Tag: Amit Shah

Amit Shah

  • Amit Shah: ‘প্রধানমন্ত্রী মোদির স্বপ্ন এক সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত ভারত’, ভবিষ্যতের আইপিএসদের শাহ

    Amit Shah: ‘প্রধানমন্ত্রী মোদির স্বপ্ন এক সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত ভারত’, ভবিষ্যতের আইপিএসদের শাহ

    মাধ্যম নিউজ ডেস্ক: স্বাধীনতার শতবর্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi) লক্ষ্য বিকশিত ভারত। এই ভারত হবে সন্ত্রাসমুক্ত এবং মাদকমুক্ত দেশ। আভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে কোনও প্রশ্নই থাকবে না। নাগরিকদের অধিকার সুরক্ষিত থাকবে। দিল্লিতে আইপিএস-দের অনুষ্ঠানে যোগ দিয়ে এমনই দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। 

    সন্ত্রাস মুক্ত দেশ

    কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) মঙ্গলবার ইন্ডিয়ান পুলিশ সার্ভিস (আইপিএস) ২০২৩ প্রশিক্ষণাধীন ৭৬ আরআর ব্যাচের সঙ্গে কথা বলেন। দেশবিরোধী কার্যকলাপ নির্মূল করার জন্য নির্মম পদ্ধতি অবলম্বন করার সময় নাগরিকদের সুরক্ষা এবং তাঁদের অধিকারের সুরক্ষার দিকে আইপিএসদের মনোনিবেশ করতে বলেন তিনি। ইন্ডিয়ান পুলিশ সার্ভিস ২০২৩ ব্যাচে ৫৪ জন মহিলা সহ মোট ১৮৮ জন অফিসার প্রশিক্ষণ নিয়েছেন। ভবিষ্যতের এই অফিসারদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi) লক্ষ্যই হল দেশকে সন্ত্রাস মুক্ত করা। ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারতের স্বপ্ন দেখছি আমরা। এই সময়ে দেশের প্রশাসনে যাঁরা আসবেন, তাঁদেরও নির্ভীক হতে হবে। নাগরিক সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে।’’

    পুলিশের দায়িত্ব

    উপত্যকার ঘাঁটি থেকে সন্ত্রাসবাদ সমূলে উৎখাত করাও মোদি (PM Modi) সরকারের লক্ষ্য বলে জানান শাহ (Amit Shah)। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘‘জম্মু ও কাশ্মীরকে দেশের সবচেয়ে শান্তিপূর্ণ জায়গা বানাতে চাই আমরা। এখন সীমান্ত ও দেশের সেনাবাহিনীকে কেউ অপমান করতে পারে না। উত্তর-পূর্বাঞ্চল এখন আগের থেকে সুরক্ষিত। এখন সময় এসেছে যে আমাদের নাগরিকদের মৌলিক অধিকার রক্ষায় পুলিশ ব্যবস্থাকে এগিয়ে আসতে হবে, দেশের সীমানার মধ্যে ঘটা অপরাধ কমাতে পুলিশ ব্যবস্থাকে সজাগ থাকতে হবে। ক্রাইম অ্যান্ড ক্রিমিনাল ট্র্যাকিং নেটওয়ার্ক অ্যান্ড সিস্টেমের (সিসিটিএনএস) মাধ্যমে দেশের ৯৯ শতাংশ থানা অনলাইন হয়েছে, অনলাইন ডেটা তৈরি হয়েছে এবং তিনটি নতুন আইনের মাধ্যমে অনেক ধারায় আমূল পরিবর্তন আনা হয়েছে।’’ বুধবার, ন্যাশনাল সিকিউরিটি গার্ড (এনএসজি)-এর প্রতিষ্ঠা দিবস (রাইজিং ডে) উপলক্ষেও বীর বাহিনীকে স্যালুট জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এদিন সকালে নিজের এক্স হ্যান্ডেলে অমিত শাহ লিখেছেন, এনএসজি দক্ষতার সঙ্গে ধারাবাহিকভাবে জাতীয় সুরক্ষাকে শক্তিশালী করেছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Amit Shah: বাংলায় বিজেপির সদস্যতা অভিযানের আনুষ্ঠানিক সূচনা, ২৪ অক্টোবর রাজ্যে অমিত শাহ

    Amit Shah: বাংলায় বিজেপির সদস্যতা অভিযানের আনুষ্ঠানিক সূচনা, ২৪ অক্টোবর রাজ্যে অমিত শাহ

    মাধ্যম নিউজ ডেস্ক: দীপাবলির আগেই কলকাতায় পা রাখতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। জানা যাচ্ছে, চলতি মাসের ২৪ তারিখ বাংলায় এসে বিজেপির (BJP) সদস্যতা অনুষ্ঠানের অনুষ্ঠানিক সূচনা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এর পাশাপাশি, ওই দিন দলের কোর কমিটির সঙ্গে বৈঠকও করতে পারেন অমিত শাহ। প্রসঙ্গত আরজি কর কাণ্ড নিয়ে উত্তাল হয়ে রয়েছে বাংলা। জুনিয়র ডাক্তারদের অনশন কর্মসূচি চলছে ধর্মতলায়। এই আবহে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পশ্চিমবঙ্গ সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। বিজেপি সূত্রে খবর, ২৪ অক্টোবরের শাহের (Amit Shah) কর্মসূচিতে দলের সমস্ত সাংসদ, বিধায়ক সহ সাংগঠনিক জেলার সভাপতি ও অন্যান্য পদাধিকারীরা হাজির থাকবেন। কর্মসূচি হওয়ার কথা রয়েছে সল্টলেকের ইজেডসিসি-তে।

    দিন কয়েক আগেই দিল্লিতে শুভেন্দু-সুকান্তর সঙ্গে বৈঠক করেন শাহ (Amit Shah)

    জানা গিয়েছে, এই কর্মসূচি ঘিরে ইতিমধ্যে যাবতীয় প্রস্তুতিও শুরু করে দিয়েছে গেরুয়া শিবির (BJP)। বিজেপির সদস্যতা অভিযান ছাড়াও দলের পরবর্তী কর্মসূচি নির্ধারণে দিশা নির্দেশ করতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এমনটাই জানা যাচ্ছে গেরুয়া শিবির সূত্রে। প্রসঙ্গত দিন কয়েক আগেই কেন্দ্রীয় নেতৃত্বের বিশেষ তলব পেয়ে দিল্লি গিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদার। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) সঙ্গে সেসময় বৈঠক হয় রাজ্য বিজেপির দুই শীর্ষ নেতৃত্বের সঙ্গে। আরজি কর ইস্যুতে বিজেপির কর্মসূচি নিয়েও আলোচনা হয় ওই বৈঠকে।

    মঙ্গলবার বৈঠক সল্টলেকে

    প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার রাজ্যের কোর কমিটির বৈঠক বসেছিল সল্টলেকের বিজেপির দফতরে। সে বৈঠকে হাজির ছিলেন কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসল সহ রাজ্য বিজেপির নেতৃত্ব। তবে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এই বৈঠকে ছিলেন না। কারণ বর্তমানে তিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সফর সঙ্গী হয়ে আলজেরিয়াতে রয়েছেন। বিজেপি সূত্রে খবর এই বৈঠকে একাধিক আন্দোলনের কর্মসূচি ঠিক করা হয়েছে। আরজি কর ইস্যুতে বেশ চাপে রয়েছে মমতা সরকার, এই আবহে আন্দোলনের ঝাঁঝ আরও বাড়াতে চাইছে গেরুয়া শিবির।
     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Ratan Tata: পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য রতন টাটার, শেষ শ্রদ্ধা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

    Ratan Tata: পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য রতন টাটার, শেষ শ্রদ্ধা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রয়াত টাটা সন্সের চেয়ারম্যান এমেরিটাস রতন টাটা। ভারতের সবথেকে সম্মানীয় শিল্পপতি, এক ব্যতিক্রমী জীবনধারায় মানুষ রতন টাটা। তাঁর সাফল্যের কাহিনির গভীর প্রভাব পড়েছে সামগ্রিকভাবে ভারতের অর্থনীতিতে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত ভারতীয় ব্যবসায়ী জগতের নেতাদের অন্যতম নাম রতন টাটা। বৃহস্পতিবার বিকেলে মহারাষ্ট্রের ওরলিতে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য তাঁর। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রতন টাটার প্রয়াণে শোকের ছায়া দেশজুড়ে। শোক বার্তা জানানো হল রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের তরফ থেকেও। 

    শেষ শ্রদ্ধা

    বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে অশীতিপর এই শিল্পপতির মৃতদেহ শায়িত ছিল মুম্বইয়ের নরিম্যান পয়েন্টে, ন্যাশনাল সেন্টার ফর পারফর্মিং আর্টস (এনসিপিএ)-এ। সেখানেই তাঁকে শেষশ্রদ্ধা জানান সাধারণ মানুষ। বিকেল ৩টে নাগাদ তাঁকে শেষ শ্রদ্ধা জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিকাল সাড়ে ৩টে নাগাদ নরিম্যান পয়েন্ট থেকে শুরু হয় শেষযাত্রা। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় প্রয়াত শিল্পপতিকে শেষশ্রদ্ধা জানায় মহারাষ্ট্র সরকার। রতন টাটাকে শ্রদ্ধা জানাতে বৃহস্পতিবার মহারাষ্ট্রে ‘শোক দিবস’ পালিত হয়। রাজ্যের সব দফতরে জাতীয় পতাকা অর্ধনমিত ছিল এদিন। মহারাষ্ট্র সরকারের সমস্ত কর্মসূচি এবং বৈঠকও বাতিল করা হয়। 

    বহু ধর্মের শ্রদ্ধাঞ্জলি

    রতন টাটার শেষকৃতযে দেখা গেল হৃদয়গ্রাহী ছবি। বিভিন্ন ধর্মের পুরোহিতরা – পারসি, মুসলিম, খ্রিস্টান, শিখ এবং হিন্দু – রতন টাটার আত্মার জন্য প্রার্থনা করার জন্য এনসিপিএ-তে জড়ো হন। এই সমাবেশের ভিডিও প্রমাণ করে নির্দিষ্ট কোনও ধর্মের মানুষ শুধু নয়, রতন টাটা গোটা ভারতকে এক চোখে দেখতেন। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ভাইরাল হয়েছে। সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা রতন টাটাকে “ভারতের সত্যিকারের আইকন” হিসাবে তুলে ধরেছেন। একজন জাতীয় নেতার প্রতি এরকম শ্রদ্ধাঞ্জলি কাম্য। নেটিজেনরা বলছে “একজন ভাল মানুষ হওয়াই সবচেয়ে বড় ধর্ম” এবং “আমরা এক রত্ন হারালাম”।

    আরএসএস-এর শ্রদ্ধা

    এদিন প্রয়াত রতন টাটার আত্মার সান্তি কামনা করে আরএসএসের তরফে এক্স হ্যান্ডেলে পোস্ট করে লেখা হয়, “বিখ্যাত শিল্পপতি রতন টাটার প্রয়াণ গোটা দেশের জন্য অত্যন্ত দুঃখের খবর। ওঁর প্রয়াণে দেশ অমূল্য রত্ন খোয়াল।”  

    এ দিন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের তরফে মোহন ভাগবত ও দত্তাত্রেয় হোসাবলে লেখেন, “দেশের উন্নয়নে রতন টাটার অবদান আজীবন মনে থাকবে। শিল্পক্ষেত্রে একাধিক নতুন ও উদ্ভাবনী উদ্যোগ নিয়েছিলেন তিনি।” পোস্টে আরও লেখা হয়, “দেশের ঐক্য বা নিরাপত্তাই হোক বা কর্মীদের উন্নয়ন বা সমাজ কল্যাণে উদ্যোগ- রতনজি তাঁর চিন্তাধারা ও কাজের মাধ্যমে ছাপ রেখেছেন। সাফল্য়ের বিরাট উচ্চতায় পৌঁছনোর পরও তাঁর অতি সাধারণ জীবনযাত্রা ও  বিনয় অনুকরণীয় হয়ে থাকবে।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • BJP: আরজি কর ইস্যুতে উত্তাল বাংলা, বিজেপিকে আন্দোলনের রূপরেখা করে দিলেন শাহ-নাড্ডা

    BJP: আরজি কর ইস্যুতে উত্তাল বাংলা, বিজেপিকে আন্দোলনের রূপরেখা করে দিলেন শাহ-নাড্ডা

    মাধ্যম নিউজ ডেস্ক: আরজি কর ইস্যুতে উত্তাল হয়েছে বাংলা। জন-আন্দোলন ছড়িয়ে পড়েছে গ্রাম থেকে শহরে। সমাজের প্রতিটি ক্ষেত্রকেই অংশগ্রহণ করতে দেখা গিয়েছে এই আন্দোলনে। এই আবহে লাগাতার কর্মসূচি নিয়েছে বিজেপি (BJP)। আরজি কর ইস্যুতে নবান্ন অভিযানে ছাত্র সমাজের ওপর পুলিশ লাঠিচার্জ করলে, তার পরের দিনই বনধ ডাকে গেরুয়া শিবির। ব্যাপক সাড়া পড়ে যায় বিজেপির ডাকা বনধে। এই অবস্থায় সংগঠনের পরবর্তী কর্মসূচির রূপরেখা ঠিক করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে বৈঠক করলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

    পুজো মিটলেই ফের বাড়বে আন্দোলনের ঝাঁঝ (BJP) 

    সূত্রের খবর, আরজি কর ইস্যুতে বিজেপির (BJP) আন্দোলনের ঝাঁঝ আরও বাড়তে চলেছে। পুজো মিটলেই আরও বড় কর্মসূচি নিতে চলেছে রাজ্যের গেরুয়া শিবির। কারণ আরজি কর ইস্যুতে মানুষের মধ্যে সরকার বিরোধী ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে। আরও জানা গিয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) ও বিজেপির (BJP) রাজ্য সভাপতি জেপি নাড্ডার সামনে আরজি করের পরবর্তী পরিস্থিতি নিয়ে পশ্চিমবঙ্গের বিস্তারিত রিপোর্ট তুলে ধরেন সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারী।

    রাজ্যে পুজো উদ্বোধনে অমিত শাহ?

    এর পাশাপাশি চলতি বছরে দুর্গাপুজোয় (BJP) অমিত শাহের কর্মসূচি চূড়ান্ত করতেও একপ্রস্থ আলোচনা হয়েছে বলে জানা যাচ্ছে। সোমবার রাতের এই বৈঠকে একাধিক রাজ্যের সিনিয়র নেতাদের সঙ্গে বসেছিলেন অমিত শাহ। জেপি নাড্ডার বাসভবনেই এই বৈঠক অনুষ্ঠিত হয়। রাজনৈতিক মহলের একাংশের মতে, আরজিকর কাণ্ডে পুরোপুরি ব্যাকফুটে চলে গিয়েছে তৃণমূল কংগ্রেস। সন্ত্রাস থেকে দুর্নীতি ইস্যু তো রয়েছেই, তার সঙ্গে নতুন করে মমতা সরকারের গলার কাঁটা হয়েছে আরজি কর। এরপর ২৬ সালে রয়েছে বিধানসভা নির্বাচন। তাই তার আগে এখন থেকেই সেই ভোটকে পাখির চোখ করতে শুরু করে দিয়েছেন গেরুয়া শিবিরের নেতারা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।
     

  • Kashmir Mange Azadi Slogan: ডাক্তারদের মিছিলে ‘কাশ্মীর মাঙ্গে আজাদি’ স্লোগান, রিপোর্ট গেল শাহের মন্ত্রকে

    Kashmir Mange Azadi Slogan: ডাক্তারদের মিছিলে ‘কাশ্মীর মাঙ্গে আজাদি’ স্লোগান, রিপোর্ট গেল শাহের মন্ত্রকে

    মাধ্যম নিউজ ডেস্ক: ডাক্তারদের মিছিলে উঠল ‘কাশ্মীর মাঙ্গে আজাদি’ স্লোগান (Kashmir Mange Azadi Slogan)। আরজি করকাণ্ডের প্রতিবাদে ওই মিছিল হচ্ছিল। ঘটনায় নড়েচড়ে বসেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক (Amit Shah)। মন্ত্রকের নির্দেশে দিল্লিতে প্রাথমিক রিপোর্ট পাঠাল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সোমবারই রিপোর্ট পাঠানো হয়েছে শাহের মন্ত্রকে।

    রিপোর্ট স্বরাষ্ট্রমন্ত্রকে (Kashmir Mange Azadi Slogan)

    সূত্রের খবর, মিছিলের উদ্যোক্তাদের পরিচয়, স্লোগান দেওয়া ব্যক্তিরা কোন সংগঠনের সঙ্গে যুক্ত, উদ্দেশ্য প্রণোদিত না বিক্ষিপ্তভাবে ওই স্লোগান দেওয়া হয়েছে – এ সব বিষয়েই জানতে চাওয়া হয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে। সেই রিপোর্টই পাঠানো হয়েছে দিল্লিতে। এ বিষয়ে আরও বিশদে তদন্ত করে রিপোর্ট পাঠানো হতে পারে বলে সূত্রের খবর। ইতিমধ্যেই পাটুলি থানায় দেশদ্রোহিতার অভিযোগে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ।

    ষড়যন্ত্রের ইঙ্গিত

    মঙ্গলবার, ১ অক্টোবর শেষ দফার নির্বাচন ছিল জম্মু-কাশ্মীরে (Kashmir Mange Azadi Slogan)। এহেন আবহে খোদ কলকাতার বুকে কাশ্মীর মাঙ্গে আজাদি স্লোগানের বিষয়টিকে বিচ্ছিন্নভাবে দেখতে রাজি নন গোয়েন্দারা। সূত্রের খবর, ঘটনায় যাদবপুরের কয়েকজন প্রাক্তনী গোয়েন্দাদের নজরে রয়েছে। অতীতেও তাঁদের বিরুদ্ধে নানা সময় দেশবিরোধী স্লোগান দেওয়ার অভিযোগ রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর, এই স্লোগানের নেপথ্যে ষড়যন্ত্র থাকতে পারে। ঘটনার সঙ্গে জড়িত ১৫-২০ জনকে চিহ্নিত করে ছবি-সহ বিস্তারিত তথ্য স্বরাষ্ট্রমন্ত্রকে পাঠিয়ে দিয়েছেন গোয়েন্দারা।

    আরও পড়ুন: ‘‘ওকেও উৎসব মণ্ডল করে দেব’’, ধৃত বাংলাদেশি হিন্দুকে মারার চেষ্টা মুসলিমদের

    গত ১০ বছর পরে তিন দফায় বিধানসভা নির্বাচন হচ্ছে কাশ্মীরে। প্রথম দফার নির্বাচন হয়েছে ১৮ সেপ্টেম্বর। শেষ দফার নির্বাচন হয়েছে মঙ্গলবার। ২০১৯ সালে জম্মু-কাশ্মীর থেকে রদ হয় ৩৭০ ধারা। অবলুপ্তি হয় ৩৫এ ধারাও। তার পর এই নির্বাচনে হাত উপুড় করে ভোট দিয়েছেন কাশ্মীরিরা। ওয়াকিবহাল মহলের মতে, সেটাই গাত্রদাহের কারণ ‘দেশদ্রোহী’দের। সেই কারণেই তারা এহেন স্লোগান দিয়েছে। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, “কাশ্মীরের সাধারণ মানুষ আজাদি চায় না। তারা ভারতবর্ষকে নিয়ে খুশি আছে।” তিনি বলেন, “অতি বামেরা মূল আন্দোলনকে হাইজ্যাক করার চেষ্টা করছে। সেটা করা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের অঙ্গুলিহেলনেই। কারণ তারা জানে, এই স্লোগানগুলো উঠলে সাধারণ মানুষ (Amit Shah) আন্দোলন থেকে পিছিয়ে আসবে (Kashmir Mange Azadi Slogan)।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Manipur: ফের অশান্ত মণিপুর, জিরিবামে কুকি-মেইতেই সংঘর্ষে চলল গুলি, হতাহতের খবর নেই

    Manipur: ফের অশান্ত মণিপুর, জিরিবামে কুকি-মেইতেই সংঘর্ষে চলল গুলি, হতাহতের খবর নেই

    মাধ্যম নিউজ ডেস্ক: অশান্তি কোনওভাবেই থামছে না মণিপুরে (Manipur)। গতকাল শনিবারও মণিপুরের জিরিবাম জেলায় নতুন করে কুকি-মেইতেইদের সংঘর্ষ বাধে। এই ঘটনায় গুলি চলেছে লোয়ার মংবুংয়ের মেইতেই গ্রামে। রাত পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। জানা গিয়েছে, শনিবার সকাল সাড়ে ১১টা নাগাদ জিরিবাম জেলার লোয়ার মংবুংয়ের মেইতেই গ্রামে আশপাশের পাহাড় এবং ঘন জঙ্গল থেকে গুলি চালাতে শুরু করে আততায়ীরা। এরপরেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে পৌঁছে যায় নিরাপত্তা বাহিনী। তারপরেই গ্রামের নারী, শিশু এবং বয়স্কদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়।

    সেপ্টেম্বরে ফের উত্তপ্ত হয় মণিপুর (Manipur)

    অন্য দিকে, চূড়াচাঁদপুর এবং কংপোকপি জেলায় কুকিদের ডাকে চলছে বন্‌ধ। শনিবারই ছিল বন্‌ধের দ্বিতীয় দিন। গোটা দিনই বন্ধ ছিল দোকানপাট। প্রসঙ্গত, আইটিএলএফ এবং কুকি ছাত্র সংগঠন (কেএসও)-এর ডাকে চলছে এই বন্‌ধ। চলতি মাসেই কংপোকপি এবং পশ্চিম ইম্ফলের দু’টি জায়গায় ড্রোন হামলাকে কেন্দ্র করে মণিপুরের (Manipur) মেইতেই ও কুকি জনগোষ্ঠীর মধ্যে সংঘর্ষের পরিস্থিতি নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে।

    কী জানিয়েছেন অমিত শাহ? (Amit Shah)

    গত ৬ সেপ্টেম্বর বিষ্ণুপুর জেলায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মেরেম্বাম কোইরেংয়ের বাড়িতে রকেট হামলা হয়। তারপর থেকেই চলছে সংঘর্ষ। বিস্ফোরক-গোলাবারুদও উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণে। মণিপুরের (Manipur) এই উত্তপ্ত পরিস্থিতি নিয়ে গুজব ছড়ায় যে পদত্যাগ করছেন সে রাজ্যের মুখ্যন্ত্রী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অবশ্য সাফ জানিয়েছেন, মুখ্যমন্ত্রী এন বীরেন সিং পদত্যাগ করছেন না বরং আলোচনা চলছে কুকি ও মেইতেই দু’পক্ষের সঙ্গে। বীরেন সিংও সংবাদমাধ্যমকে বলেছেন, ‘‘আমি কেন পদত্যাগ করব? আমি কোনও ভুল করিনি।’’

    কীভাবে অশান্ত হল মণিপুর (Manipur) 

    কুকি ও মেইতেইদের বিরোধের জল প্রথমে গড়ায় মণিপুর হাইকোর্টে। ২০২৩ সালের প্রথম দিকে হাইকোর্ট জানায়, মেইতেই জনগোষ্ঠীকে তফশিলি উপজাতির তকমা দেওয়া যায় কিনা তা খতিয়ে দেখুক রাজ্য সরকার। হাইকোর্টের এমন নির্দেশের পরেই ২০২৩ সালের এপ্রিলের শেষ সপ্তাহে মণিপুরের (Manipur) ‘অল ট্রাইবাল স্টুডেন্ট ইউনিয়ন’ একটি মিছিল আয়োজন করে। সেই মিছিল থেকে প্রথম হিংসা ছড়ায় চূড়াচাঁদপুর জেলায়। অশান্ত মণিপুরে এখনও পর্যন্ত হিংসায় প্রাণ হারিয়েছেন কয়েকশো মানুষ। এরই মধ্যে ২০২৩ সালের জুলাই মাসে ভাইরাল হয়েছিল এক বিভীষিকার ভিডিও। সেখানে দেখা গিয়েছিল দুই মহিলাকে নগ্ন করে ঘোরানো হচ্ছে। পরে তাঁদের মাঠে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। সেই ঘটনা ঘটে ২০২৩ সালের ৪ মে তবে ভিডিও ভাইরাল হয় জুলাই মাসে। দেড় বছর ধরে হিংসা চললেও এখনও থামেনি।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Chhattisgarh: সুস্থ জীবনে ফেরার আশায় দান্তেওয়াড়ায় আত্মসমর্পণ মাওবাদীদের

    Chhattisgarh: সুস্থ জীবনে ফেরার আশায় দান্তেওয়াড়ায় আত্মসমর্পণ মাওবাদীদের

    মাধ্যম নিউজ ডেস্ক: ছত্তিশগড়ের (Chhattisgarh) দান্তেওয়াড়া জেলায় রবিবার ৪ জন মাওবাদী, পুলিশের কাছে আত্মসমর্পণ (Maoists Surrender) করেছে। এদের নিয়ে সাম্প্রতিক সময়ে ১৯৭ জন মাওবাদী আত্মসমর্পণ করল। সুস্থ জীবনে ফেরার বাসনায় এরা সরকারি সাহায্য নিয়ে নিজেদের গ্রামে ফিরেছে। দান্তেওয়াড়া (Dantewada) পুলিশের প্রচার অভিযান, সরকারের সমর্থন এবং কেন্দ্রের মোদি সরকারের নানা নীতির জেরেই এই সাফল্য বলে মনে করা হচ্ছে।

    কিসের ভিত্তিতে আত্মসমর্পণ (Maoists Surrender)

    পুলিশ সুপার গৌরব রাই বলেছেন, রবিবার হুঙ্গা তমো ওরফে তমো সূর্য (৩৭) ও তার স্ত্রী আয়তি তাতি (৩৫) আত্মসমর্পণ করে। এদের প্রত্যেকের মাথার দাম ছিল ৮ লক্ষ টাকা। এরা ২০১৮ সালে ছত্তিশগড়-তেলঙ্গানা (Chhattisgarh) আন্তঃরাজ্য পামদে (বিজাপুর) জঙ্গলে নিরাপত্তা কর্মীদের উপর হামলায় জড়িত বলে অভিযোগ রয়েছে। অন্য দুই মহিলা মাওবাদী দেব ওরফে ভিজে এবং মাদভির মাথার দাম যথাক্রমে ৩ লক্ষ এবং ১ লক্ষ টাকা। আত্মসমর্পণকারী মাওবাদীদের (Maoists Surrender) প্রত্যেককে পুনর্বাসনের জন্য ৩৫ হাজার টাকা করে দেওয়া হয়। পুলিশের ‘লন ভারাটু’ প্রচার অভিযানের প্রেক্ষিতে এখনও পর্যন্ত প্রায় ৮০০ জন মাওবাদী আত্মসমর্পণ করেছে, বলে জানা যায়। সম্প্রতি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও মাওবাদীদের হিংসার পথ ত্যাগ করার জন্য অনুরোধ জানান। 

    মাওবাদী দমনে নয়া নীতি

    প্রসঙ্গত, গত মাসেই মাওবাদী দমন বিষয়ে ছত্তিশগড়ের (Chhattisgarh) মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাইয়ের সঙ্গে আন্তঃরাজ্য সমন্বয় বৈঠকে বসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানেই আভাস দেওয়া হয়, মাওবাদীদের সঙ্গে মোকাবিলা করার জন্য এর মধ্যেই নানা পরিকল্পনা ছকতে শুরু করেছে কেন্দ্র। বৈঠকে অমিত জানিয়ে দেন, ২০২৬ সালের মধ্যে দেশ থেকে নির্মূল হবে মাওবাদীরা। এর জন্য আগামী দু’মাসের মধ্যেই মাওবাদীদের আত্মসমর্পণ (Maoists Surrender) নীতিতে পরিবর্তন আনতে চলেছে ছত্তিশগড় (Chhattisgarh) সরকার। সূত্রের খবর, মাওবাদী-অধ্যুষিত এলাকায় পুনর্বাসন এবং তিন বছরের দক্ষতা-উন্নয়ন প্রশিক্ষণ শিবিরেরও (স্কিল ডেভেলপমেন্ট কোর্স) ব্যবস্থা করতে পারে সরকার। নতুন আত্মসমর্পণ নীতিতে (Dantewada) মাওবাদী সংগঠনের রাজ্য কমিটি, আঞ্চলিক কমিটি, কেন্দ্রীয় কমিটি এবং পলিটব্যুরোর সদস্যদের মতো উচ্চপদস্থ ক্যাডারদের এককালীন পাঁচ লক্ষ টাকা এবং নিম্ন পদের ক্যাডারদের (Maoists Surrender) এককালীন তিন লক্ষ টাকা অনুদানও দেওয়া হতে পারে বলে জানা গিয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Amit Shah: “ভূস্বর্গে যে পরিবর্তন হয়েছে, এই নির্বাচনই তার প্রমাণ”, বললেন শাহ

    Amit Shah: “ভূস্বর্গে যে পরিবর্তন হয়েছে, এই নির্বাচনই তার প্রমাণ”, বললেন শাহ

    মাধ্যম নিউজ ডেস্ক: “নির্বাচনের প্রথম দফায় ভোটারদের ব্যাপক অংশগ্রহণ জম্মু-কাশ্মীরে পরিবর্তনের প্রতীক এবং রাজ্যে গণতন্ত্রের শক্তিশালীকরণের প্রমাণ।” শনিবার কথাগুলি বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। কেন্দ্র শাসিত এই অঞ্চলের দুর্দশার জন্য যে কংগ্রেস, ন্যাশনাল কনফারেন্স (এনসি) এবং পিপলস ডেমোক্র্যাটিক পার্টি (পিডিপি) দায়ী, তাও মনে করিয়ে দিয়েছেন (Jammu Kashmir Polls) তিনি।

    বিশৃঙ্খলার জন্য দায়ী তিন দল! (Amit Shah)

    শাহ বলেন, “কংগ্রেস, ন্যাশনাল কনফারেন্স এবং পিডিপি বছরের পর বছর এখানে নির্বাচন না করে মানুষের অধিকার কেড়ে নিয়েছে। জম্মু-কাশ্মীরের সমস্ত বিশৃঙ্খলা ও সমস্যার জন্য কংগ্রেস, এনসি এবং পিডিপি দায়ী।” কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “গুজ্জর ও বাকারওয়াল সম্প্রদায়ের জন্য কোনও সংরক্ষণ ছিল না। ওবিসি ও দলিতদেরও সংরক্ষণ দেওয়া হয়নি। উন্নয়নের কোনও চিহ্ন ছিল না। গান্ধী এবং আবদুল্লাহরা রাজ্যে শুধু অসন্তোষ ও অবনতি এনেছিল।”

    শাহের নিশানায় তিন পরিবার

    এদিন শাহি (Amit Shah) ভাষণের চাঁদমারি ছিল কংগ্রেস, এনসি এবং পিডিপি। তিনি বলেন, “ওরা গ্রাম পঞ্চায়েত, ব্লক পরিষদ বা জেলা পরিষদের জন্য নির্বাচন করতে দেয়নি। তিনটি পরিবার এখানে তাদের শাসন চালাত। কিন্তু মোদিজি আসার পর তাদের স্বপ্ন ভেঙে পড়ে। আজ, সরপঞ্চ, ব্লক ও জেলা প্রতিনিধি নির্বাচন করে ৩০ হাজার যুবক গণতন্ত্রের সুবিধাভোগী হয়ে উঠেছে। এটা একটা বিরাট সাফল্য।” তিনি বলেন, “কংগ্রেস, এনসি এবং পিডিপি উপত্যকাবাসীকে তাদের অধিকার থেকে বঞ্চিত করে রেখেছিল। গণতন্ত্র থেকে দূরে সরিয়ে রেখেছিল।” জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিল হওয়ার পর এই প্রথম সেখানে হচ্ছে বিধানসভা নির্বাচন। এই নির্বাচনকে ‘ঐতিহাসিক’ বলে দাবি করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। 

    আরও পড়ুন: কোয়াড সামিটে বিশ্বনেতা মোদি, বার্তা দিলেন প্রতিটি দেশের সার্বভৌমত্বকে রক্ষার

    জম্মু-কাশ্মীরে তিন দফায় নির্বাচন হচ্ছে। ইতিমধ্যেই হয়ে গিয়েছে প্রথম দফার নির্বাচন। প্রথম দফায় নির্বাচন হয়েছে রাজ্যের ২৪টি বিধানসভা কেন্দ্রে। ভোট দিয়েছেন ৬১.১৩ শতাংশ মানুষ। সব চেয়ে বেশি ভোট পড়েছে কিশতওয়ার জেলায়। এখানে ভোটদানের হার ৮০.১৪ শতাংশ। রামবানে ভোট পড়েছে ৭০.৫৫ শতাংশ। তার পরেই রয়েছে ডোডা। এখানে ভোটদানের হার ৭১.৩৪ শতাংশ (Jammu Kashmir Polls)। কুলগাম, অনন্তনাগ এবং শোপিয়ানে ভোট পড়েছে যথাক্রমে ৬২.৬০, ৫৭.৮৪ ও ৫৫.৯৬ শতাংশ (Amit Shah)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Amit Shah: ‘পাকিস্তান মোদিকে ভয় পায় বলেই সীমান্তে শান্তি বজায় রয়েছে’, বললেন অমিত শাহ

    Amit Shah: ‘পাকিস্তান মোদিকে ভয় পায় বলেই সীমান্তে শান্তি বজায় রয়েছে’, বললেন অমিত শাহ

    মাধ্যম নিউজ ডেস্ক: জম্মু ও কাশ্মীর সীমান্তে শান্তি বজায় রয়েছে। আগের মতো সীমান্তের ওপার থেকে পাকিস্তানের সেনা আর গুলি চালায় না। পুঞ্চে বিধানভা নির্বাচনে দলীয় প্রার্থীর হয়ে প্রচারে এসে একথা বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। একইসঙ্গে তিনি মোদি সরকারের সাফল্যের কথা তুলে ধরেন।

    মোদিকে ভয় পায় পাকিস্তান (Amit Shah)

    পুঞ্চের সীমান্ত এলাকায় বিজেপি (BJP) প্রার্থী মুর্তজা খানের সমর্থনে শনিবার সভা করেন অমিত শাহ (Amit Shah) । সন্ত্রাস দমনে মোদি সরকারের সাফল্যের কথা তুলে ধরে তিনি বলেন, যুব সমাজের হাতে বন্দুক ও পাথরের বদলে ল্যাপটপ তুলে দিয়েছে কেন্দ্র। তাতেই সন্ত্রাস দমনে সাফল্য এসেছে। মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করার কথা জানিয়ে তিনি বলেন, “মানুষের সুরক্ষার জন্য সীমান্তে আমরা আরও বাঙ্কার তৈরি করব।” তারপরই সীমান্তের ওপার থেকে গোলা-গুলি চালানোর প্রসঙ্গ তোলেন তিনি। আগের মতো সীমান্তের ওপার থেকে গোলা- গুলি বর্ষণ হয় কি না, তিনি জানতে চান। তারপরই শাহ বলেন, “আগের সরকার পাকিস্তানকে ভয় পেত। আর এখন প্রধানমন্ত্রী মোদিকে ভয় পায় পাকিস্তান। তারা আর গোলা-গুলি চালানোর সাহস দেখায় না। কিন্তু, যদি তারা গোলা-গুলি চালায়, তবে উপযুক্ত জবাব পাবে।”

    আরও পড়ুন: তিরুপতির প্রসাদ লাড্ডুতে পশু চর্বি! হিন্দু ভাবাবেগে আঘাত, সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা

    তিনদিনের সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

    জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা প্রত্যাহার করে নেওয়া হয়। এমনকী, রাজ্যটিকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করা হয়। এরপরই প্রায় দশ বছর পর জম্মু-কাশ্মীরে বিধানসভা নির্বাচন হচ্ছে। তিন দফায় ৯০টি আসনে ভোটগ্রহণ হচ্ছে। কমিশন সূত্রে জানা গিয়েছে, ১৮ সেপ্টেম্বর প্রথম দফার ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দ্বিতীয় দফার ভোট ২৫ সেপ্টেম্বর হবে। আর শেষ দফার ভোট ১ অক্টোবর অনুষ্ঠিত হবে। নির্বাচনের ফলাফল ৮ অক্টোবর ঘোষণা করা হবে। বিধানসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোটের আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী (Amit Shah) তিন দিনের সফরে এসেছেন। পুঞ্চের সুরনকোটে, রাজৌরি জেলার থানামান্ডি এবং রাজৌরি এবং জম্মু জেলার আখনুরে আরও চারটি নির্বাচনী সমাবেশে ভাষণ দেওয়ার কথা রয়েছে তাঁর।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Jammu Kashmir Election 2024: তাঁর প্রচারে এসেছিলেন মোদি, কাশ্মীরে বিজেপির জয় নিয়ে আত্মবিশ্বাসী শগুন

    Jammu Kashmir Election 2024: তাঁর প্রচারে এসেছিলেন মোদি, কাশ্মীরে বিজেপির জয় নিয়ে আত্মবিশ্বাসী শগুন

    মাধ্যম নিউজ ডেস্ক: সালটা ২০১৮। তখন তাঁর বয়স মাত্র ২৩। পঞ্চায়েত নির্বাচনের আগে সন্ত্রাসবাদীদের গুলিতে মৃত্যু হয় বাবা অজিত পরিহার এবং কাকা অনিলের। বাবার ঠান্ডা শরীর স্পর্শ করেই চোখের জলে সিক্ত হয়েছিল তাঁর দেহ। এখনও সেই কথা মনে পড়লে চোখের কোণা চিকচিক করে ওঠে কিশতওয়ারে বিজেপি প্রার্থী শগুন পরিহারের। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রচারের পোস্টার গার্ল হিসেবে পরিচিতি পেয়েছেন শগুন (Shagun Parihar)। দীর্ঘ এক দশক পর জম্মু-কাশ্মীরের বিধানসভা নির্বাচনে (Jammu Kashmir Election 2024) বিজেপির জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী তিনি।

    উপত্যকা উন্নতি চায়

    শগুন জানান, রাজনীতিতে যোগ দেওয়ার কোনও পরিকল্পনা ছিল না তাঁর। তিনি পিএইচডি-র জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, সেই সময় দলের তরফ থেকে ফোন যায় তাঁর কাছে। তখনই বলা হয় তাঁকে নির্বাচনে (Jammu Kashmir Election 2024) লড়তে হবে। এরপর আর পিছন ফিরে তাকাননি তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)  নিজে তাঁর হয়ে প্রচারে গিয়েছিলেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরও (Anurag Thakur) কিশতওয়ারের প্রার্থীর জন্য প্রচার চালিয়েছেন। শগুনের কথায়, উপত্যকায় সন্ত্রাস ক্রমশ ফিকে হচ্ছে। যা সন্ত্রাস, তা ন্যাশনাল কনফারেন্সের জন্যই বলে উল্লেখ করেছেন তিনি। তবে, এখানকার যুব সম্প্রদায় দেশের অন্য প্রান্তের মতোই উপত্যকার উন্নতি চায়। চায় শিক্ষা, চাকরি, দাবি শগুনের।

    বিজেপির জয় নিশ্চিত

    কিশতওয়ারে ন্যাশনাল কনফারেন্সের দু’বারের বিধায়ক সাজ্জাদ আহমেদ কিচলুর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন শগুন। এই আসনের সাত প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন ৭৪,৪৬৬ ভোটার। ভোটারদের (Jammu Kashmir Election 2024) কাছ থেকে কেমন সাড়া পেয়েছেন এই প্রশ্নের উত্তরে শগুন বলেন, “আমি যখনই যেখানে ভোটারদের কাছে যাচ্ছি, দেখেছি তাঁরা আমাকে নিজের মেয়ের মতোই ভালবাসছেন। আমার বাবার জন্যই আমি এত ভালবাসা পাচ্ছি। উপত্যকাবাসীর জন্য নিরাপত্তা ও সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত করাই আমার লক্ষ্য।” তাঁর মতে, ন্যাশনাল কনফারেন্স মানুষকে অনেক কিছুই দিতে পারেনি। শগুনের অভিযোগ, ওমর আব্দুল্লাহ গুজ্জর ছেলেমেয়েদের স্কুল-কলেজের কথা চিন্তা করেননি, রিজার্ভেশন কেড়ে নিয়েছেন। জম্মু ও কাশ্মীরের সাধারণ মানুষের কথাও এতদিন চিন্তা করা হয়নি বলে অভিযোগ জানিয়েছেন শগুন। তিনি বলেন, “এই নির্বাচনে নিরঙ্কুশ পরাজয়ের সম্মুখীন হবে বিরোধীরা। মানুষ শান্তি ও উন্নয়ন চায়। সেইলক্ষ্যেই কিশতওয়ারে সবচেয়ে বেশি ভোট পড়েছে। বিজেপি মানুষের আশা পূরণ করতে প্রতিশ্রুতিবদ্ধ।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share