Tag: Alert

Alert

  • Weather Update: দুঃসহ জ্বালা! আজই কলকাতার তাপমাত্রা ছুঁতে পারে ৪২ ডিগ্রি, চরম সতর্কতা জেলায় জেলায়

    Weather Update: দুঃসহ জ্বালা! আজই কলকাতার তাপমাত্রা ছুঁতে পারে ৪২ ডিগ্রি, চরম সতর্কতা জেলায় জেলায়

    মাধ্যম নিউজ ডেস্ক: আইপিএল জ্বর বা ভোট উত্তাপ সবকিছুকেই ছাপিয়ে যাচ্ছে তাপমাত্রার পারদ (Weather Update)। ক্রিকেট পাগল কলকাতায় রয়েছেন কিং কোহলি। রবিবাসরীয়  বিকেলে কেকেআর বনাম বেঙ্গালুরুর ম্যাচ। তবুও নিরুত্তাপ শহর। টিকিটের হাহাকার এখনও শোনা যায়নি ইডেন চত্বরে। গরমে যাব কি যাব না ভেবেই নাজেহাল ক্রিকেটপ্রেমীরা। ভোটে উত্তরবঙ্গে কী হয়েছে না হয়েছে তা নিয়েও চর্চা নেই চায়ের দোকানে। একটাই খবর, আজ কলকাতায় কত তাপমাত্রা?

    কলকাতার তাপমাত্রা

    জয়পুরে তাপমাত্রা (Weather Update) ৩২ ডিগ্রি, কলকতায় পারদ ছুঁল ৪১ ডিগ্রি। শহরের পারদ ৪২ ডিগ্রি ছাড়াতে পারে আজই, শনিবার কলকাতায় চরম সতর্কতা জারি করল হাওয়া অফিস। আবহবিদদের আশঙ্কা, জেলায় জেলায় বইতে পারে লু। শুক্রবারই ৪১ ছুঁই ছুঁই ছিল কলকাতার পারদ । শুক্রবার কলকাতায় দিনের তাপমাত্রা ছিল ৪০.৮ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৫.২ ডিগ্রি সেলসিয়াস বেশি। দমদম এবং সল্টলেক আগেই ৪০-এর গণ্ডি ছাড়িয়েছিল। শুক্রবারও সেই ধারা বজায় থাকল। দমদমে দিনের তাপমাত্রা ছিল ৪১.৫ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৫.৪ ডিগ্রি সেলসিয়াস বেশি। সল্টলেকে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪১.১ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়েও দিনের তাপমাত্রা ছিল ৪১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৫.৩ ডিগ্রি সেলসিয়াস বেশি।  

    জেলায় জেলায় চলছে লড়াই

    বৈশাখের প্রথম সপ্তাহ থেকেই বাড়ছে তাপমাত্রা (Weather Update)। দেখা নেই কাল বৈশাখীর। দক্ষিণবঙ্গের ৮টি জেলায় গতকাল পারদ ছিল ৪২ ডিগ্রির ওপরে। গরমের নিরিখে রাজ্যে আবারও শীর্ষে পানাগড়। শুক্রবার সেখানকার তাপমাত্রা ছিল ৪৪ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৭.২ ডিগ্রি সেলসিয়াস বেশি। বৃহস্পতিবার শীর্ষে ছিল মেদিনীপুর। কিন্তু ফের শীর্ষস্থান দখল করল পানাগড়। গোটা রাঢ় বাংলা জুড়ে দিনের তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি। বাঁকুড়ায় দিনের তাপমাত্রা ছিল ৪২.৭ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৪.৭ ডিগ্রি সেলসিয়াস বেশি। পুরুলিয়ায় ছিল ৪২.৩ ডিগ্রি সেলসিয়াস, বীরভূমের শ্রীনিকেতনে দিনের তাপমাত্রা ছিল ৪১.৬ ডিগ্রি সেলসিয়াস। সিউড়িতে দিনের তাপমাত্রা ৪৩.৫ ডিগ্রি সেলসিয়াস। আসানসোলে দিনের তাপমাত্রা ছিল ৪২.৪ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৪.৭ ডিগ্রি সেলসিয়াস বেশি। কৃষ্ণনগরে শুক্রবার দিনের তাপমাত্রা ছিল ৪০.৬ ডিগ্রি সেলসিয়াস। মেদিনীপুরের তাপমাত্রা ছিল ৪৩.৫ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৬.৬ ডিগ্রি সেলসিয়াস বেশি। ঝাড়গ্রামে দিনের তাপমাত্রা ছিল ৪৩.৫ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৬.৬ ডিগ্রি সেলসিয়াসের বেশি। 

    আবহাওয়া দফতরের সতর্কবার্তা

    গরমে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর। যদিও তার পরেও গরমের কারণে বহু মানুষ রাস্তায় বেরিয়ে অসুস্থ হয়ে পড়েছেন। দুপুরে রাজ্যের শিক্ষা দফতর সোমবার থেকে পাহাড় বাদে সমস্ত সরকারি স্কুলে গরমের ছুটি ঘোষণা করেছে। বেসরকারি স্কুলগুলিকেও এই চিন্তাভাবনা করতে বলেছে। কলকাতা-সহ জেলার অনেক বেসরকারি স্কুলই সোমবার থেকে ছুটি ঘোষণা করেছে। কিছু স্কুল অনলাইন ক্লাস নেওয়ার কথা জানিয়েছে। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Japan Earthquake: বছরের প্রথম দিনেই জাপানে ৭.৫ তীব্রতার ভূমিকম্প! আছড়ে পড়ল সুনামি

    Japan Earthquake: বছরের প্রথম দিনেই জাপানে ৭.৫ তীব্রতার ভূমিকম্প! আছড়ে পড়ল সুনামি

    মাধ্যম নিউজ ডেস্ক: ২০২৪ সালের প্রথম দিনেই ভূমিকম্পে (Japan Earthquake) কেঁপে উঠল জাপান। রিখটার স্কেলে কম্পনের সবথেকে বেশি মাত্রা ছিল ৭.৫। ভূমিকম্পের পরেই জারি করা হয় সুনামি-সতর্কতা। কয়েক ঘণ্টার মধ্যেই আশঙ্কা সত্যি করে উপকূলে আছড়ে পড়ে সুনামি। উল্লেখ্য গত চারদিন আগেই আরও একবার ভূমিকম্প হয়েছিল বলে জানা গিয়েছিল। ঘটনায় দেশ জুড়ে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে ভূমিকম্পের বেশ কিছু ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। কোথাও দেখা যাচ্ছে একটা গোটা রেল স্টেশন ভূমিকম্পনে কেঁপে উঠেছে। তো কোথাও দেখা যাচ্ছে, স্ফীত জল হু-হু করে শহরে ঢুকছে। কোথাও আবার দেখা যাচ্ছে, পার্কিং লটে থাকা গাড়িগুলি কার্যত দুলছে। ভিডিওগুলির সত্যতা অবশ্য যাচাই করেনি মাধ্যম।

    জাপানের উত্তর-পশ্চিম সীমান্তে ভূমিকম্প (Japan Earthquake)

    ভূমিকম্পের পর জাপানের আবহাওয়া দফতরের তরফে ইশিকাওয়া, নিগাতা, টোয়ামা, ইয়াগাতা প্রভৃতি এলাকাকে দ্রুত খালি করার কথা বলা হয়। সমুদ্রের ধার থেকে সরে উঁচুতে উঠে এলাকাবাসীকে নিরাপদ স্থানে থাকার কথা জানানো হয়েছে। ভূমিকম্পের (Japan Earthquake) ফলে সৃষ্টি থেকে উৎপন্ন সুনামি প্রায় ৫ মিটার পর্যন্ত উঁচু হতে পারে। ইতিমধ্যে ওয়াজিম উপকূলে ১.২ মিটার জলের স্তর বৃদ্ধি হয়েছে। সোমবার এই কম্পন রাজধানী টকিয়োতে অনুভূত হয়। ভূমিকম্পের উৎসকেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ৫০ কিমি গভীরে।

    মাত্র দেড় ঘণ্টায় ২১ বার কম্পন

    জাপানের সংবাদমাধ্যম জানিয়েছে, স্থানীয় সময় ৪টে ৬ মিনিট থেকে ৫টা ৩০ মিনিট পর্যন্ত ২১ বার কম্পন হয়েছে। প্রত্যেকবার কম্পনের মাত্রা ছিল ৪। নোটা অঞ্চলে বন্ধ জাতীয় সড়ক। টোকিও-নোটা মধ্যে বন্ধ বুলেট ট্রেনের পরিষেবা। ইতিমধ্যে সেখানে আছড়ে পড়েছে সুনামির ঢেউ। নিগাটা এবং তোয়ামে উপকূলে সমুদ্রের ঢেউ ৩ মিটার পর্যন্ত উপরে উঠেছে বলে জানা গিয়েছে।  দেশের প্রধানমন্ত্রী ফুমিয়া কিশিদা দেশবাসীকে সতর্ক করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

    কন্ট্রোল রুম খুলেছে ভারতীয় দূতাবাস

    ভূমিকম্পের জেরে জাপানে ভারতীয় দূতাবাস কন্ট্রোল রুম খুলেছে বলে জানা গিয়েছে। এক্স (সাবেক ট্যুইটার) হ্যান্ডলে ভারতীয় দূতাবাস জানিয়েছে, ভূমিকম্পের বিপর্যয়ের মধ্যে যারা রয়েছেন তাঁদের সঙ্গে যোগাযোগ করার জন্য এমারজেন্সি কন্ট্রোল রুম তৈরি করা হয়েছে। নিম্নলিখিত জরুরি নম্বর এবং ইমেল আইডিতে ভারতীয় নাগরিকদের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে-

    চার দিন আগেও হয়েছে ভূমিকম্প

    জাপানের সংবাদমাধ্যমের সূত্রে জানা গিয়েছে, পূর্ব উপকূলে প্রশান্ত মহাসাগরের কাছে অবস্থিত কুরলি দ্বীপ এলাকায় পরপর দুবার ভূমিকম্প লক্ষ্য করা গিয়েছিল। সেই সময় রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৫ এবং ৫। তবে সুনামির সর্তকতা জারি করা হয়নি তখন। কিন্তু নববর্ষের প্রথম দিনের ভূমিকম্পের তীব্রতা আগের থেকে অনেকটাই বেশি। এদিকে, ভূমিকম্পের কারণে ৩৬ হাজার বাড়িতে বিদ্যুৎ পরিষেবা নেই বলে জানা গিয়েছে। নিগাতায় ১০ ফুটের ঢেউ আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে।

    ২০১১ সালে জাপানে বিরাট ভয়ঙ্কর সুনামি হয়েছিল। রিখটার স্কেলে মাত্রা ছিল ৯.০। তাশের ঘরের মতো বাড়ি-ঘর জলের তোড়ে ভেসে গিয়েছিল। ক্ষতিগ্রস্থ হয়েছিল বহু বাড়ি। বিদ্যুৎ, রেল, সড়ক পথ কার্যত অবরুদ্ধ হয়ে গিয়েছিল। কমপক্ষে ১৮ হাজার মানুষের মৃত্যু হয়েছিল।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share