Tag: Anand Mahindra

Anand Mahindra

  • Viral video: রেসিং কারের আদলে গাড়ি বানিয়ে দুধ বিক্রি, ভাইরাল ভিডিও

    Viral video: রেসিং কারের আদলে গাড়ি বানিয়ে দুধ বিক্রি, ভাইরাল ভিডিও

    মাধ্যম নিউজ ডেস্ক: শিল্পপতি আনন্দ মাহিন্দ্রা (Anand Mahindra) সারা বিশ্ব থেকে সংগ্রহ করা অন্য স্বাদের ছবি এবং ভিডিও শেয়ার করার জন্য পরিচিত। তিনি তার ট্যুইটার (Twitter) হ্যান্ডেলে সম্প্রতি আবার একটি ভিডিও পুনরায় শেয়ার করেছেন। ভারতীয়রা কীভাবে যেকোনও প্রতিবন্ধকতাকে দেশী কায়দায় নিজের আয়ত্ত্বে আনতে পারে তাই আছে ভিডিওটিতে।  

    ভিডিওতে একজন দুধওয়ালার (Milk Man) পণ্যবাহী অত্যাধুনিক গাড়ি দেখানো হয়েছে। গাড়িতে (Vehicle) বড় বড় চাকা রয়েছে। এমনকি দুধের ক্যান বহন করার জন্যে ক্যারিয়ারও রয়েছে। এখানেই শেষ নয়। সুরক্ষার ব্যবস্থাও দুর্দান্ত। গাড়িটি চালানোর সময় ওই ব্যক্তি হেলমেটও পরেছিলেন।   দুধওয়ালা গাড়িটিকে এমনভাবে সাজিয়েছেন যে দেখে মনে হবে ঠিক যেন একটি রেসিং কার (Racing Car)। 
     
    আনন্দ মাহিন্দ্রা পোস্টের ক্যাপশনে লিখেছেন,”আমি নিশ্চিত নই যে এই গাড়ির রাস্তায় চলার অনুমতি আছে কি না, চাকার প্রতি এই ভালোবাসা বিরল। সম্প্রতিকালে আমার দেখা সবচেয়ে দুর্দান্ত জিনিস। আমি এই পথ যোদ্ধার সঙ্গে দেখা করতে চাই।” 

    [tw]


    [/tw]

    গাড়িটি অনেককেই ব্যাটম্যানের ব্যাটমোবাইলের কথা মনে করিয়ে দিয়েছে। অনেকেই জানতে চেয়েছেন এটিই ব্যক্তিটির অনুপ্রেরণা কি না। যদিও ভিডিওটি কোথা থেকে এসেছে তা স্পষ্ট নয়। কেউ কেউ বলেছেন যে ভিডিওটি উত্তর প্রদেশের। খুব অল্প সময়েই ভাইরাল হয়ে যায় ভিডিওটি। দুধওয়ালার বুদ্ধির প্রশংসা করেছেন অনেকেই। 

    [tw]


    [/tw]

    [tw]


    [/tw]

    [tw]


    [/tw]

  • Anand Mahindra Idli Amma: ইডলি আম্মাকে বাড়ি উপহার আনন্দ মাহিন্দ্রার

    Anand Mahindra Idli Amma: ইডলি আম্মাকে বাড়ি উপহার আনন্দ মাহিন্দ্রার

    মাধ্যম নিউজ ডেস্ক: শিল্পপতি আনন্দ মাহিন্দ্রা (Anand Mahindra) অনেক সময়ই তাঁর ব্যতিক্রমী ট্যুইটের কারণে সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন। আবার কখনও কখনও অনেক সাধারণ মানুষকে সাহায্য করার জন্যে প্রশংসিতও হন। মাতৃদিবসের আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে থাকলেন আনন্দ মাহিন্দ্রা। ‘ইডলি আম্মা’ (Idli Amma) বলে পরিচিত এক মহিলাকে একটি বিশেষ উপহার দিলেন এই বিজনেস টাইকুন। মাতৃ দিবস উপলক্ষে কোয়েম্বাটুরের বাসিন্দা ‘ইডলি আম্মা’কে একটি বাড়ি উপহার দিয়েছেন তিনি।

    মাহিন্দ্রা তার ট্যুইটার হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করেছেন। মাহিন্দ্রা লেখেন, “আমাদের টিম অভিনন্দনের যোগ্য, যারা সময় মতো বাড়ির নির্মাণ কাজ শেষ করেছে এবং মাতৃ দিবসে ইডলি আম্মাকে উপহার দিয়েছে। এটা তাঁকে এবং তাঁর কাজকে সম্মান জানানোর একটি উপায়। আপনাদের সবাইকে মাতৃ দিবসের শুভেচ্ছা।” ভিডিওটি শেয়ার করে তিনি জানিয়েছেন যে, ইডলি আম্মাকে তার পক্ষ থেকে একটি বাড়ি উপহার দেওয়া হয়েছে।

    [tw]


    [/tw]

    তামিলনাড়ুর কোয়েম্বাটুর জেলায় বসবাসকারী এম কমলাতাল, ইডলি আম্মা নামে পরিচিত। কমলাতাল পরিযায়ী শ্রমিক। মাত্র এক টাকায় ইডলি বিক্রি করেন এই ইডলি আম্মা। প্রায় তিন বছর ধরে করছেন এই কাজ। দুবছর আগে, আনন্দ মাহিন্দ্রা কাঠের চুলার বদলে ‘ইডলি আম্মা’কে গ্যাস কিনে দিয়েছিলেন। এরপর এখন তাঁকে বাড়িও দিলেন তিনি। আনন্দ মাহিন্দ্রার এই কাজকে কুর্নিশ জানিয়েছে নেটপাড়া।

     

LinkedIn
Share