Tag: Android

Android

  • Google New Features: ক্রোমে নয়া ফিচার আনল গুগল, সহজেই মিলবে গন্তব্যের ঠিকানা ও ফোন নং

    Google New Features: ক্রোমে নয়া ফিচার আনল গুগল, সহজেই মিলবে গন্তব্যের ঠিকানা ও ফোন নং

    মাধ্যম নিউজ ডেস্ক: অ্যান্ড্রয়েড এবং আইওএস মোবাইল ডিভাইসে সার্চিংয়ে গতি আনতে ও ব্যবহারকারীদের সুবিধা দিতে Chrome-এ পাঁচটি নতুন ফিচার এনেছে গুগল। তার মধ্যে উল্লেখযোগ্য শর্টকার্ট ফিচার। এর মাধ্যমে স্থানীয় যে কোনও কিছু সহজে সার্চ করা যাবে। বিশেষজ্ঞদের ধারণা, এই ফিচারগুলির মাধ্যমে ব্যবহারকারীরা তাঁদের সময় যেমন বাঁচাতে পারবেন, তেমনই স্থানীয় ব্যবসায়ীরা সহজেই তাঁদের ক্রেতাদের কাছে পৌঁছাতে পারবেন।

    শর্টকাট ফিচার্সে গিয়ে সহজেই মিলবে গন্তব্যের ঠিকানা ও ফোন নম্বর

    উদাহরণস্বরূপ বলা যায়, যদি কেউ একটি রেস্টুরেন্টের জন্য ক্রোমে সার্চ করেন, তখন এই শর্টকাট ফিচার্সে গিয়ে সহজেই সেই রেস্টুরেন্টের ঠিকানা, ফোন নম্বর এবং পথনির্দেশ মিলবে। ব্যবহারকারীরা কোনও গন্তব্যে যাওয়ার জন্য নতুন শর্টকাটে ফিচার ব্যবহার করলে জায়গা বা গন্তব্যের নাম টাইপ করা মাত্র তা ওয়েবসাইটে নেভিগেট করতে সাহায্য করবে। প্রতি মাসেই গুগল নতুন নতুন ফিচার নিয়ে আসে। দিন কয়েক আগে এরকমই ৩ ফিচার এনেছিল জনপ্রিয় সার্চ ইঞ্জিনটি।

    দিন কয়েক আগে আনা ৩ ফিচার

    মেসেজ এডিটিং : গুগলের এই ফিচার পেয়ে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা খুবই খুশি। এখন থেকে গুগল মেসেজের অধীনে আরসিএস মেসেজ খুব সহজে এডিট করা যাবে। মেসেজে কোনও ভুল সংশোধন বা নতুন টেক্সট যুক্ত করতে হলে ব্যবহারকারীদের প্রথমে নির্দিষ্ট মেসেজের উপর লং প্রেস করতে হবে। এরপরে এডিট করার বিকল্প অপশন এসে যাবে। তবে মেসেজ পাঠানোর ১৫ মিনিটের মধ্যেই সংশোধন করতে হবে।

    ইনস্ট্যান্ট হটস্পট: এই সুবিধা কাজে লাগিয়ে মাত্র একটি ট্যাপের মাধ্যমে ফোনের হটস্পটে অ্যান্ড্রয়েড ট্যাবলেট ও ক্রোমবুক যুক্ত করতে পারবেন ব্যবহারকারীরা।

    নতুন ইমোজি: অ্যান্ড্রয়েড ফোনের জিবোর্ডে আরও নতুন ইমোজি যোগ করছে গুগল। ইমোজি কিচেনে আরও নতুন কম্বিনেশন ব্যবহারের সুযোগ পাবেন ব্যবহারকারীরা। এছাড়াও এতে চ্যাটিং হবে আরও মজাদার।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Google Password: ‘পাসওয়ার্ড’ নয়! গুগল অ্যাকাউন্টে লগ-ইন করতে এবার লাগবে ‘পাস কি’

    Google Password: ‘পাসওয়ার্ড’ নয়! গুগল অ্যাকাউন্টে লগ-ইন করতে এবার লাগবে ‘পাস কি’

    মাধ্যম নিউজ ডেস্ক: পাসওয়ার্ড (Google Password) মনে রাখার দিন শেষ। এমনটাই জানা গেল গুগলের তরফ থেকে। পরিবর্তে এল ‘পাস কি’। গুগলে ইমেল অ্যাকাউন্ট খোলার সময় থেকেই দরকার পড়ে পাসওয়ার্ড (Google Password)। সময় যত এগিয়েছে ততই কাজের পরিধির সঙ্গে বেড়েছে ইমেল ব্যবহার। একাধিক কাজের জন্য তৈরি করতে হয় একাধিক ইমেল। ব্যবহারকারীদের সেসব পাসওয়ার্ড (Google Password) মনে রাখতে হয়। অনেকে আবার পাসওয়ার্ড লিখে রাখেন। এবার এসব ঝামেলা থেকে রেহাই পেতে চলেছেন ব্যবহারকারীরা।

    পাস কি…

    অ্যান্ড্রয়েড স্মার্ট ফোনে লক খুলতে যেভাবে আমরা ফিঙ্গার প্রিন্ট, ফেস স্ক্যান, পিন ব্যবহার করি। এটাই হল পাস কি। বিশেষজ্ঞরা বলছেন, এটা অনেক সহজ এবং নিরাপদ। মনে রাখার কোনও ঝামেলা যেমন নেই, তেমনি পাসওয়ার্ড প্রতারকদের হাতে যাওয়ার বা হ্যাক হওয়ার মতোও কোনও সমস্যা নেই। গুগলের তরফে জানা গেছে, আপাতত পাসওয়ার্ড (Google Password) এবং পাস কি একসঙ্গেই কাজ চালাবে। প্রসঙ্গ, ফি বছর মে মাসের প্রথম বৃহস্পতিবার সারা বিশ্বজুড়ে পালিত পাসওয়ার্ড ডে (Google Password)। চলতি বছরে তা ৪ মে পালন হল। এদিনই গুগলের তরফ থেকে নতুন এই ঘোষণা সামনে এল। ইতিমধ্যে নতুন এই ফিচার চালু হয়ে গেছে বলে জানা যাচ্ছে। আপনার গুগল অ্যাকাউন্টে লগ-ইন করতে গেলেই এখন এই অপশনটি দেখাবে গুগল। তবে সংস্থার তরফে এও জানানো হয়েছে আপাতত শুধুমাত্র ব্যক্তিগত অ্যাকাউন্টের ক্ষেত্রেই এই পরিষেবা মিলবে, পরে কোম্পানি অ্যাকাউন্টে জুড়বে এই সুবিধা।

    গতবছর থেকেই কাজ শুরু করে গুগল

    জানা গিয়েছে, গত বছর থেকেই এই পরিকল্পনা বাস্তবায়ন করতে উদ্যোগ নেয় গুগল। সেইমতো সংস্থার কর্তারা অ্যাপেল এবং মাইক্রোসফটের সঙ্গে আলোচনা শুরু করেন, পাস কি চালুর ব্যাপারে যাতে সাইন-ইন আরও নিরাপদ হয়। চলতি বছরের পাসওয়ার্ড ডে থেকেই চালু হয়ে গেল গুগলের নতুন ফিচার।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Redmi 10A: 13 MP ক্যামেরা সহ নতুন ফোন নিয়ে এল Redmi, দাম মধ্যবিত্তের আয়ত্ত্বের মধ্যে

    Redmi 10A: 13 MP ক্যামেরা সহ নতুন ফোন নিয়ে এল Redmi, দাম মধ্যবিত্তের আয়ত্ত্বের মধ্যে

    মাধ্যম নিউজ ডেস্ক:ভারতে আবার নতুন স্মার্টফোন নিয়ে হাজির হল রেডমি (Redmi)। বুধবার বাজারে এসেছে কোম্পানির নয়া ফোন Redmi 10A। এই ফোনের দাম খুব একটা বেশি নয়। তবে দাম কম হলেও এই ফোনে ফিচারে কোনও আপোষ করেনি চিনের কোম্পানিটি। রয়েছে MediaTek Helio G25 , 13 MP রিয়ার ক্যামেরার মতো দুর্দান্ত সব ফিচার। মাত্র 8,499 টাকা থেকে এই ফোনের দাম শুরু হচ্ছে। Tecno Pova Neo, Realme C11 (2021) ও Samsung Galaxy M02 এর মতো বাজেট ফোনগুলিকে সরাসরি কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দিল এই ফোন।

    Redmi 10A এর মূল্য: Redmi 10A এর দাম শুরু হচ্ছে ৮,৪৪৯ টাকা থেকে। বেস ভেরিয়েন্টে থাকছে 3GB RAM + 32GB স্টোরেজ। তবে 4GB RAM + 64GB স্টোরেজে এই ফোনের দাম ৯,৪৯৯ টাকা। ২৬ এপ্রিল থেকে এই ফোন বিক্রি শুরু হচ্ছে। চারকোল ব্ল্যাক, সি ব্লু, স্লেট গ্রে রঙে পাওয়া যবে এই ফোন। কোম্পানির দাবি, এই ফোনের পিছনে কখনওই আঙুলের ছাপ দেখা যাবে না।

    Redmi 10A স্পেসিফিকেশন: ডুয়াল সিম Redmi 10A তে Android অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির MIUI 12.5 স্ক্রিন। এই ফোনে রয়েছে 6.53 ইঞ্চি HD+ (720 x 1600 পিক্সেলস) IPS ডিসপ্লে। থাকছে ওয়াটার ড্রপ স্টাইল নচ। ফোনের ভিতরে শক্তিশালী MediaTek Helio G25 চিপসেট ব্যবহার করেছে Redmi। সঙ্গে মিলবে 4 GB পর্যন্ত RAM।
    Redmi 10A এর পিছনে একটি মাত্র ক্যামেরা ব্যবহার হয়েছে। ক্যামেরায় ব্যবহার হয়েছে 13 MP সেন্সর। f/2.2 অ্যাপারচারের এই ক্যামেরার সঙ্গে LED ফ্ল্যাশ মিলবে। এছাড়াও সেলফি ও ভিডিও কলের জন্য ফোনের ওয়াটার ড্রপ নচে থাকছে একটি 5 MP ক্যামেরা।
    Redmi 10A তে 64 GB পর্যন্ত স্টোরেজ পাওয়া যাবে। এর সঙ্গে থাকছে 512 GB পর্যন্ত microSD সাপোর্ট থাকছে। কানেক্টিভিটির জন্য এই ফোনে রয়েছে 4G LTE, Wi-Fi 802.11 b/g/n, Bluetooth 5, GPS/ A-GPS Micro-USB পোর্ট ও একটি 3.5 mm হেডফোন জ্যাক। ফোনের পিছনে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
    Redmi 10A তে 5,000 mAh ব্যাটারি দিয়েছে শাওমি। সঙ্গে রয়েছে 10W চার্জার। এই ফোনের ওজন 194 গ্রাম।
    বুধবার Redmi 10A এর সঙ্গেই বাজারে এসেছে Redmi 10 Power। সেই ফোনে ব্যবহার হয়েছে Qualcomm Snapdragon 680 চিপসেট, 6,000 mAh ব্যাটারি। নতুন এই ফোন লঞ্চ করে সকলকে চমকে দিয়েছে বেজিংয়ের কোম্পানিটি। Redmi 10 Power এর দাম ১৪,৯৯৯ টাকা থেকে শুরু।

  • Xiaomi 12 Pro: ভারতে ২৭ এপ্রিল লঞ্চ হতে চলেছে শাওমি ১২ প্রো

    Xiaomi 12 Pro: ভারতে ২৭ এপ্রিল লঞ্চ হতে চলেছে শাওমি ১২ প্রো

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতীয় বাজারে শাওমি ১২-প্রো আসতে চলেছে আগামী ২৭ এপ্রিল। এটি প্রথমে চীনে এবং তারপরে বিশ্ব বাজারে লঞ্চ করে। এরপরই ভারতে শাওমির এই নতুন ফোনটি লঞ্চ করার কথা জানায় শাওমি ইন্ডিয়া (Xiaomi India)। সংস্থার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলিতে এই কথা জানানো হয়।  চলতি বছরে এখনও পর্যন্ত Xiaomi-এর সবচেয়ে প্রিমিয়াম প্রোডাক্ট হল শাওমি ১২ প্রো (Xiaomi 12 Pro)।
    এই ফোনটির ডিসপ্লে ৬.৭৩ইঞ্চি। সর্বাধুনিক প্রযুক্তি রয়েছে এই ফোনটিতে। এর  অ্যাডাপটিভ রিফ্রেশ রেট 120hz ,টাচ স্যাম্পলিং রেট 480hz। এছাড়াও রয়েছে ডলবি ভিশন, কর্নিং গরিলা গ্লাস। সফটঅয়্যারের দিক থেকে, Xiaomi 12 Pro সবচেয়ে আধুনিক  Android 12-দ্বারা চালিত। ফটোগ্রাফির জন্য, ডিভাইসটিতে একটি 50MP প্রধান ক্যামেরা, একটি 50MP আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং একটি 50MP পোর্ট্রেট ক্যামেরা রয়েছে৷ এছাড়াও রয়েছে একটি 32MP সেলফি স্ন্যাপার।
    এর ব্যাটারিতে 120W তারযুক্ত ফাস্ট চার্জিং এবং 50W ওয়্যারলেস ফাস্ট চার্জিংয়ের ব্যবস্থা রয়েছে। ডিভাইসটি ইউএসবি টাইপ-সি অডিও, হাই-রেস অডিও,ডুয়াল স্পিকার এবং ডলবি অ্যাটমস সাপোর্ট করে।

     

LinkedIn
Share