Tag: Angelo Mathews

Angelo Mathews

  • Shakib Al Hasan: ‘ঠিক না ভুল, জানি না, যুদ্ধে জিততে হতো’, টাইম্‌ড আউট নিয়ে বললেন সমালোচিত শাকিব

    Shakib Al Hasan: ‘ঠিক না ভুল, জানি না, যুদ্ধে জিততে হতো’, টাইম্‌ড আউট নিয়ে বললেন সমালোচিত শাকিব

    মাধ্যম নিউজ ডেস্ক: ম্যাথিউজ বার বার শাকিবকে আবেদন ফিরিয়ে নেওয়ার অনুরোধ করলেও বাংলাদেশের অধিনায়ক তাতে পাত্তা দেননি। আম্পায়ারদের কথাতেও কর্ণপাত করেননি। নিয়ম অনুযায়ী ম্যাথেউজকে টাইম্ড আউট দিতে বাধ্য হন আম্পায়ার। এই কাণ্ডের জন্যে ব্যাপক সমালোচিত হচ্ছেন শাকিব। কিন্তু তাতে কর্ণপাত করতে নারাজ বাংলাদেশের অধিনায়ক শাকিব আল হাসান। তাঁর অভিমত,  ঠিক-ভুল তিনি জানেন না। যুদ্ধে নেমেছেন। জেতার জন্যে যেটা ঠিক মনে হয়েছে সেটাই করেছেন। এদিন বাংলাদেশের কাছে হেরে বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই ছিটকে গেল শ্রীলঙ্কা। একই সঙ্গে চলতি বিশ্বকাপ থেকে ইতিমধ্যেই ছিটকে গিয়েছে বাংলাদেশ, ইংল্যান্ড ও নেদারল্যান্ডস।

    কী বলছেন ম্যাথিউজ

    ‘টাইমড আউট’-র মাধ্যমে লজ্জাজনক কাজ করেছেন বাংলাদেশের অধিনায়ক শাকিব আল হাসান। চূড়ান্ত নীচে নেমে গিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। এমনই দাবি করলেন শ্রীলঙ্কার তারকা ক্রিকেটার অ্যাঞ্জেলো ম্যাথিউজ। তাঁর কথায়, ‘আমি কোনও ভুল করিনি। ক্রিজে পৌঁছাতে এবং নিজেকে প্রস্তুত করে নিতে আমার হাতে দু’মিনিট ছিল। যেটা আমি করেছিলাম। কিন্তু তারপর সরঞ্জাম বিগড়ে গিয়েছিল। আমি জানি না যে (বাংলাদেশের) সাধারণ বিচারবুদ্ধি কোথায় গিয়েছে। অবশ্যই শাকিব আল হাসান এবং বাংলাদেশ যে কাজটা করেছে, তা লজ্জাজনক।’ 

    শাকিবের যুক্তি

    টাইমড আউট নিয়ে বারবার সমালোচিত হচ্ছেন বাংলাদেশের অধিনায়ক শাকিব আল হাসান। কিন্তু নিজের সিদ্ধান্ত নিয়ে বিন্দুমাত্র দ্বিমত নেই শাকিবের মধ্যে। তাঁর কথায়, “অ্যাঞ্জেলো মাঠে নামার আগে আমার দলের এক জুনিয়র ফিল্ডার দৌড়ে এসে আমাকে জানাল, আবেদন করলে আউট পাওয়া যেতে পারে। আমি আম্পায়ারের কাছে আবেদন করতে পারি। সঙ্গে সঙ্গে আমি সেটাই করলাম। আম্পায়ারেরা আমার আবেদন শুনে পাল্টা জিজ্ঞাসা করলেন, আমি সত্যিই সেটা চাই কি না। আমি বললাম, কোনও ভাবেই আবেদন ফেরত নিতে চাই না। যদি আইনের মধ্যেই থাকে, তা হলে সেটা ঠিক না ভুল সেটা দেখার দরকার নেই। আমি একটা যুদ্ধে নেমেছি। তাই এমন সিদ্ধান্ত নিতেই হবে যাতে আমার দল জেতে। ঠিক না ভুল তা নিয়ে তর্ক চলতেই থাকবে। কিন্তু নিয়মের মধ্যে থাকলে আমি ভবিষ্যতেও এই আবেদন করতে পিছপা হব না।”

    আরও পড়ুন: ‘টাইমড আউট’ম্যাথুজ! শাকিবের আবেদনে অবাক ক্রিকেট বিশ্ব, আইন কী বলছে?

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     

  • ICC World Cup 2023: ‘টাইমড আউট’ম্যাথুজ! শাকিবের আবেদনে অবাক ক্রিকেট বিশ্ব, আইন কী বলছে?

    ICC World Cup 2023: ‘টাইমড আউট’ম্যাথুজ! শাকিবের আবেদনে অবাক ক্রিকেট বিশ্ব, আইন কী বলছে?

    মাধ্যম নিউজ ডেস্ক: ক্রিকেটের বিশ্বযুদ্ধে অবাক ঘটনা। সোমবার দিল্লির কোটলায় শ্রীলঙ্কা-বাংলাদেশ গুরুত্বহীন ম্যাচ হঠাতই খবরের শিরোনামে। সৌজন্যে বাংলাদেশ অধিনায়ক শাকিব আল হাসান। শ্রীলঙ্কার তারকা ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথুজ মাঠে নামতে দেরি করায় বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানের আবেদনের ভিত্তিতে এমসিজি-র আইন মেনে ম্যাথুজকে টাইমড আউট হন। আন্তর্জাতিক ক্রিকেটে এই প্রথম কোনও ব্যাটার ‘টাইমড আউট’ হলেন।

    ক্রিকেটের নিয়ম

    মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) ৪০.১ ধারায় ‘টাইমড আউট’-র বিষয়টি উল্লেখ করা হয়েছে। ৪০.১.১ ধারা অনুযায়ী, কোনও উইকেট পড়লে বা কোনও ব্যাটার রিটায়ার করে গেলে পরবর্তী ব্যাটারকে তিন মিনিটের মধ্যে পরবর্তী বলের মুখোমুখি হতে হবে। যদি সেই সময়ের মধ্যে নয়া ব্যাটার স্ট্রাইক না নেন, তাহলে তিনি ‘আউট’ বলে বিবেচিত হবেন। সেটা ‘টাইমড আউট’ দেওয়া হবে বলে ৪০.১.১ ধারায় জানানো হয়েছে। কোনও ব্যাটার ‘টাইমড আউট’ হলে কার নামে সেই উইকেট যুক্ত হবে? মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) ৪০.২ ধারা অনুযায়ী, কোনও ব্যাটার যদি ‘টাইমড আউট’ হন, তাহলে বোলার কোনও কৃতিত্ব পাবেন না। 

    ম্যাথুজ বনাম শাকিব

    এদিন সমরা়বিক্রমা আউটের পর প্যাভিলিয়ন থেকে ছুটতে ছুটতেই মাঠে নামেন ম্যাথুজ। কিন্তু হেলমেট সমস্যার কারণে ম্যাথুজ আম্পায়ারের সঙ্গে কথা বলতে গিয়ে তিন মিনিটের বেশী সময় নিয়ে ফেলেন। এটা বুঝতে পেরে স্পোর্টিং স্পিরিট ভুলে টাইম আউটের আবেদন করেন শাকিব। নিয়মের বেড়াজালে বন্দি আম্পয়ার ম্যাথুজকে আউট দেন। কোনও বল না খেলে, ক্রিজে না নেমেই আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসের প্রথম ব্যাটার হিসেবে টাইম আউট হলেন ম্যাথুজ। এদিন শ্রীলঙ্কার ইনিংসের ২৫ তম ওভারে হয় এই ঘটনা। সেই ওভারে বল করছিলেন অধিনায়ক শাকিব নিজে। যদিও বাংলাদেশের সমর্থকরাও তাদের অধিনায়কের এই সিদ্ধান্তকে মেনে নিতে পারেনি।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share