Tag: Animal Sacrifice

Animal Sacrifice

  • Durga Puja 2022: সন্ধি পুজোর সঙ্গে বলির কী সম্পর্ক? জেনে নিন

    Durga Puja 2022: সন্ধি পুজোর সঙ্গে বলির কী সম্পর্ক? জেনে নিন

    মাধ্যম নিউজ ডেস্ক: হিন্দু ধর্মে বহু পুজোতেই পশুবলি (Animal Sacrifice) দেওয়ার রেওয়াজ আছে। আবার অনেকে পশু হত্যাকে সমর্থন করেন না। তাই তাঁরা পরিবর্তে আখ, চালকুমড়ো বলি দেন পুজোয়। সন্ধি পুজোতেও বলি দেওয়ার রীতি প্রচলিত আছে। সন্ধি পুজোর (Sandhi Puja) সঙ্গে বলির কী সম্পর্ক? চলুন জেনে নেওয়া যাক।  

    প্রথমে জেনে নেওয়া যাক ‘বলি’ শব্দটির অর্থ। যজ্ঞে দেবতার উদ্দেশ্যে নিবেদিত সব কিছুকেই বলি বলা হয়। আগেকার দিনে যজ্ঞের আগুনে ঝলসে দেব-দেবীর উদ্দেশ্যে নিবেদন করে, পরে তা প্রসাদ হিসাবে গ্রহণ করতেন মুণি-ঋষিরা। পশু থেকে ফল, সব কিছুই হতে পারে বলির উপাদান। তবে সাধারণ মানুষ পশুবলিকেই একমাত্র বলি হিসেবে জানেন। দেব-দেবীর উদ্দেশ্যে এই উৎসর্গ আদতে প্রতীকী। সন্ধি পুজোতেও প্রতীকী হিসাবেই বলি দেওয়ার রীতি রয়েছে। এর সঙ্গে জড়িত আছে এক পৌরাণিক কাহিনী।   

    অষ্টমী এবং নবমী তিথির সন্ধিক্ষণে স্বর্ণ ভূষণে সজ্জিতা হন দেবী দুর্গা। স্বর্ণ বর্ণ ধারণ করেন। মহিষাসুর বধের প্রস্তুতি শুরু করেন তিনি। তবে মহিষাসুর দেবীর লক্ষ্য পূরণে বাধা দিতে তার দুই অনুচর চণ্ড এবং মুণ্ডকে  দেবীকে আক্রমণ করতে পাঠান। আকস্মিক পিছন থেকে তারা দেবীকে আক্রমণ করেন। সে সময় দেবী ক্রোধে রক্তবর্ণা হয়ে ওঠেন। ধারণ করেন চামুণ্ডা রূপ। খড়্গের কোপে চণ্ড ও মুণ্ডের মুণ্ডচ্ছেদ করেন দেবী। এর সঙ্গেই অশুভ শক্তির বিনাশ হয়। 

    সে কারণেই চণ্ড-মুণ্ডের প্রতীক হিসাবে মনের অশুভ চিন্তা, খারাপ প্রবৃত্তিকে দেবীর সামনে যজ্ঞের পবিত্র আগুনে ভস্ম করতেই বলি দেওয়া হয়। মহিষাসুরের প্রতীক হিসাবে বেশিরভাগ যজ্ঞে আগে মোষ বলি দেওয়ার রীতি ছিল। পরবর্তীতে তা অনেক ক্ষেত্রে পাঁঠাবলিতে রূপান্তরিত হয়। প্রাণী হত্যা অনেকেই পছন্দ করেন না। তাই চালকুমড়ো, আখ ইত্যাদি বলি দেওয়া হয় আজকাল। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।      

LinkedIn
Share