মাধ্যম নিউজ ডেস্ক: বলিপাড়ার নতুন বাবা-মা হলেন রণবীর-আলিয়া। তাঁদের জীবনে এল নতুন অতিথি। আলিয়ার কোল আলো করে জন্ম নিল কন্যা সন্তান। নতুন অতিথির আগমনে খুশির জোয়ার ভাট-কাপুর পরিবারে। সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের শুভেচ্ছার বন্যা বয়ে চলেছে।
Congratulations to these cuties
Ranbir and Alia ❤️🧿
So so happy for them n my fellow rk-alia fd pic.twitter.com/ZtQMRKRmQz— KartikxAkshitha💖 (@AkshithaPolu) November 6, 2022
Many many Congratulations Alia and Ranbir 🫶❤️
It’s baby Girl 🥺
Laxmi has Arrived ❤️❤️
So so happy and emotional right now#AliaBhatt #RanbirKapoor pic.twitter.com/zhlTCsqCV6— Arnavi (@ArnaviXe) November 6, 2022
আজ, রবিবার দুপুর সাড়ে বারোটা নাগাদ মুম্বইয়ের এইচ এন রিলায়েন্স হাসপাতালে প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী। শুধু রণবীর নন, আলিয়ার মা সোনি রাজদান, দিদি শাহিন ভাট এবং নীতু কাপুরও উপস্থিত ছিলেন হাসপাতালে। তবে এত খুশির মাঝে ঋষি কাপুরেরই শুধুমাত্র কমতি ছিল। আক্ষেপ একটাই ঋষি কাপুর দেখে যেতে পারলেন না তাঁর ফুটফুটে নাতনিকে।
সূত্রের খবর অনুযায়ী, এদিন সকালে রণবীর আলিয়াকে নিয়ে হাসপাতালে যেতে দেখেই গুঞ্জন ছড়িয়েছিল যে, আজই ভূমিষ্ঠ হতে পারে তাঁদের সন্তান। সেই জল্পনা সত্যি করেই তাঁরা হাসপাতালে পৌঁছানোর ঘন্টাখানেক পরেই সন্তানের জন্ম দেন আলিয়া। ২৯ বছরে স্বাভাবিক নিয়মেই প্রথম সন্তানের জন্ম দিলেন আলিয়া। চলতি বছরের এপ্রিলেই গাঁটছড়া বাঁধেন রনলিয়া জুটি। বছর ঘুরতে না ঘুরতেই এবার শোনালেন সুখবর৷ চলতি মাসের ২৮ তারিখ আলিয়ার জন্মদিন, তার আগেই সেরা আগাম উপহারটি পেয়ে গেলেন বলিউডের গাঙ্গুবাঈ।
মা হওয়ার পর আবেগঘন হয়ে ইনস্টাগ্রামে পোস্ট শেয়ার করলেন আলিয়া। ইনস্টাগ্রামে সিংহ, সিংহী এবং তাঁদের একটি শাবকের ছবি পোস্ট করে আলিয়া লেখেন- “আমাদের জীবনের সেরা খবর…. আমাদের সন্তান এসে গেছে এবং কী ম্যাজিকাল সেই মেয়ে। আমরা আনন্দে ভাসছি। আপনাদের আশীর্বাদ চাইছি। সকলের ভালবাসায় ধন্য আমরা, রণবীর ও আলিয়া।”
[insta]https://www.instagram.com/p/CknJuW3LtxC/?utm_source=ig_web_copy_link[/insta]
এরপর এই পোস্টের কমেন্ট সেকশনে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন তারকারা। অনুষ্কা শর্মা লিখেছে, দুজনকে অনেক শুভেচ্ছা। তোমাদের ভালবাসা, এবং খুদে সদস্যকে অনেক আশীর্বাদ। শুভেচ্ছা জানালেন কপিল শর্মা থেকে শ্বেতা বচ্চন, মৌনী রায়। ঠাকুমা নিতু সিং আনন্দে আত্মহারা। আশীর্বাদ চাইলেন সকলের কাছে। কপিল শর্মা লিখলেন, “মা বাবাকে শুভেচ্ছা। আর রাজকুমারীর জন্য অনেক ভালবাসা। তোমরা জীবনের সেরা উপহার পেয়েছ”। মৌনী রায় বললেন, “তোমাদের শুভেচ্ছা আর মিষ্টি পরীর জন্য শুধুই ভালবাসা”। এদিকে, সোনম কাপুর বললেন, তোমার রাজকুমারীকে না দেখলে শান্তি হচ্ছে না। নতুন মা-বাবাকে শুধুমাত্র তারকারাই না, শুভেচ্ছা জানাল অনুরাগীরাও। তারা এখন রণলিয়ার রাজকুমারীর এক ঝলক দেখার জন্য অধীর আগ্রহে বসে রয়েছে।