Tag: Anubrata Mondals bodyguard Saigal Hossain

Anubrata Mondals bodyguard Saigal Hossain

  • Cattle Smuggling Case: ৫ নভেম্বর পর্যন্ত জেলেই সায়গল! এবার জেরা করবে ইডি-ও

    Cattle Smuggling Case: ৫ নভেম্বর পর্যন্ত জেলেই সায়গল! এবার জেরা করবে ইডি-ও

    মাধ্যম নিউজ ডেস্ক: গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal) দেহরক্ষী সায়গল হোসেন জেলেই থাকছেন। ৫ নভেম্বর পর্যন্ত তাঁকে জেলেই থাকতে হবে, জানাল আদালত। বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর তাঁকে আদালতে পেশ করা হয়। সায়গলের আইনজীবী আদালতে জামিনের আবেদন করেছিলেন। তিনি জানান, যে কোনও শর্তে রাজি তাঁর মক্কেল। কিন্তু এদিন সায়গলের জামিনের আবেদন খারিজ করে দেয় আদালত। আসানসোল জেলে গিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করার অনুমতি  দেওয়া হয় ইডিকে (ED)। আসানসোল জেলে গিয়ে সায়গলকে জেরা করার অনুমতি চেয়ে  বিশেষ সিবিআই আদালতে আবেদন জানায় ইডি। সেই আবেদনে সাড়া দিল আদালত। সায়গলকে ব্যবহার করেই অনুব্রতর উপর আরও চাপ বাড়াতে চাইছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। ইডির আবেদনের ভিত্তিতে এদিন আদালত জানায়, যে কোনও দিন জেলে গিয়ে সায়গল হোসেনকে জেরা করতে পারবে দিল্লির ইডি টিম। 

    আরও পড়ুন: এফআইআর নিচ্ছে না পুলিশ! অভিষেকের ‘গুলি’ মন্তব্যের বিরুদ্ধে আদালতে সুকান্ত

    ইডি সূত্রের খবর, গরু পাচারের টাকা কোন অ্যাকাউন্টে গিয়েছে, কোন খাতে খরচ করা হয়েছে, এই প্রশ্নেরই উত্তর খুঁজছেন তদন্তকারীরা। সায়গল হোসেনের স্ত্রী ও মাকে এ প্রসঙ্গে আগেই তলব করা হয়েছিল। তাঁদের নামেও বিপুল পরিমাণ সম্পত্তির হদিশ মিলেছে। কনস্টেবলের চাকরি করে কী করে এত টাকার সম্পত্তি করলেন সায়গল, তা জানতে চায় তদন্তকারীরা। সায়গল গ্রেফতার হওয়ার পর তার বিপুল সম্পত্তি হস্তান্তরের চেষ্টা হয়েছিল। এখন আসানলোল সংশোধনাগারে রয়েছেন সায়গল। সপ্তাহখানেক আগে আসানসোল বিশেষ সিবিআই আদালতে সায়গলকে দিল্লি নিয়ে যাওয়ার অনুমতি চেয়ে আবেদন করা হয়। তবে সেবার আবেদন খারিজ করে দেয় আদালত। এরপর মঙ্গলবার ইডি’র তরফে আবার আসানসোল বিশেষ সিবিআই আদালতে সায়গলকে জেরার অনুমতির আরজি জানানো হয়। সেই আবেদন মঞ্জুর করল আদালত।

    আরও পড়ুন : বিজেপির নবান্ন অভিযানে ‘অশান্তি’, সিবিআই তদন্তের দাবি অনুসন্ধান কমিটির রিপোর্টে

    সিবিআই সূত্রে দাবি, অনুব্রত মণ্ডল তাঁর প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনকে দিয়ে এই ব্যাংক আধিকারিকদের সঙ্গে কথা বলাতেন। সায়গল হোসেন নিজেই ওই ব্যাংক আধিকারিকদের সঙ্গে সরাসরি কথা বলতেন অনুব্রত মণ্ডল এবং তাঁর ঘনিষ্ঠদের হয়ে৷ অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনকে জেরা করেই বোলপুর এবং সিউড়ির মোট চারটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের আধিকারিকের নাম ও ঠিকানা পেয়েছিল সিবিআই। ওই চারজন ব্যাংক আধিকারিকের মধ্যে দুজন ব্যাংক আধিকারিকের বয়ান ইতিমধ্যেই রেকর্ড করেছেন গোয়েন্দারা।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

LinkedIn
Share