Tag: Anil Kapoor

Anil Kapoor

  • Celebs Congratulate PM Modi: চিরঞ্জীবী থেকে অনিল কাপুর! মোদিকে অভিনন্দন বার্তা পর্দার তারকাদের

    Celebs Congratulate PM Modi: চিরঞ্জীবী থেকে অনিল কাপুর! মোদিকে অভিনন্দন বার্তা পর্দার তারকাদের

    মাধ্যম নিউজ ডেস্ক: ৯ জুন, ২০২৪-এ ভারতের রাজধানী দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ভারতের প্রধানমন্ত্রী হিসেবে এটি নরেন্দ্র মোদির তৃতীয় মেয়াদের সূচনা। এদিন রাষ্ট্রপতি ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিসহ সমাজের বিভিন্ন স্তরের কয়েক ডজন সেলিব্রিটি উপস্থিত ছিলেন। ভিআইপি অতিথিদের মধ্যে ছিলেন মুকেশ আম্বানি এবং তার ছেলে অনন্ত আম্বানি, শাহরুখ খান, অক্ষয় কুমার, রজনীকান্ত সহ আরও অনেকে (Celebs Congratulate PM Modi)।

    তবে এদিন শপথ গ্রহণের পর সোশ্যাল মিডিয়াতেও প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দেন চিরঞ্জীবী থেকে অনিল কাপুর সকলেই। বলিউড সেলেব্রিটিরা তাঁদের এক্স হ্যান্ডেলে অভিনন্দন জানান মোদিকে। এদিন এক্স হ্যান্ডেলে মেগাস্টার চিরঞ্জীবী নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা বার্তা (Celebs Congratulate PM Modi) দিয়ে জানিয়েছেন, “অনেক অনেক অভিনন্দন নরেন্দ্র মোদিজি। তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে আপনার আগামী পথ খুব উন্নত ও গৌরবময় হোক।”

    এ প্রসঙ্গে বলিউড স্টার অনিল কাপুর তাঁর এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রীর উদ্দেশে লিখেছেন, “নরেন্দ্র মোদিজি তৃতীয় বারের জন্য প্রধানমন্ত্রী হওয়ার শপথ গ্রহনে আপনাকে অনেক শুভেচ্ছা। আমি শুধু চাই দেশের উন্নতি হোক।” 

    মালায়ালাম সুপারস্টার মোহনলাল (Celebs Congratulate PM Modi) তার এক্স হ্যান্ডেলে লিখেছেন, “অনেক অনেক শুভ কামনা মোদিজি। আপনার নেতৃত্বে দেশের ভবিষ্যৎ আগামী দিনে আর উজ্জ্বল হোক।”

    দেশ খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের   হোয়াটসঅ্যাপ , ফেসবুকটুইটার , টেলিগ্রাম  এবং গুগল নিউজ  ।

  • Fighter Trailer: বালাকোট এয়ার স্ট্রাইকের ওপর নির্মিত ‘ফাইটার’ ছবির ট্রেলার প্রকাশ্যে

    Fighter Trailer: বালাকোট এয়ার স্ট্রাইকের ওপর নির্মিত ‘ফাইটার’ ছবির ট্রেলার প্রকাশ্যে

    মাধ্যম নিউজ ডেস্ক: ২০১৯ সালে ভারতীয় বায়ু সেনার বালাকোট এয়ার স্ট্রাইকের ওপর তৈরি হয়েছে সিনেমা ‘ফাইটার’ (Fighter Trailer)। সোমবারই ছবির ট্রেলার সামনে এসেছে। হৃতিক রোশন, দীপিকা পাড়ুকোন এবং অনিল কাপুর অভিনীত এই ছবির ট্রেলারে দেখা গিয়েছে অ্যাকশন থ্রিলার। ২৫ জানুয়ারি ছবির মুক্তি পাওয়ার কথা। তার আগেই ছবির ট্রেলার নিয়ে উন্মাদনা ছড়িয়েছে সিনেমা প্রেমীদের মধ্যে। দেশপ্রেম, জাতীয়তাবোধ নিয়ে তৈরি এই সিনেমা বক্স অফিসে বিপুল হিট করবে বলেই আশাবাদী নির্মাতারা।

    ‘ফাইটার’ ছবির ঘটনা

    ছবিতে স্কোয়াড্রন লিডার শমসের পাঠানিয়ার ভূমিকায় দেখা যাবে হৃতিককে, স্কোয়াড্রন লিডার মিনাল রাঠোরের ভূমিকায় অভিনয় করছেন দীপিকা পাড়ুকন এবং গ্রুপ ক্যাপ্টেন রাকেশ জয় সিং-এর ভূমিকায় অভিনয় করছেন অনিল কাপুর। দেশের জন্য বড় মিশনে নামতে দেখা যাবে গোটা টিমকে। ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় জঙ্গি হামলা হয়। এরপরেই ভারত এয়ারস্ট্রাইকের মাধ্যমে পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলিকে গুঁড়িয়ে দেয়। মূলত এই ঘটনাগুলিই তুলে ধরা হয়েছে ছবিতে। ছবির (Fighter Trailer) শ্যুটিংয়ে ভারতের সুখোই  যুদ্ধবিমানও ব্যবহার করা হয়েছে।

     
     
     
     
     
    View this post on Instagram
     
     
     
     
     
     
     
     
     
     
     

    A post shared by MARFLIX (@marflix_pictures)

    ছবিতে মোদি সরকারের ভূয়সী প্রশংসা

    ছবিতে (Fighter Trailer) দেখা যাবে, পুলওয়ামায় সেনা কনভয়ের উপর হামলায় শোক স্তব্ধ গোটা দেশ। সরকার পাল্টা প্রত্যাঘাত হানতে প্রস্তুত। শোনা যাচ্ছে ডায়লগ, ‘প্রথমে বোম ব্লাস্ট, তারপর ২৬/১১ আর এবার সেনা কনভয়ে হামলা। ৫০ বছরে কোনও সরকার ওদের মুখের মতো জবাব দেয়নি। এবার ওদের দেখাতে হবে কে বাবা।’

    এয়ারস্ট্রাইকে হৃতিক

    ছবিতে (Fighter Trailer) দেখা যাচ্ছে আকাশপথে ভারতের যুদ্ধবিমান ঢুকে পড়েছে পিওকে-তে। হৃতিকের মুখের সংলাপ, ‘ধোকে-কে জবাব বদলে সে’। এক জঙ্গি বলছে, ‘আমরা আত্মঘাতী হামলা করেছিলাম আর ওরা করল এয়ার স্ট্রাইক’। এরপরের দৃশ্যেই দেখা যায়, বিমান থেকে আকাশে ভারতের জাতীয় পতাকা ওড়াচ্ছেন হৃতিক রোশন। হৃতিকের মুখে আরও সংলাপ, ‘পিওকে-র মানে পাকিস্তান অধিকৃত কাশ্মীর। তোমরা অধিকৃত করেছো। মালিক আমরা।’

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Animal Movie: ব্লকবাস্টার ‘অ্যানিম্যাল’-এর অভিনেত্রী তৃপ্তি ডিমরিও রাতারাতি জনপ্রিয়!

    Animal Movie: ব্লকবাস্টার ‘অ্যানিম্যাল’-এর অভিনেত্রী তৃপ্তি ডিমরিও রাতারাতি জনপ্রিয়!

    মাধ্যম নিউজ ডেস্ক: বর্তমানে বলিউডের ব্লকবাস্টার সিনেমা ‘অ্যানিম্যাল’ (Animal Movie)। ইতিমধ্যে ছবিটি এত জনপ্রিয় হয়েছে, বিশ্ব বক্স অফিসে এখনও পর্যন্ত ৮০০ কোটির বেশি ব্যবসা করে ফেলেছে। ছবিতে অসামান্য অভিনয় করতে দেখা গিয়েছে রণবীর কাপুর, রশ্মিকা মান্দানা এবং খলনায়ক চরিত্রে ববি দেওলকে। ববি দেওলের এই কামব্যাককে ঘিরেও চরম উত্তেজনা ছিল অনুরাগীদের মধ্যে। আর এই অভিনেতা-অভিনেত্রীদের মাঝে সিনেমার আরও এক অভিনেত্রী রাতারাতি জনপ্রিয়তা কুড়িয়েছেন অনুরাগীদের কাছে, তিনি তৃপ্তি ডিমরি। পর্দাতে খুব একটা বেশি সময় দেখা না গেলেও ছবি মুক্তির কয়েক দিনের মধ্যে তাঁর সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার সংখ্যা ৬ লক্ষ থেকে বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৩৯ লক্ষতে।

    এই বিষয়ে কী জানিয়েছেন তৃপ্তি? (Animal Movie)

    সম্প্রতি এক সাক্ষাৎকারে তৃপ্তি তাঁর সমাজ মাধ্যমে এই ফলোয়ারের সংখ্যা বৃদ্ধি নিয়ে মুখ খোলেন। তিনি বলেন, “আমার পরিবার রোজ আমার ফলোয়ার সংখ্যার দিকে নজর রাখে। ওরা আমাকে প্রায় জিজ্ঞাসা করে, তোর ফলোয়ার সংখ্যা কত। হঠাৎ এই সংখ্যা বৃদ্ধি পাওয়ায় আমার পরিবার অনেক খুশি ও তাঁরা গর্ববোধও করেছেন। মানুষ আমাকে অনেক ভালোবাসা দিয়েছে। আশা করি ভবিষ্যতেও আরও বেশি ভালোবাসা পাব। দর্শকদের কাছে এই রাতারাতি প্রিয় হয়ে ওঠা আমাকে খুব খুশি করেছে। আজকাল আমার ফোন বেজেই চলেছে, অনেকে ফোন করে আমাকে শুভেচ্ছাবার্তা দিয়েছেন। সবাইকে উত্তর দিতে দিতে আমার রাতের ঘুম উড়ে গিয়েছে।” (Animal Movie)

    এর আগে কোন সিনেমায় অভিনয় করেছেন তৃপ্তি? (Animal Movie)

    এর আগেও অসামান্য অভিনয়ের পরিচয় দিয়েছেন তৃপ্তি। এর আগে কিছু ওয়েব সিরিজ এবং সিনেমাতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন তৃপ্তি। তার মধ্যে ‘লয়লা মজনু’, ‘বুলবুল’, ‘কলা’-র মতো ছবি খুব জনপ্রিয় হয়েছে অনুরাগীদের কাছে। এর পর অ্যানিম্যাল (Animal Movie) ছবিতে অভিনয় করার পর যেন আরও বেশি জনপ্রিয় হয়ে উঠেছেন তৃপ্তি।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share