Tag: Amit Malviya attacks Mamata

Amit Malviya attacks Mamata

  • SSC Scam: অর্পিতাকে চিনতেন মুখ্যমন্ত্রী! কী বললেন বঙ্গ বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক অমিত মালব্য?

    SSC Scam: অর্পিতাকে চিনতেন মুখ্যমন্ত্রী! কী বললেন বঙ্গ বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক অমিত মালব্য?

    মাধ্যম নিউজ ডেস্ক: খোদ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যা অর্পিতা মুখোপাধ্যায়কে চিনতেন। এমনকী অর্পিতা ভালো কাজ করেন বলে প্রকাশ্যেই সার্টিফিকেট দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এক মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়  (Mamata Banerjee ) ও অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukherjee), ভিডিও পোস্ট করে ট্যুইট বঙ্গ বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক অমিত মালব্যর।

    এসএসসি নিয়োগ দুর্নীতিকান্ডে শুক্রবার থেকেই তোলপাড় রাজ্য-রাজনীতি। ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে রাজ্যের শিল্প ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। অন্যদিকে হরিদেবপুরের ফ্ল্যাট থেকে নগদ ২১ কোটি টাকা উদ্ধার হওয়ায় আটক করা হয়েছে ‘পার্থ ঘনিষ্ঠ’ অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়কে। ইডির প্রাথমিক ধারণা, অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া নগদ ২১ কোটি টাকার সঙ্গে এসএসসি নিয়োগ দুর্নীতির নিবিড় যোগ রয়েছে। এরই মাঝে একটি পুরনো ভিডিও ট্যুইট করলেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য।

    [tw]


    [/tw]

    ট্যুইট বার্তায় অমিত মালব্য লেখেন, ‘খুব বেশিদিন আগের কথা নয়, মমতা বন্দ্যোপাধ্যায় একটি মঞ্চ থেকে সর্বসমক্ষে পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ সহযোগীর প্রশংসা করেছিলেন। তাঁরই বাড়ি থেকে ইডি খুব বেশি নয়, মাত্র ২০ কোটি টাকা উদ্ধার করেছে। মমতা তাঁর সম্পর্কে জানতেন এবং তিনি যে ‘ভালো কাজ’ করছেন সেই বিষয়েও জানতেন।’

    আরও পড়ুন: এটা তো সবে ট্রেলার, পুরো সিনেমা এখনও বাকি! ট্যুইটে কাকে বিঁধলেন শুভেন্দু অধিকারী?

    এসএসসি নিয়োগে দুর্নীতি ও বেআইনি আর্থিক লেনদেনের সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই বলে শুক্রবারই দাবি করেছিলেন দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। কিন্তু, বিজেপি নেতা অমিত মালব্যের ট্যুইট অন্য ইঙ্গিত দিচ্ছে, বলে অভিমত বিশেষজ্ঞদের। অমিত মালব্যর ট্যুইট করা ভিডিওটিতে দেখা যাচ্ছে, মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের পুজো বলে পরিচিত নাকতলা উদয়নের দুর্গা মণ্ডপের উদ্বোধনী অনুষ্ঠানে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওই অনুষ্ঠান মঞ্চেই দেখা যায়, অর্পিতার প্রশংসা করছেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় অর্পিতাকে উদ্দেশ্য করে বলেন, ‘অর্পিতা, তুমি ওড়িশায় সিনেমা কর শুনলাম। ভাল করে কর। ওড়িয়া বুঝতে পার? সুতরাং ও ওড়িশায় কাজ করে, বাংলার মেয়ে, আমি আগেরবারও দেখিলাম ও এসেছিল, ববিদের ওখানেও যায়।’

LinkedIn
Share