থাকুন। বাবা মায়ের কথা মেনে চলুন। আর্থিক অবনতি ঘটার আশঙ্কা। কাজে সময় ব্যয় করুন। অভিভাবককে সময় দিন। নতুন পরিকল্পনা করতে পারেন। কর্মক্ষেত্রে ফুর্তি দেখা যেতে পারে।
বৃষ রাশি: আজ নিজের কাজে অন্যকে চাপ দেবেন না। বাধ্য করলেও সবার কথায় কাজ করেন না। অন্যের চাহিদার দিকে খেয়াল রাখুন। পিতামাতার কারণে চিন্তা থাকতে পারে। বাসস্থানের বিনিয়োগ থেকে লাভ পেতে পারেন। উদ্যোগ পিছিয়ে দিন। লোকজনকে সময় দিন।
মিথুন রাশি: আজ বন্ধুদের সঙ্গে কাজ করুন। দিনের শেষ ভাগে মুশকিল হবে। অর্থ জনিত সমস্যা থাকতে পারে। ক্লান্তিকর দিন থাকতে পারে। বিনিয়োগে লাভ যোগ। সঙ্গীদের সঙ্গে আশাহত হতে পারেন। আজকের বিনিয়োগ থেকে লাভ হতে পারে।
কর্কট রাশি: আজ আনন্দদায়ক সফর থাকার সম্ভাবনা। আজকে বিনিয়োগ থাকতে পারে। সমৃদ্ধি এবং আর্থিক বিনিয়োগ থাকতে পারে। সারাদিন খুশির যোগ। সমগ্র জীবনে আজকেই ভাইবোনের থেকে সাহায্য পেতে পারেন। নিজের মধ্যে আত্মবিশ্বাস বাড়ান।
সিংহ রাশি: আজ সামাজিক জীবনে উন্নতি আসতে পারে। অতীতের বিনিয়োগ থেকে উপার্জন হতে পারে। অনিশ্চিত আচরণে ক্ষুন্ন হতে পারেন। হতাশা থাকার সম্ভাবনা। প্রেমের উচ্চ অভিজ্ঞতা হতে পারে। জীবনে জটিলতা আসতে পারে। পরিবারের সদস্যের সঙ্গে কথা বাড়াবেন না। আজ আবেগপ্রবণ থাকার সম্ভাবনা।
কন্যা রাশি: আজ জীবনে পরিতৃপ্ত থাকার সম্ভাবনা। মানসিক কাঠিন্য থাকতে পারে। পরিবারের প্রয়োজন থাকতে পারে। মূল্যবান সময়ে কাজ করুন। আর্থিক পরিস্থিতি টানটান থাকার সম্ভাবনা। কর্মক্ষেত্রে ভাল খবর আসতে পারে। পরিবারের সঙ্গে ভাল সময় কাটাতে পারেন।
তুলা রাশি: আজ উচ্চ উদ্দীপনা থাকতে পারে। ব্যবসায় লাভ থাকার সম্ভাবনা। অন্য ব্যক্তিদের উপদেশ শোনা দরকার। নিজের কাজ করুন। ভুল স্বীকার করলেই আজকে ভাল। আগামীকালের বিপদ আজকেই আন্দাজ করবেন, এড়িয়ে যান। ফাঁকা সময় পাবেন, আপনার স্ত্রী আজ ভাল ভূমিকা নিতে পারে।
বৃশ্চিক রাশি: আজ দুর্দশার আশঙ্কা রয়েছে। অন্যের উপকারে আজকে কাজে আসুন। বিবেচকের মত বিনিয়োগ করুন। অতিরিক্ত সময় বের করলে আজকে ভাল। গার্হস্থ্য জীবনে ক্ষতি হতে পারে। অতীতের স্বপ্ন আজ তাড়া করতে পারে। কাজে ব্যয় করতে পারেন।
ধনু রাশি: আজ কিছু সমস্যা ঝামেলায় ফেলবে। বুদ্ধির বিচক্ষণতা প্রয়োজন। কূটনীতি কাজে আসতে পারে। অতিরিক্ত সময় শিশুদের সঙ্গে ব্যয় করুন। রাস্তাঘাটে সতর্ক থাকুন। কর্মক্ষেত্রে শত্রুতা বাড়বে। কারওর উস্কানিতে চলবেন না।
মকর রাশি: আজ আপনি কিছু অসুবিধার সম্মুখীন হতে পারেন। গুরুতর ঝামেলায় পড়তে পারেন। রাগ নিয়ন্ত্রণ করুন। কম অভিজ্ঞতার লোকেদের সঙ্গেই আজকে কথা বলুন। অন্যায়ের কাছে মাথা নোয়াবার দরকার নেই। আত্মবিশ্বাস বাড়ছে, অগ্রগতি স্পষ্ট হবে। ব্যক্তিত্বে বদল আনুন।
কুম্ভ রাশি: আজ স্বাস্থ্যের দিকে ভাল দিন। মনের উচ্ছল অবস্থা কাঙ্ক্ষিত বল আনতে পারে। ক্রোধ নিয়ন্ত্রণে রাখুন। সকলের সঙ্গে ভাল ব্যবহার করুন। আর্থিক পরিস্থিতি টানটান। কর্মক্ষেত্রে ফুর্তি থাকতে পারে। ব্যস্ততা থাকার সম্ভাবনা।
মীন রাশি: আজ গাড়ি চালানোর সময় সতর্ক থাকুন। অবহেলার কারণে মন ভাল থাকবে না। জমি এবং আর্থিক লেনদেনের পক্ষে ভাল দিন। পরিকল্পনার সঙ্গে শিশুদের যুক্ত করুন। আজ অনেকের থেকে উপকার পেতে পারেন।