Tag: akshardham temple

akshardham temple

  • Akshardham Temple: বিশ্বশান্তির লক্ষ্যে দিল্লিতে মহাযজ্ঞ, ১১১টি কুণ্ডে আহুতি দিলেন ১,৪০০ ভক্ত

    Akshardham Temple: বিশ্বশান্তির লক্ষ্যে দিল্লিতে মহাযজ্ঞ, ১১১টি কুণ্ডে আহুতি দিলেন ১,৪০০ ভক্ত

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বশান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে দিল্লির অক্ষরধাম মন্দিরে বিজয়া দশমীতে সম্পন্ন হল এক মহাযজ্ঞ (Akshardham Temple)। মোট ১১১টি যজ্ঞকুণ্ডে প্রায় ১,৪০০ ভক্ত একসঙ্গে আহুতি দিলেন বিশ্ববাসীর মঙ্গল কামনায়। ২০২২ সালে শুরু হয়েছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। সেই যুদ্ধের রেশ কাটতে না কাটতেই সম্প্রতি হামাস-ইজরায়েলের যুদ্ধে অশান্তি ছড়িয়েছে মধ্যপ্রাচ্যে। এর পাশাপাশি সন্ত্রাসবাদী হামলা তো রয়েছেই। সারা বিশ্বের এই অশান্তির আবহে প্রাণ যাচ্ছে সাধারণ মানুষের। গোটা বিশ্বের মানুষ যেন শান্তিতে থাকেন, তাঁদের মঙ্গল কামনায় তাই অক্ষরধাম মন্দিরে আয়োজন করা হয় এই বড়সড় যজ্ঞের।

    সম্প্রতি ব্রিটিশ প্রধানমন্ত্রী এসেছিলেন মন্দিরে

    প্রসঙ্গত, ২০০৫ সালেই স্বামী মহারাজ এই স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দিরের (Akshardham Temple) উদ্বোধন করেছিলেন বলে জানা যায়। ধর্মচর্চা তথা হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম পবিত্র তীর্থস্থান হিসেবে অক্ষরধাম মন্দিরের খ্যাতি রয়েছে সারা বিশ্বজুড়েই। সম্প্রতি ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক জি২০ সম্মেলনে ভারতে যোগ দিতে এলে অক্ষরধাম মন্দির দর্শনে আসেন। অক্ষরধাম মন্দিরের নতুন একটি শাখা সম্প্রতি নির্মিত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রেও।

    ভোর থেকেই শুরু হয় মহাযজ্ঞ

    বিজয়া দশমীর ভোর থেকেই বিশ্বশান্তি যজ্ঞকে কেন্দ্র করে অক্ষরধাম মন্দিরে সাজো সাজো রব পড়ে যায়। ভোর থেকে ভক্তরা সমবেত হতে থাকেন মন্দির প্রাজ্ঞণে। সন্ন্যাসীদের নির্দেশে ভক্তরা বিজয়া দশমীর দিন ত্রিদেব অর্থাৎ ব্রহ্মা-বিষ্ণু মহেশ্বর ছাড়াও পার্বতী নন্দন গণেশকেও আরাধনা করেন। পবিত্র বৈদিক মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে চলতে থাকে যজ্ঞ। জানা গিয়েছে মোট ৩১৫টি শ্লোক উচ্চারণের মধ্য দিয়ে যজ্ঞে (Akshardham Temple) আহুতি দেওয়া হয়। 

    বিজয় দশমীর আয়োজিত এই যজ্ঞে ১,৪০০ ভক্তকে স্বস্তিকার আকারে বসে থাকতে দেখা যায়। মহাযজ্ঞের ঠিক পরেই অক্ষরধাম মন্দিরের এক সন্ন্যাসী বলেন, ‘‘উপনিষদ অনুসারে যজ্ঞ হল ভক্তির এক বিশেষ অনুষ্ঠান। এটা উৎসর্গের প্রতীক। এই আচারের সময় পবিত্র অগ্নিকে আহ্বান করা হয় এবং বিভিন্ন নৈবেদ্য তৈরি করা হয়। আমরা যা পেয়েছি সেই পরম সত্তাকে নিবেদন করা হয়। যজ্ঞ হল ব্যক্তিকেন্দ্রিক, অন্যদিকে মহাযজ্ঞ হল সমাজ কেন্দ্রিক।’’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Rishi Sunak: অক্ষরধাম মন্দিরে পুজো দিলেন ‘গর্বিত হিন্দু’ ঋষি সুনক, হাঁটু মুড়ে করলেন প্রণামও

    Rishi Sunak: অক্ষরধাম মন্দিরে পুজো দিলেন ‘গর্বিত হিন্দু’ ঋষি সুনক, হাঁটু মুড়ে করলেন প্রণামও

    মাধ্যম নিউজ ডেস্ক: জি২০ (G20) শীর্ষ সম্মেলনে যোগ দিতে দু’ দিনের ভারত সফরে এসেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক। রবিবার সম্মেলনের ফাঁকে সুনক সস্ত্রীক চলে যান দিল্লির অক্ষরধাম মন্দিরে। সেখানে স্ত্রী অক্ষতা মূর্তিকে নিয়ে পুজোও দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। আরতি শেষ করে হাঁটু মুড়ে প্রণামও করেন সুনক। প্রসঙ্গত, সম্মেলনে যোগ দিতে এসে সুনক জানিয়েছিলেন ভারতের কিছু মন্দিরে যাওয়ার সময় তিনি বের করতে পারবেন।

    অক্ষরধাম মন্দিরে সুনক

    সেই মতোই তিনি গেলেন অক্ষরধাম মন্দিরে। সরকারি সফরে এই প্রথম সুনক এলেন ভারতে। ব্রিটিশ প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে মন্দিরে ব্যবস্থা করা হয়েছিল কড়া নিরাপত্তার। এদিন সাদা শার্টের সঙ্গে সুনক পরেছিলেন ট্রাউজার্স। সুনকের স্ত্রী, বিশিষ্ট শিল্পপতি নায়ারণ মূর্তির কন্যা অক্ষতা পরেছিলেন কুর্তা ও পালাজো। সকাল সকাল মন্দিরে পৌঁছে যান তাঁরা। মন্দির কর্তৃপক্ষের তরফে স্বাগত জানানো হয় তাঁদের। ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ প্রধানমন্ত্রী সুনককে (Rishi Sunak) স্বাগত জানান মন্দিরের স্বামীজিরা। তাঁদের মধ্যে ছিলেন মন্দিরের প্রবীণ নেতাও।

    পুজো দিলেন মন্দিরে 

    এদিন স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দির ঘুরে দেখেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। একশো একর জায়গাজুড়ে রয়েছে মন্দির ও সাংস্কৃতিক কেন্দ্র। প্রাচীন ভারতের নানা স্থাপত্যের নিদর্শনও রয়েছে এই মন্দির চত্বরে। আবহমানকাল ধরে আধ্যাত্মিকতায় বিশ্বাস, ত্যাগ এবং ঐক্যের যে মূল সুর বিদ্যমান হিন্দু ধর্মে, তাও তুলে ধরা হয়েছে মন্দির চত্বরে। পরে মন্দিরের গর্ভগৃহে ঢুকে শ্রদ্ধা জানান সস্ত্রীক ব্রিটিশ প্রধানমন্ত্রী। প্রশংসা করেন ভারতীয় শিল্পকর্ম ও স্থাপত্যের।

    আরও পড়ুুন: মোদির সঙ্গে সেলফি তুললেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী, ‘জি২০ সম্মেলন সফল’, জানালেন আলবানিজ

    নয়াদিল্লির সম্মেলন উপলক্ষে দিল্লিতে পা দিয়েই সুনক জানিয়েছিলেন, তিনি গর্বিত হিন্দু। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি তাঁর অপরিসীম শ্রদ্ধাও রয়েছে। অক্ষরধাম মন্দির দর্শন শেষে ব্রিটিশ প্রধানমন্ত্রী চলে যান রাজঘাটে, গান্ধী স্মারকে শ্রদ্ধা জানাতে। সেখানে গিয়েছিলেন জি২০ শীর্ষ সম্মেলনে আগত অন্য রাষ্ট্রপ্রধানরাও। শনিবার সম্মেলনের ফাঁকে পার্শ্ববৈঠকে বসেছিলেন মোদি ও সুনক (Rishi Sunak)। সেখানে দুই দেশের মধ্যে বাণিজ্য এবং বিনিয়োগ কীভাবে বাড়ানো যায় মূলত তা নিয়েই হয়েছে আলোচনা। এর আগে মে মাসে জাপানের হিরোশিমায় মুখোমুখি হয়েছিলেন মোদি এবং সুনক। জি৭ বৈঠকের ফাঁকে ভারত-ব্রিটেন মুক্ত বাণিজ্য নিয়ে কথা হয়েছিল এই দুই রাষ্ট্রপ্রধানের।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     
LinkedIn
Share