Tag: Annie Ernaux

Annie Ernaux

  • Literature Nobel Prize: সাহিত্যে নোবেল পেলেন ফরাসি লেখিকা অ্যানি এরনো

    Literature Nobel Prize: সাহিত্যে নোবেল পেলেন ফরাসি লেখিকা অ্যানি এরনো

    মাধ্যম নিউজ ডেস্ক: এ বছর সাহিত্যে নোবেল পুরস্কার (Literature Nobel Prize) পেলেন ফরাসি লেখিকা অ্যানি এরনো (Annie Ernaux)৷ স্টকহোমে বৃহস্পতিবার এই পুরস্কারের ঘোষণা করে সুইডিশ অ্যাকাডেমি৷ নোবেলজয়ী সাহিত্যিকের নাম প্রকাশ করে নোবেল পুরস্কার কমিটি জানিয়েছে “যে সাহস এবং বিশ্লেষণধর্মী তীক্ষ্ণ চিন্তাধারা দিয়ে তিনি শিকড়ের উৎস, অতীতের তিক্ততা, নিয়ন্ত্রিত ব্যক্তিগত আবেগকে প্রকাশ করেছেন, তারই স্বীকৃতি এই পুরস্কার৷” ৮২ বছর বয়সে নোবেল পুরস্কার পাচ্ছেন অ্যানি। মেডেলের পাশাপাশি অর্থও পাবেন তিনি, ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৭.৫ কোটি টাকা।  

    এরনোর লেখায় বার বার উঠে এসেছে লিঙ্গ, ভাষা ও শ্রেণীগত বৈষম্য৷ দৈনন্দিন জীবনের সঙ্গে নিজের লেখাকে একাত্ম করতে পেরেছেন এই লেখক৷ এক সুইডিশ সংবাদমাধ্যমে এরনো জানিয়েছেন, এই পুরস্কার তাঁর কাছে বড় সম্মান এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব৷ ২০ টিরও বেশি বই লিখেছেন তিনি৷ সেগুলির মধ্যে অনেকগুলিই কয়েক দশক ধরে ফ্রান্সের বিভিন্ন স্কুলে পড়ানো হয়৷ আধুনিক ফ্রান্সের সামাজিক জীবন সূক্ষ্ম ও নিখুঁত করে সাহিত্যের মাধ্যমে তুলে ধরাই তাঁর লক্ষ্য। 

     

    এর আগেও, বেশ কয়েকবার বার নোবেল সাহিত্য পুরস্কারের জন্য অ্যানির নাম সুপারিশ করা হয়েছিল। এবছর পুরষ্কার পেলেন তিনি। এই নিয়ে এখনও পর্যন্ত ১৭ জন মহিলা সাহিত্য়ে নোবেল পুরস্কার পেলেন। ১৯০১ সাল থেকে এখনও পর্যন্ত মোট ১১৯ জন নোবেল সাহিত্য পুরস্কার পেয়েছেন।   

    আরও পড়ুন: রসায়নে নোবেল জয় বিজ্ঞানী ত্রয়ীর

    অ্যানির উপন্যাসগুলি মূলত আত্মজীবনীকেন্দ্রীক। যৌনতা, গর্ভপাত, অসুস্থতা, বাবা-মায়ের মৃত্যু, জীবনের সব পর্যায় বইয়ের পাতায় তুলে ধরেছেন তিনি। তাঁর লেখার মধ্যে উল্লেখযোগ্য হল, ‘লা প্লেস’ (আ ম্যান’স প্লেস)। এই উপন্যাসে বাবার সঙ্গে নিজের সম্পর্ক তুলে ধরেছেন তিনি। ‘লে আনিস’ (দ্য ইয়ার্স) বইয়ে আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সঙ্গে বর্তমান সময়ের মেলবন্ধন ঘটিয়েছেন। নিজের জীবনকেই তুলে ধরেছেন।  

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

LinkedIn
Share