Tag: Amitabh Bachchan

Amitabh Bachchan

  • Amitabh Bachchan: এবার চোট পাঁজরে! ফের শ্যুটিংয়ে গুরুতর আহত অমিতাভ বচ্চন

    Amitabh Bachchan: এবার চোট পাঁজরে! ফের শ্যুটিংয়ে গুরুতর আহত অমিতাভ বচ্চন

    মাধ্যম নিউজ ডেস্ক: শ্যুটিং চলাকালীন ফের পাঁজরে আঘাত পেলেন বলিউড শাহেনশা অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। জানা যাচ্ছে, চোট এতটাই গুরুতর যে, ছবির কাজ বন্ধ করে দিতে হয়েছে। চিকিৎসকরা বলছেন, অভিনেতার ডানদিকের পাঁজরের পেশি ছিঁড়ে গিয়েছে বলে খবর। তাঁকে হাসপাতালেও নিয়ে যাওয়া হয়েছিল। এ খবর নিজেই জানিয়েছেন অমিতাভ।

    ‘প্রজেক্ট কে’- এর শ্যুটিং চলছে  হায়দ্রাবাদে, সেখানেই ঘটল বিপত্তি 

    জানা গেছে,  হায়দ্রাবাদে দীপিকা পাড়ুকোন, প্রভাস এবং অমিতাভ বচ্চন অভিনীত ‘প্রজেক্ট কে’ ছবির শ্যুটিং চলছিল। সেইসময়েই একটি শট চলাকালীন পাঁজরে গুরুতর আঘাত পান বর্ষীয়ান অভিনেতা। সঙ্গে সঙ্গে তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই জানা যায় যে অমিতাভের (Amitabh Bachchan) পাঁজরের কার্টিলেজ ছিঁড়ে গিয়েছে। আপাতত তাঁকে বিশ্রামে থাকার পরামর্শ দেন চিকিৎসকরা। এরপরই শ্যুট ক্যানসেল করে মুম্বইয়ে ফিরে আসেন অমিতাভ। বর্তমানে নিজের বাড়িতেই সম্পূর্ণ বিশ্রামে রয়েছেন তিনি।

    এটা নতুন কিছু নয়, এর আগেও এমন চোট পেয়েছেন তিনি শ্যুটিং চলাকালীন

    ১৯৮২ সালে ‘কুলি’ ছবির সেটে অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে তলপেটে চোট পান তিনি। শুরু হয়েছিল তলপেটে রক্তক্ষরণ। সে বার কয়েক সপ্তাহ অভিনেতাকে থাকতে হয়েছিল হাসপাতালে। সোমবার অমিতাভের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই অনুরাগীরা সমাজমাধ্যমে তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন।

    চোট নিয়ে কী বললেন বিগ-বি

    নিজের ব্লগে বিগ-বি লেখেন, “চোটের কারণে  হায়দ্রাবাদে শ্যুটিং বাতিল করতে হয়েছে। ডাক্তাররা জানিয়েছেন, এই আঘাত থেকে সেরে উঠতে বেশ কয়েক সপ্তাহ সময় লাগবে। উল্লেখ্য, মুম্বইয়ে নিজের বাড়িতে ফেরার আগে অভিনেতা হায়দ্রাবাদের এআইজি হাসপাতালে সিটি স্ক্যান করান। তখনই কার্টিলেজ ছেঁড়ার বিষয়টি ধরা পড়েছে। একটু যন্ত্রণা তো রয়েছেই। শ্বাস প্রশ্বাস নিতেও সমস্যা হচ্ছে।” এখানেই শেষ নয়। এরপর বিগ বি আরও লেখেন যে, নড়াচড়া করতেও সমস্যা রয়েছে। ব্যথার ওষুধ চলছে। ডাক্তারদের পরামর্শ মেনে যেহেতু সম্পূর্ণ বিশ্রামে রয়েছি।

    প্রতি রবিবার জলসার সামনে ভক্তদের সঙ্গে দেখা করেন বিগ-বি

    প্রতি রবিবার জলসার সামনে ভক্তদের সঙ্গে দেখা করেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। তবে এই রবিবার তিনি পারবেন না, সেই খবর জানাতেই মুখ খোলেন বিগ বি। “তবে কতদিন লাগবে তা এখনই বলা মুশকিল.. আমি আজ সন্ধ্যায় জলসা গেটে শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে দেখা করতে পারছি না.. তাই আসবেন না.. এবং যারা আসতে চান তাঁদের যতটা সম্ভব এই খবর জানাবেন।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

     

     

  • Amitabh Bachchan: ‘ভয়ঙ্কর ভুল’ হয়ে গিয়েছে, নেটিজেনদের কাছে ক্ষমা চাইলেন অমিতাভ বচ্চন

    Amitabh Bachchan: ‘ভয়ঙ্কর ভুল’ হয়ে গিয়েছে, নেটিজেনদের কাছে ক্ষমা চাইলেন অমিতাভ বচ্চন

    মাধ্যম নিউজ ডেস্ক: বলিউডের বিগ বি অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) সোশ্যাল মিডিয়া প্রীতির কথা সবার জানা। সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ মিস্টার বচ্চন। সিনেমার খবর থেকে দৈনিক আবেগ, ভক্তদের সঙ্গে সবসময় নিজের সুখদুঃখ ভাগ করে নিতে দেখা যায় তাঁকে। সম্প্রতি সোশ্যাল মিডিয়া পোস্ট করতে গিয়েই ভুল করে বসেন তিনি। আর সেই ভুল উল্লেখ করেই নেটিজেনদের থেকে ক্ষমা চেয়ে নেন। ভুলকে নিজেই ‘ভয়ঙ্কর ভুল’ বলে উল্লেখ করেছেন তিনি। 

    আরও পড়ুন: “আমার টিআরপি মৃত্যু পর্যন্ত কমাতে পারবি না”, কুনালকে ‘এলি তেলি গঙ্গারাম’ কটাক্ষ মিঠুনের

    কিন্তু কী ভুল করলেন অমিতাভ?

    মিস্টার বচ্চন (Amitabh Bachchan) সাধারণত তাঁর প্রতিটি ট্যুইটের নম্বর দিয়ে থাকন। কিন্তু ৪৫১৪ নম্বর ট্যুইটের পর থেকে নম্বর দেওয়ায় ভুল হয়ে যায়। ৪৫১৪ এর পর সাতটি ট্যুইটের নম্বর গন্ডগোল হয়ে যায়। আর ভুলেই ক্ষমা চেয়ে নেন অমিতাভ। অমিতাভের এই ক্ষমা চাওয়া নিয়ে হাসির রোল পড়ে নেট দুনিয়ায়। ‘ভয়ংকর ভুল’ কথাটা নিয়েও ট্রোল করা হয় তাঁকে। 

    এক নেটিজেন লেখেন, “এই ব্যাখা দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ স্যার। অর্ডারটা ভুল হওয়ায় আমি সত্যিই চিন্তায় ছিলাম। এই কারণে আমার ব্যালান্স শিট ট্যালি করা যাচ্ছিল না।”

    অন্য এক নেটিজেন মজা করে লেখেন, “স্যার এটা ব্যাখা করার জন্য ধন্যবাদ। আমি ঘুমাতে পারছিলাম না।” 

    অন্য একজন লেখেন, “এবার মার্কেট ক্র্যাশ করব।” 

    অন্য একজন লেখেন, ‘স্যার অ্যাপোলজি বানান ভুল আছে, টি ৪৫১৬-এ সংশোধন করে নেবেন।”

     

     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।
     

  • Amitabh Bachchan: অনুমতি ছাড়া ব্যবহার করা যাবে না ‘বিগ বি’-র নাম-ছবি-কণ্ঠস্বর, নির্দেশ দিল্লি হাইকোর্টের

    Amitabh Bachchan: অনুমতি ছাড়া ব্যবহার করা যাবে না ‘বিগ বি’-র নাম-ছবি-কণ্ঠস্বর, নির্দেশ দিল্লি হাইকোর্টের

    মাধ্যম নিউজ ডেস্ক: এবার থেকে আর বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) নাম, কণ্ঠস্বর, ছবি তাঁর অনুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। এমনটাই আজ দিল্লি হাইকোর্ট নির্দেশ দিল। আদালত বলেছে, অভিনেতার ব্যক্তিত্বের অধিকার লঙ্ঘন করা যাবে না। তবে কী এমন হল, যার জন্য এমন নির্দেশ দেওয়া হল আদালত থেকে।

    ঘটনাটি কী?

    সূত্রের খবর অনুযায়ী, ব্যক্তিত্বের অধিকার (Personality Rights) রক্ষার জন্য দিল্লি হাইকোর্টে মামলা করেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) । শুক্রবার দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অমিতাভের আইনজীবী। সেখানে তাঁদের তরফে দাবি করা হয়, নাম, কণ্ঠস্বর, ছবি এবং ব্যক্তিত্বের উপর শুধুমাত্র তাঁর অধিকার থাকবে। অন্য কারও থাকবে না। এই খবর ছড়িয়ে পড়ার পর থেকেই রীতিমতো উত্তেজনা বিনোদন জগতে।

    অমিতাভের (Amitabh Bachchan) আইনজীবী হাইকোর্টে জানিয়েছেন, সম্প্রতি ‘অমিতাভবচ্চন ডট কম’ নামে একটি ডোমেন বিক্রি হয়েছে। আর এটির সঙ্গে অমিতাভ বচ্চনের কোনও সম্পর্ক নেই। আবার কেউ টি-সার্টে তাঁর ছবি লাগিয়ে বিক্রি করছে, কেউ পোস্টার বানাচ্ছে। ফলে এক্ষেত্রে মেগাস্টারের নিজস্বতা ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আদালতে জানিয়েছেন আইনজীবী। সেই প্রসঙ্গ তুলেই দাবি করা হয়, বিগ বি-র নাম, কণ্ঠস্বর, ছবি এবং ব্যক্তিত্বের উপর শুধুমাত্র তাঁর অধিকার থাকবে।

    তাঁর (Amitabh Bachchan) পক্ষে এদিন উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী হরিশ সালভে (Harish Salve)। বিচারপতি নবীন চাওলার (Justice Navin Chawla) এজলাসে এই মামলার শুনানি হয়। এদিন বিচারপতি বলেন, “এটা অস্বীকার করা যায় না যে অমিতাভ বচ্চন একজন জনপ্রিয় ব্যক্তিত্ব এবং তাঁকে অনেক বিজ্ঞাপনে দেখা গেছে। যারা তাঁর ব্যক্তিত্বকে তাঁর অনুমতি ছাড়াই তাদের ব্যবসা, পণ্য এবং পরিষেবার প্রচারের জন্য ব্যবহার করেছেন, তাদের প্রতি অসন্তুষ্ট হয়েছেন অমিতাভ বচ্চন। অভিনেতা এই ধরনের কার্যকলাপের জন্য ক্ষতির সম্মুখীন হতে পারেন। তাই এই সমস্ত বিষয় মাথায় রেখে একটি অন্তর্বর্তীকালীন আদেশ দেওয়া হয়েছে।”

    এককথায় বলতে, অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) বিনোদন জগতের সব থেকে বড় নাম। বিজ্ঞাপনে এই বড় নামের গুরুত্ব অনেক। কিন্তু এই নামকে কাজে লাগিয়েই অনেকেই তাদের ব্যবসা ও সংস্থার পণ্যে সেলিব্রিটিদের অনুমতি ছাড়াই তাঁদের ছবি, কণ্ঠ ব্যবহার করে। আর এই বিষয়টিকে বন্ধ করতেই এবারে সরব হয়েছেন ‘বিগ বি’ (Amitabh Bachchan) ।

     

  • Amitabh Bachchan: প্রিয় বন্ধু্র মৃত্যুতে শোকার্ত অমিতাভ বচ্চন

    Amitabh Bachchan: প্রিয় বন্ধু্র মৃত্যুতে শোকার্ত অমিতাভ বচ্চন

    মাধ্যম নিউজ ডেস্ক: সম্প্রতি নিজের প্রিয় বন্ধুকে হারিয়েছেন বলিউডের ‘ডন’ অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। প্রিয় বন্ধুটি তাঁর নিজের পোষ্য। তার সঙ্গে ছবি পোস্ট করে অমিতাভ করলেন স্মৃতিচারণা। লিখলেন, “আমাদের এই ছোট্ট বন্ধু। এক সময় এই বন্ধু ছোট ছিল। তারপর আমাদের চোখের সামনেই সে বড় হয়। তারপর একদিন এমন আসে, যেদিন সব মায়া কাটিয়ে তারা চলে যায়। রেখে যায় অজস্র স্মৃতি। যা হৃদয়বিদারক।”

     



      

    অমিতাভের পশুপ্রেমের কথা কারও অজানা নয়। যখনই সময় পান, পোষ্যর সঙ্গেই সময় কাটান। অমিতাভ এর আগেও ব্লগে পশুপ্রেম নিয়ে লিখেছেন। কীভাবে তাঁর অবসর সময় অবলা জীবদের সঙ্গে কেটে যায় জানিয়েছিলেন সে কথা। কোভিডকালে লক ডাউনের সময় এই ছোট্ট পোষ্য কীভাবে ঘর মাতিয়ে রেখেছিল তাও স্পষ্ট জানিয়ে ছিলেন বিগ বি।

    কী বললেন ভক্তরা?

    প্রিয় অভিনেতার এই শোকের দিনে পাশে দাঁড়িয়েছে তাঁর ভক্তকুল। কেউ লিখেছেন, ‘‘মন শক্ত করুন। মানুষের জীবনের কঠিন সময়ে পোষ্যরা পাশে থাকে।’’ আবার কেউ, অমিতাভের এই পোষ্য প্রেমের প্রশংসা করেছেন। নিজের ব্লগেও অমিতাভ তাঁর পোষ্যের স্মৃতিচারণ করে লিখেছেন, ‘‘কাজের ফাঁকে আমার ছোট্ট বন্ধুর সৌন্দর্য দেখুন। ওরা যখন আমাদের সঙ্গে থাকে, তখন ওরাই হয়ে ওঠে আমাদের জীবনের প্রাণকেন্দ্র।’’ 

    গ্রুপ-ডি মামলায় সিবিআই তদন্তে অখুশি হাইকোর্ট, সিট পুনর্গঠন বিচারপতির 

    বিগ বি জানাননি এই পোষ্যটির নাম। তবে, প্রসঙ্গত, ২০১৩ সালে অমিতাভের প্রিয় সারেময় ‘শানুক’ প্রয়াত হয়। প্রসঙ্গত, গত সপ্তাহেই মুক্তি পেয়েছে অমিতাভ অভিনীত ছবি ‘উঁচাই’। সুরজ বরজাতিয়া পরিচালিত ছবিটি দর্শকদের যথেষ্ট প্রশংসা কুড়িয়েছে। দেশে পাঁচশোটিরও কম স্ক্রিনে মুক্তি পেয়েছে ছবিটি।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Shweta Bachchan: ৩,০০০ টাকা মাস মাইনের স্কুলের চাকরিও করেছেন, জানালেন অমিতাভ-কন্যা শ্বেতা

    Shweta Bachchan: ৩,০০০ টাকা মাস মাইনের স্কুলের চাকরিও করেছেন, জানালেন অমিতাভ-কন্যা শ্বেতা

    মাধ্যম নিউজ ডেস্ক: তাঁর বাবা-মা অমিতাভ বচ্চন- জয়া বচ্চন। কিন্তু স্বাবলম্বী না হওয়ার দুঃখ আজও বয়ে বেড়ান তিনি। তিনি শ্বেতা বচ্চন নন্দা। শিল্পপতি নিখিল নন্দার স্ত্রী। নিখিল নন্দা করিনা-রনবীরের তুতো ভাই। প্রাচুর্যের এই চূড়ায় থেকেও অর্থনৈতিক স্বাধীনতা না থাকার বিষয়ে বরাবর অকপট তিনি। সম্প্রতি আরও একবার মেয়ে নভ্যা নভেলির পডকাস্ট শোতে সেই কথা স্বীকার করে নিলেন তিনি।

    আরও পড়ুন: কবে ভারতে আসবে ট্যুইটার ব্লু? প্রশ্নের জবাবে কী বললেন ইলন মাস্ক?  

    শ্বেতা জানান, তখন সবে বিয়ে হয়েছে তাঁর। মুম্বই ছেড়ে দিল্লিতে গিয়ে সংসার পেতেছেন। কিন্তু নিজের খরচ চালানোরও সামর্থ্য ছিল না তাঁর। আবার স্বামী নিখিল নন্দার কাছে হাত পাততেও পারতেন না। তাই সেই সময় শ্বেতা দিল্লির একটি কিন্ডারগার্টেন স্কুলে শিক্ষকতা শুরু করেন। মাসে ৩ হাজার টাকার বেতনের ওই চাকরিতেই সেই সময় আত্মবিশ্বাস ফিরে পেয়েছিলেন বলে জানিয়েছেন শ্বেতা।

    তাঁর স্বাবলম্বী না হওয়ার দোষ পুরোপুরিই মা জয়া বচ্চনকে দিয়েছেন শ্বেতা। তাঁর কথায়, বাব-মা-ই তাঁর সন্তানদের স্বাবলম্বী হওয়া শেখায়। কিন্তু জয়া তা হতে দেন নি। শ্বেতা জানান, তিনি স্কুল কলেজের সময় ভাই অভিষেকের কাছ থেকে টাকাও ধার নিতেন। পাশাপাশি এও বলেন, টাকার সঙ্গে তাঁর সম্পর্ক আদায়-কাঁচকলা।

    আরও পড়ুন: ধর্ষণের অভিযোগে গ্রেফতার শ্রীলঙ্কার ক্রিকেটার দানুশকা গুনাথিলাকা 

    তবে শ্বেতা এ-ও জানান যে, তাঁর বাড়ির টাকার সব দায়িত্ব এখন তাঁর মেয়ে নব্যার। তাঁর মেয়েই সবটা গুছিয়ে রাখেন। শ্বেতার মেয়ে নব্যা এবং ছেলে অগস্ত্য। অনেকেই আশা করেছিলেন, অভিনয়ে পা রাখবেন নব্যা নভেলি। কিন্তু এখনই তাঁর কোনও চিন্তাভাবনা নেই অভিনয়ে আসার। অন্য দিকে খুব তাড়াতাড়ি বলিউডে অভিষেক হতে চলেছে অগস্ত্যের।

    মেয়ে নব্যা নন্দার (Navya Nanda) চ্যাট শো-তে একসঙ্গে এসেছিলেন জয়া এবং শ্বেতা। অর্থাৎ এক মঞ্চে বচ্চন পরিবারের তিন প্রজন্ম। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Amitabh-Jaya Bachchan: কেবিসি ১৪-এর সেটে কেঁদে ফেললেন ‘বিগ বি’! কী এমন হল…

    Amitabh-Jaya Bachchan: কেবিসি ১৪-এর সেটে কেঁদে ফেললেন ‘বিগ বি’! কী এমন হল…

    মাধ্যম নিউজ ডেস্ক: ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৪’ নিয়ে বর্তমানে ব্যস্ত বিগ বি (Big B)। এই ১৪ সিজনের আসন্ন একটি পর্ব ধামাকাদার হতে চলেছে যা একটি প্রোমো দেখেই বোঝা গিয়েছে। আগামী ১১ অক্টোবর কিংবদন্তি অভিনেতার জন্মদিন। ৮০ বছরে পা রাখতে চলেছেন তিনি। আর তার আগে বার্থ ডে স্পেশ্যাল এপিসোড শ্যুট করা হয় কেবিসি-র সেটে। আর সেখান থেকেই এল বড় চমক। এই প্রোমো তে বিগ বি-এর চোখে জলও দেখা গিয়েছে। তাই তাঁর অনুরাগীদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়েছে যে, সেটে কী এমন হল যে তিনি কান্নায় ভেঙে পড়লেন?  

    আরও পড়ুন: চোল রাজত্বকালে হিন্দু ধর্মের অস্তিত্ব ছিল না, দাবি অভিনেতা কমল হাসানের

    তাঁর জন্মদিনকে বিশেষ বানাতে চ্যানেলের তরফে এক উদ্যোগ নেওয়া হয়েছে। আর তাই কেবিসি-এর নির্মাতারা অভিনেতার জন্য জয়া (Amitabh-Jaya Bachchan) এবং অভিষেক বচ্চনকে আমন্ত্রণ জানিয়ে একটি বিশেষ চমক দেওয়ার পরিকল্পনা করেন। সেই সূত্রেই দুই জনের সেটে আসা। ইতিমধ্যেই ওই বিশেষ এপিসোডের একটি প্রোমো প্রকাশ্যে এসেছে। যেখানে দেখা যাচ্ছে, শো চলাকালীন আচমকা অন্তিম হুটার বেজে উঠছে। বিষয়টিতে চমকে উঠছেন অমিতাভও। প্রশ্ন করছেন, “একটু তাড়াতাড়িই শো শেষ হয়ে গেল না?” সঞ্চালক সহ দর্শকরা সবাই অবাক, আর তখনই হটসিটে বসে থাকা অভিষেক বচ্চন বলেন, “সারপ্রাইজ, বুলা লেতে হ্যায় জো রিশতে মে হমারি মা লগতি হ্যায়।“ 

    [insta]https://www.instagram.com/p/Cje6OfSsZzf/?utm_source=ig_web_copy_link[/insta]

    জয়া বচ্চনকে সেটে দেখে সত্যিই অবাক হয়েছিলেন অমিতাভ বচ্চন (Amitabh-Jaya Bachchan)। তিনি তাঁকে দেখে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন। তাঁকে (Amitabh-Jaya Bachchan) জড়িয়েও ধরেন। প্রোমোতে আরও দেখা যায়, হট সিটে বসে জয়া বলেন, “ওঁর ব্যাপারে একটা বিষয় সকলের জানা উচিত…।” এরপরেই টিস্যু দিয়ে চোখের জল মুছতে দেখা যায় অমিতাভকে। কী এমন বললেন জয়া যে অমিতাভ বচ্চনের চোখে জল? কেন বা কোন কথায় তাঁর চোখে জল, এই বিষয়টি প্রোমো তে চ্যানেলের তরফে ধোঁয়াশা রাখা হয়েছে। ফলে ১১ অক্টোবর পর্বটি চ্যানেলে প্রচার হওয়ার পরেই বিগ বি-এর কান্নার পিছনের কারণ জানা যাবে। 

  • Amitabh Bachchan Birthday : জন্মদিনে অমিতাভ বচ্চনকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী মোদির

    Amitabh Bachchan Birthday : জন্মদিনে অমিতাভ বচ্চনকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী মোদির

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতীয় চলচ্চিত্রের তিনি ‘মহীরূহ’। তাঁর অভিনয় দক্ষতা এখনও তাক লাগিয়ে দেয় দর্শকমহলে। যুগ যুগ ধরে রুপোলি পর্দায় তাঁর উজ্জ্বল উপস্থিতি অটুট রয়েছে। তাঁর ক্যারিশ্মায় এখনও মেতে রয়েছে আসমুদ্রহিমাচল। তিনি অমিতাভ বচ্চন। মঙ্গলবার আশি বছরে পদার্পণ করলেন ‘বিগ বি’। জন্মদিনে (Amitabh Bachchan Birthday) অগণিত শুভেচ্ছাবার্তা ইতিমধ্যেই পেয়েছেন মেগাস্টার। যার মধ্যে অন্যতম দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শুভেচ্ছাবার্তা।

    অমিতাভের জন্মদিনে (Amitabh Bachchan Birthday) টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন মোদি। শুভেচ্ছাবার্তায় মোদি লিখেছেন, ‘‘৮০ তম জন্মদিনে অমিতাভ বচ্চনজিকে অনেক শুভেচ্ছা। দেশের অন্যতম অসাধারণ চলচ্চিত্র ব্যক্তিত্ব তিনি। প্রজন্মের পর প্রজন্ম ধরে দর্শকদের মনোরঞ্জন করে মুগ্ধ করেছেন। ওঁর দীর্ঘায়ু ও সুস্থ জীবন কামনা করি।’’

    বস্তুত, নরেন্দ্র মোদির ঘনিষ্ঠ হিসাবে পরিচিত অমিতাভ। গুজরাত সরকারের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসাবেও দেখা গিয়েছিল বিগ বি-কে।

    আরও পড়ুন: “মা না থাকলে আজ আমি কোথায় থাকতাম জানি না…” অবসাদ নিয়ে ফের মুখ খুললেন দীপিকা পাডুকোন 

    জবাবে অমিতাভ লিখলেন, ‘শ্রদ্ধেয় শ্রী নরেন্দ্র মোদিজি, আপনার শুভেচ্ছার জন্য আমি কৃতজ্ঞ। আপনার আশীর্বাদ, সর্বদা আমার অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। প্রণাম।’

    প্রবীণ অভিনেতার মেয়ে শ্বেতা বচ্চনও সোশ্যাল মিডিয়ায় তার “গ্র্যান্ড বুড়ো” কে একটি হৃদয়গ্রাহী বার্তা দিয়েছেন। শ্বেতা তার বাবার সাথে কাটানো শৈশবের স্মৃতি সমন্বিত ছবি শেয়ার করেছেন।

    [insta]

     
     
     
     
     
    View this post on Instagram
     
     
     
     
     
     
     
     
     
     
     

    A post shared by S (@shwetabachchan)


    [/insta]

    অন্য দিকে, জন্মদিনের আগের দিনই, সোমবার সমাজমাধ্যমে নিজের নতুন ছবির পোস্টার প্রকাশ্যে এনে চমকে দিয়েছেন বিগ বি। আগামী ১১ নভেম্বর মুক্তি পেতে চলেছে ‘উঁচাই’। এই ছবিতে অমিতাভের চরিত্রের নাম অমিত শ্রীবাস্তব। পোস্টারের ছবি পোস্ট করে বিগ বি লিখেছেন, ‘‘রাজশ্রী ফিল্মসের বিশেষ ছবি… ১১ নভেম্বর উঁচাইয়ে অমিত শ্রীবাস্তব রূপে আমায় দেখুন। সুরজ বরজাতিয়ার এই ছবি বন্ধুত্ব ও জীবন নিয়ে উদ্‌যাপনের।’’

    প্রসঙ্গত, মিঃ বচ্চন ১৯৬৯ সালে ‘সাত হিন্দুস্তানি’ ফিল্ম দিয়ে তার কেরিয়ার শুরু করেছিলেন এবং ‘আনন্দ’ (১৯৭১), ‘জাঞ্জির’ (১৯৭৩) এবং দিওয়ার (১৯৭৫) এর মতো সিনেমাগুলি দর্শকদের কাছে আজও সমাদৃত।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

  • Amitabh Bachchan: ফের করোনায় আক্রান্ত ‘বিগ বি’, নিজেই জানালেন ট্যুইটারে

    Amitabh Bachchan: ফের করোনায় আক্রান্ত ‘বিগ বি’, নিজেই জানালেন ট্যুইটারে

    মাধ্যম নিউজ ডেস্ক: আবারও করোনাভাইরাসে (Coronavirus) আক্রান্ত হলেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। মঙ্গলবার রাতে ট্যুইট করে নিজেই অনুরাগীদের জানান এই খবর। গত কয়েক দিনের মধ্যে যাঁরা তাঁর সংস্পর্শে এসেছেন তাঁদের পরীক্ষা করে নেওয়ার অনুরোধ করছেন তিনি।

    গতকাল রাতে ১১ টা ২৫ মিনিট টুইটারে ‘বিগ বি’লেখেন, “আমি করোনা পরীক্ষা করিয়েছিলাম। তার রিপোর্ট পজিটিভ এসেছে। যাঁরা সম্প্রতি আমার সংস্পর্শে এসেছেন, তাঁরা দয়া করে কোভিড টেস্ট করিয়ে নেবেন।”

    আরও পড়ুন: হু হু করে বাড়ছে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা, একদিনে আক্রান্ত ১২ হাজারের বেশি

    তবে তিনি বাড়িতেই আইসোলেশনে নাকি হাসপাতালে ভর্তি হয়েছেন, সে বিষয়ে স্পষ্ট কোনও খবর পাওয়া যায়নি। এছাডৃাও করোনার কোনও উপসর্গ দেখা গিয়েছে কিনা, শারীরিক অবস্থা কেমন আছে, সে বিষয়েও বিস্তারিতভাবে কিছু জানাননি বলিউডের বিগ বি।

    এর আগেও ২০২০ সালের করোনার প্রথম ঢেউয়ের সময় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন তিনি। এরপর অমিতাভের ছেলে অভিষেকের বচ্চনেরও করোনা রিপোর্ট পজিটিভ এসেছিল। তারপর অভিষেকের স্ত্রী ঐশ্বর্য ও তাঁদের মেয়ে আরাধ্যাও করোনায় আক্রান্ত হয়েছিলেন। সেসময় বিগ বি-এর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তারপর তিনি আক্রান্ত হওয়ার তিন সপ্তাহ পরে সুস্থ হয়ে অগাস্টে বাড়ি ফিরেছিলেন। প্রসঙ্গত, সামনেই অনেকগুলো কাজ রয়েছে তাঁর। বলিউড শেহানশাহকে অয়ন মুখার্জী পরিচালিত ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে দেখা যাবে। এছাড়াও ‘গুডবাই’, ‘উনচাই’ ছবিতে দেখা যাবে। এই খবর পাওয়ার পর থেকেই তাঁর অনুরাগীরা চিন্তিত। বর্ষীয়ান অভিনেতার দ্রুত আরোগ্য করেছেন সকলেই। 

    অন্যদিকে দেশে ফের করোনায় আক্রান্তের গ্রাফ ঊর্ধমুখী। কোভিডে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। মঙ্গলবার মুম্বই-এ ৮৩২ জন করোনায় আক্রান্ত হয়েছে। মুম্বই-এ সক্রিয় রোগীর সংখ্যা ৬২৬৯। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

LinkedIn
Share