Tag: Amit Shah

Amit Shah

  • Amit Shah: ‘ট্রিপল ট্রাবল থেকে উদ্ধার পেতে চাইলে বিজেপিকে ভোট দিন’, ত্রিপুরায় জানালেন শাহ

    Amit Shah: ‘ট্রিপল ট্রাবল থেকে উদ্ধার পেতে চাইলে বিজেপিকে ভোট দিন’, ত্রিপুরায় জানালেন শাহ

    মাধ্যম নিউজ ডেস্ক: শনিবার ত্রিপুরায় (Tripura) দুটি জনসভা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। ত্রিপুরা বিধানসভা নির্বাচন উপলক্ষে আয়োজিত ওই জনসভায় তিনি ডবল ইঞ্জিন সরকারের উপকারিতা সম্পর্কে বলেন। তার ঠিক ২৪ ঘণ্টার মধ্যেই ত্রিপুরেশ্বরীর রাজ্যে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। ত্রিপুরার চাঁদিপুর থেকে বিজয় সংকল্প যাত্রা থেকে বক্তব্য রাখেন শাহ।

    শাহি বচন…

    তিনি বলেন, ত্রিপুরার জন্য কমিউনিস্ট, কংগ্রেস ভাল কোনও কিছুই করতে পারে না। তিপ্রা মোথার তো কোনও প্রশ্নই ওঠে না। শাহ বলেন, উন্নয়ন করতে পারে কেবল ভারতীয় জনতা পার্টিই। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২৭ বছর ধরে ত্রিপুরায় মানিক সরকার কী কী করেছেন, রিপোর্ট কার্ড নিয়ে আসুন। আপনি যদি কিছু করেও থাকেন, আপনার দলের লোকেরা এক আদিবাসী নেতাকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করে দিল। আপনার নাম তোলেননি। আর আপনিও ত্রিপুরার জন্য কিছু করেননি। তিনি বলেন, আমরা দুটি বিমানবন্দর বানানোর কাজ করেছি।

    আরও পড়ুুন: ভারত দেনেওয়ালা হয়ে গিয়েছে, লেনেওয়ালা নেই, এটাই বিকাশ, জানালেন নাড্ডা

    বাঁশ এক্সপোর মাধ্যমে বাঁশ চাষ আরও এগিয়ে নিয়ে যাওয়া হবে বলেও জানান শাহ। তিনি বলেন, মৎস্য সহায়তা যোজনার মাধ্যমে সব মৎস্যজীবীদের ছ হাজার টাকা করে দেওয়া হবে প্রতি বছর। আগামী পাঁচ বছরে চা বাগানের শ্রমিকদের ১৬০০ বর্গকিমি জমি দেওয়া হবে বিনামূল্যে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী (Amit Shah) বলেন, পিএম কিষান সম্মাননিধি যোজনায় কেন্দ্রীয় সরকার এখন দেশের কৃষকদের বছরে ছ হাজার টাকা করে দিয়ে থাকে। আগামী বছর বিজেপি সরকার গঠন করলে এই টাকা বাড়িয়ে ৮ হাজার টাকা করা হবে।

    শাহ বলেন, ত্রিপুরা ট্রিপল ট্রাবলের মুখোমুখি হয়েছে। এই তিন ট্রাবল হল কংগ্রেস, সিপিএম এবং তিপ্রা মোথা। তিনি বলেন, আপনারা যদি ট্রিপল ট্রাবল থেকে উদ্ধার পেতে চান, তাহলে ডবল ইঞ্জিন বিজেপি সরকারে ভোট দিন। শাহ বলেন, ২০১৬ ও ২০১৭ সালে যখন এসেছিলাম তখন এখনকার সবাই কমিউনিস্টদের নিয়ে ভয়ে ভয়ে থাকত। পানীয় জলের সংযোগ নিতে হলে ওদের ক্যাডারদের কাছে যেতে হত, রেশন কার্ড, চাকরি পাওয়ার জন্যও ক্যাডারদের কাছে যেতে হত। ২৭ বছর পর ক্যাডারদের থেকে মুক্তি মিলেছে। তিনি (Amit Shah) বলেন, এইবার আর ক্যাডারদের ঢুকতে দেবেন না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Amit Shah: বিজেপির শাসনে ত্রিপুরায় আর গোলা-বারুদের শব্দ শোনা যায় না, প্রচারে গিয়ে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

    Amit Shah: বিজেপির শাসনে ত্রিপুরায় আর গোলা-বারুদের শব্দ শোনা যায় না, প্রচারে গিয়ে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: আর সাত দিন পরেই ত্রিপুরায় হতে চলেছে বিধানসভা নির্বাচন। ক্ষমতা ধরে রাখতে মরিয়া বিজেপি। এবার ময়দানে নামলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। এই মুহূর্তে নির্বাচনী প্রচারে ত্রিপুরায় রয়েছেন তিনি। সোমবার ত্রিপুরায় একাধারে দুটি জনসভা এবং এক পদযাত্রা করলেন বিজেপির সেকেন্ড-ইন-কম্যান্ড। শান্তিরবাজারে জনসভার মধ্য দিয়েই নির্বাচনী প্রচার শুরু করলেন। আর বক্তব্যের শুরুতেই বাম-কংগ্রেসের দিকে আক্রমণ শানালেন তিনি। সভা থেকে বাং-কংগ্রেস জোটকে আক্রমণ শানানোর পাশাপাশি বিজেপির উন্নয়নের খতিয়ানও তুলে ধরেন তিনি।

    কী বললেন শাহ?  

    ত্রিপুরাসুন্দরীকে প্রণাম জানিয়েই বক্তব্য শুরু করেন শাহ (Amit Shah)। তিনি বলেন, “৫ বছরে ত্রিপুরায় বদল এসেছে। আগে উগ্রবাদ, ড্রাগ পাচার, মানব পাচার, ভ্রষ্টাচার, আদিবাসীদের উপর অত্যাচার চলত। বিজেপির দুই মুখ্যমন্ত্রী বিপ্লব দে ও মানিক সাহার তৎপরতায় এই সমস্ত বন্ধ হয়েছে। প্রতিটি ঘরে জল, বিদ্যুৎ, গ্যাস সিলিন্ডার পৌঁছেছে। সুরক্ষার বাতাবরণ এসেছে।” 

    আরও পড়ুন: ১০০ দিনের কাজে দুর্নীতির অভিযোগ, জবকার্ডে আধার সংযোগ হয়নি, কেন্দ্রের বরাদ্দ আটকানোর ভয়ে নবান্ন?

    তিনি আরও বলেন, “সমগ্র উত্তর-পূর্বাঞ্চলে শান্তি স্থাপনে মোদী সরকার বিশেষ তৎপর হয়েছে। ত্রিপুরায় আজ গোলাগুলির বদলে রেল আর বিমানের শব্দ মেলে। ৪০ হাজার আদিবাসীকে স্থায়ী চাকরি দিয়েছি।”

    স্বরাষ্ট্রমন্ত্রী (Amit Shah) এদিন বলেন, “দেশ স্বাধীন হওয়ার ৭৫ বছরে কখনও আদিবাসী রাষ্ট্রপতি হয়নি। আমরা এক দরিদ্র আদিবাসী ঘরের মহিলাকে রাষ্ট্রপতি করিয়েছি। আদিবাসীদের উন্নয়নে সারা দেশে ৩১ হাজার বাজেট বাড়িয়ে ৮৬ হাজার বরাদ্দ করেছি।”

    বাম-কংগ্রেসকে এদিন একহাত নেন শাহ (Amit Shah)। তাঁর কথায়, “সিপিএম জিততে পারবে না জেনেই কংগ্রেসের সাথে জোট বেঁধেছে। তিপ্রামথার সাথে গোপনে সমঝোতা করেছে।” বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতির অভিযোগ, বাম-কংগ্রেস ভোট দেওয়া মানে ত্রিপুরায় হিংসার পরিবেশ তৈরি করা।”

    তবে এদিন জনসভা থেকে তৃণমূলের নাম একবারও নেননি শাহ (Amit Shah)। ঘাসফুল শিবিরের বিরুদ্ধে একটি কথাও বলতে শোনা যায়নি তাঁকে। রাজনৈতিক মহলের মত, ত্রিপুরায় যে তৃণমূলের কোনও প্রাসঙ্গিকতাই নেই, শাহের এদিনের বক্তৃতা থেকেই তা স্পষ্ট।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

     

     

     

  • PACS: ‘পাঁচ বছরের মধ্যেই সব পঞ্চায়েতে মিল্ক ডেয়ারি ও ফিশারি সোসাইটি গড়ে উঠবে’, বললেন শাহ

    PACS: ‘পাঁচ বছরের মধ্যেই সব পঞ্চায়েতে মিল্ক ডেয়ারি ও ফিশারি সোসাইটি গড়ে উঠবে’, বললেন শাহ

    মাধ্যম নিউজ ডেস্ক: কো-অপারেশনকে প্রোমোট করতে কেন্দ্রীয় বাজেটে নানা স্কিমের কথা উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। কথাগুলি যিনি বললেন, তিনি আর কেউ নন স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা কো-অপারেটিভ মন্ত্রী অমিত শাহ শনিবার বলেন, সম্প্রতি সংসদে যে কেন্দ্রীয় বাজেট পেশ করা হয়েছে তাতে দু লক্ষ বহুমুখী প্রাইমারি এগ্রিকালচারাল ক্রেডিট সোসাইটি (PACS) রেজিস্ট্রেশন করার জন্য পর্যাপ্ত পরিমাণ বরাদ্দ করা হয়েছে। তিনি বলেন, প্রতিটি পঞ্চায়েত ডেয়ারি কিংবা ফিশারি কো-অপারেটিভ সোসাইটি তৈরি নিশ্চিত করতে প্রাইমারি এগ্রিকালচারাল ক্রেডিট সোসাইটি তৈরি করা হয়েছিল।

    অমিত শাহ…

    এদিন ঝাড়খণ্ডের দেওঘরে ন্যানো ইউরিয়া প্ল্যান্টের শিলান্যাস অনুষ্ঠানে যোগ দেন অমিত শাহ। প্ল্যান্টটি ইন্ডিয়ান ফার্মার্স ফার্টিলাইজার কো-অপারেটিভের। ওই অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা কো-অপারেটিভ মন্ত্রী অমিত শাহ বলেন, কো-অপারেশনকে প্রোমোট করতে কেন্দ্রীয় বাজেটে নানা স্কিমের কথা উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগে কো-অপারেশনের প্রোডাকশনের ওপর যে ২৬ শতাংশ কর ধার্য করা হত, এখন তা কমে ১৫ শতাংশ করা হয়েছে।

    আরও পড়ুুন: ফের রক্তাক্ত বাসন্তী! বোমা বাঁধার সময় বিস্ফোরণে মৃত্যু ১ জনের, আহত ২

    তিনি বলেন, যে সব পঞ্চায়েতে মিল্ক ও ফিশারি সোসাইটি নেই, সেগুলি পরীক্ষা করতে আমরা একটা কো-অপারেশন মন্ত্রক তৈরি করেছি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কো-অপারেশন মন্ত্রক তৈরি করার পর আমরা গোটা দেশে কোথায় কোথায় কো-অপারেটিভ নেই তা জানতে ডেটা ব্যাঙ্ক তৈরি করেছি। এই ব্যাঙ্ক থেকেই জানা যাবে কোথায় কোথায় প্রাইমারি এগ্রিকালচারাল ক্রেডিট সোসাইটি (PACS), মিল্ক কিংবা ফিশারি নেই। এর পরেই তিনি বলেন, আগামী পাঁচ বছর পরে দেখা যাবে দেশে এমন একটিও পঞ্চায়েত নেই যেখানে প্রাইমারি এগ্রিকালচারাল ক্রেডিট সোসাইটি নেই। কৃষিতে মাত্রতিরিক্ত রাসায়নিক সার ব্যবহারের কুফল সম্পর্কেও এদিন কৃষকদের সাবধান করে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, আমি কৃষকভাইদের বলতে চাই, জমিতে মাত্রাতিরিক্ত রাসায়নিক সার ব্যবহার করলে আদতে ক্ষতি হবে ফসলের। ক্ষতি হবে মাটিরও। তিনি বলেন, আপনি যদি প্রাকৃতিক ইউরিয়া ব্যবহার করেন তাহলে বাড়বে ফসলের উৎপাদন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।    

     
     
  • BJP National Executive: বিজেপির সভাপতি পদে বহাল রইলেন নাড্ডাই, শাহি ঘোষণার কারণ জানেন?  

    BJP National Executive: বিজেপির সভাপতি পদে বহাল রইলেন নাড্ডাই, শাহি ঘোষণার কারণ জানেন?  

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের জেপি নাড্ডার (JP Nadda) ওপরই ভরসা রাখল গেরুয়া শিবির। মঙ্গলবার ভারতীয় জনতা পার্টির জাতীয় সভাপতি হিসেবে বাড়ানো হল নাড্ডার মেয়াদ। আগামী বছর দেশে সাধারণ নির্বাচন। এই সময় পর্যন্ত নাড্ডাই থাকছেন বিজেপির সভাপতি। বিজেপি নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) ঘোষণা, ভারতীয় জনতা পার্টির জাতীয় সভাপতি হিসেবে জেপি নাড্ডার মেয়াদ ২০২৪ সালের জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। এদিন জাতীয় কর্মসমিতির (BJP National Executive) বৈঠকে শাহ বলেন, জেপি নাড্ডার নেতৃত্বে বিহারে আমাদের সর্বোচ্চ স্ট্রাইক রেট ছিল। এনডিএ মহারাষ্ট্রে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, উত্তর প্রদেশে জিতেছে এবং পশ্চিমবঙ্গে আমাদের সংখ্যা বেড়ছে। তিনি বলেন, আমরা গুজরাটেও জয় পেয়েছি। নাড্ডার নেতৃত্বে ১২০টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি জয়ী হয়েছে ৭৩টি আসনে।

    মোদিজির নেতৃত্বে…

    কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমি নিশ্চিত যে মোদিজির নেতৃত্বে এবং নাড্ডাজির সঙ্গে আমরা ২০২৪ সালের নির্বাচনে ২০১৯ এর তুলনায় বেশি আসনে জিতব। প্রসঙ্গত, ২০২০ সালের ২০ জানুয়ারি তিন বছরের জন্য সভাপতি পদে নির্বাচিত হয়েছিলেন নাড্ডা। এর পর এদিন ফের বাড়ানো হল তাঁর কার্যকালের মেয়াদ। এদিকে, চলতি বছর ৯টি রাজ্যের বিধানসভা নির্বাচন হওয়ার কথা। এই ৯টি রাজ্যেই জিততে হবে বিজেপিকে। সোমবার বিজেপির জাতীয় কর্মসমিতির (BJP National Executive) বৈঠকে এই সুরই বেঁধে দিলেন বিজেপির সভাপতি জেপি নাড্ডা (BJP National Executive)। এদিনের বৈঠকে তিনি বলেন, এখন থেকেই ঝাঁপিয়ে পড়ুন বিধানসভা নির্বাচনের জন্য। ৯টি রাজ্যের বিধানসভা নির্বাচনেই আমাদের জয়ী হতে হবে। এদিন পাশ হয়েছে রাজনৈতিক প্রস্তাব। নরেন্দ্র মোদির নেতৃত্বে বিশ্ব দরবারে ভারতের মুখ উজ্জ্বল হয়েছে বলে তাতে বলা হয়েছে। যদিও বিরোধীরা সরকার এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিরন্তর আক্রমণ করে চলেছেন, তা সত্ত্বেও।

    নাড্ডার নির্দেশ, দলের সব নেতানেত্রীকে কোমর বেঁধে নামতে হবে। যাতে ৯টি রাজ্যেই জয়ী হয় বিজেপি। তাহলে চব্বিশের লোকসভা নির্বাচনে হ্যাটট্রিকের রাস্তা আরও মসৃণ হবে। নাড্ডা বলেন, বাইশে গুজরাটে যেভাবে বিপুল আসনে বিজেপি জয়ী হয়েছে, সেই মডেলে বাকি রাজ্যগুলিতে ভোট করাতে হবে কর্মীদের (BJP National Executive)। ঐতিহাসিক জয় চাই। প্রসঙ্গত, যে ৯টি রাজ্যে জয় চাইছেন বিজেপি নেতৃত্ব, সেই রাজ্যগুলির মধ্যে মধ্যপ্রদেশ, কর্নাটক এবং ত্রিপুরায় বিজেপির সরকারই রয়েছে। নাগাল্যান্ড ও মেঘালয়ে রয়েছে জোট সরকার।

  • JP Nadda: দ্বিতীয়বার দায়িত্ব নিয়েই বঙ্গ সফরে নাড্ডা, জেনে নিন কর্মসূচি   

    JP Nadda: দ্বিতীয়বার দায়িত্ব নিয়েই বঙ্গ সফরে নাড্ডা, জেনে নিন কর্মসূচি   

    মাধ্যম নিউজ ডেস্ক: তাঁর নেতৃত্বেই আস্থা রেখেছেন  অমিত শাহ (Amit Shah)। তাঁর পারফরমেন্সে খুশি স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও (PM Modi)। সেই কারণে মঙ্গলবারই সভাপতি পদে মেয়াদ বৃদ্ধি হয়েছে জেপি নাড্ডার (JP Nadda)। দ্বিতীয়বারের জন্য দলের দায়িত্ব পেয়েই বঙ্গ সফরে আসছেন বাংলার জামাই জেপি নাড্ডা। দলের সর্বভারতীয় সভাপতিকে অভ্যর্থনা জানাতে প্রস্তুত বিজেপির বঙ্গ বাহিনী।

    কর্মসূচি…

    বুধবার রাতে কলকাতা বিমানবন্দরে নামছেন জেপি নাড্ডা। তাঁকে স্বাগত জানাতে যাবেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপির রাজ্য নেতৃত্ব। সেখান থেকে তিনি যাবেন নিউটাউনের একটি হোটেলে। বৃহস্পতিবার তাঁকে সংবর্ধনা দেবে বঙ্গ বিজেপি। পরে নাড্ডা (JP Nadda) যাবেন নদিয়ায়। ইসকন মন্দিরে পুজো দেবেন তিনি। এদিন বেলা ১২টায় বেথুয়াডহরি জুনিয়র ইস্টবেঙ্গল ময়দানে প্রকাশ্য জনসভায় অংশ নেবেন তিনি। সেই সভায় বঙ্গ বিজেপির সমস্ত পদাধিকারীকে হাজির থাকতে বলা হয়েছে। বিজেপি সূত্রে খবর, নাকাশিপাড়ায়ই কোথাও দলের পদাধিকারীদের সঙ্গে বৈঠকে বসতে পারেন নাড্ডা। তাঁর নিরাপত্তারক্ষীদের অনুমোদন সাপেক্ষে সেই বৈঠক হতে পারে নদিয়ারই কোনও দলীয় দফতরে। সেখানেই সংগঠন ও রণকৌশল নিয়ে রাজ্য নেতৃত্বকে বার্তা দেওয়ার কথা বিজেপির সর্বভারতীয় সভাপতির।

    আরও পড়ুুন: ‘‘মোদি এলেই জিতব এটা ভাববেন না, সংগঠনে জোর দিন’’, বিজেপি কর্মীদের উদ্দেশে বার্তা মোদির

    প্রথমে ঠিক ছিল, ১৯ জানুয়ারি বৃহস্পতিবার এ রাজ্যে দুটি সভা করবেন নাড্ডা (JP Nadda)। একটি সভা হওয়ার কথা ছিল হুগলির আরামবাগে, অন্যটি কৃষ্ণনগর লোকসভার কোনও একটি জায়গায়। আবহাওয়ার কারণে সেই কর্মসূচি কেটেছেঁটে করা হয়েছে একটি। পরে জানা যায়, কৃষ্ণনগর লোকসভার অন্তর্গত নাকাশিপাড়ায়ই সভা করবেন নাড্ডা। দোরগোড়ায় পঞ্চায়েত নির্বাচন। মধ্য এপ্রিলে হতে পারে এই নির্বাচন। ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্যের প্রায় সব রাজনৈতিক দলই। নানা কেলেঙ্কারিতে নাম জড়ানোয় ব্যাকফুটে রাজ্যের শাসক দল তৃণমূল। অ্যাডভান্টেজ বিজেপি। সেই সুযোগটাই কাজে লাগাতে চাইছে কেন্দ্রের শাসক দল। গেরুয়া শিবিরের লক্ষ্য হল, বুথ স্তরে সাংগঠনিক শক্তি বৃদ্ধি। এটা করতে পারলে একদিকে যেমন লাভ হবে পঞ্চায়েত ভোটে, তেমনি সারা হয়ে থাকবে লোকসভা নির্বাচনের সলতে পাকানোর কাজটিও। এদিনের সভায় বঙ্গ বিজেপি নেতৃত্বকে সেই বার্তাই নাড্ডা দিতে পারেন বলে ধারণা রাজনৈতিক মহলের। এদিকে, বুধবারই কলকাতায় আসার কথা সুনীল বনশলের। আসছেন মঙ্গল পাণ্ডে, আশা লাকড়ারাও।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     
     
  • Ram Mandir: ২০২৪ সালের জানুয়ারির মধ্যেই হয়ে যাবে রাম মন্দির, ত্রিপুরায় ঘোষণা শাহের

    Ram Mandir: ২০২৪ সালের জানুয়ারির মধ্যেই হয়ে যাবে রাম মন্দির, ত্রিপুরায় ঘোষণা শাহের

    মাধ্যম নিউজ ডেস্ক: ২০২৪ সালের মধ্যেই তৈরি হয়ে যাবে রাম মন্দির (Ram Mandir)। বৃহস্পতিবার ত্রিপুরা সফরে গিয়ে এ কথা জানিয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। ২০২৪ সালে রয়েছে লোকসভা নির্বাচন। তার আগে যে রাম মন্দির নির্মাণের কাজ শেষ হয়ে যাবে তা নিয়ে জল্পনা ছিলই। এদিন তাতেই শিলমোহর দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এবং এজন্য তিনি বেছে নিলেন ত্রিপুরার মাটিকে। কারণ চলতি বছরই রয়েছে ত্রিপুরা (Tripura) বিধানসভার নির্বাচন।

    জন বিশ্বাস যাত্রা…

    উপজাতি অধ্যুষিত ত্রিপুরার ধর্মনগরে বৃহস্পতিবার জন বিশ্বাস যাত্রার উদ্বোধন করতে বিজেপি শাসিত এই রাজ্যে আসেন শাহ। সেখানেই তিনি জানিয়ে দেন রাম মন্দির নির্মাণের কাজ কবে শেষ হবে। এদিন কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে কটাক্ষ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাহুল বাবা শুনুন, আমি রাম মন্দির তৈরি হয়ে যাওয়ার দিনক্ষণ ঘোষণা করছি। এর পরেই শাহ বলেন, অযোধ্যার রাম মন্দির তৈরি হয়ে যাবে ২০২৪ সালের ১ জানুয়ারিতেই।

    গত বছরের অক্টোবরের প্রথম দিকেই জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট জানিয়ে দিয়েছিল, অযোধ্যার রাম মন্দির (Ram Mandir) নির্মাণের কাজ অর্ধেকেরও বেশি এগিয়ে গিয়েছে। ২০২৪ সালের জানুয়ারি মাস থেকে তা পর্যটকদের জন্য খুলে যাবে বলেও জানানো হয়েছিল ওই ট্রাস্টের তরফে। ট্রাস্ট সূত্রে খবর, ওই সময়ের মধ্যে মন্দিরে মূর্তি বসানোর কাজও শেষ হয়ে যাবে। অযোধ্যায় ২.৭৭ একর জমিতে মূলত গ্রানাইট পাথর দিয়ে তৈরি হচ্ছে রাম মন্দির। মন্দিরে থাকবে সিংহ দরজা। তা ছাড়াও থাকবে আরও ১২টি দরজা। স্তম্ভ থাকবে ৩৯২টি। মন্দিরে ভূমিকম্পের কোনও প্রভাব পড়বে না বলেও ট্রাস্ট সূত্রে খবর।

    আরও পড়ুুন: সন্ত্রাসবাদীদের মদতদাতাদেরও নির্মূল করতে হবে, জম্মু-কাশ্মীর নিয়ে বৈঠকে অমিত শাহ

    এদিকে, এদিন জন বিশ্বাস যাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে শাহ বলেন, ২০২৩ সালের ভোটে ত্রিপুরা থেকে কমিউনিস্টদের উৎখাত করাই হবে প্রধান কাজ। তিনি বলেন, আগে এখানে সাধারণ মানুষকে দিনের প্রতিটি কাজের আগে কোনও ক্যাডারের অনুমতি নিতে হত। এখন দেখুন, কোথাও কমিউনিস্টদের টিকিটি মিলবে না। শাহ বলেন, ত্রিপুরা থেকে সন্ত্রাসবাদ মুছে দিয়েছে বিজেপি। উত্তর-পূর্ব ভারতের সার্বিক উন্নতির জন্য কাজ করে চলেছে নরেন্দ্র মোদির সরকার। ত্রিপুরাকে আগে মানুষ মাদক পাচার, হিংসা, দেশবিরোধী কার্যকলাপের জন্য চিনত। এখন এই রাজ্যকে উন্নয়ন, অসাধারণ পরিকাঠামো, ক্রীড়াক্ষেত্রে সাফল্য, বিনিয়োগ এবং জৈব খামারের জন্য প্রশংসা করে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Delhi Hit and Run: ঠিক কী ঘটেছিল দ্রুত জানাক পুলিশ! দিল্লির ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় রিপোর্ট তলব স্বরাষ্ট্রমন্ত্রীর

    Delhi Hit and Run: ঠিক কী ঘটেছিল দ্রুত জানাক পুলিশ! দিল্লির ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় রিপোর্ট তলব স্বরাষ্ট্রমন্ত্রীর

    মাধ্যম নিউজ ডেস্ক: দিল্লি দুর্ঘটনা-কাণ্ডে (Delhi Hit and Run) পুলিশের কাছে রিপোর্ট চাইলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পুলিশ সূত্রে খবর, নববর্ষের রাতে স্কুটি চালিয়ে বাড়ি ফিরছিলেন অঞ্জলি সিং নামে ২০ বছরের ওই তরুণী। গাড়ির সঙ্গে স্কুটির সংঘর্ষ ঘটে। দুর্ঘটনার জেরে তরুণীর পোশাক গাড়ির চাকায় আটকে যায়। এই অবস্থাতেই ছুটতে থাকে গাড়িটি। যার জেরে গাড়ির চাকায় আটকে যান অঞ্জলি। তাঁকে টেনেহিঁচড়ে নিয়ে প্রায় ১৩ কিলোমিটার নিয়ে যায় ঘাতক গাড়িটি। এই ঘটনায় দিল্লি পুলিশের স্পেশাল কমিশনার শালিনী সিংকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।

    কী ঘটেছিল

    গোটা ঘটনার CCTV ফুটেজ দেখে চমকে উঠছে গোটা দেশ। উঠছে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ। প্রশ্ন উঠেছে ঘণ্টা দেড়েক একই রাস্তায় ঘুরতে থাকা গাড়িটিকে কেন ধরতে পারল না পুলিশ? দিল্লির এই ঘটনা (Delhi Hit and Run) কী শুধুই দুর্ঘটনা? নাকি আরও বড় কোনও ষড়যন্ত্র রয়েছে নেপথ্যে? স্থানীয় সূত্রে খবর, কয়েক কিলোমিটার তরুণীকে টেনে নিয়ে যাওয়ার পর কাঞ্ঝাওয়ালা এলাকায় তরুণীর দেহ গাড়িটি থেকে আলাদা হয়। এদিকে ভোর ৩টে বেজে ২৪ মিনিটে পুলিশ কন্ট্রোল রুমে ফোন করে একজন জানান যে একটি গাড়ি তরুণীকে টেনে নিয়ে যাচ্ছে। পরে ভোর ৪টে ১১ মিনিটে আরও একটি ফোন আসে। সেই সময় বলা হয়, রাস্তায় তরুণীর নগ্ন দেহ দেখতে পাওয়া গিয়েছে। এই ঘটনার পর রবিবার দিল্লি পুলিশ ঘাতক গাড়িটি সনাক্ত করে। মৃত তরুণীর মা রেখার দাবি, তাঁর মেয়েকে যৌন হেনস্তা করা হয়েছে।

    আরও পড়ুন: ফের টাকার পাহাড়ের খোঁজ কলকাতায়, ৫৬ লক্ষ নগদ টাকা সহ গ্রেফতার ৯

    স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ

    পুলিশ সূত্রে খবর, ওই গাড়িতে মোট ৫জন ছিল। পরে ওই পাঁচজনকে গ্রেফতার করা হয়। তাদের তিনদিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে,গাড়ির চালক এবং আরোহীরা মদ্যপান করেছিলেন। শীতের দিল্লিতে জানলার কাচ বন্ধ করে গাড়ির ভিতরে জোরে মিউজিক সিস্টেম চালিয়েছিলেন তাঁরা। প্রায় ঘণ্টাখানেক পরে অভিযুক্তরা ‘বুঝতে পারেন’ যে গাড়ির চাকায় কিছু একটা আটকে রয়েছে। তাঁরা গাড়ি থেকে নেমে দেখেন চাকায় আটকে রয়েছেন অঞ্জলির দেহ। এর পর চাকা থেকে দেহ সরিয়ে রাস্তায় ফেলে চম্পট দেন তাঁরা। এদিকে গোটা ঘটনায় হস্তক্ষেপ করেছেন খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি দিল্লি পুলিশকে নির্দেশ দিয়েছেন, দ্রুত পদক্ষেপ করুন। নির্ভয়ে কাজ করুন। নর্থব্লক সূত্রে খবর, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Union Home Minister Amit Shah) নির্দেশে দিল্লির পুলিশ কমিশনারের কাছে গোটা ঘটনার বিস্তারিত রিপোর্ট চাওয়া হয়েছে। দিল্লির স্পেশাল পুলিশ কমিশনারকেও তদন্ত করে নর্থ ব্লকে রিপোর্ট দিতে বলা হয়েছে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Amit Shah: বছরের প্রথমেই রাজ্যে আসছেন অমিত শাহ! জোড়া সভা বীরভূম ও আরামবাগে

    Amit Shah: বছরের প্রথমেই রাজ্যে আসছেন অমিত শাহ! জোড়া সভা বীরভূম ও আরামবাগে

    মাধ্যম নিউজ ডেস্ক: বছরের প্রথম মাসেই বঙ্গ সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবার সাংগঠিনক কাজেই বাংলায় আসছেন অমিত। বিজেপি (BJP) সূত্রে জানা গিয়েছে, আগামী ১৭ জানুয়ারি হুগলির আরামবাগ এবং বীরভূম, এই দুই জায়গায় একই দিনে জোড়া সভা করবেন শাহ। এর আগে, ২০২১-এর বিধানসভা নির্বাচনের প্রচারেও বাংলায় একাধিক সভা করেছেন শাহ। ২০২৪-এর আগে বাংলাতে তাঁকে দিয়েই প্রচার শুরু করতে চলেছেন কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব। 

    পাখির চোখ লোকসভা নির্বাচন 

    ২০২৪-এর লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে আরও বেশি সাংসদ নিয়ে যেতে ইতিমধ্যে পরিকল্পনা ছকে ফেলেছে বিজেপি। সেই পরিকল্পনা বাস্তবায়নের প্রথম ধাপ হিসাবে চলতি মাসেই ফের রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আাগমী, ১৭ জানুয়ারি শাহের সফরে যে ২ জায়গায় সভা করার কথা রয়েছে তার মধ্যে বীরভূম বিজেপির জন্য কঠিন চ্যালেঞ্জ। গোটা জেলায় সেখানে তৃণমূলেরই একাধিপত্য। তবে আরামবাগের হিসাবটা আলাদা। সেখানে গত লোকসভা নির্বাচনে এক চুলের জন্য জিতে যান তৃণমূল প্রার্থী আফরিন আলি। হুগলি জেলার একাংশে বিজেপির প্রভাব চোখে পড়ার মতো। এই জেলারই হুগলি আসনের সাংসদ বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। ফলে সেখানে শাহের সভা বিজেপিকে সুবিধা করে দিতে পারে বলে মনে করা হচ্ছে। 

    আরও পড়ুন: ‘বাবার মৃত্যুর সময়ও কর্তব্যে অবিচল ছিলেন মোদি’, স্মৃতির সাগরে ডুব ভিএইচপি নেতার

    রাজ্যে আসবেন মোদি-নাড্ডাও

    তবে শুধু শাহ নন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi), বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (JP Nadda)-কেও বাংলায় প্রচারে দেখা যাবে। বিজেপি সূত্রে খবর, চলতি বছর এই তিন জনকে দিয়ে বাংলায় মোট ৩০টি সভা করানোর পরিকল্পনা রয়েছে বিজেপি-র। এর মধ্যে শাহ এবং নাড্ডা, দু’জনে ১২টি করে সভা করবেন। মোদি বাংলায় সভা করবেন ৫টি। তাঁদের ছাড়াও কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপি-র শীর্ষ নেতাদেরও বাংলায় দেখা যেতে পারে আগামী দিনে। লোকসভা নির্বাচনের ক্ষেত্রে বাংলাকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখছে বিজেপি-র কেন্দ্রীয় নেতৃত্ব। এর আগে ২০১৯ সালে ১৮টি আসন দখল করে ২২টি আসন পাওয়া তৃণমূলের ঘাড়ে নিঃশ্বাস ফেলেছিল বিজেপি। এ বার বিজেপি আরও বড় লক্ষ্য নিয়ে নামতে চলেছে বলে মনে করছে রাজনৈতিক মহল। বাংলায় তৃণমূলের থেকে বেশি আসন পাওয়াই আশু লক্ষ্য গেরুয়া শিবিরের।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Amit Shah: কর্নাটকে ভোটের বাদ্যি বাজালেন শাহ, তুলোধোনা করলেন কংগ্রেস, জেডিএসকে

    Amit Shah: কর্নাটকে ভোটের বাদ্যি বাজালেন শাহ, তুলোধোনা করলেন কংগ্রেস, জেডিএসকে

    মাধ্যম নিউজ ডেস্ক: ভোটের বাদ্যি বাজিয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। শুক্রবার কর্নাটকের (Karnataka) মাণ্ড্য এলাকায় এক জনসভায় ভাষণ দেন তিনি। সেখানেই বাজান ভোটের বাদ্যি। ২০২৩ সালে রয়েছে কর্নাটক বিধানসভার নির্বাচন। মাণ্ড্যতে চলছে বিজেপির (BJP) সঙ্কল্প যাত্রা। সেই উপলক্ষে আয়োজন করা হয়েছিল জনসভার। সেই জনসভায় ভাষণ দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এই সভায় কংগ্রেস এবং জেডিএসকে একহাত নেন শাহ। এই দুই দলকে তিনি অভিহিত করেন রাজবংশীয় দল হিসেবে। কংগ্রেস এবং জেডিএসকে শাহ লুঠেরাদের দল বলেও অভিহিত করেন। তিনি বলেন, এই দুই দল দীর্ঘ দিন ধরে রাজ্যের সম্পদ লুঠ করেছে। রাজ্যকে তারা ব্যবহার করছে এটিএম হিসেবে।

    শাহ উবাচ…

    কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজ্যে যখন কংগ্রেস সরকার ছিল, তখন তারা হাইকমান্ডের কাছে রাজ্যকে ব্যবহার করেছে এটিএম হিসেবে। আর জেডিএস তো একটা পরিবারের কাছে ছিল এটিএম। অমিত শাহ বলেন, দুই দলই দুর্নীতিগ্রস্ত। এই দুই দলের আমলে রাজ্যে কোনও উন্নয়ন হয়নি। তিনি বলেন, বিজেপির ডবল ইঞ্জিন সরকার এ রাজ্যে ব্যাপক উন্নয়ন করছে।

    কংগ্রেস এবং জেডিএস দুই দলকেই সাম্প্রদায়িক বলে দেগে দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর অভিযোগ, এই দুই দল অপরাধীদের আশ্রয় দেয়। শাহ বলেন, কংগ্রেস শতাব্দীর পর শতাব্দী ধরে দলিত এবং আদিবাসীদের উপেক্ষা করেছে, প্রতারণা করেছে। তিনি বলেন, বিজেপি দলিত সম্প্রদায়ের প্রতিনিধি রামনাথ কোবিন্দকে রাষ্ট্রপতি করেছে। আদিবাসী সম্প্রদায়ের প্রতিনিধি দ্রৌপদী মুর্মুকেও বসিয়েছে রাষ্ট্রপতি পদে। শাহ বলেন, বিজেপিই একমাত্র এই দুই সম্প্রদায়ের কল্যাণে নিরন্তর কাজ করে চলেছে।

    আরও পড়ুন: সন্ত্রাসবাদীদের মদতদাতাদেরও নির্মূল করতে হবে, জম্মু-কাশ্মীর নিয়ে বৈঠকে অমিত শাহ

    এদিন কংগ্রেসের সিদ্দারামাইয়া সরকারকেও একহাত নেন শাহ। তিনি বলেন, রাজ্যের ১ হাজার ৭০০ পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার ক্যাডারের বিরুদ্ধে করা ৫৬টি মামলা তুলে নিয়েছিল ওই সরকার। আর মোদি সরকার পিএফআইকে নিষিদ্ধ ঘোষণা করেছে। এর নেতাদের জেলে পুরেছে। সন্ত্রাসবাদ নির্মূল করতে মোদি সরকার যে জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা রদ করেছে, এদিন তাও মনে করিয়ে দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ২০২৪ সালের ১ জানুয়ারি অযোধ্যার রাম মন্দির ভক্তদের জন্য খুলে দেওয়া হবে বলেও জানান শাহ। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Amit Shah: সন্ত্রাসবাদীদের মদতদাতাদেরও নির্মূল করতে হবে, জম্মু-কাশ্মীর নিয়ে বৈঠকে অমিত শাহ  

    Amit Shah: সন্ত্রাসবাদীদের মদতদাতাদেরও নির্মূল করতে হবে, জম্মু-কাশ্মীর নিয়ে বৈঠকে অমিত শাহ  

    মাধ্যম নিউজ ডেস্ক: যারা সন্ত্রাসবাদী-বিচ্ছিন্নতাবাদীদের সাহায্য করছে, মদত দিচ্ছে এবং টিকিয়ে রাখতে চাইছে, তাদের নির্মূল করতে হবে। সম্প্রতি উচ্চ পর্যায়ের এক বৈঠকে এই মন্তব্য করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। জম্মু-কাশ্মীর (Jammu & Kashmir) নিয়ে ওই বৈঠকে বসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানেই ওই কথা বলেন তিনি। প্রসঙ্গত, জম্মু-কাশ্মীরে ভোট (Election) হতে পারে শীতের পরে পরেই। তাই সেখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখতে বৈঠকে বসেছিলেন অমিত শাহ। বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভল্লা ছাড়াও ছিলেন বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রধান, আধা সামরিক বাহিনীর কর্তারা এবং জম্মু-কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা। জম্মু-কাশ্মীরের পদস্থ আধিকারিকরাও উপস্থিত ছিলেন ওই বৈঠকে।

    শাহ উবাচ…

    এদিনের বৈঠকে সভাপতিত্ব করেন শাহ। বৈঠক হয় দিল্লিতে। বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সন্ত্রাসবাদের একটা ইকো-সিস্টেম চলছে। এতে সাহায্য করছে, মদত দিচ্ছে এবং টিকিয়ে রাখতে চাইছে সন্ত্রাসবাদী-বিচ্ছিন্নতাবাদীরা। সাধারণ মানুষের স্বার্থেই এদের নির্মূল করতে হবে। এদিনের বৈঠকে জম্মু-কাশ্মীরের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে অবগত হন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী (Amit Shah)। তিনি সাফ জানিয়ে দেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে যে জিরো টলারেন্স নীতি নিয়েছে কেন্দ্র, তার যেন অন্যথা না হয়। জিরো টলারেন্স নীতি সফল করতে প্রয়োজনীয় পরামর্শও দেন তিনি। জম্মু-কাশ্মীরে পরিকাঠামোগত যেসব উন্নয়ন হচ্ছে, সে ব্যাপারেও খোঁজখবর নেন শাহ। সমস্ত প্রকল্প যাতে সময়ের মধ্যেই শেষ হয়, সে ব্যাপারও জোর দেন তিনি। বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা যাতে কেবল যোগ্য প্রাপকরাই পান, সে ব্যাপারেও প্রয়োজনীয় নির্দেশ দেন শাহ। উন্নয়নের সুফল যাতে সমাজের সর্বস্তরের মানুষ পান, সেই দিকটিও দেখার জন্য আধিকারিকদের নির্দেশ দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী (Amit Shah)।

    আরও পড়ুন: আজ না হয় কাল, জম্মু ও কাশ্মীর ফের রাজ্যের তকমা পাবে! ইঙ্গিত কেন্দ্রীয় অর্থমন্ত্রীর

    প্রসঙ্গত, গত সপ্তাহেই জম্মু-কাশ্মীরের ১৬টি জায়গায় তল্লাশি অভিযান চালায় ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি, সংক্ষেপে এনআইএ (NIA)। যেসব সন্ত্রাসবাদী ও বিচ্ছিন্নতাবাদী বেছে বেছে সংখ্যালঘু এবং নিরাপত্তা রক্ষীদের টার্গেট করছে, তাদের খোঁজেই হানা দিয়েছিল এনআইএ। চলতি সপ্তাহে নিরাপত্তা রক্ষীরা সির্দা এলাকায় নিকেশ করেছেন চার সন্ত্রাসবাদীকে। একটি ট্রাকে করে এই সন্ত্রাসবাদীরা উপত্যকায় ঢোকার চেষ্টা করেছিল। মৃত সন্ত্রাসবাদীদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রচুর আগ্নেয়ান্ত্র এবং গোলাবারুদ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

LinkedIn
Share