Tag: Anushka Sharma

Anushka Sharma

  • BCCI New Rule: কোহলির সঙ্গে মাঠে থাকবেন না অনুষ্কা! কেন এমন সিদ্ধান্ত নিল বিসিসিআই?

    BCCI New Rule: কোহলির সঙ্গে মাঠে থাকবেন না অনুষ্কা! কেন এমন সিদ্ধান্ত নিল বিসিসিআই?

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে পারেনি ভারতীয় দল (Indian Cricket Team)। ঘরের মাঠে প্রথমবার তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে রোহিতরা। অস্ট্রেলিয়ার মাটিতেও মুখ থুবড়ে পড়েছে দল। ক্রিকেটারদের পারফরম্যান্সে হতাশ বিসিসিআই (BCCI New Rule) ও ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। তাই এবার ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই (BCCI) কড়া নিয়মকানুন পুনরায় লাগু করতে চলেছে। ক্রিকেটারদের পারফরম্যান্সের উন্নতির জন্য সফর চলাকালীন স্ত্রী-পরিবারকে সঙ্গে নিয়ে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করছে বিসিসিআই। 

    সঙ্গে থাকবে না পরিবার

    মুম্বইয়ে নির্বাচকদের রিভিউ মিটিংয়ে নয়া নিয়ম নিয়ে কথা হয়েছে। মিটিংয়ে উপস্থিত ছিলেন ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর, ক্যাপ্টেন রোহিত শর্মা এবং মুখ্য নির্বাচক অজিত আগরকর। একটি রিপোর্টে জানা গিয়েছে, করোনার সময় জারি হওয়া নিয়মকেই আবার ফিরিয়ে আনছে বিসিসিআই। সম্পূর্ণ সিরিজের জন্য ক্রিকেটারদের সঙ্গে থাকতে পারবেন না তাঁদের স্ত্রী বা পরিবার। বিশেষত বিদেশ সফরের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্ডার-গাভাসকর ট্রফি চলাকালীন গোটা সিরিজ জুড়েই ক্রিকেটারদের সঙ্গে ছিলেন তাঁদের পরিবার। এবার তাতেই কোপ পড়তে চলেছে। ফলে সিরিজ জুড়ে একসঙ্গে মাঠে দেখা যাবে না বিরাট-অনুষ্কাকে।

    কেন এই নিয়ম

    বিসিসিআই (BCCI New Rule) সূত্রে জানা গিয়েছে, নতুন নিয়ম অনুযায়ী, ৪৫ দিনের বেশি কোনও টুর্নামেন্ট বা সিরিজ চললে, তার মধ্যে ১৪ দিন ক্রিকেটারের সঙ্গে থাকতে পারবে তাঁর স্ত্রী এবং পরিবারের সদস্যরা। কম দিনের সফরের ক্ষেত্রে এই ঊর্ধ্বসীমা নেমে আসবে ৭ দিনে। সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, ভারতীয় বোর্ড মনে করছে, দীর্ঘ সময় পরিবারের সঙ্গে থাকা ক্রিকেটারদের পারফরম্যান্সে নেতিবাচক প্রভাব ফেলছে।

    আরও পড়ুন: ভোকাট্টা.. ঘুড়ি উড়িয়ে মকর সংক্রান্তি উদযাপন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

    আর কী কী নতুন নিয়ম 

    নয়া নিয়ম (BCCI New Rule) মতো, প্রতিটি খেলোয়াড়কেই দলের সকলের সঙ্গে টিম বাসে সফর করার নিয়মও চালু করতে আগ্রহী বোর্ড। অর্থাৎ একা একা নিজের ইচ্ছামতো সফর আর করা যাবে না। দলের একতা বজায় রাখার জন্য টিম বাসে করেই প্রত্যেক ক্রিকেটারকে যাতায়াত করতে হবে। যত বড় ক্রিকেটারই হন না কেন, কাউকেই অনুমতি দেওয়া হবে না আলাদাভাবে যাওয়ার। শুধু তাই নয়। কোচ গৌতম গম্ভীরের ম্যানেজার গৌরব আরোরাকেও এবার থেকে দলের সঙ্গে এক হোটেলে রাখা হবে। বিমানযাত্রায় কোনও খেলোয়াড়ের লাগেজ ১৫০ কেজির গণ্ডি পার করলে এবার থেকে আর বিসিসিআই তাঁর ব্যয় বহন করবে না, বরং খেলোয়াড়দের নিজেদেরই এই খরচ দিতে হবে বলেও রিপোর্টে দাবি করা হচ্ছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Virat Kohli: স্বামীর আনন্দের দিনে বার্তা দিলেন অনুষ্কা! স্ত্রীকে কী জবাব দিলেন বিরাট?

    Virat Kohli: স্বামীর আনন্দের দিনে বার্তা দিলেন অনুষ্কা! স্ত্রীকে কী জবাব দিলেন বিরাট?

    মাধ্যম নিউজ ডেস্ক: সম্প্রতি টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত। অবশেষে স্বপ্ন পূরণ হয়েছে বিরাট কোহলির। স্বামীর আনন্দের দিনে পাশে স্ত্রী অনুষ্কা শর্মা। বিশ্বকাপ জয়ের রাতেই অনুষ্কার ভালোবাসা মাখা পোস্ট এসেছিল বিরাটের (Virat Kohli) জন্য। এবার সোশ্যাল মিডিয়াতেই তাঁর জবাব দিলেন কোহলি। স্ত্রীকে নিয়ে লিখলেন মনের কথা। 

    কী জানিয়েছিলেন অনুস্কা? (Anuska Sharma) 

    এদিন বিশ্বকাপ জয়ের পরেই অনুষ্কা ইনস্টাগ্রামে বিরাটের (Virat Kohli)  একটি ছবি দেন। সেখানে জাতীয় পতাকা ঘাড়ে নিয়ে ট্রফি হাতে হাসিমুখে উল্লাস করতে দেখা যাচ্ছে বিরাটকে। সেই পোস্টে অনুষ্কা লেখেন, “এই মানুষটাকে আমি ভালবাসি। আমি ভাগ্যবতী যে তুমিই আমার সব কিছু। এ বার যাও, এক গ্লাস জল নিয়ে উৎসব করো।” নিজের শরীরের দিকে খেয়াল রাখেন বিরাট। তিনি যে জল পান করেন তা বিদেশ থেকে আসে। বিশেষ ভাবে তৈরি সেই জলের কথাই হয়তো বোঝাতে চেয়েছেন অনুষ্কা।

     
     
     
     
     
    View this post on Instagram
     
     
     
     
     
     
     
     
     
     
     

    A post shared by AnushkaSharma1588 (@anushkasharma)

    উত্তরে কী বললেন বিরাট? (Virat Kohli) 

    আর অনুষ্কার এই পোস্টের পরেই বিরাট রবিবার ইনস্টাগ্রামে একটি মিষ্টি পোস্ট করেছেন। আনুষ্কাকে (Anuska Sharma) সব সময় পাশে থাকার কৃতিত্ব দিয়ে বিরাট লিখলেন, “তুমি না থাকলে যা অর্জন করেছি তার কাছাকাছিও হয়তো আসতে পারতাম না। তুমি আমাকে নম্র এবং মাটির কাছাকাছি রাখো। সত্যিকারের সততা থাকলে কী অর্জন করা যায়, সেটা তুমিই আমায় বলো। তোমার কাছে আমি সবচেয়ে বেশি কৃতজ্ঞ। এই জয় যতটা আমার, ততটাই তোমার। ধন্যবাদ। তুমি যে রকম, সেটার জন্যই তোমায় ভালবাসি।” 

     
     
     
     
     
    View this post on Instagram
     
     
     
     
     
     
     
     
     
     
     

    A post shared by Virat Kohli (@virat.kohli)

    প্রসঙ্গত, এবারে ফাইনালের (T20 World Cup 2024 ) দিন মাঠে উপস্থিত থাকতে পারেননি অনুস্কা (Anuska Sharma)। বিরাটও যে জয়ের পর বউকে খুব মিস করছিল, তা স্পষ্ট ছিল হাবেভাবে। সতীর্থ খেলোয়াড়রা যখন কাছের মানুষগুলোর আলিঙ্গনবদ্ধ, তখন তিনি ভিডিয়ো কলে অনুষ্কা-ভামিকা-অকায়দের সঙ্গে। 

    আরও পড়ুন: আইপিসি অতীত! দেশে জারি হল ‘ভারতীয় ন্যায় সংহিতা’, নতুন কী রয়েছে এতে?

    উল্লেখ্য, এদিন ভারত বিশ্বকাপ জেতার পরে চোখের জল ধরে রাখতে পারেননি বিরাট (Virat Kohli), রোহিতেরা। আনন্দে কাঁদছিলেন তাঁরা। সেই কান্না দেখে বিরাট-ঘরনি অনুষ্কাকে প্রশ্ন করে ছোট্ট মেয়ে ভামিকা। অনুষ্কা সমাজমাধ্যমে সেই কথা জানিয়ে বিরাটদের ট্রফি তোলা ও উল্লাসের কয়েকটি ছবি দিয়ে লেখেন, “টেলিভিশনে সবাইকে কাঁদতে দেখে আমাদের মেয়ের সবচেয়ে বড় চিন্তা ছিল, ওদের কান্না মোছাতে কে জড়িয়ে ধরবে? আমার ছোট্ট সোনা, ওদের কান্না মোছানোর জন্য ১৫০ কোটি ভারতবাসী রয়েছেন। কী দারুণ জয়। কী দারুণ কৃতিত্ব। চ্যাম্পিয়নদের শুভেচ্ছা।”  

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Virat-Anushka: কন্যা ভামিকার পর পুত্র অকায়, অভিনয় থেকে কি নিজেকে সরিয়ে নিচ্ছেন অনুষ্কা?

    Virat-Anushka: কন্যা ভামিকার পর পুত্র অকায়, অভিনয় থেকে কি নিজেকে সরিয়ে নিচ্ছেন অনুষ্কা?

    মাধ্যম নিউজ ডেস্ক: বিরাট পরিবারে আবার খুশির খবর। ইতিমধ্যে গোটা বিশ্ব জানে, ক্যারিয়ারের মাঝ পথেই বিবাহ বন্ধনে আবদ্ধ হন অনুষ্কা-বিরাট। আর কয়েক বছর পরেই কোল আলো করে আসে তাঁদের প্রথম কন্যাসন্তান ভামিকা। আবার কয়েক বছর পরেই অন্তঃসত্ত্বা হন অনুষ্কা। আর খুশির খবর এটাই যে গত ১৫ই ফেব্রুয়ারি আবার জন্ম দেন তাঁদের পুত্রসন্তান অকায়ের। বর্তমানে চারজনকে নিয়ে পরিপূর্ণ সংসার বিরাট-অনুষ্কার (Virat-Anushka)। আর এসবের মাঝে অনুষ্কা জানান, আর খুব বেশি ছবিতে অভিনয় করবেন না তিনি। তাহলে কি তিনি এবার সংসারের দিকেই বেশি মন দেবেন? আস্তে আস্তে কি তাহলে অভিনয় থেকে মুখ ফিরিয়ে নেবেন তিনি?

    অভিনয় কি সত্যি কমিয়ে দেবেন অনুষ্কা? (Virat-Anushka)

    ব্যক্তিগত সংসারিক জীবন এবং কর্মজীবনকে একসাথে মানিয়ে চলা সহজ কাজ নয়। এটি সাধারণ মানুষের ক্ষেত্রেও প্রযোজ্য। অনুষ্কাও প্রথম মা হওয়ার পর থেকেই অভিনয় করা কমিয়ে দিয়েছেন। মা হওয়ার পর তাঁর প্রথম ছবি ছিল ‘চাকদহ এক্সপ্রেস’ যেখানে তাঁকে ঝুলন গোস্বামীর জীবন চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে। যে ছবি ২০২৪ এই মুক্তি পাবে বলে ধরা হয়েছে। গত দু’বছর হল নিজেকে অভিনয় থেকে সরিয়ে নিয়েছেন অনুষ্কা (Virat-Anushka)। অভিনয় কমিয়ে দেওয়ার জন্য পরবর্তী ক্ষেত্রে তিনি আর বেশি সিনেমাতে অভিনয় করবেন কিনা, তা নিয়ে সবার মধ্যে সংশয় রয়েছে।

    এক সাক্ষাৎকারে তিনি কী বলেছিলেন? (Virat-Anushka)

    কয়েক বছর আগে একটি সাক্ষাৎকারে অনুষ্কা জানিয়েছিলেন, মা হওয়ার পর থেকে তিনি হাতে গোনা কয়েকটি মাত্র ছবিতেই অভিনয় করবেন। মেয়ে ভামিকার পাশে থাকা অনুষ্কার কর্তব্য বলেও তিনি জানান। অনুষ্কার পাশাপাশি বাবা হিসেবে বিরাটের ভূমিকাও বিশাল বলে জানিয়েছিলেন অভিনেত্রী। তিনি আরও জানান, মেয়ের নাকি মাকে ছাড়া এক মুহূর্তও চলে না। সেই কারণেই অভিনয় কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত অনুষ্কার। আর এখন তাঁদের নতুন পুত্রসন্তান অকায়ের (Virat-Anushka) দেখাশোনার  দায়িত্বও অনুষ্কার। তবে তিনি আবার অভিনয় জগতে ফিরবেন বলেই আশাবাদী সকলে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Virat-Anushka: ‘বিরুষ্কা’র কোলে দ্বিতীয় সন্তান, ছেলেন নাম ‘অকায়’, জানালেন কোহলি

    Virat-Anushka: ‘বিরুষ্কা’র কোলে দ্বিতীয় সন্তান, ছেলেন নাম ‘অকায়’, জানালেন কোহলি

    মাধ্যম নিউজ ডেস্ক: জল্পনার অবসান। বিরাট কোহলি (Virat Kohli) ও অনুষ্কা শর্মার (Anushka Sharma) কোল আলো করে এল দ্বিতীয় সন্তান।  গত ১৫ ফেব্রুয়ারিই ‘বিরুষ্কা’-র সন্তানের জন্ম হয়। পুত্রের নাম রাখা হয়েছে অকায় (Akaay)। মঙ্গলবার সমাজমাধ্যমে সদ্যোজাতের নাম জানিয়েছেন তারকা দম্পতি। মেয়ে ভামিকার জন্মের সময়ও ক্রিকেট থেকে বিশ্রাম নিয়েছিলেন বিরাট। দ্বিতীয় সন্তান জন্মের সময়েও অনুষ্কার পাশে রয়েছেন কোহলি।

    ছেলের নাম ‘অকায়’

    সোশ্যাল মিডিয়ায় কোহলি পুত্রসন্তানের জন্মগ্রহণের কথা ঘোষণা করে লেখেন, ‘‘অত্যন্ত আনন্দ ও ভালবাসার সঙ্গে আমরা সকলকে জানাতে চাই যে গত ১৫ ফেব্রুয়ারি আমাদের ছেলে, ভামিকার ছোট ভাই অকায়কে আমরা এই পৃথিবীতে স্বাগত জানিয়েছি। আমরা আমাদের এই শুভ সময়ে আপনাদের শুভকামনা ও আর্শীবাদের কামনা করছি। এই মূহূর্তে আমাদের একান্তে থাকতে দেওয়ার অনুরোধ জানাচ্ছি। ভালবাসা ও কৃতজ্ঞতার সঙ্গে বিরাট ও অনুষ্কা।’’ সন্তানের নামকরণের ক্ষেত্রে আগেও অভিনবত্বের পরিচয় দিয়েছেন ‘বিরুষ্কা’। মেয়ে ভামিকার ক্ষেত্রে সংস্কৃত ভাষার উপর ভরসা করেছিলেন দম্পতি। ছেলের নাম রেখেছেন ‘অকায়’। এই শব্দের সঙ্গে যোগ রয়েছে তুর্কি ভাষার। ‘অকায়’ নামের অর্থ ‘পূর্ণিমার চাঁদের আলো।’ যদিও বাংলা অভিধান বলছে, নামের অর্থ কায়াহীন। অর্থাৎ যিনি বিমূর্ত। ঈশ্বর বা পরমাত্মা।

     

     
     
     
     
     
    View this post on Instagram
     
     
     
     
     
     
     
     
     
     
     

    A post shared by AnushkaSharma1588 (@anushkasharma)

    ২০২১ সালের ১১ জানুয়ারি কন্যাসন্তান ভামিকার জন্ম দিয়েছিলেন অভিনেত্রী অনুষ্কা শর্মা ৷  সেই সময় ভারতীয় ক্রিকেট দল অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ খেলতে গিয়েছিল। বিরাট প্রথম টেস্ট খেলেই দেশে ফিরে এসেছিলেন স্ত্রীর পাশে থাকার জন্য। এবারও ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে বিশ্রাম নিয়েছেন বিরাট। সবসময় ছিলেন অনুষ্কার পাশে। আপাতত সুন্দর মুহূর্ত উপভোগে ব্যস্ত বিরাট-অনুষ্কা ৷

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • India vs New Zealand: বিরাট-কুর্নিশ! একদিনের ক্রিকেটে ৫০টি শতরান কোহলির, রানের পাহাড় ভারতের

    India vs New Zealand: বিরাট-কুর্নিশ! একদিনের ক্রিকেটে ৫০টি শতরান কোহলির, রানের পাহাড় ভারতের

    মাধ্যম নিউজ ডেস্ক: মাঠটা একই আছে। বদলেছে ধ্বনি। আবেগ একই আছে। বদলেছে ব্যক্তি। সময়ের স্রোতে ওয়াংখেড়েতে এখন “কোহলিইইইই, কোহলিইইইই” চিৎকার। এক সময় এই মাঠেই উঠত “সচিন, সচিন” ধ্বনি। বুধবার তিনি মাঠে বসেই দেখলেন তাঁকে ছাপিয়ে গেলেন কিং কোহলি। ঈশ্বরও দুহাত তুলে আশীর্বাদ করলেন। ওয়াংখেড়েতেই ১৫ নভেম্বর শেষ ম্যাচ খেলেছিলেন মাস্টার ব্লাস্টার। আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর অভিষেকও হয়েছিল ১৫ নভেম্বর করাচিতে পাকিস্তানের বিরুদ্ধে। সেই ১৫ নভেম্বরই তাঁকে ছাপিয়ে গেলেন ছাত্র কোহলি।

    বিরাটকে শুভেচ্ছা সচিনের

    নিজের ৩৫তম জন্মদিনে এক দিনের ক্রিকেটে ৪৯তম শতরান করে সচিন তেন্ডুলকরের পাশে নিজের নাম লিখিয়েছিলেন ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলি। মুম্বইয়ে ওয়াংখেড়ে স্টেডিয়ামে বিশ্বকাপের সেমিফাইনালে ‘মাস্টার ব্লাস্টার’কে ছাড়িয়ে গেলেন বিরাট। এক দিনের ক্রিকেটে ৫০তম শতরান করলেন কোহলি। ১০৬ বলে ১০০ রান করে এক দিনের ক্রিকেটে সচিনকে টপকে গেলেন তিনি।  ১০০ রান ছুঁতেই ব্যাট তুলে প্রথমে সচিনের দিকে তাকিয়ে তাঁকে কুর্নিশ জানান বিরাট। গ্যালারিতেই উঠে দাঁড়িয়ে বিরাটকে শুভেচ্ছা জানান ‘মাস্টার ব্লাস্টার’ও। এ এক বিরল মুহূর্ত। সফল ছাত্র গুরুকে পিছনে ফেলে এগিয়ে গেল। সচিনকে সম্মান জানিয়ে তার পরেই চুম্বন ছুড়ে দেন জীবনসঙ্গী অনুষ্কাকে। বিশ্বের প্রথম ক্রিকেটার হিসাবে এক দিনের ক্রিকেটে ৫০টি শতরানের মাইলফলক স্পর্শ করলেন কোহলি। 

    রানের পাহাড় ভারতের

    এদিন টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় রোহিত। শুরু থেকেই গিল, রোহিতদের সামনে অসহায় আত্মসমর্পন করে কিউই বোলাররা। রোহিত শর্মা শুরতেই বোল্ট, সাউদিদের কোমর ভেঙে দেন। স্টেপ আউট করে কিউই পেসারদের ছক্কা মারেন রোহিত। তখনই যেন ভারতীয় দল আলাদা মোমেন্টাম পেয়ে যায়। রোহিত ফিরতেই মুম্বই কোহলি-ময়। নিউজিল্যান্ডের সামনে জয়ের জন্য ৩৯৮ রানের লক্ষ্যমাত্রা ধার্য করে ভারত। এদিন ওয়ানডে ক্যারিয়ারের ১৩তম অর্ধ শতক তুলে নেন গিল। শেষ দিকে শ্রেয়স আইয়ারের ৭০ বলে ১০৫ রানের বিধ্বংসী শতকে রানের পাহাড় গড়ে টিম ইন্ডিয়া।

    গ্যালারিতে বেকহ্যাম

    এবারের বিশ্বকাপের অন্যতম চমক দেখা গেল সেমিফাইনালের মঞ্চে। ওয়াংখেড়েতে ভারত-নিউজিল্যান্ড সেমিফাইনাল দেখতে মাঠে হাজির হয়েছিলেন ক্রিকেটের ঈশ্বর সচিন তেন্ডুলকর এবং কিংবদন্তি ডেভিড বেকহ্যাম। গ্যালারিতে একসঙ্গে বসে সেমিফাইনাল ম্যাচ উপভোগ করলেন তাঁরা। ক্যারিবিয়ান কিংবদন্তী ভিভিয়ান রিচার্ডসও (Sir Viv Richards) উপভোগ করলেন ভারত-নিউজিল্যান্ডের বিশ্বকাপ দ্বৈরথ। দক্ষিণী সুপারস্টার ভেঙ্কটেশ ডাগ্গুবাটি, বিরাট কোহলির স্ত্রী তথা বলিউড তারকা অনুষ্কা শর্মাও ছিলেন গ্যালারিতে। তাঁর পাশেই দেখা গিয়েছে রবিচন্দ্রন অশ্বিনের স্ত্রী প্রীতি নারায়ণকেও। মুম্বইয়ে যেহেতু বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচ, তাই ওয়াংখেড়েতে পৌঁছে গিয়েছেন সচিন কন্যা সারা তেন্ডুলকর। ছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মার স্ত্রী ঋতিকা সজদেও।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • India vs Pakistan: আহমেদাবাদে পৌঁছলেন অনুষ্কা! ভারত-পাকিস্তান ম্যাচে বৃষ্টির সম্ভাবনা নেই

    India vs Pakistan: আহমেদাবাদে পৌঁছলেন অনুষ্কা! ভারত-পাকিস্তান ম্যাচে বৃষ্টির সম্ভাবনা নেই

    মাধ্যম নিউজ ডেস্ক: ঘরের মাঠে পাকিস্তানের মুখোমুখি ভারত (India vs Pakistan)। তাও আবার বিশ্বকাপের মঞ্চ। এর উত্তাপ এড়ানো মুশকিল। গ্যালারিতে নীল ঢেউয়ের মজা নিতে মাঠে আসছেন বিরাট-পত্নী অনুষ্কা শর্মা। বেশ কিছুদিন ক্যামেরার সামনে না এলেও বড় ম্যাচে ভারতীয় দলকে উৎসাহ দিতে আহমেদাবাদে পৌঁছে  গেলেন অনুষ্কা। বিমানে অনুষ্কার সঙ্গে দেখা হয় সচিন তেন্ডুলকর এবং দীনেশ কার্তিকের। সেই ছবি সমাজমাধ্যমে পোস্ট করেন কার্তিক। তিনি বলেন, “আমি বিরাটকে ব্যক্তিগত ভাবেও চিনি। আমার এবং বিরাটের পরিবার একসঙ্গে বহু সময় কাটিয়েছে। বিরাট যে ভাবে নিজেকে এই পর্যায় নিয়ে গিয়েছে সেটা প্রশংসাযোগ্য। আর বিরাটের জীবনে বড় পরিবর্তন ঘটে অনুষ্কা আসার পর। তার পর থেকে বিরাট এমন ধরনের সিদ্ধান্ত নিয়েছে, যা ওকে জীবনে উন্নতি করতে সাহায্য করেছে।”

    বিশ্বকাপে জয়ের হ্যাটট্রিক

    ওডিআই বিশ্বকাপ ২০২৩-এ প্রথম দুটি ম্যাচ জিতেছে ভারত ও পাকিস্তান (India vs Pakistan) উভয় দলই। ফলে শুধু প্রেস্টিজ ফাইট জেতাই নয়, এবারের বিশ্বকাপে জয়ের হ্যাটট্রিক করার সুযোগও রয়েছে রোহিত শর্মা এবং বাবর আজমের দলের কাছে। ভারতের মাটিতে ওডিআই বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে প্রথম জয় পেতে চাইছে বাবর আজম-শাহিন আফ্রিদিরা। এর আগে ওডিআই বিশ্বকাপে মোট ৭ বার মুখোমুখি হয়েছে দুই চির প্রতিদ্বন্দ্বি দেশ। প্রতিবার জয়ের হাসি হেসেছে টিম ইন্ডিয়া। শনিবার পাকিস্তানের সামনে আরও একবার খাতা খোলার সুযোগ। অপরদিকে ভারতের সামনে টার্গেট ৮-০ করার। কে হাসবে শেষ হাসি তার উত্তর মিলবে শনিবাসরীয় নরেন্দ্র মোদি স্টেডিয়ামে।

    আরও পড়ুন: বাড়ানো হল নিরাপত্তা! ভারত-পাক মহারণের সময় আকাশে উড়বে ড্রোন

    শুভমানকে নিয়ে ধোঁয়াশা

    শুভমান গিল পাকিস্তান ম্যাচে খেলবেন কিনা তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। পাকিস্তানের (India vs Pakistan) বিরুদ্ধে ফের অশ্বিনকে প্রথম একাদশে ফেরানো হবে কিনা তা নিয়েও জল্পনা রয়েছে। তবে আহমেদাবাদের বড় মাঠে ৩ স্পিনার নিয়ে নামলে ভারতের শক্তি বাড়বে বলেই মত বিশেষজ্ঞদের। ম্যাচে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই।

    কখন, কোথায় দেখবেন ম্যাচ

    আজ ১৪ অক্টোবর, ভারত বনাম পাকিস্তান ম্যাচ শুরু হবে ভারতীয় সময় দুপুর ২টো থেকে। টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কের চ্যানেলে খেলা দেখা যাবে। ডিজনি প্লাস হটস্টারে লাইভ স্ট্রিমিং দেখা যাবে এই ম্য়াচের।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Virat Kohli: বিশ্বকাপের প্রস্তুতি মাঝপথে ছেড়ে আচমকা মুম্বই ফিরলেন বিরাট কোহলি! কেন?

    Virat Kohli: বিশ্বকাপের প্রস্তুতি মাঝপথে ছেড়ে আচমকা মুম্বই ফিরলেন বিরাট কোহলি! কেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: ৫ অক্টোবর থেকে শুরু হচ্ছে পুরুষদের এক দিনের ক্রিকেট বিশ্বকাপ। তার আগে রয়েছে আরও একটি প্রস্তুতি ম্যাচ। প্রথম প্রস্তুতি ম্যাচ খেলতে গুয়াহাটি উড়ে গিয়েছিল ভারতের বিশ্বকাপ দল। সেখানেই খবর আসে অন্তঃসত্ত্বা স্ত্রী অনুষ্কা অসুস্থ। তার পরেই জরুরি বিমানে মুম্বই উড়ে যান ভারতীয় ক্রিকেটের অন্যতম তারকা বিরাট কোহলি (Virat Kohli)। অসুস্থ স্ত্রীর পাশে থাকতেই তিনি মুম্বই উড়ে গিয়েছেন বলে ভারতীয় টিম সূত্রে খবর।

    আসছে ভামিকার খেলার সঙ্গী!

    ২০১৭ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন বিরাট কোহলি (Virat Kohli) ও অনুষ্কা শর্মা। ২০২১ সালের জানুয়ারি মাসে জন্ম হয় বিরাট ও অনুষ্কার মেয়ে ভামিকার। এখন ভামিকার বয়স আড়াই বছর। গত মাসেই শোনা গিয়েছিল অচিরেই আসছে ভামিকার খেলার সঙ্গী। সম্প্রতি একটি ম্যাটারনিটি ক্লিনিকের বাইরেও দেখা যায় অনুষ্কাকে। তারপরেই জল্পনা জোরালো হয়। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতেই নাকি তিনি মুম্বই উড়ে গিয়েছেন বলে খবর।

    কবে দলের সঙ্গে যোগ দেবেন কোহলি?

    ৩০ সেপ্টেম্বর ভারত-ইংল্যান্ডের প্রস্তুতি ম্যাচ ছিল। সেই ম্যাচে শুধু টস হয়েছিল। বৃষ্টির জন্য খেলা হয়নি। এর পরেই গুয়াহাটি থেকে চাটার্ড ফ্লাইটে করে তিরুবনন্তপুরমে পৌঁছেছে ভারতীয় টিম। যদিও কোহলি যাননি। ভারতীয় টিম সূত্রে খবর, শীঘ্রই দলের সঙ্গে যোগ দেবেন কোহলি (Virat Kohli)।

    এদিকে, বিশ্বকাপে খেলতে নামার আগে আর একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত। ২০১১ সালের পর আর বিশ্বকাপ জিততে পারনে ভারত। এবার ঘরের মাঠে খেলার সুযোগ পাচ্ছে দল। তাই কোমর কষে মাঠে নামছেন রোহিত শর্মারা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে শুরু হবে ভারতের বিশ্বকাপ অভিযান। তার পর মুখোমুখি হবে আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা এবং নেদারল্যান্ডস।

    আরও পড়ুুন: “লুট হয়েছে ১০০ দিনের কাজের টাকা, সিবিআই চাই”, দাবি গিরিরাজের

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

     

  • Virat Anushka: বিরাট-অনুষ্কার সংসারে নতুন অতিথি! কেন বাড়ি থেকে বেরচ্ছেন না বলিউড কুইন?

    Virat Anushka: বিরাট-অনুষ্কার সংসারে নতুন অতিথি! কেন বাড়ি থেকে বেরচ্ছেন না বলিউড কুইন?

    মাধ্যম নিউজ ডেস্ক: নতুন খবর দিতে চলেছেন অনুষ্কা শর্মা ও বিরাট কোহলি। ফের মা হতে চলেছেন অভিনেত্রী। শোনা যাচ্ছে, তিন মাসেরও বেশি তিনি অন্তঃসত্ত্বা। গত কয়েক মাস ধরেই অনুষ্কা নিজেকে লোকচক্ষুর আড়ালেই রেখেছেন। বলি অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে, নানা গুঞ্জন। সম্প্রতি বাড়ি থেকে নাকি এক্কেবারেই বেরচ্ছেন না অনুষ্কা। এই সময় বাইরে বেরলে ঝুঁকিপূর্ণ হতে পারে ব্যাপারটা। সাধারণত, প্রথম এবং দ্বিতীয় ট্রাইমেস্টারে গর্ভবতীরা বাড়িতে থেকেই বিশ্রাম করেন।

    কেন রটল এমন খবর

    সম্প্রতি মুম্বইয়ের এক ক্লিনিকে বিরাট ও অনুষ্কাকে একসঙ্গে দেখতে পাওয়া গিয়েছে। জানা গিয়েছে, মুম্বইয়ের ওই ক্লিনিকে ফোটোশিকারিদের মুখোমুখি হতেই বিরাট কোহলি নিজে তাঁদের ছবি প্রকাশ্যে আনতে বারণ করেন। তিনি নিজে খুব শীঘ্রই আনুষ্ঠানিক ঘোষণা করবেন বলেও জানান। সামনেই বিশ্বকাপ। ঘরের মাঠে একদিনের ওয়ার্ল্ড কাপ খেলতে নামবে টিম ইন্ডিয়া। তার আগে নতুন সন্তান আগমনের খবর কোহলি ঘোষণা করবেন কিনা, এখন সেটাই লাখ টাকার প্রশ্ন। 

    গত কয়েক সপ্তাহ ধরেই খবর শোনা যাচ্ছিল যে, অভিনেত্রী অনুষ্কা শর্মা অন্তঃসত্ত্বা। এই কারণেই তাঁকে খুব একটা প্রকাশ্যে দেখা যাচ্ছে না। বর্তমানে তাঁদের মেয়ে ভামিকা কোহলির বয়স দু’বছর। ২০২১ সালে মেয়ে ভামিকার জন্ম দেন অভিনেত্রী। প্রায় দু’বছর হয়ে গেল এখনও মেয়েকে সে ভাবে প্রকাশ্যে আনেননি তাঁরা। এর মাঝে ফের খুশির খবর কোহলি পরিবারে। ম্প্রতি নিজের বাড়িতে গণেশ পুজোর অনুষ্ঠানে যে ছবিগুলি পোস্ট করেছিলেন, তাতে তাঁকে দেখে গর্ভবতী বোঝা যায়নি। কারণ শাড়ি কিংবা ঢিলে‌ঢালা চুড়িদার পরেই ছবিগুলি তুলেছিলেন অভিনেত্রী।

    আরও পড়ুন: নিবিড় অরণ্য আর ইছামতীর বুকে নৌ-বিহার, হাত বাড়ালেই “বিভূতিভূষণ অভয়ারণ্য”

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের , Twitter এবং Google News পেজ।

  • Virat-Anushka: বৃন্দাবন, হৃষীকেশের পর এবার মহাকালেশ্বর মন্দির, জ্যোতির্লিঙ্গে পুজো দিলেন বিরাট-অনুষ্কা

    Virat-Anushka: বৃন্দাবন, হৃষীকেশের পর এবার মহাকালেশ্বর মন্দির, জ্যোতির্লিঙ্গে পুজো দিলেন বিরাট-অনুষ্কা

    মাধ্যম নিউজ ডেস্ক: সামনেই ভারত-অস্ট্রেলিয়ার চতুর্থ টেস্ট ম্যাচ৷ তার আগেই সস্ত্রীক উজ্জয়িনীর মহাকাল জ্যোতির্লিঙ্গ মন্দিরে গেলেন বিরাট কোহলি (Virat-Anushka)। বিরাটের পরনে ছিল ধুতি, গেঞ্জি, গলায় রুদ্রাক্ষের মালা, আর অনুষ্কা পরেছেন বেবি পিঙ্ক রংয়ের শাড়ি। মন্দিরের ঠাকুরের মন্দিরের চৌকাঠে বসে ছিলেন দুজনেই। তাঁদের সেই মন্দির দর্শনের ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ঝড়ের বেগে ভাইরাল হচ্ছে।



    ব্যাটে রানের খরা বিরাটের

    টেস্ট ক্রিকেটে ফর্মে নেই বিরাট কোহলি। ২০১৯ সালের পর থেকে তিনি আর টেস্ট ক্রিকেটে রান পাননি। ২০২২ সালে সাদা বলের ক্রিকেটে তিনি রানে ফেরার পর আশা করা হয়েছিল টেস্টে তাঁকে চেনা ছন্দে দেখা যাবে। কিন্তু তা হয়নি। তিনটে টেস্টেই তিনি ব্যর্থ হলেন, তাঁর ব্যাট থেকে হাফ সেঞ্চুরি আসেনি। আর এই তৃতীয় টেস্টে হারের পরই উজ্জয়িনের মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দিরে গেলেন তিনি। তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী অনুষ্কা শর্মা। তিনি সেখানে গিয়ে বাবা মহাকালের ভষ্ম আরতিতে যোগ দেন। ম্যাচ হারের পরের দিনই মহাকালেশ্বর মন্দিরে যাওয়াটা বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকে।

    অনুষ্কা কী বললেন?

    অনুষ্কা সংবাদমাধ্যমে বলেন, “আমরা এখানে মহাকাল মন্দিরে প্রার্থনা জানাতে এবং দর্শনের জন্য এসেছি।” মহাকাল মন্দিরে তাঁরা যে প্রার্থনা জানাতে গিয়েছিলেন সেখানকার একাধিক ভিডিও এবং ছবি ভাইরাল হয়েছে। তাঁদের মন্দিরের দরজার কাছে অন্যান্য ভক্তদের সঙ্গে বসে থাকতে দেখা গিয়েছে এই ভিডিওতে (Virat-Anushka)। এদিন মন্দির চত্বরে বিরুষ্কাকে দেখতে অনুরাগীরা ভিড়ও করেছিলেন।

    প্রসঙ্গত, এবছরের শুরুতেও বিরুষ্কা তাঁদের মেয়ে ভামিকার সঙ্গে ঋষিকেশ এবং বৃন্দাবনও গিয়েছিলেন। বৃন্দাবনে থাকাকালীন, তাঁরা বাবা নিম করোলির আশ্রমেও গিয়েছিলেন৷ পাশপাশি, ঋষিকেশেও তাঁরা স্বামী দয়ানন্দ আশ্রম দর্শনে গিয়েছিলেন৷ তবে এবার মন্দিরে যাওয়ার কারণ নিয়েই চর্চা শুরু হয়েছে (Virat-Anushka)।

    ৯ মার্চ পরবর্তী ম্যাচে নামবে ভারত। আহমেদাবাদে সেই টেস্টে জিততে না পারলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্রবেশ করতে পারবে না ভারত। ফলে পরের ম্যাচটা জিততেই হবে। আর তাই বিরাট মন্দির গিয়েছেন প্রার্থনা করতে, এমনটাই ধারণা অধিকাংশের। এবার এটাই দেখার পরবর্তী ম্যাচে বিরাটকে নিজের ছন্দে দেখা যায় কিনা (Virat-Anushka)।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ

  • Virat-Anushka Anniversary: পঞ্চম বিবাহবার্ষিকীতে ‘রোম্যান্টিক’ মুডে বিরাট, কিন্তু অনুষ্কা এ কী ছবি পোস্ট করলেন?

    Virat-Anushka Anniversary: পঞ্চম বিবাহবার্ষিকীতে ‘রোম্যান্টিক’ মুডে বিরাট, কিন্তু অনুষ্কা এ কী ছবি পোস্ট করলেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: ১১ ডিসেম্বর বিবাহের পাঁচ বছর পূর্ণ করল ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি এবং বলি অভিনেত্রী অনুষ্কা শর্মা (Virat-Anushka 5th Anniversary)। ২০১৭ সালের ১১ ডিসেম্বর গাঁটছড়া বেঁধেছিলেন বিনোদন এবং ক্রীড়া জগতের দুই খ্যাতনামা তারকা। ইতালির তাস্কানিতে (Tuscany Italy) গিয়ে ডেস্টিনেশন ওয়েডিং সেরেছিলেন ‘বিরুষ্কা’ (Virushka)। পরিজন এবং কাছের বন্ধুদের উপস্থিতিতেই বিরাট-অনুষ্কার (Virat-Anushka) চার হাত এক হয়েছিল। বিবাহের পাঁচ বছরের পূর্ণতার দিনে বিরাট-অনুষ্কা একে অপরের প্রতি ভালোবাসায় ভরা পোস্ট ইন্সটাগ্রামে শেয়ার করেছেন। আজ এই বিশেষ দিনে অনুরাগী থেকে শুরু করে বলিউড তারকারা, বিরুষ্কাকে শুভেচ্ছা জানিয়েছেন সবাই।

    বিরাট-অনুষ্কার বিবাহের পাঁচ বছর…

    এদিন অনুষ্কা ইন্সটাগ্রামে কিছু ছবি শেয়ার করেছেন ও সঙ্গে লিখেছেন ক্যাপশনও। ইন্সটাগ্রামের প্রথম ছবিতে খুনসুটি ও ‘দুষ্টুমি’ করার মুডে করে শেয়ার করেছেন, ‘পরী’ (Pari)  সিনেমার পোস্টারে গ্রাফিক্স করা অনুষ্কার সঙ্গে বিরাটের ছবি। শেয়ার করেছেন দিল্লিতে কাটানো প্রেমের মুহূর্ত। শুধু খুশির মুহূর্ত নয়, ছোট্ট ভামিকার জন্মের পরে পাশের বিছানাতেই শুয়ে ক্লান্ত বিরাট বিশ্রাম নিচ্ছেন, অসুস্থ শরীরে সেই ছবিও ফ্রেমবন্দি করেছিলেন অনুষ্কা। এরপর কফি কাপে বিরাট অনুষ্কার ছবি, পাহাড়ের কোলে, নদীর ধারে কাটানো মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন অনুষ্কা (Virat-Anushka 5th Anniversary)।

    [insta]https://www.instagram.com/p/CmBPRHfJaYp/?utm_source=ig_web_copy_link[/insta]

    বিরাটের পোস্ট…

    অন্যদিকে বিয়ের পাঁচ বছরপূর্তিতে (Virat-Anushka 5th Wedding Anniversary) স্ত্রী অনুষ্কা শর্মার সঙ্গে ‘রোম্যান্টিক’ ছবি শেয়ার করেন বিরাট কোহলিও। সঙ্গে স্ত্রীর প্রতি ভালোবাসা উজাড় করে দিয়ে বিরাট লেখেন, “এক অসমাপ্ত যাত্রার ৫ বছর। তোমাকে পেয়ে আমি ধন্য। আমার সমস্ত হৃদয় দিয়ে আমি তোমায় ভালোবাসি”।

    [insta]https://www.instagram.com/p/CmBQxE0vgcq/?utm_source=ig_web_copy_link[/insta]

    তাঁদের রূপকথার পেছনের কাহিনী

    বিনোদন জগৎ তথা ক্রিকেটের অন্যতম জনপ্রিয় জুটি হলেন অনুষ্কা শর্মা এবং বিরাট কোহলি। তাঁদের প্রেমের সফরটকে রূপকথা না বললেই নয়। তাঁদের প্রথম দেখা হওয়া থেকে বিয়ে সবটাই ভীষণই জনপ্রিয় সাধারণ মানুষের মধ্যে। ‘বিরুষ্কা’র রসায়ন বরাবরই মুগ্ধ করে এসেছে তাঁদের অনুগামীদের। বলিউডের ‘পারফেক্ট কাপল’ এর এক জ্বলন্ত নিদর্শন হয়ে উঠেছেন। কিন্তু তাঁদের একসঙ্গে হওয়ার পিছনের গল্প কি জানেন? সম্প্রতি তারই বিষয়ে এক সংবাদমাধ্যমে বলেছেন অনুষ্কা।

    ২০১৩ সালের ঘটনা। একটি শ্যাম্পুর বিজ্ঞাপনের শ্যুটিংয়ের সময় প্রথমবার আলাপ হয় তাঁদের। তিনদিনের শ্যুটিং ছিল তাঁদের। আর তখন বিরাটকে দেখে খুব অহংকারী মনে হয়েছিল অনুষ্কার। তাই তিনি ভেবেছিলেন, অনুষ্কাও আরও বেশি অহংকারী হওয়ার ভাব দেখাবেন। এমন পরিকল্পনা করে বিজ্ঞাপনের সেটে উপস্থিত হয়েছিলেন অনুষ্কা শর্মা। তবে সামনে থেকে বিরাটকে দেখে অবাক হয়ে যান তিনি। কারণ বিরাটের সঙ্গে কথা বলে তাঁর মনে হয়েছিল তিনি একজন বুদ্ধিদীপ্ত মজার মানুষ। এরপর তিন দিনের মধ্যেই গাঢ় হয়ে যায় তাঁদের বন্ধুত্ব। আর বর্তমানে তাঁদের পাঁচ বছরের দাম্পত্য জীবন বেশ রঙিন। ২০২১ সালে তাঁদের পরিবারে আসে নতুন সদস্য ভামিকা। ফলে তাঁদের সম্পর্ক যে কতটা ভালোবাসা-খুনসুটিতে ভরা, তা বারবার বিভিন্ন ছবির মাধ্যমে ধরা পড়েছে সোশ্যাল মিডিয়ায় (Virat-Anushka 5th Anniversary)।

LinkedIn
Share