Tag: Alia Bhatt

Alia Bhatt

  • Alia-Ranbir Baby: আলিয়া-রণবীরের জীবনে নতুন অতিথি! কোল আলো করে এল কন্যা সন্তান

    Alia-Ranbir Baby: আলিয়া-রণবীরের জীবনে নতুন অতিথি! কোল আলো করে এল কন্যা সন্তান

    মাধ্যম নিউজ ডেস্ক: বলিপাড়ার নতুন বাবা-মা হলেন রণবীর-আলিয়া। তাঁদের জীবনে এল নতুন অতিথি। আলিয়ার কোল আলো করে জন্ম নিল কন্যা সন্তান। নতুন অতিথির আগমনে খুশির জোয়ার ভাট-কাপুর পরিবারে। সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের শুভেচ্ছার বন্যা বয়ে চলেছে। 

  • Brahmastra Box Office: আজই ২০০ কোটির গন্ডি পার ‘ব্রহ্মাস্ত্র’-এর! ভেঙে গেল ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর রেকর্ডও

    Brahmastra Box Office: আজই ২০০ কোটির গন্ডি পার ‘ব্রহ্মাস্ত্র’-এর! ভেঙে গেল ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর রেকর্ডও

    মাধ্যম নিউজ ডেস্ক: শুক্রবার, ৯ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে রণবীর কাপুর (Ranbir Kapoor) আর আলিয়া ভাটের (Alia Bhatt) অভিনীত এবছরের সবচেয়ে প্রতীক্ষিত ছবি ‘ব্রহ্মাস্ত্র‘ (Brahmastra)। প্রথম থেকেই এই ছবি নিয়ে ভীষণ উৎসাহিত ছিল ভারতীয় দর্শকরা। বিশেষ করে রণবীর ও আলিয়ার অনুরাগীরা। দীর্ঘদিন ধরে বয়কটের (Boycott)  ট্রেন্ড থাকা সত্ত্বেও বক্স অফিসে চুটিয়ে ব্যবসা করে চলেছে এই ছবি। একের পর এক ভেঙে চলেছে রেকর্ড। ছবি মুক্তির দ্বিতীয় সপ্তাহেই, বিশেষ করে গতকাল, শনিবার বক্স অফিস কালেকশন একলাফে ৫৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সূত্রের খবর অনুযায়ী, গতকাল এই ছবি ১৫.২৫-১৬.২৫ কোটির ব্যবসা করেছে। ফলে এর থেকে বোঝাই যাচ্ছে, আলিয়া ও রণবীরের কেমিস্ট্রির পাশাপাশি নজরকাড়া ভিএফএক্স দর্শকদের ভীষণ পছন্দ হচ্ছে।

    জানা গিয়েছে, গতকালে প্রায় ১৬ কোটির মত ব্যবসা করায় এই ছবির মোট আয় দাঁড়াল প্রায় ১৯৭.২৫ কোটি। করোনা আবহে আয় করার ক্ষেত্রে দ্বিতীয়স্থানে ছিল ছবি অক্ষয় কুমার এবং ক্যাটরিনা কাইফ অভিনীত ‘সূর্যবংশী’। আর এই ছবির রেকর্ডকেও ছাপিয়ে গিয়েছে অয়ন মুখার্জী পরিচালিত ছবি। সূর্যবংশী মোট ১৯৬ কোটির আয় করেছিল। ফলে এর থেকে বোঝা যাচ্ছে, আজ ছুটির দিন, রবিরারে অনায়াসেই আয় ২০০ কোটির গন্ডি পার করে যাবে ‘ব্রহ্মাস্ত্র’।

    আরও পড়ুন: বক্স অফিসে ‘সুপারহিট’ ব্রহ্মাস্ত্র, প্রথম দিনের আয় ছাপিয়ে গেল সঞ্জয়ের ‘সঞ্জু’-র রেকর্ড

    সূত্র অনুযায়ী ছবি মুক্তির ১০ দিনের মাথায় এই ছবি প্রায় ২১৫ কোটির আয় করবে বলে জানা গিয়েছে। ফলে খুব শীঘ্রই ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর রেকর্ডকেও ছাপিয়ে যেতে চলেছে। করোনা আবহের মধ্যে বলিউডের ছবি দ্য কাশ্মীর ফাইলস বক্স অফিসে সর্বোচ্চ ব্যবসা করেছিল।

    মোট ৫টি ভাষায় মুক্তি পেয়েছে সিনেমাটি। হিন্দি, তামিল, তেলেগু, কানাড়া ও মালয়ালাম। হিন্দি ভাষাতে ‘ব্রহ্মাস্ত্র’ প্রায় ১৭৭ কোটি টাকার ব্যবসা করেছে ও দক্ষিণ ভারতে প্রায় ২০.২৫ কোটি আয় করেছে। দ্বিতীয় সপ্তাহের বৃহস্পতিবার থেকেই হঠাৎ বক্স অফিসে এর আয় বাড়তে শুরু করেছে। দ্বিতীয় শুক্রবার ১০.৩০ কোটি, দ্বিতীয় শনিবারের আয় প্রায় ১৫.২৫ কোটি টাকা।

    ফলে এর থেকে এটাই নিশ্চিত যে, দ্বিতীয় সপ্তাহের পরেও যদি এরকমই চলতে থাকে, তবে খুব শীঘ্রই ২৫০ কোটির ক্লাবে পৌঁছে যাবে ও কাশ্মীর ফাইলসের সব রেকর্ডও ভেঙে দেবে। তবে এটাই এখন দেখার যে, ‘তানহাজি’ ছবির কতটা কাছাকাছি আসতে পারে। কারণ এই ছবি ২০২০ সালের জানুয়ারি থেকে বলিউডের সর্বোচ্চ আয় করা ছবি ছিল। বর্তমানে ‘ব্রহ্মাস্ত্র’ রণবীর কাপুরের দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী ছবি।

  • Brahmastra Box Office: বক্স অফিসে ‘সুপারহিট’ ব্রহ্মাস্ত্র, প্রথম দিনের আয় ছাপিয়ে গেল সঞ্জয়ের ‘সঞ্জু’-র রেকর্ড

    Brahmastra Box Office: বক্স অফিসে ‘সুপারহিট’ ব্রহ্মাস্ত্র, প্রথম দিনের আয় ছাপিয়ে গেল সঞ্জয়ের ‘সঞ্জু’-র রেকর্ড

    মাধ্যম নিউজ ডেস্ক: শুক্রবার ৯ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে রণবীর কাপুর (Ranbir Kapoor) আর আলিয়া ভাটের (Alia Bhatt) অভিনীত এবছরের সবচেয়ে প্রতীক্ষিত ছবি ব্রহ্মাস্ত্র (Brahmastra)। বিদেশি আদলে তৈরি এই সাইফাই সিনেমা নিয়ে ভীষণ উৎসাহিত ছিলেন ভারতীয় দর্শক। আর তাতেই অয়ন মুখোপাধ্যায় পরিচালিত এই সিনেমাকে প্রথম দিনের ভালোবাসায় ভরিয়ে দিলেন ভারতীয়রা। কর্মব্যস্ত দিনে মুক্তি পেয়েও প্রথমদিনেই এই ছবি আয় করল ৩৫-৩৬ কোটি টাকা (Brahmastra box office collection)। রণবীরের সঞ্জুর রেকর্ডও ছাপিয়ে গিয়েছে সিনেমাটি। যা ২০১৮ সালে মুক্তির দিনে আয় করেছিল ৩৪.৭৫ কোটি।

    আরও পড়ুন: ভূপেন হাজারিকার ৯৬তম জন্মদিন, ডুডল তৈরি করে শিল্পীকে শ্রদ্ধা গুগলের  

    মোট ৫টি ভাষায় মুক্তি পেয়েছে সিনেমাটি। হিন্দি, তামিল, তেলেগু, কানাড়া ও মালয়ালাম। শুক্র-শনি-রবি মিলিয়ে এই সিনেমার অ্যাডভ্যান্সড বুকিং ৬০ কোটি টাকা ছাপিয়ে গিয়েছে। যদিও এরপরেও নিশ্চিন্ত হতে পারেননি ছবির নায়ক। এক সাক্ষাৎকারে রণবীর কাপুর বলেন, প্রি-বুকিংয়ের উপর খুব একটা ভরসা তাঁর নেই। কারণ এখনও সিনেমা দেখেননি দর্শকরা। তাই হয়তো যে কোনও সময় বদলে যেতে পারে খেলা।  

    Boxofficeindia.com-এর দেওয়া তথ্য অনুযায়ী, সব ভাষা মলিয়ে ব্রহ্মাস্ত্রের প্রথম দিনের ব্যবসা ৩৫-৩৬ কোটি। রিপোর্ট বলছে হিন্দি ভাষা আয় করেছে ৩২-৩৩ কোটি মতো। মনে করা হচ্ছে শনি আর রবি মিলিয়ে সিনেমার বিশ্বব্যপী আয় ৮-১০ লক্ষ মার্কিন ডলার ছাড়িয়ে যাবে।  

    এসএস রাজামৌলির ‘বাহুবলি ২’- প্রথম সিনের আয় ছিল ৪১ কোটি। সর্বকালের সব রেকর্ড ছাড়িয়ে গিয়েছিল এই সিনেমার বক্স অফিস আয়।

    আরও পড়ুন: ইন্সটাগ্রাম থেকে উধাও ছবি! দেড় মাসেই ললিত-সুস্মিতার সম্পর্ক শেষের পথে? প্রশ্ন উঠছে নেটদুনিয়ায়
     
    ব্রহ্মাস্ত্র সম্পর্কে মিশ্র প্রতিক্রিয়া দিয়েছেন সিনেমা সমালোচকরা। রণবীর-আলিয়ার রোম্যান্স এই ছবির অন্যতম আকর্ষন। ছবির দ্বিতীয়ার্ধ অনেক বেশি টানটান। সেখানেই উন্মোচিত হবে ছবির আসল গল্প। চিত্রনাট্য খানিকটা জটিল হলেও ছবির ভিএফএক্সের কাজ আন্তর্জাতিক মানের। বড় পর্দায় এই সিনেমা দেখার অভিজ্ঞতা মিস করবেন না। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

  • Brahmastra: উজ্জ্বয়িনীর মহাকালেশ্বর দর্শনে বাধা রণবীর-আলিয়াকে, কেন জানেন?  

    Brahmastra: উজ্জ্বয়িনীর মহাকালেশ্বর দর্শনে বাধা রণবীর-আলিয়াকে, কেন জানেন?  

    মাধ্যম নিউজ ডেস্ক: মুক্তি পেতে চলেছে ব্রহ্মাস্ত্র (Brahmastra)। এই সিনেমার কেন্দ্রীয় চরিত্র রণবীর কাপুর (Ranbir Kapoor) ও আলিয়া ভাট (Alia Bhatt )। ছবিটি যাতে ভালো চলে সেই কামনায় উজ্জ্বয়িনীর মহাকালেশ্বর মন্দির (Mahakaleshwar Temple) দর্শনে গিয়েছিলে মিঞা-বিবি। তবে বহ্মাস্ত্রের নায়ক-নায়িকাকে ফিরতে হল খালি হাতে। দর্শন হল না ভগবান মহাকালেশ্বরের। মঙ্গলবার রাতে তাঁরা গিয়েছিলন বাবার দর্শন পেতে। তবে বজরং দলের কর্মীদের বাধায় ফিরতে হল রণবীর-আলিয়াকে।

    ঘটনার সূত্রপাত ঢের আগে। একটি সাক্ষাৎকারে রণবীর কাপুর বলেছিলেন, তিনি গোমাংস ভালবাসেন। ২০১১ সালে তিনি যখন রকস্টার সিনেমা প্রোমোট করতে বেরিয়েছিলেন, তখন তিনি বলেছিলেন, আমাদের পরিবার পেশোয়ার থেকে এসেছে। সুতরাং বেশ কিছু পেশোয়ারি খাবার আমাদের সঙ্গে এসেছে। আমি খাসির মাংস, চিকেন এবং গোমাংসের ফ্যান। হ্যাঁ, আমি একজন বড় গোমাংস ফ্যান।

    এদিন রাতে রনবীর-আলিয়া মন্দির দর্শনে গিয়েছেন শুনেই দলে দলে চলে আসেন বজরং দলের সদস্যরা। জয় শ্রীরাম ধ্বনি দিতে থাকেন। বজরং দলের এক নেতা বলেন, আমরা তাঁদের মহাকালেশ্বরের দর্শন করতে দেব না। কিছু দিন আগেই একটি সাক্ষাৎকারে রণবীর বলেছিলেন যে নন-ভেজ খাবারের মধ্যে তিনি খাসির মাংস, চিকেন এবং গোমাংস খেতে ভালবাসেন বলে স্বীকার করেছেন। তাই তাঁকে আমরা দেবদর্শন করতে দেব না। তিনি বলেন, এমনকী আলিয়া বলেছিলেন, যাঁরা তাঁর ছবি ব্রহ্মাস্ত্র দেখতে চান, তাঁদের ফিল্মটি দেখা উচিত যখন অন্যরা সেটা দেখা উচিত নয় বলছেন।

    আরও পড়ুন : গর্ভবতী আলিয়ার ওজন বৃদ্ধি নিয়ে বিরক্তিকর মন্তব্য করলেন রণবীর, ক্ষুব্ধ নেটিজেনরা

    ঘটনার কথা স্বীকার করেছেন মহাকাল থানার এক আধিকারিকও। তিনি জানান লাঠিচার্জ করে সরিয়ে দেওয়া হয়েছে বিক্ষোভকারীদের। তিনি জানান, লাঠিচার্জ করা সত্ত্বেও বিক্ষোভকারীরা রণবীর এবং আলিয়াকে মন্দিরে ঢুকতে দেয়নি। ঘটনা প্রসঙ্গে বলতে গিয়ে পুলিশ আধিকারিক ওপি মিশ্র বলেন, ভিআইপি আসছেন শুনে মন্দির চত্বরে সেই মতো ব্যবস্থা নেওয়া হয়েছিল। বিক্ষোভকারীদের নিরাপত্তার বেড়াজালের বাইরে থাকার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে নিরাপত্তা বলয় ঠেলেই কয়েকজন বজরং দল কর্মী চলে আসেন। তখনই লাঠিচার্জের সিদ্ধান্ত নেওয়া হয়। জানা গিয়েছে, কেবল প্রতিবাদ নয়, ট্যুইটারেও হ্যাশট্যাগ দিয়ে বলা মানুষকে বলা হচ্ছে, বয়কট ব্রহ্মাস্ত্র।

     

  • Brahmastra: ‘ব্রহ্মাস্ত্র’-এর নতুন রেকর্ড! অগ্রিম বুকিং-এ ২৪ ঘণ্টারও কম সময়ে ২০০০ টি টিকিট বিক্রি!

    Brahmastra: ‘ব্রহ্মাস্ত্র’-এর নতুন রেকর্ড! অগ্রিম বুকিং-এ ২৪ ঘণ্টারও কম সময়ে ২০০০ টি টিকিট বিক্রি!

    মাধ্যম নিউজ ডেস্ক: আগামী ৯ সেপ্টেম্বর বড়পর্দায় মুক্তি পেতে চলেছে রণবীর কাপুর-আলিয়া ভাট (Ranbir Kapoor-Alia Bhatt) অভিনীত বহু প্রতীক্ষিত সিনেমা ‘ব্রহ্মাস্ত্র’ (Brahmastra)। তবে ছবি মুক্তি পাওয়ার আগেই এক দুর্দান্ত খবর সামনে এসেছে। জানা গিয়েছে, সিনেমা দেখার জন্য এখন থেকেই অগ্রিম বুকিং (Advance Booking) করা শুরু হয়ে গিয়েছে। ফলে এর থেকে বোঝাই যাচ্ছে, বড় পর্দায় রণবীর-আলিয়াকে একসঙ্গে প্রথমবার দেখার জন্য তাঁর অনুরাগীদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়েছে।

    কিছুদিন আগেই বয়কট ট্রেন্ডের মুখোমুখি হয়েছিল এই ছবি। এই ছবিতে হিন্দু ধর্মকে অপমান করা হয়েছে বলে একাধিক অভিযোগ এনেছিল নেটিজেনরা। আবার আলিয়ার এক মন্তব্যের জেরেও এই ছবি বয়কটের ডাক দিয়েছিল নেটিজেনদের একাংশ। তবে এই অগ্রিম বুকিং-এর এই খবর সামনে আসাতে বোঝা যাচ্ছে, বেশিরভাগ মানুষই এই বয়কটের ডাককে তোয়াক্কা না করে এই সিনেমা দেখার সিদ্ধান্ত নিয়েছেন।

    আরও পড়ুন: প্রতীক্ষার অবসান! অবশেষে মুক্তি পেল ‘ব্রহ্মাস্ত্র’-এর ট্রেলার

    সূত্রের মতে, অয়ন মুখার্জির (Ayan Mukherjee) পরিচালিত এই ছবির জন্য ২৪ ঘন্টারও কম সময়ে প্রায় ২০০০ টি টিকিট বিক্রি হয়েছে। শুনতে অবাক লাগলেও এটিই সত্যি। করোনা আবহের পর থেকেই হিন্দি ইন্ডাস্ট্রির অবস্থা একেবারেই খারাপ। একের পর এক ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ছে। এই পরিস্থিতিতে ‘ব্রহ্মাস্ত্র’ ছবির জন্য সবার এত উত্তেজনা দেখে অনুমান করা হচ্ছে যে বক্স অফিসে এই ছবি হিট হতে চলেছে। এমনকি কোভিড পরবর্তী ছবিগুলোর মধ্যে অগ্রিম বুকিং-এর ক্ষেত্রে রেকর্ড গড়ে তুলেছে ‘ব্রহ্মাস্ত্র’ ছবিটি।

    এছাড়াও বিশ্লেষকরা আগেই জানিয়েছিলেন যে রণবীর কাপুরের ছবিটি প্রথম দিনেই ১৮  থেকে ২২ কোটি টাকার ব্যবসা করবে। তবে এবারে অগ্রিম বুকিং রেট দেখে অনুমান করা হচ্ছে, বক্স অফিসে এই ছবি ২২ কোটিরও বেশি ব্যবসা করতে পারে।

    প্রসঙ্গত, রণবীর-আলিয়া অভিনীত ‘ব্রহ্মাস্ত্র’ ছবিটি একটি ট্রিলজি হিসাবে তৈরি করা হয়েছে। ফলে এরপরেও আরও দুটো পার্ট আসতে চলেছে। সিনেমাটিতে অমিতাভ বচ্চন, শাহরুখ খান, নাগার্জুন, মৌনি রায় এবং অন্যান্যদের সহ বিভিন্ন তারকা অভিনয় করেছে। তাছাড়াও এই ছবির ভিজ্যুয়ালস, ভিএফএক্স হতে চলেছে অন্য রকমের। চোখধাঁধানো ট্রেলার আগেই মানুষের নজর কেড়েছে। ছবির গল্প থেকে ভিজ্যুয়াল, সব জুড়ে রয়েছে চমক। ফলে সবমিলে আশায় বুক বেঁধেছেন দর্শকেরা।

  • Ranbir-Alia: গর্ভবতী আলিয়ার ওজন বৃদ্ধি নিয়ে বিরক্তিকর মন্তব্য করলেন রণবীর, ক্ষুব্ধ নেটিজেনরা

    Ranbir-Alia: গর্ভবতী আলিয়ার ওজন বৃদ্ধি নিয়ে বিরক্তিকর মন্তব্য করলেন রণবীর, ক্ষুব্ধ নেটিজেনরা

    মাধ্যম নিউজ ডেস্ক: গতকাল থেকেই দেখা যাচ্ছে হঠাৎ নেটিজেনরা বেশ বিরক্ত হয়ে আছেন রণবীর কাপুরের (Ranbir Kapoor) ওপর। যে রণবীরের জন্য লক্ষ লক্ষ অনুরাগী, তাঁর ওপর কেন রেগে আছেন নেটিজেনরা, এই নিয়ে বিশাল শোরগেোল পড়ে গিয়েছে। কেন নেটিজেনরা ক্ষুব্ধ, তা নিয়ে অনেকের মনে কৌতুহলের সৃষ্টি হয়েছে। জানা গিয়েছে রণবীর তাঁর সদ্য বিবাহিতা স্ত্রী আলিয়াকে নিয়ে কিছু বিরক্তিকর কমেন্ট করেছেন তাও আবার অন-এয়ার। তবে অনেকে এই খবর বিশ্বাস করতেই পারছে না।

    আসলে সম্প্রতি একটি সাক্ষাৎকারে আলিয়া ভাটের (Alia Bhatt) ওজন বৃদ্ধি নিয়ে ‘অবিবেচক’ মন্তব্য করার জন্য রণবীর কাপুরকে নিয়ে সমালোচনা করা হচ্ছে। আলিয়া জুন মাসে রণবীরের সঙ্গে একটি ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার সুখবর দিয়েছিলেন। তারপর থেকেই তাঁদের অনুরাগীদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়েছিল। বিয়ের কয়েক মাসের মাথায় গর্ভবতী হওয়াতেও তাঁকে শুনতে হয়েছিল কটুক্তি। আর এবার রণবীরের মন্তব্যকে ঘিরে আবার সমালোচনার সৃষ্টি হয়েছে।

    আরও পড়ুন: মা হতে চলেছেন আলিয়া! নিজেই সোশ্যাল মিডিয়ায় দিলেন সুখবর..

    বড়পর্দায় এই প্রথমবারের জন্য তাঁরা একসঙ্গে আসতে চলেছে ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে। আর এই সিনেমা প্রচারের সময় রণবীর আলিয়ার গর্ভবতী পেটের দিকে ইঙ্গিত করেছিলেন এবং তাঁর ওজন বৃদ্ধির বিষয়ে মন্তব্য করেছিলেন। সেই সঙ্গে আলিয়াকে বডি-শেমিং করায় একে ‘অরুচিকর’ বলে উল্লেখ করেন নেটিজেনরা। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, রণবীর-আলিয়া সিনেমার প্রচারের জন্য আলোচনা করছিলেন, তখনই রণবীর জানান, তাঁরা ছবির জন্য ব্যাপক প্রচার করছেন না। কিন্তু আলিয়া এতে বলেন, ছবির ব্যাপক প্রচার করা করবে, এটিই তাঁদের এখন মেন ফোকাস, সিনেমা কে সর্বত্র প্রসারিত করা। আর তখনই রণবীর আলিয়ার পেটের দিকে ইশারা করে বলেন, “আমি দেখতে পাচ্ছি অন্য একজনও প্রসারিত হচ্ছে।“  এরপর এই বক্তব্যে আলিয়া হতবাক হলে রণবীর হেসে বলে এটি ‘জোক’ ছিল।

    [insta]https://www.instagram.com/tv/ChZZficlv3q/?utm_source=ig_web_copy_link[/insta]

    আর এরই প্রতিক্রিয়া জানিয়ে নেটিজেনরা নানা কথা কমেন্টে লিখেছেন। কেউ বলেছেন “এটি খুবই দুঃখজনক।” অন্য একজন বলেছেন, “এটি মোটেও মজার ছিল না।” একজন অনুরাগী এটিকে ‘জঘন্য রসিকতা’ বলেছেন, অন্য একজন বলেছেন, “আলিয়ার আরও ভালো  কিছু প্রাপ্য ছিল।” একজন ফ্যান আরও লিখেছেন, “একজন গর্ভবতী মহিলাকে এমন বলাটা জঘন্য রসিকতা ছিল।” একজন  বলেছিলেন, “এটি অস্বস্তিকর।”

    প্রসঙ্গত উল্লেখ্য, আলিয়া এবং রণবীর ১৪ এপ্রিল, ২০২২-এ মুম্বইতে বিয়ে করেছিলেন। তাঁরা সম্প্রতি ‘ব্রহ্মাস্ত্র’ ছবির গান ‘ডান্স কা ভূত’-এর একটি টিজার প্রকাশ করেছেন। বহু প্রতীক্ষিত ‘ব্রহ্মাস্ত্র’ ছবিটি ৯ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে৷ এতে অমিতাভ বচ্চন, নাগার্জুন এবং মৌনি রায়, প্রমুখরাও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন।

  • Alia Bhatt Baby Bump: স্বচ্ছ টপে ফুটে উঠল আলিয়ার ‘বেবি বাম্প’, ব্রহ্মাস্ত্রের প্রচারে কাপুর দম্পতি 

    Alia Bhatt Baby Bump: স্বচ্ছ টপে ফুটে উঠল আলিয়ার ‘বেবি বাম্প’, ব্রহ্মাস্ত্রের প্রচারে কাপুর দম্পতি 

    মাধ্যম নিউজ ডেস্ক: ৯ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে বহু প্রতীক্ষিত ছবি ‘ব্রহ্মাস্ত্র’ (Brahmastra)। এই মুহূর্তে ছবির প্রচারে ব্যস্ত কাপুর দম্পতি। অন্তঃসত্ত্বা অবস্থাতেও কোনওভাবেই কাজ বন্ধ করেননি আলিয়া ভাট (Alia Bhatt)। চলছে জোর কদমে বাড়ির প্রচার। আর তাতে স্বামীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে প্রচার করছে ভাট কন্যা। রাখছেন না পেশাদারিত্বে কোনও খামতি। শুক্রবার ‘ব্রহ্মাস্ত্র’র প্রচারে হাজির ছিলেন। অতি যত্নে ‘শো অফ’ করলেন ‘বেবি বাম্প’ (Baby Bump)। তাঁর পরনে ছিল কালো লেগিংসের সঙ্গে গোলাপি রঙের স্বচ্ছ টপ। আর তাতে আরও বেশি করে দৃশ্যমান হচ্ছিল আলিয়ার ‘বেবি বাম্প’।  

    আরও পড়ুন: গর্ভবতী আলিয়ার ওজন বৃদ্ধি নিয়ে বিরক্তিকর মন্তব্য করলেন রণবীর, ক্ষুব্ধ নেটিজেনরা
     
    এদিন ‘ব্রহ্মাস্ত্র’ প্রচার সেরে বেরিয়ে আসার সময় পাপারাৎজিদেরর ক্যামেরায় বন্দি হয়েছেন রণবীর-আলিয়া (Ranbir Kapoor)। 

    প্রেগন্যান্সি ফ্যাশনে ভক্তদের মন জয় করেছেন আলিয়া। দম্পতিকে খুশির মেজাজে দেখা গেল এদিন। সামনেই মুক্তি পেতে চলেছে এই যুগলের একসঙ্গে প্রথম ছবি। আর নভেম্বর আসতে চলেছে পরিবারের নতুন সদস্য। সব মিলিয়ে এই মুহূর্তে ‘ক্লাউড নাইনে’ বিরাজ করছেন রনলিয়া। 

    আরও পড়ুন: অর্ধেক বলিউড লন্ডনে! লিস্ট বানালেন শাবানা আজমি

     
     
     
     
     
    View this post on Instagram
     
     
     
     
     
     
     
     
     
     
     

    A post shared by Manav Manglani (@manav.manglani)

     

     
     
     
     
     
    View this post on Instagram
     
     
     
     
     
     
     
     
     
     
     

    A post shared by Viral Bhayani (@viralbhayani)

     

     
     
     
     
     
    View this post on Instagram
     
     
     
     
     
     
     
     
     
     
     

    A post shared by Alia Bhatt 🤍☀️ (@aliaabhatt)

    আলিয়া নিজেও ছবির প্রমোশনের সময় তোলা ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। ক্যাপশানে লিখেছেন, ‘আলো আসতে আর মাত্র দু’সপ্তাহের অপেক্ষা।’ আলো বলতে ব্রহ্মাস্ত্র  ছবির কথা বলেছেন নায়িকা। আলিয়ার এই পোস্টের নিচে ‘লাভ রিঅ্যাক্ট’ করেছেন তাঁর ননদ করিশ্মা কাপুর এবং করিনা কাপুর। তাঁর আরও এক ননদ ঋদ্ধিমা কাপুর সাহানি কমেন্ট করেছেন ‘গ্লো-বিউটি’। ভালোবাসা প্রকাশ করেছেন বিপাশা বসু। কমেন্ট করেছেন করিনার ননদ সাবা আলি খান। এছাড়াও আরও অনেক তারকাকেই কমেন্ট করতে দেখা গিয়েছে।  

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

  • Brahmastra Trilogy: প্রতীক্ষার অবসান! অবশেষে মুক্তি পেল ‘ব্রহ্মাস্ত্র’-এর ট্রেলার

    Brahmastra Trilogy: প্রতীক্ষার অবসান! অবশেষে মুক্তি পেল ‘ব্রহ্মাস্ত্র’-এর ট্রেলার

    মাধ্যম নিউজ ডেস্ক: সমস্ত অপেক্ষার অবসান। অবশেষে মুক্তি পেল রণবীর কাপুর (Ranbir Kapoor) ও আলিয়া ভাট (Alia Bhatt) অভিনীত বহু প্রতীক্ষিত প্রথম ছবি ব্রহ্মাস্ত্র ট্রিলজির স্টার স্টুডিওজ, ধর্ম প্রোডাকশনস,  ১৫ জুন, প্রকাশ্যে আনলেন অয়ন মুখোপাধ্যায় (Ayan Mukerji) পরিচালিত ছবি ‘ব্রহ্মাস্ত্র’  পার্ট ১-এর ট্রেলার। বুধবার ট্রেলারটি প্রকাশ্যে আসার পর অনুরাগীদের উন্মাদনা আরও তুঙ্গে। অ্যাকশন, রহস্য, ভিএফএক্স-এ ভরা অয়ন মুখার্জী পরিচালিত ছবি ‘ব্রহ্মাস্ত্র’ -এর ট্রেলার। ভিএফএক্স-এর এমন যাদুতে সবার তাক লাগিয়ে দিয়েছে। দর্শকরা মনে করছেন, বলিউডে এমন চোখ ধাঁধানো ভিএফএক্স এর আগে হয়ত তারা দেখেনি। তাই এর জন্য দর্শকরা যে কতটা আগ্রহের সঙ্গে অপেক্ষা করে আছেন, তা বলাার আর কোনও জায়গা রাখে না।

    আরও পড়ুন: ইতিহাসের পাতায় গুরুত্ব পাননি পৃথ্বীরাজ চৌহান, আপশোস অক্ষয় কুমারের

    এই ছবিতে আলিয়া ও রণবীরের সঙ্গে রয়েছে অমিতাভ বচ্চন, মৌনি রায়, নাগার্জুন। নাগার্জুনের উপস্থিতি বিশেষ নজর কেড়েছে। যখন এই মুভির ট্রেলার বলিপাড়ায় ও দর্শকদের মনে ঝড় তুলেছে, তারই মধ্যে দর্শকরা মুভির আরও দুটি পার্ট নিয়ে আলোচনা করতে শুরু করেছে এবং তারা বিশেষভাবে আগ্রহী যে কবে আসতে চলেছে ব্রহ্মাস্ত্র ট্রিলজির আরও দুটো পার্ট। তাই সমস্ত জল্পনার অবসান করে অয়ন মুখার্জী জানিয়েছেন, মুভির প্রথম অংশ মুক্তি পাওয়ার পরেই দ্বিতীয় ও তৃতীয় পার্টের শ্যুটিং নিয়ে পরিকল্পনা করা শুরু হবে। তিনি আরও জানিয়েছেন যে, ট্রায়োলজির প্রতিটি পার্টের গল্প একই থাকবে কিন্তু নতুন ক্যারেক্টার আনা হবে ও ব্রহ্মাস্ত্র কাহিনীর নতুন দিক তুলে ধরা হবে।

    উল্লেখ্য, ব্রহ্মাস্ত্র জল-আগুন-বায়ুর পৌরাণিক একটি গল্প  যাকে আধুনিকভাবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। অন্যদিকে এই মুভিতে কিং খানের উপস্থিতি নিয়েও বেশ জল্পনা শুরু হয়েছে। কারণ অনেকেরই মনে হয়েছে যে, শিবের অবতারে ট্রেলারে শাহরুখ খানকে দেখা যায়।

    আরও পড়ুন:বলিপাড়ায় নতুন ধামাকা! ‘বাপ’-এ এবারে একসঙ্গে বলিউডের চার তারকা

    এই ছবি নিয়ে অয়ন মুখার্জী আরও বলেন যে, তিনি ৯ বছর আগে এই মুভির উপর কাজ করতে শুরু করেছিলেন, যখন তিনি ‘Yeh Jawaani Hain Deewani’ শ্যুটিং শেষ করেন। এবং তারপর রণবীর কাপুরের সঙ্গে এই ছবিতে কাজ করার কথা চললেও রণবীর ‘সঞ্জু’ ছবিতেই আগে কাজ করেছিলেন। তবে দীর্ঘ সময় ধরে এই ছবির মুক্তি পিছানোর পর অবশেষে আগামী ৯ই সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে এই ছবি।

  • Bollywood Celebrities: অর্ধেক বলিউড লন্ডনে! লিস্ট বানালেন শাবানা আজমি

    Bollywood Celebrities: অর্ধেক বলিউড লন্ডনে! লিস্ট বানালেন শাবানা আজমি

    মাধ্যম নিউজ ডেস্ক: কিছুদিন আগেও বলিউড তারকা থেকে শুরু করে বাকি বিখ্যাত ব্যক্তিদের ছুটি কাটানোর একটিই জায়গা ছিল। সেটি হল মালদ্বীপ। আর বর্তমানে লন্ডন হয়ে উঠেছে সবার পছন্দের জায়গা, বিশেষ করে বলিউড তারকাদের। একগুচ্ছ বলিউড তারকা এখন লন্ডনে ছুটি কাটাচ্ছেন।

    মনে করা হচ্ছে, মুম্বইয়ে প্রবল বৃষ্টির জেরে দেশ ছেড়ে প্রায় অর্ধেক বলিউড পৌঁছে গিয়েছে লন্ডনে। ছুটির মেজাজে রয়েছেন বলিপাড়ার প্রথম সারির তারকারা। এক্ষেত্রে ফ্যাশন ডিজাইনার রাও বাদ পড়েননি। তবে মজাদার বিষয় হল, কোন কোন বলিউড তারকারা লন্ডনে পৌঁছে গিয়েছেন ছুটি কাটাতে, তাঁদের একটি তালিকা বানিয়েছেন খোদ অভিনেত্রী শাবানা আজমি (Shabana Azmi)। নাম ধরে ধরে সেইসব তারকার লিস্ট বানিয়ে ইনস্টাগ্রামে শেয়ার করেছেন তিনি। তিনি নিজেও লন্ডনে তাঁর স্বামীর সঙ্গে ছুটি কাটাতে গিয়েছেন।

    আলিয়া ভাট থেকে শুরু করে মণীশ মালহোত্রা, করণ জোহর, সারা আলি খান, করিনা কাপুর খান, সইফ আলি খান, ঋদ্ধিমা কাপুর সাহানি, শাবানা আজমি, ফারহান আখতার সহ আরও অনেকেই লন্ডন ভ্রমণের ছবিও নেটমাধ্যমে শেয়ার করেছেন।  

    গত সোমবার ইনস্টাগ্রামে লন্ডনের ন্যাশনাল গ্যালারির একটি ছবি শেয়ার করে ক্যাপশনে শাবানা লিখেছেন, ‘পুরো মুম্বই উঠে এসেছে লন্ডনে। মণীশ মালহোত্রা, রাম এবং অমিতা মাধওয়ানি, পরিবারের সঙ্গে শাহিদ কাপুর, শিবানী এবং ফারহান আখতার, দীপক পারেখ, অনুরাগ কাশ্যপ, তাপসী পান্নু, নন্দিতা দাস, কঙ্কনা সেন এবং কলকাতা থেকে অপর্ণা সেন, এবং অবশ্যই আপনাদের জাভেদ আখতারও!!’

    [insta]https://www.instagram.com/p/CflehbiI1kv/?utm_source=ig_web_copy_link[/insta]

    তবে শাবানার তালিকায় বাদ পড়েছে আরও কয়েকজনের নাম। যাঁরাও কিনা এইমুহূর্তে লন্ডনে মজার সঙ্গে ছুটি কাটাচ্ছেন। তাঁরা হলেন সইফ-করিনা, করিশ্মা কাপুর, অমৃতা অরোরা, সারা আলি খান, দীপিকা পাড়ুকোন। প্রসঙ্গত এদিকে ‘রকি অউর রানি’র শ্যুটের জন্য লন্ডনে রয়েছেন করণ জোহর, রণবীর সিং ও আলিয়া ভাট। রণবীর কাপুরও কয়েকদিনের মধ্যে পৌঁছে যাবেন আলিয়ার সঙ্গে ছুটি কাটাতে। আবার এই তালিকায় অক্ষয় কুমার এবং টুইঙ্কেল খান্না, সোনম কাপুর ও আনন্দ আহুজাও রয়েছেন। একনজরে দেখে নিন, বলিউড তারকাদের লন্ডনে ঘোরার কিছু ছবি।

    [insta]https://www.instagram.com/p/CfjaQb4o9rN/?utm_source=ig_web_copy_link[/insta]

    [insta]https://www.instagram.com/p/CfgXx-lIYr_/?utm_source=ig_web_copy_link[/insta]

    [insta]https://www.instagram.com/reel/Cfi9sQDFznV/?utm_source=ig_web_copy_link[/insta]

    [insta]https://www.instagram.com/p/CfbJaMZIwD3/?utm_source=ig_web_copy_link[/insta]

    [insta]https://www.instagram.com/p/CfoEUj_NpDD/?utm_source=ig_web_copy_link[/insta]

    [insta]https://www.instagram.com/p/CfUDD2iIU5Y/?utm_source=ig_web_copy_link[/insta]

     

  • Alia Bhatt: মা হতে চলেছেন আলিয়া! নিজেই সোশ্যাল মিডিয়ায় দিলেন সুখবর..

    Alia Bhatt: মা হতে চলেছেন আলিয়া! নিজেই সোশ্যাল মিডিয়ায় দিলেন সুখবর..

    মাধ্যম নিউজ ডেস্ক: বিয়ের আড়াই মাসের মধ্যেই অন্তসত্ত্বা আলিয়া (Alia)! এই খবরে কোনো গুজব নেই কারণ এই খুশীর খবর নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন আলিয়া। কিছুদিন আগেই রণবীর-আলিয়ার বিয়ে নিয়ে অনুরাগীদের মধ্যে এক উন্মাদনার সৃষ্টি হয়েছিল। এবার সেই উন্মাদনা কে ছাপিয়ে গেল আলিয়ার মা হওয়ার খবরটি। রণবীর-আলিয়ার বিয়ের আড়াই মাসের মধ্যেই এই সুখবরটি দিয়ে তাঁর অনুরাগীদের চমকে দিলেন।

    [insta]https://www.instagram.com/p/CfS-_HvMhQ8/?utm_source=ig_web_copy_link[/insta]

    আরও পড়ুন:সাতপাক সেরেই ঠোঁটে ঠোঁটে ব্যারিকেড, চুম্বনে, উষ্ণতায় মিলেমিশে একাকার রণবীর-আলিয়া

    সোমবার আলিয়া তাঁর ইনস্টাগ্রামে দু’টি ছবি পোস্ট করে এই সুখবর দিলেন। প্রথম ছবিতে দেখা যাচ্ছে, সোনোগ্রাফির জন্য হাসপাতালের বেডে শুয়ে রয়েছেন তিনি। পাশে বসে রয়েছেন স্বামী রণবীর (Ranbir)। সোনোগ্রাফির স্ক্রিন দেখা যাচ্ছে। কিন্তু তার উপরে লাভ ইমোজি দিয়ে রেখেছেন আলিয়া। যাতে সোনোগ্রাফির আসল ছবিটি  সবার সামনে না আসে। আর আলিয়া তাকিয়ে রয়েছেন তাঁর সন্তানের দিকে। তাঁকে দেখে বোঝাই যাচ্ছে যে তাঁদের খুশীর কোনো সীমা নেই। ছবিটির সঙ্গে লিখেছেন, ‘আমাদের সন্তান। তাড়াতাড়িই আসছে।’ আবার দ্বিতীয় ছবিতে একটি সিংহ, একটি সিংহী আর তাদের সন্তান। সিংহের পরিবারের ছবি দিয়ে আলিয়া যে তিন জনের একটি সুখী পরিবারের ইঙ্গিত দিতে চাইছেন, তা বোঝাই যাচ্ছে।

    এই ছবি ইন্সটাগ্রামে শেয়ার করার পর থেকেই ঝড়ের বেগে ভাইরাল হতে শুরু হয়েছে। অনুরাগীরা তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন। কিন্তু এর খবর অনেকেই মেনে নিতে পারছেন না আর তাই অনেকে মনে করছেন, এটি হয়ত তাঁদের আসন্ন সিনেমা ‘ব্রক্ষ্মাস্ত্র’ –র কোনো প্রোমোশনাল স্টান্ট। তবে কাপুর পরিবারে এই সুখবর আসায় পরিবারের সবাই আনন্দে মেতে উঠেছেন। আলিয়ার মা সোনি রাজদান (Soni Razdan)তাঁকে কমেন্টে লেখেন, ‘অভিনন্দন, মা ও বাবা সিংহ।‘ রণবীরের বোন রিদ্ধিমা(Riddhima) আলিয়াকে অভিনন্দন জানিয়েছেন। অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া(Priyanka Chopra) অভিনন্দন জানিয়ে লিখেছেন, ‘অপেক্ষা করতে পারছি না আর।’  করণ জোহর (Karan Johar) লিখেছেন, ‘আনন্দে বুক ফেটে যাচ্ছে যেন।’

    আরও পড়ুন: প্রতীক্ষার অবসান! অবশেষে মুক্তি পেল ‘ব্রহ্মাস্ত্র’-এর ট্রেলার

    চলতি বছরের এপ্রিল মাসের ১৪ তারিখ বিয়ে করেছিলেন আলিয়া ও রণবীর। এরপরেই তাঁদের প্রথম  ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমায় একসঙ্গে দেখার জন্য অনুরাগীদের উত্তেজনা কম নয়। এবার সেই উত্তেজনাকেই আরও বাড়িয়ে দিলেন আলিয়া ও রণবীর।

     

     

LinkedIn
Share