Tag: antibody

antibody

  • Antibody: করোনার সমস্ত ভেরিয়েন্টকে নিষ্ক্রিয় করবে SP1-77 অ্যান্টিবডি! কী জানালেন গবেষকরা?

    Antibody: করোনার সমস্ত ভেরিয়েন্টকে নিষ্ক্রিয় করবে SP1-77 অ্যান্টিবডি! কী জানালেন গবেষকরা?

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বব্যাপী করোনাভাইরাস (CoronaVirus) আক্রান্তের সংখ্যা কমলেও বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, যে কোনো সময় এর সংখ্যা বাড়তে পারে। এই ভাইরাস প্রতিরোধের জন্য ভ্যাকসিনের অনেক গুরুত্ব রয়েছে, তবে কোভিড আক্রান্তের সংখ্যা ক্রমবর্ধমান বেড়ে চলার ক্ষেত্রে একটি বড় কারণ হল এর বিভিন্ন ভেরিয়েন্ট।

    কিন্তু, এরই মধ্যে গবেষকরা এক বিস্ময়কর আবিষ্কার করেছেন। তাঁরা এমন একটি অ্যান্টিবডি আবিষ্কার করেছেন যা করোনার প্রতিটি ভেরিয়েন্টকে নিষ্ক্রিয় করতে সক্ষম। এর নাম SP1-77 (sp1-77 অ্যান্টিবডি)। SP1-77 নামক এই অ্যান্টিবডিটি বোস্টন চিলড্রেন’স হাসপাতাল এবং ডিউক ইউনিভার্সিটির গবেষকরা (Researchers at Boston Children’s Hospital and Duke University) আবিষ্কার করেছেন। এই আবিষ্কারের গবেষণাটি সায়েন্স ইমিউনোলজি জার্নালে (journal Science Immunology) প্রকাশিত হয়েছে।

    আরও পড়ুন: পটাপট খান অ্যাজিথ্রোমাইসিন! শুধু আপনি নন দেশের অনেকেই স্বচ্ছন্দ অ্যান্টিবায়োটিক গ্রহণে, দাবি ল্যানসেটের

    কী এই SP1-77 অ্যান্টিবডি?

    SP1-77 অ্যান্টিবডি গবেষকদের দ্বারা তৈরি একটি অ্যান্টিবডি যা এখনও পর্যন্ত করোনা ভাইরাস SARS-CoV-2-এর সমস্ত ভেরিয়েন্টকে নিষ্ক্রিয় করতে পারে। এটি মূলত এইচআইভি ভাইরাস নিষ্ক্রিয় করার জন্য আবিষ্কার করা হয়েছিল। পরে এই অ্যান্টবডি একটি মাউস মডেলের উপর ভিত্তি করে গবেষকরা তৈরি করেছেন।

    এখন এটি মিউটেশন করা হয়েছে। গবেষণায় ব্যবহৃত ইঁদুরের মানুষের মতো একই প্রতিরোধ ব্যবস্থা ছিল এবং তারপরে তাদের উপর অ্যান্টিবডি ব্যবহার করা হয়েছিল। গবেষকরা ইঁদুরের মধ্যে দুটি মানব জিন প্রবেশ করান, যা তারপরে একটি অ্যান্টিবডি তৈরি করে, যেটি মানুষও তৈরি করতে পারে। ইঁদুরগুলি তখন SARS-CoV-2 এর স্পাইক প্রোটিনের সংস্পর্শে আসে এবং গবেষকরা দেখতে পান যে এটি নয়টি ভিন্ন পরিবারের অ্যান্টিবডি তৈরি করেছে যা করোনার অনেক স্পাইক প্রোটিনকে নিষ্ক্রিয় করে।  তারপরে এটি করোনার বিভিন্ন স্পাইক প্রোটিনের উপর পরীক্ষা করা হয়েছে এবং দেখা গেছে যে এটি SP1-77- COVID-19-এর ডেল্টা এবং ওমিক্রনের সমস্ত ভেরিয়েন্টেও কাজ করে।

    আরও পড়ুন: শিশুদের মধ্যেই ক্যান্সারের প্রবণতা বেশি দেখা যাচ্ছে, গবেষণায় উঠে এল নতুন তথ্য

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Omicron: বুস্টার ডোজ নিলেও হতে পারে ওমিক্রন, গবেষণায় মিলল প্রমাণ

    Omicron: বুস্টার ডোজ নিলেও হতে পারে ওমিক্রন, গবেষণায় মিলল প্রমাণ

    মাধ্যম নিউজ ডেস্ক: কোভিড ভ্যাকসিন ও বুস্টার শট দেওয়ার পর উৎপাদিত অ্যান্টিবডিগুলি আগের করোনভাইরাস স্ট্রেনের তুলনায় ওমিক্রন ভাইরাসের বিরুদ্ধে কম কার্যকর হতে পারে বলে মনে করছেন আমেরিকার জনস হপকিন্স ইউনিভার্সিটির গবেষকরা। 

    ভারতেও দেখা গিয়েছে কোভিডের টিকা নেওয়ার পরও ওমিক্রনে আক্রান্ত হয়েছেন বহু মানুষ। এর কারণ হিসেবে মনে করা হয়, ভাইরাসের বিরুদ্ধে লড়াই করা অ্যান্টিবডিগুলি নতুন এই প্রজাতির কাছে অনেকটা দুর্বল হয়ে পড়ে। তবে আমেরিকার জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের গবেষকরা গত ডিসেম্বর থেকে জানুয়ারির মাঝামাঝি সময়ে ১৮ জন সুস্থ এবং কোভিডের বুস্টার ডোজ প্রাপ্ত ব্যক্তিদের উপর একটি সমীক্ষা চালায়। সেখানেই দেখা যায়, ১৪ থেকে ৯২ দিনের মধ্যে তাঁরা আবারও নতুন করে আক্রান্ত হয়েছেন। এদের বেশিরভাগেরই বয়স ২১ থেকে ৬০ বছরের মধ্যে। এঁরা সকলেই কোভিড টিকা ও বুস্টার ডোজ পেয়েছিলেন। কিন্তু এর আগে কোভিডের কোনও সংক্রমণের আঁচ তাঁদের উপর এসে পড়েনি।

    জনস হপকিন্স ইউনিভার্সিটি স্কুল অফ মেডিসিনের অধ্যাপক সিনিয়র লেখক ড. জোয়েল ব্ল্যাঙ্কসন জানান, এই রোগীদের উচ্চ মাত্রায় অ্যান্টিবডি রয়েছে যা করোনা ভাইরাসের স্পাইক প্রোটিনকে কোষের উপরিভাগে বাঁধতে বাধা দেয়, কিন্তু অ্যান্টিবডিগুলি আসল স্ট্রেনের তুলনায় ‘ওমিক্রন স্ট্রেনের সাথে প্রতিক্রিয়ার সময় সেই কাজটি সম্পাদন করেনি। গবেষকরা জানান, সার্স কোভ-২-এর ভাইরাস আমাদের শরীরে মূল স্ট্রেনের প্রতি প্রতিক্রিয়া ঘটায়। ভাইরাসের অ্যাঞ্জিওটেনসিন-কনভার্টিং এনজাইম ২ (সাধারণত ACE2 নামে পরিচিত) এর সঙ্গে তা যুক্ত হলেই কোভিড সংক্রমণ হয়। ওমিক্রনের ভাইরাস এই ACE2 এপ স্পাইপ প্রোটিনের সঙ্গে কোভিড অ্যান্টিবডিকে সংযুক্ত হতে বাধা দেয়। যা সংক্রমণের প্রধান কারণ। তবে অনেকের ক্ষেত্রে এই টি-কোশই প্রধান ঢাল হিসেবে দাঁড়িয়েছে। যে কারণে ওমিক্রনের সংক্রমণ ততটাও শরীরে জাঁকিয়ে বসতে পারেনি। 

LinkedIn
Share