Tag: Akshay Kumar

Akshay Kumar

  • Ram Setu: শুরুতেই বক্স অফিসে বাজিমাত! অক্ষয়ের ‘রাম সেতু’-র প্রথম দিনের আয় পেরোল ১৫ কোটি

    Ram Setu: শুরুতেই বক্স অফিসে বাজিমাত! অক্ষয়ের ‘রাম সেতু’-র প্রথম দিনের আয় পেরোল ১৫ কোটি

    মাধ্যম নিউজ ডেস্ক: শুরু থেকেই হাজারও বিতর্কের মধ্যেই গত ২৫ অক্টোবর মুক্তি পেল অক্ষয় কুমার অভিনীত ‘রাম সেতু’ (Ramsetu)। আর শুরুতেই বক্সঅফিসে দারুণ এন্ট্রি নিল ‘রাম সেতু’। ফলে দীপাবলিতে অক্ষয় কুমার তাঁর অনুরাগীদের এই বিশেষ উপহার দিল। ছবিটি এখনও পর্যন্ত দর্শকদের কাছে মিশ্র সাড়া পাচ্ছে। অনেকে অপছন্দ করলেও, অনেকে আবার ছবিটি নিয়ে ভাল প্রতিক্রিয়া দিয়েছেন। তবে ২৫ অক্টোবর মুক্তি পাওয়া পরই পাওয়া পরই ছবিটি দারুণ ওপেনিং করেছে বক্স অফিসে (Box Office)। জানা গিয়েছে, মুক্তির পর প্রথম দিনই ১৫ কোটি টাকার বেশি ব্যবসা করেছে অক্ষয় কুমার অভিনীত ‘রাম সেতু’।

    এবছর অক্ষয় কুমারের কোনও ছবিই বক্সঅফিসে সেই মত ব্যবসা করতে পারেনি। দর্শকদের মনেও জায়গা করে নিতে পারেনি। তাঁর শেষ তিনটি ছবি ‘বচ্চন পান্ডে’, ‘সম্রাট পৃথ্বীরাজ’ এবং ‘রক্ষা বন্ধন’ বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। ফলে ‘রাম সেতু’-র দিকে অনেকেই আশা নিয়ে  তাকিয়ে ছিলেন। তবে ছবির শুরুটা ভালও হলেও পরবর্তীতে বক্স অফিসে কতটা হিট হতে পারে এটাই এখন দেখার। বক্স অফিস থেকে পাওয়া তথ্য অনুসারে জানা গেছে রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার এবং মধ্য ভারতের রাজ্যগুলির দর্শকদের মধ্যে বেশ ভালো সাড়া পেয়েছে ‘রাম সেতু’। পাশপাশি এই বছর অক্ষয় অভিনীত ছবিগুলির মধ্যে প্রথম দিন সবচেয়ে ভালো ব্যবসা করে ‘রাম সেতু’। সূত্রের খবর অনুযায়ী, এই ছবিটিই ২০২২-এর ‘খিলাড়ি’-র মুক্তিপ্রাপ্ত ছবিগুলোর মধ্যে সেরা ওপেনার ছবি।

    আরও পড়ুন: মুক্তি পেল ‘রাম সেতু’- র ট্রেলর, মুখ্য ভূমিকায় অক্ষয় কুমার

    প্রসঙ্গত, এই ছবির মুখ্যভূমিকায় রয়েছেন অক্ষয় কুমার (Akshay Kumar), জ্যাকলিন ফার্নান্ডেজ (Jacqueline Fernandez), নুসরত ভারুচা (Nushratt Bharuccha)। এই এই সিনেমায় অ্যাকশন, অ্যাডভেঞ্চার ও কমেডির মাধ্যমে ইতিহাস আর পুরাণের গল্পের সঙ্গে এক করে ‘রামসেতু’ সিনেমায় তুলে ধরা হয়েছে। অন্যদিকে এই ছবি মুক্তির পাশাপাশি মুক্তি পেয়েছে অজয় ​​দেবগন ও সিদ্ধার্থ মালহোত্রার ‘থ্যাঙ্ক গড’। প্রথম দিন থেকেই দুই ছবির মধ্যে হাড্ডাহাড্ডির লড়াই চলছে। ওপেনিং-এর দিনেই  ‘রাম সেতু’, ‘থ্যাঙ্ক গড’-কে ছাপিয়েছে। যেখানে অক্ষয়ের ছবির প্রথম দিনের আয় প্রায় ১৫ কোটি, সেখানে অজয়ের ছবির আয় ৮-৯ কোটি টাকা। ফলে পরবর্তীতে দেখাই যাবে যে, এই লড়াইয়ে বক্স অফিসে শেষ পর্যন্ত কে টিকে থাকতে পারে।

  • Shahrukh Khan: “একদিন ছুটি নিয়ে জন্মদিন উপভোগ করুন”, শুভেচ্ছা জানিয়ে মোদিকে অনুরোধ শাহরুখের 

    Shahrukh Khan: “একদিন ছুটি নিয়ে জন্মদিন উপভোগ করুন”, শুভেচ্ছা জানিয়ে মোদিকে অনুরোধ শাহরুখের 

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন। সকাল থেকেই শুভেচ্ছায় ভরে গিয়েছে তাঁর সোশ্যাল মিডিয়া প্রোফাইল। প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা বিশ্বব্যাপী। গোটা বিশ্ব থেকে শুভেচ্ছা পেয়েছেন তিনি। বাদ যাননি বলিউড তারকারাও। শুভেচ্ছা জানিয়েছেন বলিপাড়ার বাদশা।  

    শনিবার সুপারস্টার শাহরুখ খান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Shahrukh Khan wishes Narendra Modi) সোশ্যাল মিডিয়া পোস্টে শুভেচ্ছা জানিয়েছেন। ট্যুইটে বাদশা খান লেখেন, “আমাদের দেশ এবং এর জনগণের কল্যাণে আপনার উত্সর্গ অত্যন্ত প্রশংসিত। আপনার সমস্ত লক্ষ্য অর্জনের জন্য আপনার শক্তি এবং স্বাস্থ্যের কামনা করি। একদিন ছুটি নিন এবং আপনার জন্মদিন উপভোগ করুন, স্যার। শুভ জন্মদিন নরেন্দ্র মোদি।”  

    আরও পড়ুন: তেজস্বীর জামিন খারিজের আবেদন নিয়ে আদালতে সিবিআই 

    আরও অনেক তারকা সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী মোদিকে শুভেচ্ছা জানিয়েছেন। অক্ষয় কুমার তাঁর সঙ্গে একটি ছবি শেয়ার করে লিখেছেন, “আপনার দৃষ্টিকোণ, আপনার উষ্ণতা, এবং আপনার কাজ করার ক্ষমতা… অনেক কিছু যা আমাকে গভীরভাবে অনুপ্রেরণা দেয়। শুভ জন্মদিন নরেন্দ্র মোদিজি। আগামীতে আপনার স্বাস্থ্য, সুখ এবং একটি গৌরবময় বছর কামনা করছি।”

    আরও পড়ুন: বিশিষ্ট জনেদের প্রধানমন্ত্রীকে দেওয়া ১২০০ উপহার নিলামে তুলছে কেন্দ্র, জানুন বিস্তারিত


    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Kargil Vijay Diwas: ২৩ তম কার্গিল বিজয় দিবসে বীর শহীদদের শ্রদ্ধার্ঘ্য বলিউড তারকাদের

    Kargil Vijay Diwas: ২৩ তম কার্গিল বিজয় দিবসে বীর শহীদদের শ্রদ্ধার্ঘ্য বলিউড তারকাদের

    মাধ্যম নিউজ ডেস্ক: গতকাল কার্গিল বিজয় দিবসের ২৩ বছর পূর্ণ হল। ১৯৯৯ সালে আজকের দিনেই কার্গিল যুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে জয়লাভ করেছিল আমাদের ভারতবর্ষ। আর যাঁরা এই জয় এনে দিয়েছিলেন, সেই সব বীর শহীদদের স্মরণে এই দিনটি আমাদের প্রতিটি ভারতীয়দের কাছে একটি স্মরণীয়। প্রতিবছর ২৬ জুলাই দিনটি কার্গিল বিজয় দিবস (Kargil Vijay Diwas) হিসেবে উদযাপন করা হয়। ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধে লড়াকু ভারতীয় সেনাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন গোটা ভারতবাসী। এদিন এর মধ্যে বলিউডের তারকারাও সেনাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন।

    বলিউড অভিনেতা অক্ষয় কুমার ট্যুইটে লিখেছেন, অক্ষয় কুমার টুইটারে লিখেছেন, “ভারতের এই বীরদের জন্যে আজ আমরা নিরাপদ।”  

    [tw]


    [/tw] 

    অজয় দেবগণ একটি ভিডিও পোস্ট করে লিখেছেন, কার্গিল বিজয় দিবসে ভারতের শহীদ বীরদের আমার সেলাম। জয় হিন্দ।“

    [tw]


    [/tw]

    অভিষেক বচ্চন টুইট করেছেন, “কারগিল বিজয় দিবসে, যারা আমাদের মাতৃভূমিকে রক্ষা করেছেন সেই বীর শহীদদের শত-শত প্রণাম। জয় হিন্দ। কার্গিল বিজয় দিবস।”

    [tw]


    [/tw]

    অভিনেতা ফারহান আখতার তাঁর পরিচালনা করা ছবি ‘লক্ষ্য’-এর একটি ক্লিপ শেয়ার করেছেন ও কার্গিলে ভারতীয় সেনা ও শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন।

    [tw]


    [/tw]

    রাজকুমার রাও লিখেছেন, যারা ভারতের জন্য প্রাণ দিয়ছেন, সেইসব সাহসী যোদ্ধাদের স্যালুট।

     অভিনেত্রী তাপসী পান্নু ট্যুইটে কার্গিল যোদ্ধাদের শ্রদ্ধা জানিয়েছেন।

    [tw]


    [/tw]

    অনুপম খের সেনাদের কিছু ছবি শেয়ার করেছেন ও হিন্দিতে একটি কবিতা লিখে তাঁদের প্রণাম জানিয়েছেন।

    [tw]


    [/tw]

     

  • Akshay Kumar: ইতিহাসের পাতায় গুরুত্ব পাননি পৃথ্বীরাজ চৌহান, আপশোস অক্ষয় কুমারের

    Akshay Kumar: ইতিহাসের পাতায় গুরুত্ব পাননি পৃথ্বীরাজ চৌহান, আপশোস অক্ষয় কুমারের

    মাধ্যম নিউজ ডেস্ক: দীর্ঘ প্রতীক্ষার পর মুক্তি পেয়েছে অক্ষয় কুমারের (Akshay Kumar) ঐতিহাসিক প্রেক্ষাপটে নির্মিত ছবি ‘সম্রাট পৃথ্বীরাজ’ (Samrat Prithviraj)। ভারতের পরাক্রমী রাজা পৃথ্বীরাজ চৌহানের (Prithviraj Chauhan) জীবনের গল্প নিয়েই তৈরি ছবিটি। এই কিংবদন্তী যোদ্ধা ভারতকে রক্ষা করতে শত্রুপক্ষের সঙ্গে যুদ্ধ করেন। এহেন বীর যোদ্ধা ইতিহাসে যোগ্য জায়গা পাননি বলে দুঃখপ্রকাশ করেন অক্ষয় কুমার।

    একটি সাক্ষাৎকারে অভিনেতা বলেন, “দুর্ভাগ্যবশত আমাদের ইতিহাসের পাঠ্যপুস্তকে সম্রাট পৃথ্বীরাজ চৌহান সম্পর্কে মাত্র ২-৩ লাইন লেখা রয়েছে। খলনায়কদের কথা বেশি উল্লেখ করা হয়েছে বইগুলিতে। আমাদের সংস্কৃতি, মহারাজাদের সম্পর্কে তেমন কিছুই বলা হয়নি আমাদের ইতিহাস বইগুলিতে।”

    [tw]


    [/tw]

    কেন ইতিহাসের পাতায় পৃথ্বীরাজ চৌহানকে গুরুত্ব দেওয়া হয়নি সেই প্রশ্নও তোলেন তিনি। জানান, তিনি শিক্ষামন্ত্রীকে বিষয়টি খতিয়ে দেখতে আবেদন করতে চান। অক্ষয় বলেন, “আমি আরও বেশি করে পৃথ্বীরাজ চৌহান সম্পর্কে জানতে চাই। পৃথ্বীরাজ চৌহানের ইতিহাস সম্পর্কে লেখার কেউ নেই। মুঘলদের সম্পর্কে আমাদের জানা উচিৎ। কিন্তু আমাদের রাজাদের সম্পর্কে অবশ্যই জানতে হবে। তাঁদেরও বীরত্বের উদাহরণও কম নেই।”

    আরও পড়ুন: অক্ষয় কুমারের ছবি পৃথ্বীরাজ, সিনেমা হলে গিয়ে দেখবেন অমিত শাহ

    ছবিটির পরিচালক চন্দ্রপ্রকাশ দ্বিবেদী বলেন, “বিষয়টি শুধু হিন্দুত্বের নয়। এটি নিজেদের সংস্কৃতি রক্ষা করার বিষয়। হিন্দু সংস্কৃতিকে সম্মান করায় কোনও অপরাধ নেই।”

    [tw]


    [/tw]

    সম্রাট পৃথ্বীরাজ ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় কুমার। সঙ্গে রয়েছেন মানসী চিল্লার, সঞ্জয় দত্ত, সোনু সুদ, আশুতোষ রানা এবং সাক্ষী তানওয়ার। পরিচালক চন্দ্রপ্রকাশ দ্বিবেদীর তৈরি এই ছবির বাজেট বলা হচ্ছে ৩০০ কোটি টাকা। প্রযোজনা করেছে যশ রাজ ফিল্মস। ৩ জুন সিনেমা হলে মুক্তি পায় সম্রাট পৃথ্বীরাজ।

    আরও পড়ুন: সিগারেট কি তামাকজাত নয়, ফুলের পাপড়ি দিয়ে তৈরি! বিতর্ক অব্যাহত অক্ষয়কে নিয়ে

  • Akshay Kumar: বিনোদন জগতে সর্বোচ্চ ‘করদাতা’ বলিউডের ‘খিলাড়ি’! সম্মানিত করল আয়কর বিভাগ

    Akshay Kumar: বিনোদন জগতে সর্বোচ্চ ‘করদাতা’ বলিউডের ‘খিলাড়ি’! সম্মানিত করল আয়কর বিভাগ

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের একবার খবরের শিরোনামে বলিউডের ‘খিলাড়ি’ অক্ষয় কুমার (Akshay Kumar)। তবে এবারে তিনি ট্রোলিং-এর জন্য বা তাঁর কোনও ছবির জন্য সমালোচিত হননি। বরঞ্চ তাঁর প্রশংসায় পঞ্চমুখ তাঁর অনুরাগীরা। কারণ বিনোদন জগতে সবচেয়ে বেশি টাকা কর দিয়েছেন অক্ষয় কুমার। তাই আয়কর বিভাগ থেকে বিশেষ সম্মানপত্রও দেওয়া হল অভিনেতাকে। এটা কিন্তু প্রথম নয়, টানা পাঁচবছর বছর ধরে ‘সর্বোচ্চ করদাতা’-র তকমা পেয়েছেন তিনি। তিনিই হলেন বলিউড (Bollywood) ফিল্ম ইন্ডাস্ট্রিতে সর্বোচ্চ আয়কর (Income Tax) প্রদানকারী তারকা। আয়কর বিভাগ থেকে যে সম্মানপত্রটি দেওয়া হয়েছে, সেটির ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

    আরও পড়ুন: জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে সেরার শিরোপা সুরিয়া-অজয় দেবগনের, জয়জয়কার অভিযাত্রিকের

    এই বিশেষ খবরে অক্ষয়প্রেমীরা অত্যন্ত খুশী যা সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই বোঝা গেল। তাঁর অনুরাগীদের একজন ট্যুইট করে লিখেছেন, “কিছু সাংবাদিক, অন্যান্য অভিনেতাদের অনুরাগীদের মতে তিনি একজন গ্লোবাল সুপারস্টার নন, তাঁর HGOTY নেই, খুব বেশি BB নেই, তিনি কানাডিয়ান এবং আরও অনেক কিছু। কিন্তু তারপরও গত ৫ বছর ধরে বাকিদের তুলনায় সর্বোচ্চ আয়কর দিয়েছেন আমার সুপারস্টার।” অন্য একজন লিখেছেন, “আয়কর বিভাগ সুপারস্টার অক্ষয় কুমারকে সম্মান পত্র দিয়ে সম্মানিত করেছে এবং তাঁকে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির সর্বোচ্চ করদাতা বলে অভিহিত করেছে। বিদ্বেষীদের তাঁকে কানাডিয়ান বলার আগে এটি দেখা উচিত।“

    তবে অনেকেই মনে করেছেন, বলিউডে সবচেয়ে বেশি ছবি অক্ষয়ই করে থাকেন। আবার বিজ্ঞাপন তো আছেই। তাই সব মিলিয়ে স্বাভাবিক ভাবেই তাঁর আয়ও বেশি। যার ফলে অক্ষয় সর্বোচ্চ করদাতাদের মধ্যে রয়েছেন।

    প্রসঙ্গত, অক্ষয়কে পর্দায় শেষ দেখা গিয়েছিল ‘সম্রাট পৃথ্বীরাজ’-এ। যদিও এই ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। তবে আগামী কয়েক মাসের মধ্যেই তাঁর একাধিক ছবি মুক্তি পেতে চলেছে। ১১ অগাস্টেই মুক্তি পেতে চলেছে ‘রক্ষা বন্ধন’। যেখানে তাঁকে ভূমি পেডনেকারের সঙ্গে অভিনয় করতে দেখা যাবে। এছাড়াও ২০২৩ সালের ২৪ ফেব্রুয়ারি আসতে চলেছে তাঁর ছবি ‘সেলফি’।

    আরও পড়ুন: “কোনও বিয়ে নয়, কোনও আংটি নয়”, বিয়ে জল্পনায় নীরবতা ভাঙলেন সুস্মিতা

  • Prithwiraj: অক্ষয় কুমারের ছবি পৃথ্বীরাজ, সিনেমা হলে গিয়ে দেখবেন অমিত শাহ 

    Prithwiraj: অক্ষয় কুমারের ছবি পৃথ্বীরাজ, সিনেমা হলে গিয়ে দেখবেন অমিত শাহ 

    মাধ্যম নিউজ ডেস্ক: মুক্তি পেতে চলেছে অক্ষয় কুমারের (Akshay Kumar) বিগ বাজেট ছবি ‘পৃথ্বীরাজ’ (Prithwiraj)। তার আগেই এই ছবি নিয়ে বড়সড় সাফল্যের মুখ দেখলেন বলিউডের খিলাড়ি কুমার। ছবিটি দেখবেন খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)।  ছবির বিশেষ স্ক্রিনিং- এ উপস্থিত থাকার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। আগামী ১ জুন দিল্লিতে সম্রাট পৃথ্বীরাজ চৌহানকে নিয়ে তৈরি ছবিটি বড় পর্দায় দেখবেন স্বরাষ্ট্রমন্ত্রী। খবরটি নিশ্চিত করেছেন স্বয়ং পরিচালক চন্দ্রশেখর দ্বিবেদী। কোন সিনেমা হলে ছবিটি দেখবেন অমিত শাহ তা এখনও জানা যায়নি। খবরটি সামনে আসতেই উচ্ছসিত ছবির প্রযোজক, পরিচালক, অভিনেতাসহ কলা কুশলীরা। ছবিটি প্রযোজনা করেছে ‘যশরাজ ফিল্মস’। 

    জানা গিয়েছে, বেশ কয়েকজন আমলা, রাজনীতিবিদ এবং ক্যাবিনেট মন্ত্রীদের সঙ্গে নিয়ে ছবিটি দেখবেন স্বরাষ্ট্রমন্ত্রী। 

    এই ছবির মাধ্যমেই বলিউডে পা রাখতে চলেছেন ২০১৭ সালের বিশ্বসুন্দরী মানসী চিল্লার। ছবিতে নাম ভূমিকায় দেখা যাবে অক্ষয়কে। মানসী তাঁর প্রেমিকা সংযুক্তার ভূমিকায়। ছবিতে তুলে ধরা হয়েছে মহম্মদ ঘোড়ীর বিরুদ্ধে পৃথ্বীরাজের লড়াইয়ের গল্প। 

    ছবিটির ট্রেলর যথেষ্ট পছন্দ করেছেন ভক্তরা। অক্ষয় কুমার এবিষয়ে বলেন, ‘পৃথ্বীরাজের ট্রেলরের প্রতিক্রিয়ায় আমি অভিভূত। আমরা ভারতের এই মহান সম্রাটকে ইতিহাস অক্ষুন্ন রেখে শ্রদ্ধা জানাতে চেয়েছিলাম। এটা জেনে ভালো লাগছে যে এই সম্রাটের বিষয়ে মানুষ আরও জানতে আগ্রহী।”

    ছবি তৈরির আগে পড়াশোনায় কোনও খামতি রাখেননি প্রযোজকরা। চন্দ্রশেখর চেয়েছিলেন ইতিহাসকে অবিকৃত রাখতে। ইতিহাসের পাতা যেন উঠে আসে পর্দায়। এই প্রচেষ্টাই ছিল ছবি নির্মাতাদের।  প্রযোজক আদিত্য চোপড়াও উৎসাহ দিয়েছিলেন তাঁকে। যশরাজ ফিল্মসের দফতরের একটি তলা এই ছবির যাবতীয় গবেষণার জন্য ছেড়ে দিয়েছিলেন।

    এর আগে ‘চাণক্য’ ধারাবাহিকে চন্দ্রশেখরের কাজ প্রশংসিত হয়েছিল। এক সাক্ষাৎকারে চন্দ্রশেখর বলেন, “আমরা সম্রাট পৃথ্বীরাজকে সব চেয়ে বড় করে শ্রদ্ধার্ঘ্য দিতে চেয়েছিলাম। এই বীর হিন্দু যোদ্ধার জীবনকে যাতে সঠিক ভাবে পর্দায় আনা যায়, সে দিকে আমরা নজর দিয়েছি। তাঁর রাজত্বের সময়টাকে ঠিক ভাবে তুলে ধরতে চেয়েছি। এ ধরনের কাজ করার ক্ষেত্রে সব সময় রিসার্চের কথা সবার আগে মাথায় রাখতে হয়। আমরা সেটা খুব ভালো ভাবে করেছি।” 

    ১৫ বছর ধরে এই ছবির চিত্রনাট্য নিয়ে কাজ করেছেন ছবির পরিচালক। বহু তথ্য সংগ্রহ করেছেন। এমন এক ঐতিহাসিক চরিত্রে অভিনয়ের সুযোগ পেতেই তা লুফে নেন অক্ষয়। অক্ষয়ের বিপরীতে পৃথ্বীরাজের স্ত্রী সংযুক্তার ভূমিকায় দেখা যাবে মানসী চিল্লারকে। এছাড়াও থাকবেন সঞ্জয় দত্ত, সোনু সুদ, আশুতোষ রানা, মানব বীজ, সাক্ষী তানওয়ারের মতো বড় বড় অভিনেতারা।  আগামী ৩ জুন মুক্তি পাবে এই ছবি। হিন্দির পাশাপাশি তামিল এবং তেলুগু ভাষাতেও এই ছবি দেখতে পাবেন দর্শকরা।

     

  • Akshay Kumar: ভক্তরা রুষ্ট, তামাক সংস্থার পণ্যের বিজ্ঞাপন থেকে সরলেন অক্ষয়, চাইলেন ক্ষমাও

    Akshay Kumar: ভক্তরা রুষ্ট, তামাক সংস্থার পণ্যের বিজ্ঞাপন থেকে সরলেন অক্ষয়, চাইলেন ক্ষমাও

    মাধ্যম নিউজ ডেস্ক: তামাক সংস্থার হয়ে বিজ্ঞাপনের (Advertisement)জন্য অনুরাগীদের কাছে ক্ষমা চাইলেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার (Akshay Kumar)। বিজ্ঞাপন করা নিয়ে জনরোষের মুখে পড়েন তিনি। অভিনেতা জানিয়েছেন যে, তিনি আর ওই তামাকজাত পণ্যের বিজ্ঞাপন করবেন না। ওই সংস্থার  বিজ্ঞাপনের জন্য পারিশ্রমিক বাবদ যে অর্থ তিনি নিয়েছেন,তা-ও কোনও সমাজকল্যাণমূলক কাজে দিয়ে দেবেন। বুধবার রাতে সোশ্যাল সাইটে একটি পোস্টে এ কথা জানান অক্ষয়।
    অক্ষয় বলেন, “আমি আন্তরিক ভাবে দুঃখিত। আমি আমার সব ভক্ত এবং শুভাকাঙ্ক্ষীদের কাছে ক্ষমাপ্রার্থী। গত কয়েক দিন ধরেই আপনাদের প্রতিক্রিয়া আমাকে ভীষণ ভাবে প্রভাবিত করেছে। যদিও আমি সরাসরি তামাককে সমর্থন করিনি এবং করব না। আমি এই সংস্থার এলাচের বিজ্ঞাপন করেছি। তবে আমি আপনাদের অনুভূতিকে সম্মান করি। তাই এই বিজ্ঞাপন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। আমি এই সংস্থার কাছে থেকে নেওয়া অর্থও সমাজকল্যাণমূলক কাজে দিয়ে দেব। বাধ্যতামূলক আইনি চুক্তির কারণে নির্দিষ্ট সময়কাল পর্যন্ত এই বিজ্ঞাপনের প্রচার চালিয়ে যেতে পারে এই সংস্থা। তবে আমি ভবিষ্যতে অত্যন্ত সচেতন থাকার প্রতিশ্রুতি দিচ্ছি। বিনিময়ে আমি চিরকাল আপনাদের ভালবাসা এবং শুভেচ্ছা চাইব।”
    প্রসঙ্গত, তামাকজাত এই সংস্থার পণ্যের বিজ্ঞাপনে (Tobacco Brand Ambassador) দেখা যেত অভিনেতা অজয় দেবগণকে (Ajay Devgan)। গত বছর ওই বিজ্ঞাপনের মুখ হিসেবে যোগ দেন শাহরুখ খান (Saha Rukh Khan)। তবে এই সংস্থার বিজ্ঞাপনের মুখ হিসেবে নবতম সংযোজন ছিলেন অক্ষয়। কিন্তু তাঁর এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি তাঁর অনুরাগীরা। অক্ষয় শরীরচর্চা এবং স্বাস্থ্যের বিষয়ে কথা বলেন। তাহলে তিনি কী করে একটি তামাক সংস্থার বিজ্ঞাপনের মুখ হতে রাজি হলেন? প্রশ্ন উঠছিল। তাই জনগণের উচ্ছাকে সম্মান জানিয়ে শেষ পর্যন্ত এই সংস্থার বিজ্ঞাপন থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছেন অক্ষয়।

  • The Kashmir Files: “প্রশংসা না করে ওঁর উপায় ছিল না”, অক্ষয় কুমার প্রসঙ্গে কেন একথা বললেন বিবেক অগ্নিহোত্রী?

    The Kashmir Files: “প্রশংসা না করে ওঁর উপায় ছিল না”, অক্ষয় কুমার প্রসঙ্গে কেন একথা বললেন বিবেক অগ্নিহোত্রী?

    মাধ্যম নিউজ ডেস্ক: মার্চ মাসে মুক্তি পেয়েছে বিবেক অগ্নিহোত্রীর ছবি ‘দ্য কাশ্মীর ফাইলস’ (The Kashmir Files)। কাশ্মীরের গণহত্যা এবং কাশ্মীরি পণ্ডিতদের (Kashmiri Pandits) ভিটে-মাটি হারানোর গল্প নিয়ে তৈরি এই ছবি সাড়া ফেলেছিল গোটা দেশে। ছবির প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন বলিউড (Bollywood) থেকে শুরু করে গোটা দেশ। প্রায় একই সময়ে মুক্তি পায় অক্ষয় কুমারের (Akshay Kumar) ‘বচ্চন পাণ্ডে’ (Bachchan Pandey)। কিন্তু বক্স অফিসে মুখ থুবরে পড়ে ‘খিলাড়ি’ কুমারের ছবি। কাশ্মীর ফাইলসের ঝড়ে উড়ে যায় অক্ষয়ের স্টারডম। এত কিছুর পরেও বিবেক অগ্নিহোত্রীর সিনেমার ভূয়সী প্রশংসা করেছিলেন অক্ষয়। 

    এই ঘটনার পর কেটে গেছে প্রায় দুমাস। হঠাতই অক্ষয়ের প্রশংসা প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করে বসলেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী (Vivek Agnihotri)। তিনি বলেন, ‘১০০ জন মানুষকে জিজ্ঞাসা করেছেন, আমার ছবি কেন চলছে, ওঁর ছবি কেন চলছে না বা আমার ছবি কেমন লেগেছে? সেই সময়ে প্রশংসা না করে ওঁর উপায় ছিল না। তাই নিরুপায় হয়ে অক্ষয় আমার ছবিকে ভালো বলেছেন। ভোপালের যে অনুষ্ঠানে তিনি প্রশংসা করেছেন, সেখানে আমিও উপস্থিত ছিলাম।’

    সম্প্রতি বিবেকের পোস্ট করা একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে অক্ষয় একদিকে যেমন বিবেকের ছবির প্রশংসা করছিলেন অন্যদিকে আবার হেসে বলেন সেই ছবি তাঁর ছবিকে ডুবিয়ে দিল। সেই ভাইরাল ভিডিওর জেরে ওড়িশার এক মাল্টিপ্লেক্সে বন্ধ হয়ে গিয়েছিল বচ্চন পাণ্ডের স্ক্রিনিং। জোর করে বিক্ষোভ করে বন্ধ হয়েছিল অক্ষয়ের ছবি। কিন্তু তাঁর দুমাস পরে কেন অক্ষয়ের প্রতি তোপ দাগলেন পরিচালক? তা নিয়েই উঠছে প্রশ্ন। 

    [tw]


    [/tw]

    ১৯৯০ সালে কাশ্মীরি পণ্ডিতদের উপত্যকা থেকে যেভাবে নির্মম অত্যাচার করে তাড়িয়ে দেওয়া হয়েছিল সেই গল্প নিয়েই তৈরি সিনেমাটি। চিত্রনাট্য লিখেছেন ও পরিচালনা করেছেন বিবেক অগ্নিহোত্রী। ছবিতে অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী, অনুপম খের, দর্শন কুমার, পল্লবী জোশিরা। সিনেমাটি মুক্তি পাওয়ার আগে থেকেই এই সিনেমা নিয়ে বিতর্কের অন্ত নেই। অনেকেই সিনেমাটিকে ‘সাম্প্রদায়িক’ আখ্যা দিয়েছেন। আবার অনেকেই সিনেমাটিকে প্রশংসায় ভরিয়ে দিয়েছে। আজ মুক্তি পাওয়ার দুমাস পরেও এই সিনেমা নিয়ে বিতর্ক অব্যহত। 

     

  • Akshay Kumar: সিগারেট কি তামাকজাত নয়, ফুলের পাপড়ি দিয়ে তৈরি! বিতর্ক অব্যাহত অক্ষয়কে নিয়ে

    Akshay Kumar: সিগারেট কি তামাকজাত নয়, ফুলের পাপড়ি দিয়ে তৈরি! বিতর্ক অব্যাহত অক্ষয়কে নিয়ে

    মাধ্যম নিউজ ডেস্ক: বিজ্ঞাপনে Akshay Kumar! দেখেই চমকে উঠেছিল অভিনেতার ভক্তরা। আর এরপরই শুরু হয় বিতর্ক। নিন্দার ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায়। যার জেরে বৃহস্পতিবার অক্ষয় কুমার ওই বিজ্ঞাপন থেকে সরে এসেছেন। একটি বিবৃতি দিয়ে তিনি জানান, কোনওদিনও তিনি তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন করেননি। আর ভবিষ্যতেও করতে চান না। কিন্তু, এতেও শেষরক্ষা হল না। নেট নাগরিক খিলাড়ির বেশ কিছু পুরনো বিজ্ঞাপনের ছবি খুঁজে বের করেছেন। যেখানে দেখা যাচ্ছে, অক্ষয়কে সিগারেট এবং বিদেশি মদের প্রোমোশন করতে দেখা যাচ্ছে।

    [tw]


    [/tw]

    এক নেটিজেন ওই ছবিগুলি আপলোড করে লেখেন, “আপনি কোনওদিনও তামাকজাত পণ্যের বিজ্ঞাপন করেননি? মিথ্যা কথা বলছেন! সিগারেট কি গোলাপের পাপড়ি দিয়ে তৈরি হয়? আপনি শুধু সিগারেট নয়, মদের বিজ্ঞাপনও করেছেন অতীতে” একটি কোল্ডড্রিঙ্ক প্রস্তুতকারী সংস্থার বিজ্ঞাপনে অক্ষয়ের ছবি আপলোড করে তিনি আরও বলেন, চিনি ভর্তি কোলাও শরীরের পক্ষে ক্ষতিকারক। আপনি তো তারও বিজ্ঞাপন করেছেন! আপনি এই দেশের রোল মডেল। আমার মতে, সেটা এই দেশের দুর্ভাগ্য।”

    [tw]


    [/tw]

    অপর টুইটার ইউজার অক্ষয়ের পুরনো সিগারেটের বিজ্ঞাপন শেয়ার করে লেখেন, “আপনি পানমশলার বিজ্ঞাপন না হয় করেই ফেলেছেন। কিন্তু, সেই ভুল শুধরে যে বিবৃতি দিচ্ছেন তাতে অন্তত সত্যি কথা বলুন।”
    আরও একজন লেখেন, “আপনি তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন করেননি বলবেন না। দয়া করে সত্যিটা বলুন। এক নামী সিগারেট কোম্পানির পোস্টার বয় ছিলেন আপনি!”

    [tw]


    [/tw]

    কিছু নেটাগরিক তো অক্ষয়কে বয়কটের ডাক পর্যন্ত দিয়েছেন। কিন্তু, প্রিয় অভিনেতার ওপর ভক্তরা কেন এতটা চটলেন? আসলে গত সপ্তাহে অজয় দেবগন এবং শাহরুখ খানের সঙ্গে একটি এলাচের বিজ্ঞাপনে অক্ষয় কুমারকেও দেখা গিয়েছিল। আর ওই বিজ্ঞাপন দেখেই তাজ্জব হয়ে গিয়েছিল তাঁর ভক্তরা। কারণ, এই একই ধরণের বিজ্ঞাপন করার জন্য ২০১৮ সালে অক্ষয় এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে অন্য তারকাদের সমালোচনা করেছিলেন। সেই সময় তিনি বলেছিলেন, “আমাকে অনেক পানমশলা কোম্পানি বিজ্ঞাপনের জন্য অফার দেয়। এর জন্য বিরাট অঙ্কও অফার করা হয়। কিন্তু, টাকাটাই সব নয়। যাঁরা টাকার জন্য ওই কাজ করছেন, তাঁরা ভুল কাজ করছেন।” তাঁর সংযোজন, “আমি চাই, ভারত সুস্থ থাকুক। দেশবাসীর জন্য কোনও ভুল উদাহরণ তৈরি করতে চাই না আমি। কারণ, মানুষ আমাদের অনুসরণ করে। ভুল কাজ করাটা আমাদের মানায় না।”

  • Bhool Bhulaiyaa 2: টিজার দেখে উচ্ছ্বসিত কার্তিক অনুরাগীরা, মুক্তির দিন ঘোষণা ভুলভুলাইয়া-২ এর

    Bhool Bhulaiyaa 2: টিজার দেখে উচ্ছ্বসিত কার্তিক অনুরাগীরা, মুক্তির দিন ঘোষণা ভুলভুলাইয়া-২ এর

    Bhool Bhulaiyaa 2: বক্স অফিসে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল ২০০৭ সালে মুক্তি পাওয়া বিদ্যা বালান(Vidya Balan), অক্ষয় কুমার (Akshay Kumar) অভিনীত হরর-কমেডি “ভুলভুলাইয়া” (Bhool Bhulaiyaa)। আজও সেই ছবি দর্শকদের স্মৃতিতে রয়ে গেছে। বেশ কিছুদিন যাবৎ শোনা যাচ্ছিল “ভুলভুলাইয়া ২” (Bhool Bhulaiyaa 2) এবার বড় পর্দায় মুক্তি পেতে চলেছে। কিন্তু কবে সেই ছবি সামনে আসবে, তা নিয়ে জল্পনা চলছিল। 

    এবার সব জল্পনার অবসান করে প্রকাশ্যে এল ভুলভুলাইয়া-২ এর প্রথম টিজার। সূত্রের খবর, এই ছবিতে মূল ভূমিকায় থাকছেন কিয়ারা আডবাণী (Kiara Advani) এবং কার্তিক আরিয়ান (Kartik Aaryan)। প্রথম টিজারে কার্ত্তিককে দেখেই তাঁর প্রেমে পড়ে গিয়েছেন অনুরাগীরা। এই ছবিতে অক্ষয় কুমারের জায়গায় দেখা যাবে তাঁকে। ‘রুহ বাবা’র প্রথম দর্শনেই ভাষা হারিয়েছেন তাঁর ভক্তরা। ভুলভুলাইয়া ২-এর টিজার কার্তিক তাঁর ইনস্টাগ্রামে পোস্ট করার সঙ্গে সঙ্গেই তাঁর ভক্তরা আবার তা রি-পোস্ট করেছেন।

    [tw]


    [/tw]

    কিছু নতুন এবং কিছু পুরনো মুখের মিশেলে তৈরি হচ্ছে ভুলভুলাইয়া-২। কিয়ারা ও কার্তিকের পাশাপাশি এই ছবিতে অভিনয় করেছেন তাব্বু (Tabu)। আগের ছবির মতো এই ছবিতেও রয়েছেন রজপাল যাদব (actor Rajpal Yadav)। সদ্যমুক্তিপ্রাপ্ত টিজারে তাঁকেও দেখা গিয়েছে। এবারেও ভূতুরে বাড়ির প্রেক্ষাপটেই থাকবে নানা ঘটনা। টিজারের পাশাপাশি ছবি মুক্তির তারিখও ঘোষণা করা হয়েছে। জানা গিয়েছে, আগামী ২০ মে মুক্তি পাবে ভুলভুলাইয়া-২। আপাতত দেখার, ভুলভুলাইয়া-২ দর্শকের মনে কতটা ছাপ ফেলতে পারে।

     

LinkedIn
Share