Tag: Arjuna Ranatunga

Arjuna Ranatunga

  • Sri Lanka: রণতুঙ্গার বিতর্কিত মন্তব্য! জয় শাহের কাছে দুঃখপ্রকাশ শ্রীলঙ্কা সরকারের

    Sri Lanka: রণতুঙ্গার বিতর্কিত মন্তব্য! জয় শাহের কাছে দুঃখপ্রকাশ শ্রীলঙ্কা সরকারের

    মাধ্যম নিউজ ডেস্ক: এশিয়ান ক্রিকেট কাউন্সিল সভাপতি তথা বিসিসিআই সচিব জয় শাহকে আক্রমণ শানিয়েছিলেন শ্রীলঙ্কার বিশ্বকাপজয়ী প্রাক্তন অধিনায়ক অর্জুন রণতুঙ্গা। এবার রণতুঙ্গার হয়ে দুঃখ প্রকাশ করলেন, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রণিল বিক্রমসিংহে।  গত ১৭ নভেম্বর জয় শাহকে ফোন করেছিলেন রণিল বিক্রমসিংহে। জানা যায়, জয় শাহকে রণিল জানান, তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রেক্ষিতে লঙ্কার সংসদে ক্ষমা চেয়েছেন রণিল নিজে এবং তাঁর মন্ত্রী কাঞ্চনা বীজশেখরা। উল্লেখ্য, বর্তমানে অর্জুন রণতুঙ্গা নিজে শ্রীলঙ্কার একজন সাংসদ। 

    শ্রীলঙ্কা সরকারের মত

    সূত্রের খবর, শ্রীলঙ্কার সংসদে দাঁড়িয়ে সেদেশের মন্ত্রী বীজশেখরা বলেন, ‘আমরা সরকার হিসেবে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান জয় শাহের কাছে দুঃখ প্রকাশ করছি। আমরা আমাদের প্রতিষ্ঠানের ত্রুটির জন্য তাঁকে বা অন্য কোনও দেশের দিকে আঙুল তুলতে পারি না। এই কাজটা অত্যন্ত অন্যায়ের।’ এরপরই ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব জয় শাহের কাছে দুঃখপ্রকাশ করে শ্রীলঙ্কা সরকার। 

    আরও পড়ুন: নিজে পারেননি, রোহিতরা পারবেন, আশাবাদী সৌরভ! ট্রফি ছোঁয়ার অপেক্ষায় দ্রাবিড়ও

    কেন দুঃখপ্রকাশ

    বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপর্যয়ের পর বিসিসিআই সচিবের বিরুদ্ধে তোপ দেগে ছিলেন ১৯৯৬ সালের বিশ্বজয়ী অধিনায়ক। রণতুঙ্গা অভিযোগ করে বলেছিলেন, জয়ের নির্দেশে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডে বিপুল দুর্নীতি হচ্ছে। তাতে আখেরে ধ্বংস হয়ে যাচ্ছে সে দেশের ক্রিকেট। শ্রীলঙ্কার একটি সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‘শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের কর্তাদের সঙ্গে জয়ের ভাল যোগাযোগ রয়েছে। সেই কারণে কর্তারা মনে করছেন, তাঁরা যা ইচ্ছা করতে পারেন। আদতে জয় শ্রীলঙ্কা ক্রিকেট চালাচ্ছে। ওর নির্দেশেই সব চলছে। ভারত থেকে একটা লোকের চাপে ধীরে ধীরে শ্রীলঙ্কা ক্রিকেট ধ্বংস হয়ে যাচ্ছে। ওর বাবা ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী। সে জন্যই জয়ের এত ক্ষমতা।’’ রণতুঙ্গার মন্তব্য ভাল ভাবে নেয়নি বিসিসিআই কর্তারা। তবে, বিশ্বকাপের মাঝে এ নিয়ে বিতর্কও বাড়ায়নি ভারতীয় ক্রিকেট বোর্ড।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share