Tag: Al-Qaeda-linked terror module busted in Assam

Al-Qaeda-linked terror module busted in Assam

  • Al-Qaeda: অসমে আল-কায়দা প্রধানের ভিডিওবার্তা! সতর্ক করল পুলিশ

    Al-Qaeda: অসমে আল-কায়দা প্রধানের ভিডিওবার্তা! সতর্ক করল পুলিশ

    মাধ্যম নিউজ ডেস্ক: উত্তর-পূর্ব ভারতেও জাল বুনছে আল কায়দা (Al-Qaeda)। নজরে ভারত ও তৎসংলগ্ন দেশগুলির যুব সমাজ। উত্তর পূর্বের রাজ্য অসমে আল কায়দা (Al-Qaeda) জঙ্গি গোষ্ঠীর শীর্ষনেতা আয়মান আল-জাওয়াহিরির একটি ভিডিওবার্তা সামনে আসার পর থেকেই এই জল্পনা আরও ঘণীভূত হচ্ছে। এ বিষয়ে সতর্ক করে অসম পুলিশ জানিয়েছে, আল কায়দার ভারতীয় উপ মহাদেশীয় শাখা (Al-Qaeda in Indian Sub continent)  বা সংক্ষেপে ‘আকিস’ (AQIS) এখন অসমে ঘাঁটি গাড়তে চাইছে। এই গোষ্ঠী তাদের ম্যাগাজিনের সর্বেশেষ সংস্করণটি বাংলায় প্রকাশ করেছে।

    অসম পুলিশের DG ভাস্করজ্যোতি মহন্ত (Bhaskar Jyoti Mahanta) বলেন, “ম্যাগাজিনের সংস্করণ বাংলায় প্রকাশ করার অর্থই হল আল-কায়দা বাংলাদেশ ও অসমের বাংলাভাষী অঞ্চলে নিজেদের সংগঠন সম্প্রসারণ করতে চাইছে।” তাদের উদ্দেশ্য হল, আল-কায়দার ভাবধারা ছড়িয়ে দেওয়া। এর জন্য তারা সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করছে বলে জানিয়েছে পুলিশ। যে নেটনাগরিকদের মধ্যে আল-কায়দার প্রতি একই ধরনের আবেগ রয়েছে, তাদের মগজধোলাই করে জিহাদি কার্যকলাপের দিকে এগিয়ে দেওয়াই লক্ষ্য। ইতিমধ্যেই অসমে সেই কাজ শুরু করে দিয়েছে তারা।

    আরও পড়ুন: আল-কায়দা যোগ! অসমে আটক ১১ জন

    গোয়েন্দাদের হাতে আসা তথ্য বলছে, মূলত টেকসেভি তরুণ সমাজকে দলে টানাই এই জিহাদিদের প্রধান লক্ষ্য। অল্পবয়সী ছেলেমেয়েদের ইসলামের নামে খুন করতেও উৎসাহ দেয় এই সংগঠন। তাদের নিশানায় থাকেন মূলত জনপ্রিয় রাজনৈতিক নেতারা। এর পাশাপাশি, আল-কায়দার প্রতি সহানুভূতিশীল ধনী ব্যক্তিদের কাছ থেকে টাকা তুলে মোটা তহবিল তৈরি করাও এই জঙ্গি মডিউলের অন্যতম কাজ।

    অসমে এখন সক্রিয় রয়েছে জঙ্গিগোষ্ঠী আল-কায়দা (Al-Qaeda)! সাম্প্রতিক কিছু ঘটনাক্রম থেকেই এই বিষয়টি সামনে এসেছে। মূলত, সাইবার দুনিয়ায় আল-কায়দার প্রোপাগান্ডা মেনে কাজ করছে এই সংগঠনের সদস্যরা। গত দুদিনে প্রায় ১১ জন জঙ্গি ধরা পড়েছে। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানান, গত কয়েকদিনে জঙ্গিযোগ রয়েছে সন্দেহে কয়েকজনকে আটক করেছে পুলিশ। রাজ্যে জঙ্গি কার্যকলাপ বরদাস্ত করা হবে না।

  • Al-Qaeda-linked  Assam: আল-কায়দা যোগ! অসমে আটক ১১ জন

    Al-Qaeda-linked Assam: আল-কায়দা যোগ! অসমে আটক ১১ জন

    মাধ্যম নিউজ ডেস্ক: জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে অসমে আটক করা হল  ১১ জনকে। যাদের ধরা হয়েছে, তারা জঙ্গি সংগঠন আল-কায়দার (Al-Qaeda) সঙ্গে যুক্ত বলে জানিয়েছে অসম পুলিশ। এদের সঙ্গে বাংলাদেশের জঙ্গি সংগঠন আনসারুল্লা বাংলা টিম (ABT) এর যোগ রয়েছে বলেও জানা গিয়েছে। এদের মধ্যে একজন অসমের একটি মাদ্রাসার শিক্ষক।

    অসমের বড়পেটা, মরিগাঁও, গুয়াহাটি, গোয়ালপাড়া জেলা থেকে তাদের ধরা হয়েছে বলে জানিয়েছেন অসম পুলিশের DG ভাস্করজ্যোতি মহন্ত (Bhaskar Jyoti Mahanta)। তিনি জানান, এই এলাকায় আল কায়দার প্রভাব বাড়ানোর চেষ্টা করছিল ধৃতরা। শুধুমাত্র অসমেই নয়, উত্তর-পূর্ব ভারতেও তারা ‘জেহাদি’ কার্যকলাপ বাড়ানোর চেষ্টা করছিল। তিনি জানান, যাদের গ্রেফতার করা হয়েছে, তারা Al-Qaeda in Indian Sub continent (AQIS)-র সঙ্গে যুক্ত।

    আরও পড়ুন: মা স্বাভাবিক অভিভাবক, তিনিই ঠিক করবেন সন্তানের পদবি, জানাল সুপ্রিম কোর্ট

    অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানান, গত কয়েকদিনে জঙ্গিযোগ রয়েছে সন্দেহে কয়েকজনকে আটক করেছে পুলিশ। রাজ্যে জঙ্গি কার্যকলাপ বরদাস্ত করা হবে না। তদন্তকারী অফিসাররা কাজ করছেন। এই লোকেদের উদ্দেশ্য ছিল, এলাকার যুবকদের জঙ্গি দলে টেনে, তাদের দিয়ে নাশকতা ঘটানো।

    অসম পুলিশের তরফে জানানো হয়, রাজ্য পুলিশের স্পেশাল ব্রাঞ্চ একটি গোয়েন্দা রিপোর্ট পায়। সেই তথ্যর উপর ভিত্তি করেই পুলিশ অভিযান চালায়। পুলিশ সূত্রে খবর, আটক ব্যক্তিদের মধ্যে মুস্তাফা ওরফে মুফতির সঙ্গে আনসারুল্লা বাংলার সরাসরি যোগ রয়েছে। মরিগাঁওয়ের শাহরিয়া গাঁওয়ে একটি মাদ্রাসা চালায় সে। দেশ বিরোধী কাজে অর্থেরও যোগান দেয় মুফতি মুস্তাফা। এছাড়াও এখানকারই আফসারুদ্দিন ভুঁইয়া, গোয়ালপাড়ার আব্বাস আলি, মেহেবুব-সহ ১১ জনকে দুদিনে আটক করা হয়।

    আরও পড়ুন: শক্তি বাড়াল নৌসেনা! মার্কিন দেশ থেকে ভারতে এল দুটি এম এইচ -60R চপার

    পুলিশের তরফে জানানো হয়, ধৃতদের কাছ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি এবং Electronic Device পাওয়া গিয়েছে। পুলিশ জানিয়েছে, তাদের কাছ থেকে যে তথ্য পাওয়া গিয়েছে, তাতেই পরিষ্কার যে তারা নিজেদের কাজ এবং জেহাদি কার্যকলাপ বৃদ্ধি করার জন্য ঘাঁটি গেড়েছিল। আর কাদের সঙ্গে তাদের যোগাযোগ আছে, তা জানার চেষ্টা করছে পুলিশ।

LinkedIn
Share