Tag: Annu Rani

Annu Rani

  • Asian games 2023: মঙ্গলে জোড়া সোনা জয় ভারতের, ইতিহাস গড়লেন অন্নু রানি

    Asian games 2023: মঙ্গলে জোড়া সোনা জয় ভারতের, ইতিহাস গড়লেন অন্নু রানি

    মাধ্যম নিউজ ডেস্ক: মঙ্গলে জোড়া সোনা জয় ভারতের। এদিন এশিয়ান গেমসে (Asian games 2023) ভারতকে সোনা এনে দিলেন অন্নু রানি। জ্যাভলিনে সোনা পেলেন তিনি। ৬২.৯২ মিটার ছুড়ে প্রথম হলেন তিনি। গত বছর বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে ব্রোঞ্জ পেয়েছিলেন অন্নু। এদিনও প্রথম তিনটি থ্রোয়ে তিনি যে সোনা জিততে চলেছেন, তার আভাস মেলেনি। চতুর্থ প্রচেষ্টায় উল্টে দিলেন পাশার দান। ৬২.৯২ মিটার ছুড়লেন।

    মহিলাদের ‘নীরজ চোপড়া’

    চলতি মরশুমে নিজেকেই ছাপিয়ে গেলেন অন্নু। বুধে মাঠে নামবেন নীরজ চোপড়া। তার আগেই দেশকে সোনা এনে দিলেন অন্নু। অন্নুর সোনা জয়ের সঙ্গে সঙ্গেই ক্রীড়া ইতিহাসে নাম উঠল ভারতের। কারণ (Asian games 2023) অন্নুই প্রথম মহিলা, যিনি সোনা জিতলেন জ্যাভলিনে। ইতিমধ্যেই অন্নুকে মহিলাদের ‘নীরজ চোপড়া’ বলতে শুরু করেছেন সমর্থকরা। অন্নু হলেন প্রথম ভারতীয় মহিলা যিনি জ্যাভলিনে ৬০ মিটার দূরত্ব স্পর্শ করেছেন। তাঁর থ্রো ছিল ৬১.৮৬ মিটার। ইন্ডিয়ান ওপেনে তিনি জ্যাভলিন ছুড়েছিলেন ৬৩.৮২ মিটার।

    সোনার মেয়ে পারুলও

    অন্নুর এই সোনা জয়ের ঘণ্টাখানেক আগেই গোল্ড মেডেল জিতেছিলেন (Asian games 2023) পারুল চৌধুরী। তিনি প্রথম হয়েছেন মেয়েদের ৫ হাজার মিটার দৌড়ে। ৩ হাজার মিটার স্টিপলচেজে রুপো জিতেছিলেন পারুল। ২০১৮ সালে শেষবার দেশের হয়ে সোনা জিতেছিলেন পারুল। এদিন ৫ কিলোমিটার দৌড়ে প্রথম দিকে দ্বিতীয় স্থানে ছিলেন তিনি। শেষ ১৫০ মিটারে স্পিন্ট নেন।

    টপকে যান প্রথমে থাকা জাপানের অ্যাথলিটকে। এ বছর এশিয়ান গেমসে পারুল হলেন তৃতীয় ট্র্যাক অয়ান্ড ফিল্ড অ্যাথলিট যিনি ভারত থেকে পদক জিতলেন। দ্বিতীয় হলেন জাপানের রিরিকা হিরোনাকা। সোমবারই মহিলাদের সিঙ্গলসে ৩ হাজার মিটার স্টিপলচেজে রুপো জিতেছিলেন পারুল। সময় নিয়েছিলেন ৯ মিনিট ২৭.৬৩।

    আরও পড়ুুন: শবরীমালা মন্দিরে বিস্ফোরণের ছক কষেছিল ধৃত ‘ইঞ্জিনিয়ার’ আইএস জঙ্গি শাহনওয়াজ?

    সব মিলিয়ে চলতি এশিয়ান গেমসে (Asian games 2023) মঙ্গলবার পর্যন্ত ভারতের ঝুলিতে এল ১৫টি সোনা, ২৬টি রুপো এবং ২৮টি ব্রোঞ্জ। পদকের সংখ্যা দাঁড়াল ৬৯টি। সব মিলিয়ে ২৯২টি পদক পেয়ে শীর্ষে রয়েছে চিন। তালিকায় চার নম্বরে জায়গা হয়েছে ভারতের।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Neeraj Chopra: স্বপ্নের সামনে সোনার ছেলে! জেনে  নিন বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ফাইনালে কখন নামবেন নীরজ

    Neeraj Chopra: স্বপ্নের সামনে সোনার ছেলে! জেনে নিন বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ফাইনালে কখন নামবেন নীরজ

    মাধ্যম নিউজ ডেস্ক: এক থ্রোয়েই ফাইনাল নিশ্চিত করেছেন। আর একটা থ্রো ভালো হলেই সোনার পদক। ইতিহাসের হাতছানি ভারতীয় জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়ার (Neeraj Chopra) সামনে। সোনা জিতলে পুরুষ জ্যাভলিন থ্রোয়ারদের মধ্যে একই বছরে অলিম্পিক এবং বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিতবেন নীরজ। শেষ বার এই কীর্তি গড়েছিলেন নরওয়ের আন্দ্রেস থোরকিলসন। ২০০৮ অলিম্পিকে সোনা জিতেছিলেন। এর পরই বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে সোনা জেতেন তিনি। এ বার নীরজের সামনেও সেই সুযোগ। 

    বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে নীরজের মূল প্রতিপক্ষ অ্যান্ডারসন পিটার্স। বিশ্ব চ্যাম্পিয়নশিপের (World Athletics Championship) ফাইনালে যোগ্যতা অর্জন করেছেন ১২ জন জ্যাভলিন থ্রোয়ার। তবে মূল লড়াই টোকিও অলিম্পিকে সোনাজয়ী নীরজ চোপড়া এবং বিশ্বের এক নম্বর জ্যাভলিন থ্রোয়ার অ্যান্ডারসন পিটার্সের (Anderson Peters)। সম্প্রতি স্টকহোম ডায়মন্ড লিগে ৯০.৩১ মিটার ছুড়েছেন অ্যান্ডারসন। ৮৯.৯৪ মিটারে দ্বিতীয় স্থানে ছিলেন নীরজ। ফাইনালে উঠেছেন আর এক ভারতীয় রোহিত যাদবও। তবে ভারতের টেক্কা নীরজই। 

    কখন নামবেন নীরজ: শনিবার বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ-২০২২ এ নীরজ চোপড়ার ফাইনাল। তবে ইভেন্টটি ভারতীয় সময় অনুযায়ী রবিবার সকাল ৭টা ০৫ মিনিটে শুরু হবে।

    কোথায় দেখবেন: বিশ্ব মিটে জ্যাভলিন থ্রো পুরুষদের ফাইনালে ভারতের নীরজ চোপড়ার পারফরম্যান্স সরাসরি দেখা যাবে Sony TEN 2 এবং Sony TEN 2 HD টিভি চ্যানেলে। পুরুষদের জ্যাভলিন থ্রো ফাইনালের লাইভ স্ট্রিমিং দেখা যাবে Sony LIV OTT প্ল্যাটফর্মে।

    আরও পড়ুন: চিনা প্রতিদ্বন্দ্বীর থেকে জয় ছিনিয়ে সিঙ্গাপুর ওপেনে চ্যাম্পিয়ন পিভি সিন্ধু

    অন্যদিকে চলতি বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের আসরে জ্যাভলিন থ্রোয়িং-য়ে মহিলাদের ফাইনালে সাত নম্বরে থামলেন ভারতীয় কন্যা অন্নু রানি (Annu Rani)। ফাইনালে এই ভারতীয় অ্যাথলিটের (Indian Athlete) সেরা পারফরম্যান্স ৬১.১২ মিটার। ছ’টি চেষ্টার মধ্যে দ্বিতীয় চেষ্টায় সবথেকে বেশি দূরত্বে জ্যাভলিন ছোড়েন অন্নু। অনেক আশা জাগিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছিলেন অন্নু। কিন্তু প্রত্যাশা পুরণ করতে ব্যর্থ তিনি। মহিলা বিভাগের ফাইনালে ৬৬.৯১ মিটার জ্যাভলিন ছুড়ে সোনা জিতেছেন অস্ট্রেলিয়ার কেলসি-লি বারবের। ৬৪.০৫ মিটার দূরত্বে জ্যাভলিন ছুড়ে রুপো জিতেছেন আমেরিকার কারা উইঙ্গার। ৬৩.২৭ মিটার জ্যাভলিন ছুড়ে ব্রোঞ্জ পেয়েছেন জাপানের হারুকা কিতাগুচি। 

LinkedIn
Share