Tag: Akshaya Tritiya 2022

Akshaya Tritiya 2022

  • Akshaya Tritiya 2022: কেন উৎযাপিত হয় অক্ষয় তৃতীয়া? জানুন এই শুভদিনের মাহাত্ম্য ও তাৎপর্য 

    Akshaya Tritiya 2022: কেন উৎযাপিত হয় অক্ষয় তৃতীয়া? জানুন এই শুভদিনের মাহাত্ম্য ও তাৎপর্য 

    মাধ্যম নিউজ ডেস্ক: অক্ষয় তৃতীয়ার (Akshaya Tritiya) দিনটিকে হিন্দু ধর্মে (Hinduism) একটি অত্যন্ত শুভ দিন হিসাবে বিবেচনা করা হয়। বৈশাখ মাসের (Baisakha) শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে এই উৎসব পালিত হয়। এই দিনটি শুভ এবং এদিনে শুভ কাজ করা যেতে পারে। এটি আখা তীজ নামেও পরিচিত। 

    এবার অক্ষয় তৃতীয়া ২০২২ সালের ৩ মে (বাংলার ১৯ বৈশাখ)  পড়ছে। এই দিনে দেবী লক্ষ্মীর পূজার বিশেষ তাৎপর্য রয়েছে। শুধু তাই নয়, এই দিনে সোনা কেনা শুভ বলে মনে করা হয়। আসুন জেনে নিই কেন আমরা অক্ষয় তৃতীয়া উদযাপন করি, এর তারিখ এবং শুভ সময়।

    অক্ষয় তৃতীয়ার শুভ সময়

    অক্ষয় তৃতীয়ার তারিখ শুরু হয় – ৩ মে সকাল ৫ টা বেজে ১৯ মিনিটে
    অক্ষয় তৃতীয়া তিথি সমাপ্তি – ৪ মে সকাল ৭ টা বেজে ৩৩ মিনিটে।
    রোহিণী নক্ষত্র- ৩ মে বেলা ১২ টা বেজে ৩৪ মিনিট থেকে শুরু হবে এবং ৪ মে সকাল ৩ টে বেজে ১৮ মিনিটে শেষ হবে।

    অক্ষয় তৃতীয়ার তাৎপর্য

    অক্ষয় তৃতীয়া হল বৈশাখ মাসের শুক্ল পক্ষের তৃতীয়া তিথি। এই তিথি বিশেষ তাৎপর্যপূর্ণ। 
    অক্ষয় শব্দের অর্থ যা ক্ষয়প্রাপ্ত হয় না। বৈদিক বিশ্বাসানুসারে এই পবিত্র তিথিতে কোন শুভকার্য সম্পন্ন
    হলে তা অনন্তকাল অক্ষয় হয়ে থাকে। 

    যদি ভালো কাজ করা হয় তার জন্যে আমাদের লাভ হয় অক্ষয় পূণ্য আর যদি খারাপ কাজ করা হয় তবে লাভ হয় অক্ষয় পাপ। এদিন পূজা, জপ, ধ্যান, দান, অপরের মনে আনন্দ দেয়ার মত কাজ করা উচিত। যেহেতু এই তৃতীয়ার সব কাজ অক্ষয় থাকে তাই প্রতিটি পদক্ষেপ ফেলতে হয় সতর্কভাবে।

    অক্ষয় তৃতীয়া দিনটি শুভ ও দাবীমূলক কাজের জন্য শুভ। বিবাহের পাশাপাশি জামাকাপড়, সোনা-রুপোর গয়না, যানবাহন, সম্পত্তি ইত্যাদির কেনাকাটাও এই দিনে শুভ বলে মনে করা হয়। এই দিনে দান-খয়রাতেরও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এটা করলে ধন-সম্পদ ও শস্যের অনেক বৃদ্ধি হয়।

    অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য

    ১) এটা বিশ্বাস করা হয় যে ভগবান পরশুরাম, ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার, অক্ষয় তৃতীয়ার দিনে জন্মগ্রহণ করেছিলেন। এই দিনে অক্ষয় তৃতীয়ার সঙ্গে পরশুরাম জয়ন্তীও পালিত হয়।
    ২) একইসঙ্গে এমনও বিশ্বাস আছে যে এই দিনে মা গঙ্গা ভগীরথের কঠোর তপস্যায় প্রসন্ন হয়ে পৃথিবীতে অবতরণ করেছিলেন।
    ৩) এটাও বিশ্বাস করা হয় যে এই দিনে মা অন্নপূর্ণার জন্ম হয়েছিল। তাই এই দিনে রান্নাঘর ও খাদ্যশস্যের পুজো করা উচিত।
    ৪) অক্ষয় তৃতীয়ার দিন, ভগবান শঙ্কর কুবের-কে মা লক্ষ্মীর পূজা করতে বলেছিলেন। তাই এই দিনে দেবী লক্ষ্মীর পূজা করার বিধান রয়েছে।

     

LinkedIn
Share