Tag: Allan Donald

Allan Donald

  • ICC World Cup 2023: বিশ্বকাপ শেষের আগেই বড় সিদ্ধান্ত! বাংলাদেশের বোলিং কোচের দায়িত্ব ছাড়লেন ডোনাল্ড

    ICC World Cup 2023: বিশ্বকাপ শেষের আগেই বড় সিদ্ধান্ত! বাংলাদেশের বোলিং কোচের দায়িত্ব ছাড়লেন ডোনাল্ড

    মাধ্যম নিউজ ডেস্ক: বাংলাদেশের বোলিং কোচের পদ থেকে সরে দাঁড়ালেন অ্যালান ডোনাল্ড। সূত্রের খবর, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একাংশ ডোনাল্ডের উপর ক্ষুব্ধ ছিলেন। কারণ তাঁর পরামর্শেই বাংলাদেশ এবার পাঁচজন পেসার নিয়ে বিশ্বকাপ খেলতে নেমেছিল। বোলারদের ব্যর্থতার পর অ্য়ালান ডোনাল্ডের সঙ্গে চুক্তি বাড়াতে অনাগ্রহী হন বাংলাদেশ কর্তারা। ডোনাল্ডও চাননি বাংলাদেশের সঙ্গে থাকতে। শাকিবের সঙ্গে তাঁর মত পার্থক্য প্রকাশ্যে এসেছে। বিশ্বকাপ শেষ হলেই তিনি চুক্তি ছাড়তেন। 

    কেন ছাড়লেন পদ

    শ্রীলঙ্কার বিরুদ্ধে বিশ্বকাপের ম্যাচ খেলার সময় অ্যাঞ্জেলো ম্যাথুজকে টাইম্‌ড আউট করেছিলেন শাকিব। যা মেনে নিতে পারেননি ডোনাল্ড। তাঁর মনে হয়েছিল মাঠে নেমে শাকিবকে আটকাবেন। শাকিবের সমালোচনা করার ফলে বোর্ড শোকজ করে ডোনাল্ডকে। এরপরই বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা ভাবেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন তারকা পেসার। গুঞ্জন, বিশ্বকাপ শেষে টাইগারদের কোচিং প্যানেল ছেড়ে শ্রীলঙ্কা দলের দায়িত্ব নিতে যাচ্ছেন ডোনাল্ড। এজন্য লঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি) থেকে ইতোমধ্যে চাকরির প্রস্তাব পেয়েছেন সাদা বিদ্যুৎ খ্যাত কিংবদন্তি পেস বোলার।

    ডোনাল্ড বলেন, “আমি মৌখিক ভাবেই চুক্তি করেছিলাম বাংলাদেশ বোর্ডের সঙ্গে। কোথাও সই না করেই চলে এসেছিলাম বিশ্বকাপের জন্য। তৈরি ছিলাম বিশ্বকাপের পর ঢাকায় গিয়ে চুক্তি করার জন্য। ভেবেছিলাম বাংলাদেশের পেসারদের সঙ্গে কাজ করব। কিন্তু বিশ্বকাপের মাঝে কাজ করতে করতে নিজের সিদ্ধান্ত নিয়ে চিন্তাভাবনা করার সময় পেয়েছিলাম। তাতে মনে হল এক বছর অনেকটা বড় সময়। খুব কঠিন এত দিন ধরে কাজ করা। আমি পরিবারকে সময় দিতে চাই। আমার দু’বছরের নাতি আছে। তার কথা মনে পড়ছে। টানা ৮২ দিন আমি পরিবারের সঙ্গে নেই। এ বার ফিরতে চাই।” 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের , Twitter এবং Google News পেজ।

  • Bangladesh Cricket Board: টাইম্ড আউটের বিরোধিতা কেন? কোচ ডোনাল্ডের কাছে ব্যাখ্যা তলব 

    Bangladesh Cricket Board: টাইম্ড আউটের বিরোধিতা কেন? কোচ ডোনাল্ডের কাছে ব্যাখ্যা তলব 

    মাধ্যম নিউজ ডেস্ক: বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে দলের বোলিং কোচ অ্যালান ডোনাল্ডের মতবিরোধ চলে এল প্রকাশ্যে। বাংলাদেশ অধিনায়ক শাকিব আল হাসানের টাইমড আউটের সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না ডোনাল্ড। তিনি জানিয়েছিলেন, বাংলাদেশ অধিনায়কের সেই সিদ্ধান্ত তিনি সমর্থন করেন না। এবার তাঁর ওই মন্তব্যের ব্যাখ্যা চাইল বিসিবি।

    ডোনাল্ডের মত

    দক্ষিণ আফ্রিকার প্রাক্তন পেসার ডোনাল্ড বলেন, “আমি হতাশ। বুঝতে পারছি শাকিব জেতার জন্য এটা করেছে। ও বলেছে যে, জেতার জন্য সব কিছু করতে পারে। কিন্তু আমার একেবারেই এটা পছন্দ হয়নি। শ্রীলঙ্কার সর্বকালের সেরা খেলোয়াড়দের এক জন মাঠ ছেড়ে বার হয়ে আসছেন একটিও বল না খেলে। কারণ তাঁকে টাইম্‌ড আউট দেওয়া হয়েছে। এটা আমি মেনে নিতে পারছি না।” তিনি বলেন, “সকলকে সম্মান দিতে হয়। এটাই ক্রিকেটে হয়ে থাকে। আমি এমন জিনিস দেখতে চাই না। কখনও কোনও খেলাতেই এমনটা দেখতে চাই না। কেউ যদি আমাকে বলেও টাইম্‌ড আউটের আবেদন করতে, আমি বলব এটা হতে পারে না। এক জন মানুষের যদি সাধারণ বোধ থাকে, তাহলে হেলমেট ঠিক করে নিতে বলবে। আমার মনে হচ্ছিল মাঠে গিয়ে বলি, আবেদন ফিরিয়ে নিতে। কিন্তু আমি তো আর প্রধান কোচ নই। আমার অধিকার নেই মাঠে ঢুকে যাওয়ার। অবাক হয়ে গেলাম দেখে যে, আম্পায়ার বলল ম্যাথেউজকে মাঠ থেকে বার হয়ে যেতে। আর তাঁকে হেলমেট হাতে নিয়ে বার হয়ে আসতে হল।”

    আরও পড়ুন: লিওনেল মেসির পাশে কিং কোহলি! বিশ্বসেরা ক্রীড়াবিদের তালিকায় এ বার বিরাট

    বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মত 

    ডোনাল্ডের এই বক্তব্য ভাল ভাবে নেননি বাংলাদেশের ক্রিকেট কর্তারা। তাঁরা শাকিবের পাশেই দাঁড়াচ্ছেন। বিসিবির এক কর্তা বলেছেন, ‘‘ডোনাল্ড অন্য সময় তাঁর ব্যক্তিগত মতামত জানাতে পারতেন। এখন উনি টিম ম্যানেজমেন্টের অংশ। তাই দলের কোনও সিদ্ধান্ত নিয়ে প্রকাশ্যে সমালোচনা করা আচরণবিধি লঙ্ঘনের সামিল। চাইলে তিনি দলের মধ্যে আলোচনা করতে পারতেন। ক্রিকেটারদের সঙ্গে কথা বলতে পারতেন। বিসিবিকে মতামত জানতে পারতেন। কিন্তু এ ভাবে প্রকাশ্যে ব্যক্তিগত মতামত জানাতে পারেন না।’’

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের , Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share